২০২২ ফিফা বিশ্বকাপ নকআউট পর্ব

২০২২ ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব ২০২২ সালের ৩রা ডিসেম্বর তারিখে শেষ ১৬ পর্বে মাধ্যমে শুরু হয়ে ১৮ই ডিসেম্বর তারিখে লুসাইলের লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের মাধ্যমে শেষ হবে।[1]

নিম্নে তালিকাভুক্ত ম্যাচগুলোর সময় আরব মান সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি+৩)।[1]

বিন্যাস

নকআউট পর্বে, যদি একটি খেলার ফলাফল ৯০ মিনিট পরেও সমতায় থাকে, অতিরিক্ত সময়ের খেলা অনুষ্ঠিত হবে (১৫ মিনিট করে দুই অর্ধে ৩০ মিনিট), যেখানে প্রতিটি দলের ষষ্ঠ খেলোয়াড় বদল করার অনুমতি দেওয়া হবে। যদি অতিরিক্ত সময়ের পরেও খেলার ফলাফল সমতায় থাকে, তবে খেলার ফলাফল পেনাল্টি শুট-আউটের মাধ্যমে নির্ধারণ করা হবে।[2]

ফিফা শেষ ১৬ পর্বের জন্য নিম্নলিখিত সময়সূচী নির্ধারণ করেছে:[2]

  • ৪৯তম ম্যাচ: গ্রুপ এ-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ বি-এ দ্বিতীয় স্থান অধিকারী
  • ৫০তম ম্যাচ: গ্রুপ সি-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ ডি-এ দ্বিতীয় স্থান অধিকারী
  • ৫১তম ম্যাচ: গ্রুপ বি-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ এ-এ দ্বিতীয় স্থান অধিকারী
  • ৫২তম ম্যাচ: গ্রুপ ডি-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ সি-এ দ্বিতীয় স্থান অধিকারী
  • ৫৩তম ম্যাচ: গ্রুপ ই-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ এফ-এ দ্বিতীয় স্থান অধিকারী
  • ৫৪তম ম্যাচ: গ্রুপ জি-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ এইচ-এ দ্বিতীয় স্থান অধিকারী
  • ৫৫তম ম্যাচ: গ্রুপ এফ-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ ই-এ দ্বিতীয় স্থান অধিকারী
  • ৫৬তম ম্যাচ: গ্রুপ এইচ-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ জি-এ দ্বিতীয় স্থান অধিকারী

কোয়ার্টার-ফাইনাল ম্যাচের সময়সূচী হলো:[2]

  • কোয়ার্টার-ফাইনাল ১: ম্যাচ ৪৯-এর বিজয়ী বনাম ম্যাচ ৫০-এর বিজয়ী
  • কোয়ার্টার-ফাইনাল ২: ম্যাচ ৫৩-এর বিজয়ী বনাম ম্যাচ ৫৪-এর বিজয়ী
  • কোয়ার্টার-ফাইনাল ৩: ম্যাচ ৫৫-এর বিজয়ী বনাম ম্যাচ ৫৬-এর বিজয়ী
  • কোয়ার্টার-ফাইনাল ৪: ম্যাচ ৫১-এর বিজয়ী বনাম ম্যাচ ৫২-এর বিজয়ী

সেমি-ফাইনাল ম্যাচের সময়সূচী হলো:[2]

  • সেমি-ফাইনাল ১: কোয়ার্টার-ফাইনাল ১-এর বিজয়ী বনাম কোয়ার্টার-ফাইনাল ২-এর বিজয়ী
  • সেমি-ফাইনাল ২: কোয়ার্টার-ফাইনাল ৩-এর বিজয়ী বনাম কোয়ার্টার-ফাইনাল ৪-এর বিজয়ী

তৃতীয় স্থান নির্ধারণীর সময়সূচী হলো:[2]

  • সেমি-ফাইনাল ১-এর পরাজিত দল বনাম সেমি-ফাইনাল ২-এর পরাজিত দল

ফাইনালের সময়সূচী হলো:[2]

  • সেমি-ফাইনাল ১-এর বিজয়ী বনাম সেমি-ফাইনাল ২-এর বিজয়ী

উত্তীর্ণ দল

৮টি গ্রুপের প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই স্থান অধিকারী দল শেষ ১৬ পর্বের উত্তীর্ণ হয়েছে।[2]

গ্রুপপ্রথম স্থান অধিকারীদ্বিতীয় স্থান অধিকারী
 নেদারল্যান্ডস  সেনেগাল
বি  ইংল্যান্ড  মার্কিন যুক্তরাষ্ট্র
সি  আর্জেন্টিনা  পোল্যান্ড
ডি  ফ্রান্স  অস্ট্রেলিয়া
 জাপান  স্পেন
এফ  মরক্কো  ক্রোয়েশিয়া
জি  ব্রাজিল   সুইজারল্যান্ড
এইচ  পর্তুগাল  দক্ষিণ কোরিয়া

বন্ধনী

 
শেষ ১৬ পর্বকোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
              
 
৩ ডিসেম্বর – আল রাইয়ান (খলিফা)
 
 
 নেদারল্যান্ডস
 
৯ ডিসেম্বর – লুসাইল
 
 মার্কিন যুক্তরাষ্ট্র
 
 নেদারল্যান্ডস ২(৩)
 
৩ ডিসেম্বর – আল রাইয়ান (আহমেদ)
 
 আর্জেন্টিনা (পে.) ২(৪)
 
 আর্জেন্টিনা
 
১২ ডিসেম্বর – লুসাইল
 
 অস্ট্রেলিয়া
 
 আর্জেন্টিনা
 
৫ ডিসেম্বর – আল ওয়াক্রাহ
 
 ক্রোয়েশিয়া
 
 জাপান ১(১)
 
৯ ডিসেম্বর – আল রাইয়ান (এডুকেশন)
 
 ক্রোয়েশিয়া (পে.)১(৩)
 
 ক্রোয়েশিয়া(পে.)১(৪)
 
৫ ডিসেম্বর – দোহা (আবু আবুদ)
 
 ব্রাজিল ১(২)
 
 ব্রাজিল
 
১৮ ডিসেম্বর – লুসাইল
 
 দক্ষিণ কোরিয়া
 
 আর্জেন্টিনা (পে.) ৩ (৪)
 
৪ ডিসেম্বর – আল খুর
 
 ফ্রান্স ৩ (২)
 
 ইংল্যান্ড
 
১০ ডিসেম্বর – আল খুর
 
 সেনেগাল
 
 ইংল্যান্ড
 
৪ ডিসেম্বর – দোহা (সুমামাহ)
 
 ফ্রান্স
 
 ফ্রান্স
 
১৩ ডিসেম্বর – আল খুর
 
 পোল্যান্ড
 
 মরক্কো
 
৬ ডিসেম্বর – আল রাইয়ান (এডুকেশন)
 
 ফ্রান্স তৃতীয় স্থান নির্ধারণী
 
 মরক্কো (পে.)০(৩)
 
১০ ডিসেম্বর – দোহা (সুমামাহ) ১৭ ডিসেম্বর – আল রাইয়ান (খলিফা)
 
 স্পেন ০(০)
 
 মরক্কো  ক্রোয়েশিয়া
 
৬ ডিসেম্বর – লুসাইল
 
 পর্তুগাল  মরক্কো
 
 পর্তুগাল
 
 
  সুইজারল্যান্ড
 

শেষ ১৬ পর্ব

নেদারল্যান্ডস বনাম মার্কিন যুক্তরাষ্ট্র

নেদারল্যান্ডস ৩-১ মার্কিন যুক্তরাষ্ট্র
প্রতিবেদন
  • রাইট গোল ৭৬'
দর্শক সংখ্যা: ৪৪,৮৪৬
রেফারি: উইলটন সাম্পাইও (ব্রাজিল)

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া

আর্জেন্টিনা ২-১ অস্ট্রেলিয়া
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৪৫,০৩২
রেফারি: সাইমন মার্সিনিয়াক (পোল্যান্ড)

ফ্রান্স বনাম পোল্যান্ড

ফ্রান্স ৩-১ পোল্যান্ড
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৪০,৯৮৯
রেফারি: জেসুস ভ্যালেনজুয়েলা (ভেনিজুয়েলা)

ইংল্যান্ড বনাম সেনেগাল

 ইংল্যান্ড৩-০ সেনেগাল
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৬৫,৯৮৫
রেফারি: ইভান বার্টন (এল সালভাদর)

জাপান বনাম ক্রোয়েশিয়া

জাপান ১-১ (অ.স.প.) ক্রোয়েশিয়া
  • মায়েদা গোল ৪৩'
প্রতিবেদন
পেনাল্টি
১–৩
  • পেনাল্টিতে গোল করেছেন ভ্লাসিচ
  • পেনাল্টিতে গোল করেছেন ব্রোজোভিচ
  • পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে লিভাজা
  • পেনাল্টিতে গোল করেছেন পশালিচ
আল জানুব স্টেডিয়াম, আল ওয়াক্রাহ
দর্শক সংখ্যা: ৪২,৫২৩
রেফারি: ইসমাইল এলফাথ (মার্কিন যুক্তরাষ্ট্র)

ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া

ব্রাজিল ৪-১ দক্ষিণ কোরিয়া
প্রতিবেদন
  • পাইক সেউং-হো গোল ৭৬'
দর্শক সংখ্যা: ৪৩,৮৪৭
রেফারি: ক্লেমেন্ট টারপিন (ফ্রান্স)

মরক্কো বনাম স্পেন

মরক্কো ০-০

পেনাল্টি

৩-০
 স্পেন
প্রতিবেদন
পেনাল্টি
3–0
দর্শক সংখ্যা: ৪৪,৬৬৭
রেফারি: ফার্নান্দো রাপল্লিনি (আর্জেন্টিনা)

পর্তুগাল বনাম সুইজারল্যান্ড

 পর্তুগাল৬–১  সুইজারল্যান্ড
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৮৩,৭২০
রেফারি: সেসার আর্তুরো রামোস (মেক্সিকো)

কোয়ার্টার-ফাইনাল

ক্রোয়েশিয়া বনাম ব্রাজিল

ক্রোয়েশিয়া ১-১ (অ.স.প.) ব্রাজিল
  • পেটকোভিচ গোল ১১৭'
প্রতিবেদন
পেনাল্টি
৪–২
দর্শক সংখ্যা: ৪৩,৮৯৩
রেফারি: মাইকেল অলিভার (ইংল্যান্ড)

নেদারল্যান্ড বনাম আর্জেন্টিনা

 নেদারল্যান্ডস২-২ (অ.স.প.) আর্জেন্টিনা
প্রতিবেদন
পেনাল্টি
৩–৪
দর্শক সংখ্যা: ৮৮,২৩৫
রেফারি: আন্তোনিও মাতেউ লাহোজ (স্পেন)

মরক্কো বনাম ম্যাচ পর্তুগাল

 মরক্কো১-০ পর্তুগাল
  • এন-নেসিরি গোল ৪২'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৪৪,১৯৮
রেফারি: ফ্যাকুন্ডো টেলো (আর্জেন্টিনা)

ইংল্যান্ড বনাম ফ্রান্স

 ইংল্যান্ড১-২ ফ্রান্স
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৬৮,৮৯৫
রেফারি: উইলটন সাম্পাইও (ব্রাজিল)

সেমি-ফাইনাল

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া

আর্জেন্টিনা ৩–০ ক্রোয়েশিয়া
প্রতিবেদন

মরক্কো বনাম ফ্রান্স

মরক্কো  ফ্রান্স
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৬৮,২৯৪
রেফারি: সেজার আর্তুরো রামোস রামোস (মেক্সিকো)

তৃতীয় স্থান নির্ধারণী

ক্রোয়েশিয়া  মরক্কো
  • জোসকো গোল ৭'
  • ওরসিচ গোল ৪২'
প্রতিবেদন
  • দারি গোল ৯'
দর্শক সংখ্যা: ৪৪,১৩৭
রেফারি: আব্দুল রহমান আল-জসিম (কাতার)

ফাইনাল

আর্জেন্টিনা ৩-৩ (অ.স.প.) ফ্রান্স
প্রতিবেদন
পেনাল্টি
৪–২
দর্শক সংখ্যা: ৮৮,৯৬৬
রেফারি: সাইমন মার্সিনিয়াক (পোল্যান্ড)

তথ্যসূত্র

  1. "FIFA World Cup Qatar 2022 – Match Schedule" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ১ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২২
  2. "Regulations – FIFA World Cup Qatar 2022" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ১৫ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.