২০২২ বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের জুন ও জুলাই মাসে দুটি টেস্ট, তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর করে।[1][2] টেস্ট ম্যাচগুলো ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা হয়।[3][4] ২০২২ সালের মে মাসে সফরের একটি খসড়া সূচি ঘোষিত হয়।[5] ২০২২ সালের ১ জুন সফরের পূর্ণাঙ্গ সূচি নিশ্চিত করা হয়।[6][7]
২০২২ বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর | |||
---|---|---|---|
ওয়েস্ট ইন্ডিজ | বাংলাদেশ | ||
তারিখ | ১৬ জুন ২০২২ – ১৬ জুলাই ২০২২ | ||
অধিনায়ক |
ক্রেইগ ব্র্যাথওয়েট (টেস্ট) নিকোলাস পুরান (ওডিআই ও টি২০আই) |
সাকিব আল হাসান (টেস্ট) তামিম ইকবাল (ওডিআই) মাহমুদউল্লাহ রিয়াদ (টি২০আই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | কাইল মেয়ারস (১৫৩) | সাকিব আল হাসান (১৩৮) | |
সর্বাধিক উইকেট | আলজারি জোসেফ (১২) | খালেদ আহমেদ (১০) | |
সিরিজ সেরা খেলোয়াড় | কাইল মেয়ারস (ওয়েস্ট ইন্ডিজ) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ৩–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | নিকোলাস পুরান (৯১) | তামিম ইকবাল (১১৭) | |
সর্বাধিক উইকেট | গুডাকেশ মোতি (৬) | মেহেদী হাসান মিরাজ (৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | তামিম ইকবাল (বাংলাদেশ) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | নিকোলাস পুরান (১০৮) | সাকিব আল হাসান (১০২) | |
সর্বাধিক উইকেট | রোমারিও শেফার্ড (৬) |
নাসুম আহমেদ (২) সাকিব আল হাসান (২) মাহেদী হাসান (২) শরিফুল ইসলাম (২) | |
সিরিজ সেরা খেলোয়াড় | নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ) |
২০২২ সালের ২২ মে মমিনুল হককে টেস্ট দলের অধিনায়ক হিসেবে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সফরের জন্য দল ঘোষণা করে।[8] কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ পরাজিত হওয়ার পর মমিনুল হক বাংলাদেশের টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেন।[9] সাকিব আল হাসানকে বাংলাদেশের টেস্ট দলের নতুন অধিনায়কের দায়িত্ব দেয়া হয়।[10][11]
টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–০ ব্যবধানে জয়ী হয়।[12][13] টি২০আই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–০ ব্যবধানে জয়লাভ করে।[14] ওডিআই সিরিজে বাংলাদেশ ৩–০ ব্যবধানে জয়ী হয়।[15]
দলীয় সদস্য
ওয়েস্ট ইন্ডিজ | বাংলাদেশ | ||||
---|---|---|---|---|---|
টেস্ট[16] | ওডিআই[17] | টি২০আই[18] | টেস্ট[19] | ওডিআই[20] | টি২০আই[21] |
|
|
|
চোটের কারণে শহিদুল ইসলাম সিরিজে বাংলাদেশের হয়ে খেলতে অসমর্থ বলে গণ্য হন।[22] ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে তেজনারায়ণ চন্দরপল ও শারমন লুইসকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[23] প্রস্তুতিমূলক ম্যাচ খেলার সময় পিঠে চোট পাওয়ায় ইয়াসির আলী বাংলাদেশের টেস্ট দল থেকে ছিটকে যান।[24] তাঁর পরিবর্তে এনামুল হক বিজয়কে বাংলাদেশের টেস্ট দলে যোগ করা হয়।[25] প্রথম টেস্ট শুরুর আগের দিন কেমার রোচকে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে যোগ করা হয়।[26][27] চোটের কারণে মোহাম্মদ সাইফুদ্দিন বাংলাদেশের ওডিআই ও টি২০আই দল থেকে ছিটকে যান, এবং পূর্বের চোট থেকে সেরে না ওঠায় ইয়াসির আলী পুরো সফরেই খেলতে অসমর্থ বলে গণ্য হন।[28] রোমারিও শেফার্ড ও ডমিনিক ড্রেকসকে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের ওডিআই ও টি২০আই দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[29] তৃতীয় টি২০আই ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করে যে ওডিআই সিরিজের দলে সাকিব আল হাসান থাকবেন না।[30] ওডিআই সিরিজ শুরুর আগের দিন ওয়েস্ট ইন্ডিজের ওডিআই দলে কিমো পলের পরিবর্তে রোমারিও শেফার্ডকে নেয়া হয়।[31]
টেস্ট সিরিজ
১ম টেস্ট
১৬–২০ জুন ২০২২ স্কোরকার্ড |
ব |
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- গুডাকেশ মোতি (ওয়েস্ট ইন্ডিজ)-এর টেস্ট অভিষেক হয়।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ১২, বাংলাদেশ ০।
২য় টেস্ট
২৪–২৮ জুন ২০২২ স্কোরকার্ড |
ব |
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- তৃতীয় দিনে বৃষ্টির কারণে ৩১ ওভার খেলা সম্ভব হয়নি।
- অ্যান্ডারসন ফিলিপ (ওয়েস্ট ইন্ডিজ)-এর টেস্ট অভিষেক হয়।
- খালেদ আহমেদ (বাংলাদেশ) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[32]
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ১২, বাংলাদেশ ০।
টি২০আই সিরিজ
১ম টি২০আই
ব |
||
সাকিব আল হাসান ২৯ (১৫) রোমারিও শেফার্ড ৩/২১ (৩ ওভার) |
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
২য় টি২০আই
ব |
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় টি২০আই
ব |
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ওডিআই সিরিজ
১ম ওডিআই
ব |
||
- বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৪১ ওভারে খেলা হয়।
- গুডাকেশ মোতি (ওয়েস্ট ইন্ডিজ) ও নাসুম আহমেদ (বাংলাদেশ)-এর ওডিআই অভিষেক হয়।
২য় ওডিআই
ব |
||
- বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় ওডিআই
ব |
||
লিটন কুমার দাস ৫০ (৬৫) গুডাকেশ মোতি ৪/২৩ (১০ ওভার) |
- বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- তাইজুল ইসলাম (বাংলাদেশ) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[33]
তথ্যসূত্র
- "Schedule for inaugural World Test Championship announced"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯।
- "Men's Future Tours Programme" (পিডিএফ)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।
- "Bangladesh's compact schedule as India, Pakistan arrive in 2021-22"। দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২০।
- "BCB prepares a compact two-year schedule 2021-2022"। ক্রিকফ্রেনজি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২০।
- "Spin coach Herath unavailable for Bangladesh's Caribbean tour"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মে ২০২২।
- "CWI brings the hottest "summer of cricket" with visits by Bangladesh, India and New Zealand"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০২২।
- "India to tour WI and USA for white-ball series in July-August"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০২২।
- "Mustafizur Rahman returns as Bangladesh name squads for West Indies"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২২।
- "Mominul Haque steps down as Bangladesh Test captain"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২২।
- "Shakib Al Hasan named Bangladesh Test captain"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২২।
- "Shakib Al Hasan back as Bangladesh Test captain"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২২।
- "West Indies canter to 2-0 series win after quick bowlers finish the job"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২২।
- "Roach is helping fast bowlers to mature quicker: Simmons"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২২।
- "Pooran, Mayers fifties hand West Indies 2-0 win"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২২।
- "Taijul's maiden five-for sets up Bangladesh for 3-0 series win"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২২।
- "West Indies squad named for 1st Test match to face Bangladesh"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২২।
- "Powell named vice-captain as West Indies make numerous changes to T20I squad"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২২।
- "West Indies squads named for T20Is and CG United ODIs vs Bangladesh"। ক্রিকেট ওয়ার্ল্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২২।
- "Anamul Haque recalled for WI white-ball series; Mustafizur Rahman back in Test squad"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ মে ২০২২।
- "Mustafizur included in Bangladesh Test squad for WI tour"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ মে ২০২২।
- "টেস্ট দলে ফিরছেন মোস্তাফিজ"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২২ মে ২০২২।
- "ওয়েস্ট ইন্ডিজ সফরের স্কোয়াডে হাসান মাহমুদ"। বিডিক্রিকটাইম। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২২।
- "Holder to miss Bangladesh tour; three newcomers in WI Test squad"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২২।
- "Back injury sidelines Yasir Ali from West Indies Tests"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২২।
- "Bangladesh include Anamul Haque for second Test against West Indies"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২২।
- "Kemar Roach added to West Indies Test squad v Bangladesh"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২২।
- "রোচের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২২।
- "Saifuddin, Yasir Ali out of West Indies ODIs and T20Is"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২২।
- "West Indies squads named for T20Is and CG United ODIs vs Bangladesh"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২২।
- "Shakib unavailable for West Indies ODIs, Zimbabwe tour"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২২।
- "Shepherd replaces Paul in the West Indies Squad for the CG United ODI Series in Guyana"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২২।
- "খালেদের প্রথম পাঁচের পর রোচের কবলে বাংলাদেশ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২২।
- "Taijul inspires West Indies whitewash as Bangladesh take series 3-0"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২২।