২০২২ ফ্রান্স চতুর্দেশীয় সিরিজ

২০২২ ফ্রান্স চতুর্দেশীয় সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের মে মাসে ফ্রান্সে অনুষ্ঠিত হয়।[1][2] সিরিজটিতে স্বাগতিক ফ্রান্সের সঙ্গে অংশগ্রহণ করে অস্ট্রিয়া, জার্সিস্পেন[3][4] এ টুর্নামেন্টেই স্পেন দল নিজেদের প্রথম আনুষ্ঠানিক টি২০আই ম্যাচ খেলে।[5] টুর্নামেন্টে নিজেদের চার ম্যাচের প্রতিটিতে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় জার্সি।[6][7][8]

২০২২ ফ্রান্স চতুর্দেশীয় সিরিজ
তারিখ৫ মে ২০২২ – ৮ মে ২০২২
তত্ত্বাবধায়কফ্রান্স ক্রিকেট
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
আয়োজক ফ্রান্স
বিজয়ী জার্সি
রানার-আপ ফ্রান্স
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় মহাদেবা পাথিরান্নেহেলাগে
সর্বাধিক রান সংগ্রহকারী এলস্পেথ ফাউলার (১৪১)
সর্বাধিক উইকেটধারী মহাদেবা পাথিরান্নেহেলাগে (৮)

দলীয় সদস্য

 অস্ট্রিয়া[9]  জার্সি[10]  ফ্রান্স[9]  স্পেন[11]
  • গান্ধালি বাপাত (অধি.) (উই.)
  • জো-অঁতোয়ানেত স্টিশলিৎস (সহ-অধি.)
  • আনিশা নুকালা
  • আশমান সাইফি
  • প্রিয়া সাবু
  • বুসরা উজা (উই.)
  • ভালেন্টিনা আভদিলায়
  • মহাদেবা পাথিরান্নেহেলাগে
  • রাফায়েলা ট্রেবিংগার
  • রেজার্তা আভদিলায়
  • সৌজন্য ব্যাঙ্গালোর চামুণ্ডাইয়া
  • স্মৃতি কোহলি
  • হরজীবন ভুল্লার
  • হানা সিম্পসন-পার্কার
  • ক্লোয়ি গ্রিশান (অধি.)
  • শার্লট মাইলস (সহ-অধি.) (উই.)
  • অলিভ স্মিথ
  • এরিন গাউজ
  • এরিন ডাফি
  • গ্রেস ওয়েদারঅল
  • জর্জিয়া ম্যালেট (উই.)
  • টিয়া ব্রকলসবি
  • ট্রিনিটি স্মিথ
  • ফ্লোরি কপলি
  • মারিয়া দা রোশা
  • মিয়া ম্যাগুয়ায়ার (উই.)
  • রোজ হিল
  • লিলি গ্রেগ
  • মারি ভিওলো (অধি.)
  • আলিক্স ব্রোদাঁ
  • ক্রিস্টাল ল্যমোয়ান
  • গণেশ পূজা
  • তারা ব্রিটন
  • পপি ম্যাকগিওন
  • বিয়াট্রিস পিয়ের
  • ব্লঁদিন ভেরদোঁ
  • মাগালি মার্শেলো
  • মায়েল কারগুয়েত (উই.)
  • লারা আরমাস
  • লিডিয়া ওয়াইকস-টেম্পলম্যান
  • লুইস ল্যস্তাভেল
  • লেনা আরমাস
  • সাবিন বারোঁ
  • সিন্ডি পাকে
  • এলস্পেথ ফাউলার (অধি.)
  • অ্যামি ব্রাউন-কারেরা
  • আলিজা ফাতিমা সলিম (উই.)
  • উসওয়া সৈয়দ
  • ওয়ানিয়া মালিক
  • জয়নব বটুল আহমেদ
  • জসপ্রীত কৌর
  • তাসবিহা মির্জা (উই.)
  • মাইমুনা রিয়াজ
  • মুসকান নসিব
  • রাবিয়া আহমেদ
  • রাবিয়া মুশতাক
  • সামাইয়া বাশারাত
  • সিমরনজিৎ কৌর
  • হিফসা বাট

পয়েন্ট তালিকা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 জার্সি +২.৮৫৫
 ফ্রান্স (H) +০.৬৮৮
 অস্ট্রিয়া −০.৫৭৫
 স্পেন −২.৭০০
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     চ্যাম্পিয়ন

সূচি

৫ মে ২০২২
১১:০০
স্কোরকার্ড
ফ্রান্স 
৮৭/৫ (২০ ওভার)
 জার্সি
৯০/৩ (১২.৩ ওভার)
গণেশ পূজা ২১ (৩৬)
ক্লোয়ি গ্রিশান ২/১৩ (৪ ওভার)
শার্লট মাইলস ৩৯* (৩২)
মারি ভিওলো ২/২৩ (৩.৩ ওভার)
জার্সি ৭ উইকেটে জয়ী
দ্রু ক্রিকেট মাঠ, দ্রু
আম্পায়ার: আম্মার জাহির (ফ্রান্স) ও হামজা নিয়াজ (ফ্রান্স)
ম্যাচসেরা: শার্লট মাইলস (জার্সি)
  • জার্সি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • গণেশ পূজা, ব্লঁদিন ভেরদোঁ, লিডিয়া ওয়াইকস-টেম্পলম্যান (ফ্রান্স), এরিন ডাফি, ট্রিনিটি স্মিথ ও শার্লট মাইলস (জার্সি)-এর টি২০আই অভিষেক হয়।

৫ মে ২০২২
১৫:০০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
১২৭/৭ (২০ ওভার)
 স্পেন
৯২ (১৮.৫ ওভার)
জো-অঁতোয়ানেত স্টিশলিৎস ২৯ (২২)
রাবিয়া আহমেদ ৩/২৫ (২.৩ ওভার)
এলস্পেথ ফাউলার ২৬ (৩৬)
মহাদেবা পাথিরান্নেহেলাগে ৫/১৬ (৪ ওভার)
অস্ট্রিয়া ৩৫ রানে জয়ী
দ্রু ক্রিকেট মাঠ, দ্রু
আম্পায়ার: আম্মার জাহির (ফ্রান্স) ও সুব্বারাজু রাজেন্দ্রন (ফ্রান্স)
ম্যাচসেরা: মহাদেবা পাথিরান্নেহেলাগে (অস্ট্রিয়া)
  • অস্ট্রিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যামি ব্রাউন-কারেরা, আলিজা ফাতিমা সলিম, উসওয়া সৈয়দ, এলস্পেথ ফাউলার, জয়নব বটুল আহমেদ, জসপ্রীত কৌর, তাসবিহা মির্জা, মুসকান নসিব, রাবিয়া আহমেদ, রাবিয়া মুশতাক ও সিমরনজিৎ কৌর (স্পেন)-এর টি২০আই অভিষেক হয়।
  • মহাদেবা পাথিরান্নেহেলাগে প্রথম অস্ট্রীয় ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।

৬ মে ২০২২
১১:০০
স্কোরকার্ড
জার্সি 
১৭৫/৪ (২০ ওভার)
 স্পেন
১০৮/৬ (২০ ওভার)
ট্রিনিটি স্মিথ ৫৯* (৪৩)
উসওয়া সৈয়দ ১/২০ (৪ ওভার)
এলস্পেথ ফাউলার ২৯ (৪৬)
ট্রিনিটি স্মিথ ২/১৮ (৪ ওভার)
জার্সি ৬৭ রানে জয়ী
দ্রু ক্রিকেট মাঠ, দ্রু
আম্পায়ার: মোহাম্মদ নিসার (ফ্রান্স) ও হামজা নিয়াজ (ফ্রান্স)
ম্যাচসেরা: ট্রিনিটি স্মিথ (জার্সি)
  • স্পেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অলিভ স্মিথ (জার্সি), ওয়ানিয়া মালিক, মাইমুনা রিয়াজ ও হিফসা বাট (স্পেন)-এর টি২০আই অভিষেক হয়।

৬ মে ২০২২
১৫:০০
স্কোরকার্ড
জার্সি 
১৬৭/২ (২০ ওভার)
 অস্ট্রিয়া
৯৭/৭ (২০ ওভার)
শার্লট মাইলস ৫৭* (৫৯)
মহাদেবা পাথিরান্নেহেলাগে ১/২১ (৪ ওভার)
গান্ধালি বাপাত ২৪ (৩২)
জর্জিয়া ম্যালেট ৩/১৪ (৩ ওভার)
জার্সি ৭০ রানে জয়ী
দ্রু ক্রিকেট মাঠ, দ্রু
আম্পায়ার: আম্মার জাহির (ফ্রান্স) ও সুব্বারাজু রাজেন্দ্রন (ফ্রান্স)
ম্যাচসেরা: শার্লট মাইলস (জার্সি)
  • জার্সি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৭ মে ২০২২
১১:০০
স্কোরকার্ড
ফ্রান্স 
১২৫/৫ (২০ ওভার)
 জার্সি
১২৬/৪ (১৬.৪ ওভার)
পপি ম্যাকগিওন ৫০* (৫৭)
এরিন ডাফি ১/২২ (৪ ওভার)
ট্রিনিটি স্মিথ ৫৬* (৪০)
সিন্ডি পাকে ২/১৮ (৩.৪ ওভার)
জার্সি ৬ উইকেটে জয়ী
দ্রু ক্রিকেট মাঠ, দ্রু
আম্পায়ার: আম্মার জাহির (ফ্রান্স) ও সুব্বারাজু রাজেন্দ্রন (ফ্রান্স)
ম্যাচসেরা: ট্রিনিটি স্মিথ (জার্সি)
  • জার্সি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৭ মে ২০২২
১৫:০০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
১৬৫/৬ (২০ ওভার)
 স্পেন
১১৭/২ (২০ ওভার)
মহাদেবা পাথিরান্নেহেলাগে ৪৯ (৫১)
মাইমুনা রিয়াজ ২/১২ (৩ ওভার)
এলস্পেথ ফাউলার ৪৪ (৫০)
ভালেন্টিনা আভদিলায় ১/১৪ (৪ ওভার)
অস্ট্রিয়া ৪৮ রানে জয়ী
দ্রু ক্রিকেট মাঠ, দ্রু
আম্পায়ার: মোহাম্মদ নিসার (ফ্রান্স) ও হামজা নিয়াজ (ফ্রান্স)
ম্যাচসেরা: মহাদেবা পাথিরান্নেহেলাগে (অস্ট্রিয়া)
  • স্পেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৮ মে ২০২২
১১:০০
স্কোরকার্ড
ফ্রান্স 
১৬৩/৫ (২০ ওভার)
 স্পেন
৯৭/৩ (২০ ওভার)
গণেশ পূজা ৩২* (৪০)
ওয়ানিয়া মালিক ৩/১৮ (২ ওভার)
এলস্পেথ ফাউলার ৪২* (৫৮)
লিডিয়া ওয়াইকস-টেম্পলম্যান ১/১৫ (৪ ওভার)
ফ্রান্স ৬৬ রানে জয়ী
দ্রু ক্রিকেট মাঠ, দ্রু
আম্পায়ার: মোহাম্মদ নিসার (ফ্রান্স) ও হামজা নিয়াজ (ফ্রান্স)
ম্যাচসেরা: গণেশ পূজা (ফ্রান্স)
  • স্পেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • লুইস ল্যস্তাভেল (ফ্রান্স)-এর টি২০আই অভিষেক হয়।

৮ মে ২০২২
১৫:০০
স্কোরকার্ড
ফ্রান্স 
১৬৭/২ (২০ ওভার)
 অস্ট্রিয়া
১০৮ (২০ ওভার)
তারা ব্রিটন ৬৮* (৬৩)
মহাদেবা পাথিরান্নেহেলাগে ১/২৪ (৪ ওভার)
মহাদেবা পাথিরান্নেহেলাগে ২০ (১৮)
লিডিয়া ওয়াইকস-টেম্পলম্যান ২/১৮ (৪ ওভার)
পপি ম্যাকগিওন ২/১৮ (৪ ওভার)
ফ্রান্স ৫৯ রানে জয়ী
দ্রু ক্রিকেট মাঠ, দ্রু
আম্পায়ার: আম্মার জাহির (ফ্রান্স) ও সুব্বারাজু রাজেন্দ্রন (ফ্রান্স)
ম্যাচসেরা: তারা ব্রিটন (ফ্রান্স)
  • ফ্রান্স টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ক্রিস্টাল ল্যমোয়ান (ফ্রান্স)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র

  1. "Spanish women heading to quadrangular tournament in France"ক্রিকেট এস্পানিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২২
  2. "Women's 4 nations tournament 2022"ফ্রান্স ক্রিকেট (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২২
  3. "France Cricket to host 4-nation women's T20I quadrangular series in May 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২২
  4. "Quadrangular series underway in France"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ৫ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০২২
  5. "May 5th 2022 – An unforgettable date for Spanish women's Cricket"ক্রিকেট এস্পানিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মে ২০২২
  6. "Unbeaten Jersey make it four-in-four to win Quadrangular T20I trophy in France"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মে ২০২২
  7. "Jersey sweep quadrangular series"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ৮ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০২২
  8. "Jersey Women on the up"জার্সি ইভনিং পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২২
  9. "France to host T20I quadrangular series starting May 5"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মে ২০২২
  10. "Jersey Women Return to ICC Action"জার্সি ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২২
  11. "SPANISH WOMEN'S TEAM HEAD TO FRANCE FOR INTERNATIONAL TOURNAMENT"ক্রিকেট এস্পানিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.