২০২২ ফিফা বিশ্বকাপ গ্রুপ এ

২০২২ ফিফা বিশ্বকাপের গ্রুপ এ-এর সকল ম্যাচ ২০২২ সালের ২১ হতে ২৯শে নভেম্বর তারিখ পর্যন্ত দোহার আল সুমামাহ স্টেডিয়াম, আল খুরের আল বাইত স্টেডিয়াম এবং আল রাইয়ানের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।[1] এই গ্রুপে এই আসরের আয়োজক কাতার, ইকুয়েডর, সেনেগাল এবং নেদারল্যান্ডস একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষ পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১৬ দলের পর্বে উত্তীর্ণ হবে।[2]

দল

অবদলপাত্রপদ্ধতিতারিখসর্বশেষসেরা সাফল্য[lower-alpha 1]র‍্যাঙ্কিংয়ে অবস্থান
মার্চ[lower-alpha 2]অক্টোবর[lower-alpha 3]
এ১ কাতার
(এএফসি)
আয়োজক২ ডিসেম্বর ২০১০৫১
এ২ ইকুয়েডর
(কনমেবল)
কনমেবল চতুর্থ স্থান২৪ মার্চ ২০২২২০১৪১৬ দলের পর্ব (২০০৬)৪৬
এ৩ সেনেগাল
(ক্যাফ)
ক্যাফ তৃতীয় পর্ব বিজয়ী২৯ মার্চ ২০২২২০১৮কোয়ার্টার-ফাইনাল (২০০২)২০
এ৪ নেদারল্যান্ডস
(উয়েফা)
উয়েফা গ্রুপ জি বিজয়ী১৬ নভেম্বর ২০২১২০১৪রানার-আপ (১৯৭৪, ১৯৭৮, ২০১০)১০

টীকা

  1. গাঢ় দ্বারা উক্ত বছরের জন্য চ্যাম্পিয়নকে নির্দেশ এবং বাঁকা দ্বারা উক্ত বছরের আয়োজককে নির্দেশ করা হয়েছে।
  2. এই অবস্থানগুলো ২০২২ সালের মার্চ মাস অনুযায়ী, কেননা এই র‍্যাঙ্কিং মার্চ মাসে এই আসরের চূড়ান্ত ড্রয়ের জন্য পাত্র নির্ধারণ করতে ব্যবহৃত হয়েছিল।
  3. এই অবস্থানগুলো ২০২২ সালের অক্টোবর মাস অনুযায়ী, কেননা এই র‍্যাঙ্কিং নভেম্বর মাসে এই আসরের চূড়ান্ত পর্বের খেলা শুরুর পূর্বে সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিং।

পয়েন্ট তালিকা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 নেদারল্যান্ডস +৪ নকআউট পর্বে উন্নীত
 সেনেগাল +১
 ইকুয়েডর +১
 কাতার (H)
উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাইব্রেকার
(H) স্বাগতিক।

১৬ দলের পর্বে,

  • গ্রুপ এ-এর প্রথম স্থান অধিকারী দল গ্রুপ বি-এর দ্বিতীয় স্থান অধিকারী দলের মুখোমুখি হবে।
  • গ্রুপ এ-এর দ্বিতীয় স্থান অধিকারী দল গ্রুপ বি-এর প্রথম স্থান অধিকারী দলের মুখোমুখি হবে।

ম্যাচ

নিম্নে তালিকাভুক্ত ম্যাচগুলোর সময় আরব মান সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি+৩)।[1]

কাতার বনাম ইকুয়েডর

কাতার ০-২ ইকুয়েডর
প্রতিবেদন

সেনেগাল বনাম নেদারল্যান্ডস

কাতার বনাম সেনেগাল

নেদারল্যান্ডস বনাম ইকুয়েডর

নেদারল্যান্ডস ১-১ ইকুয়েডর
প্রতিবেদন

ইকুয়েডর বনাম সেনেগাল

ইকুয়েডর ১-২ সেনেগাল
প্রতিবেদন

নেদারল্যান্ডস বনাম কাতার

নেদারল্যান্ডস ২-০ কাতার
প্রতিবেদন

শাস্তিমূলক পয়েন্ট

গ্রুপ পর্বের খেলা শেষে যদি সামগ্রিক তথ্য ও হেড-টু-হেড ম্যাচের তথ্যের নিয়ম ব্যবহার করার পরও যদি একাধিক দল একই সমতায় থাকে (এবং যদি পেনাল্টি শুট-আউট টাইব্রেকার হিসেবে প্রযোজ্য না হয়), তবে সুশৃঙ্খলভাবে খেলার মাধ্যমে অর্জিত পয়েন্টের উপর ভিত্তি করে দলীয় অবস্থান নির্ধারণ করা হবে। গ্রুপ ম্যাচে প্রাপ্ত হলুদ ও লাল কার্ডের উপর ভিত্তি করে এই পয়েন্ট নির্ণয় করা হবে, যা নিম্নে উল্লেখ করা হয়েছে:[2]

  • হলুদ কার্ড = −১ পয়েন্ট
  • দুইটি হলুদ কার্ডের ফলে লাল কার্ড = −৩ পয়েন্ট
  • সরাসরি লাল কার্ড = −৪ পয়েন্ট
  • একটি হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড = −৫ পয়েন্ট

উপর্যুক্ত নিয়মের মধ্যে এক ম্যাচে কেবল একজন খেলোয়াড়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল।

দল ১ম ম্যাচ ২য় ম্যাচ ৩য় ম্যাচ পয়েন্ট
হলুদ কার্ড হলুদ কার্ড হলুদ-লাল কার্ড লাল কার্ড হলুদ কার্ড লাল কার্ড হলুদ কার্ড হলুদ কার্ড হলুদ-লাল কার্ড লাল কার্ড হলুদ কার্ড লাল কার্ড হলুদ কার্ড হলুদ কার্ড হলুদ-লাল কার্ড লাল কার্ড হলুদ কার্ড লাল কার্ড
 কাতার -৭
 ইকুয়েডর -৩
 সেনেগাল -৬
 নেদারল্যান্ডস -২

তথ্যসূত্র

  1. "FIFA World Cup Qatar 2022 – Match Schedule" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ১ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২২
  2. "Regulations – FIFA World Cup Qatar 2022" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ১৫ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.