২০২২ ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ
২০২২ ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ হল ফিফা পরিচালিত অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল বিশ্বকাপের ৭ম আসর। এই আসরের আয়োজক ভারত। এই নিয়ে ভারত ২০১৭ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের পর দ্বিতীয়বারের জন্য ফিফা প্রতিযোগিতা আয়োজন করছে এবং এটিই ভারত কর্তৃক আয়োজিত প্রথম মহিলাদের ফিফা প্রতিযোগিতা।
বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | ভারত |
তারিখ | ১১–৩০ অক্টোবর |
দল | ১৬ (৬টি কনফেডারেশন থেকে) |
মাঠ | ৩ (৩টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | স্পেন (২য় শিরোপা) |
রানার-আপ | কলম্বিয়া |
তৃতীয় স্থান | নাইজেরিয়া |
চতুর্থ স্থান | জার্মানি |
পরিসংখ্যান | |
ম্যাচ | ৩২ |
গোল সংখ্যা | ৯৫ (ম্যাচ প্রতি ২.৯৭টি) |
দর্শক সংখ্যা | ১,৮৫,৭৮১ (ম্যাচ প্রতি ৫,৮০৬ জন) |
শীর্ষ গোলদাতা | লিন্ডা কাইসেডো মোমোকো তানিকাওয়া লরিন বেন্ডার (৪ গোল) |
সেরা খেলোয়াড় | ভিকি লোপেজ |
সেরা গোলরক্ষক | সোফিয়া ফুয়েন্তে |
ফেয়ার প্লে পুরষ্কার | জাপান |
এর পূর্বে ২০২১ সালে ভারতে এই প্রতিযোগিতা আয়োজনের কথা ফিফা ঘোষণা করেছিল। কিন্তু কোভিড-১৯ মহামারীর জন্য বাতিল ঘোষিত হয়।[2][3][4] স্পেন হল পূর্ব আসর অর্থাৎ ২০১৮ বিশ্বকাপের বিজয়ী দল।
দল ও যোগ্যতা অর্জন
১৬টি দলের মধ্যে আয়োজক ছাড়া বাকি ১৫টি দল মহাদেশীয় বাছাইপর্ব থেকে উত্তীর্ণ হয়।
কনফেডারেশন | যোগ্যতা অর্জনের মাধ্যম | দল | অংশগ্রহণ | সর্বশেষ | শ্রেষ্ঠ ফলাফল |
---|---|---|---|---|---|
এএফসি(এশিয়া) (আয়োজক + ২টি দল) |
আয়োজক | ভারত | ১ম | নেই | প্রথম অংশগ্রহণ |
২০১৬ এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ (বাছাইপর্ব বাতিল)[5][6][7] | গণচীন[^] | ৩য় | ২০১৪ | গ্রুপ পর্ব (২০১২, ২০১৪) | |
জাপান | ৭ম | ২০১৮ | চ্যাম্পিয়ন (২০১৪) | ||
ক্যাফ (আফ্রিকা) (৩টি দল) |
২০২২ আফ্রিকা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ বাছাইপর্ব | মরক্কো | ১ম | নেই | প্রথম অংশগ্রহণ |
নাইজেরিয়া | ৬ষ্ঠ | ২০১৬ | কোয়ার্টার-ফাইনাল (২০১০, ২০১২, ২০১৪) | ||
তানজানিয়া | ১ম | নেই | প্রথম অংশগ্রহণ | ||
কনকাকাফ (মধ্য, উত্তর আমেরিকা ও ক্যারিবীয়) (৩টি দল) |
২০২২ কনকাকাফ মহিলা অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ | কানাডা | ৭ম | ২০১৮ | চতুর্থ স্থান ২০১৮ |
মেক্সিকো | ৬ষ্ঠ | ২০১৮ | রানার্স-আপ ২০১৮ | ||
মার্কিন যুক্তরাষ্ট্র | ৫ম | ২০১৮ | রানার্স-আপ (২০০৮) | ||
কনমেবল (দক্ষিণ আমেরিকা) (৩টি দল) |
২০২২ দক্ষিণ আমেরিকা মহিলা অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপ | ব্রাজিল | ৬ষ্ঠ | ২০১৮ | কোয়ার্টার-ফাইনাল (২০১০, ২০১২) |
চিলি | ২য় | ২০১০ | গ্রুপ পর্ব (২০১০) | ||
কলম্বিয়া | ৫ম | ২০১৮ | গ্রুপ পর্ব (২০০৮, ২০১২, ২০১৪, ২০১৮) | ||
উয়েফা (ইউরোপ) (৩টি দল) |
২০২২ উয়েফা মহিলা অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ | ফ্রান্স | ৩য় | ২০১২ | চ্যাম্পিয়ন (২০১২) |
জার্মানি | ৭ম | ২০১৮ | তৃতীয় স্থান (২০০৮) | ||
স্পেন | ৫ম | ২০১৮ | চ্যাম্পিয়ন (২০১৮) | ||
ওএফসি (ওশিয়ানিয়া) (১টি দল) |
ওএফসি কর্তৃক স্বীকৃত (বাছাইপর্ব বাতিল)[8] |
নিউজিল্যান্ড | ৭ম | ২০১৮ | তৃতীয় স্থান (২০১৮) |
- নোট
- ^ ১৬ মার্চ ২০২২-এ, এএফসি ঘোষণা করেছে যে উত্তর কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন-এর প্রত্যাহারের কারণে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপে এএফষি-এর প্রতিনিধি হিসাবে চীন, উত্তর কোরিয়ার স্থলাভিষিক্ত হবে।[7]
মাঠ
৩ অক্টোবর ২০২২-এ, ফিফা তিনটি রাজ্যের তিনটি শহরকে আয়োজক হিসেবে নির্বাচিত করে:[9]
ভুবনেশ্বর | মারগাও | নবি মুম্বই | |
---|---|---|---|
কলিঙ্গ স্টেডিয়াম | পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়াম | ডিওয়াই পাতিল স্টেডিয়াম | |
ধারণ ক্ষমতা: ১৫,০০০ | ধারণ ক্ষমতা: ১৯,০০০ | ধারণ ক্ষমতা: ৫৫,০০০ | |
ম্যাচ পরিচালক
৩০ আগস্ট ২০২২-এ ফিফা ১৪ জন রেফারি, ২৮ জন সহকারী রেফারি ও ১৬ জন ভিডিও রেফারির নাম প্রতিযোগিতার জন্য ঘোষণা করে।[10] মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের এই আসরেই প্রথম ভিডিও সহকারী রেফারির (ভিএআর) প্রয়োগ হয়েছে।
কনফেডারেশন | রেফারি | সহকারী রেফারি |
---|---|---|
এএফসি |
জোয়ানা চারাক্তিস | |
ক্যাফ |
ইয়ারা আব্দুলফাত্তাহ | |
কনকাকাফ |
ইভেট সান্তিয়াগো | |
কনমেবল |
নাতালি আর্টিয়াগা | |
উয়েফা |
ইভানা মার্টিনসিচ |
নাতালি আসপিনাল |
কনফেডারেশন | ভিডিও সহকারী রেফারি (ভিএআর) |
---|---|
এএফসি |
লারা লি |
ক্যাফ | |
কনকাকাফ |
ক্যারল অ্যান চেনার্ড |
কনমেবল | |
উয়েফা |
সাপোর্ট রেফারি | |
---|---|
ক্যাফ | |
কনমেবল | |
জুলমা কুইনোনেজ |
- * = গ্রুপ পর্বে মূল রেফারি পদে উত্তীর্ণ
ড্র
২৪ জুন ২০২২-এ সুইজারল্যান্ডের জুরিখ শহরে ফিফা প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিক ড্র করা হয়েছিল।[11] গ্রুপ পর্বে একই কনফেডারেশন ভুক্ত কোনো দল একই গ্রুপে থাকবে না এমন ঘোষণা করা হয়। ভারত আয়োজক হবার সুবাদে এ১ স্থান পায়।[12]
|
|
|
|
২৪ জুন ২০২২-এ গ্রুপ পর্বের প্রতিটি গ্রুপের দলগুলি ঘোষণা করা হয়।[13]
গ্রুপ পর্ব
টাইব্রেকার |
---|
প্রত্যেক দলের পয়েন্টের ওপর ভিত্তি করে দলের অবস্থান নির্ণয় করা হয় (জয়ের জন্য ৩ পয়েন্ট, ড্রয়ের জন্য ১ পয়েন্ট, হারের জন্য ০ পয়েন্ট) এবং যদি পয়েন্টের সমতা হয় তবে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ শেষে নিম্নে বর্ণিত মানদণ্ডের উপর ভিত্তি করে শীর্ষ দুই দল নির্ণয় করা হবে:[14]
|
পয়েন্ট তালিকা
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | মার্কিন যুক্তরাষ্ট্র | ৩ | ২ | ১ | ০ | ১৩ | ১ | +১২ | ৭ | নক-আউট পর্ব |
২ | ব্রাজিল | ৩ | ২ | ১ | ০ | ৭ | ১ | +৬ | ৭ | |
৩ | মরক্কো | ৩ | ১ | ০ | ২ | ৩ | ৫ | −২ | ৩ | |
৪ | ভারত (H) | ৩ | ০ | ০ | ৩ | ০ | ১৬ | −১৬ | ০ |
সূচি
মরক্কো | ০–১ | ব্রাজিল |
---|---|---|
প্রতিবেদন |
|
ভারত | ০–৮ | মার্কিন যুক্তরাষ্ট্র |
---|---|---|
প্রতিবেদন |
|
ব্রাজিল | ১–১ | মার্কিন যুক্তরাষ্ট্র |
---|---|---|
|
প্রতিবেদন |
|
ব্রাজিল | ৫–০ | ভারত |
---|---|---|
|
প্রতিবেদন |
মার্কিন যুক্তরাষ্ট্র | ৪–০ | মরক্কো |
---|---|---|
|
প্রতিবেদন |
পয়েন্ট তালিকা
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | জার্মানি | ৩ | ৩ | ০ | ০ | ১১ | ২ | +৯ | ৯ | নক-আউট পর্ব |
২ | নাইজেরিয়া | ৩ | ২ | ০ | ১ | ৭ | ৩ | +৪ | ৬ | |
৩ | চিলি | ৩ | ১ | ০ | ২ | ৪ | ৯ | −৫ | ৩ | |
৪ | নিউজিল্যান্ড | ৩ | ০ | ০ | ৩ | ২ | ১০ | −৮ | ০ |
সূচি
জার্মানি | ২–১ | নাইজেরিয়া |
---|---|---|
|
প্রতিবেদন |
|
নিউজিল্যান্ড | ০–৪ | নাইজেরিয়া |
---|---|---|
প্রতিবেদন |
|
জার্মানি | ৬–০ | চিলি |
---|---|---|
|
প্রতিবেদন |
পয়েন্ট তালিকা
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | কলম্বিয়া | ৩ | ২ | ০ | ১ | ৪ | ২ | +২ | ৬ | নক-আউট পর্ব |
২ | স্পেন | ৩ | ২ | ০ | ১ | ৩ | ২ | +১ | ৬ | |
৩ | মেক্সিকো | ৩ | ১ | ০ | ২ | ৪ | ৫ | −১ | ৩ | |
৪ | গণচীন | ৩ | ১ | ০ | ২ | ২ | ৪ | −২ | ৩ |
সূচি
স্পেন | ১–০ | কলম্বিয়া |
---|---|---|
|
প্রতিবেদন |
গণচীন | ০–২ | কলম্বিয়া |
---|---|---|
প্রতিবেদন |
|
স্পেন | ১–২ | মেক্সিকো |
---|---|---|
|
প্রতিবেদন |
|
গণচীন | ০–১ | স্পেন |
---|---|---|
প্রতিবেদন |
|
পয়েন্ট তালিকা
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | জাপান | ৩ | ৩ | ০ | ০ | ১০ | ০ | +১০ | ৯ | নক-আউট পর্ব |
২ | তানজানিয়া | ৩ | ১ | ১ | ১ | ৩ | ৬ | −৩ | ৪ | |
৩ | কানাডা | ৩ | ০ | ২ | ১ | ২ | ৬ | −৪ | ২ | |
৪ | ফ্রান্স | ৩ | ০ | ১ | ২ | ২ | ৫ | −৩ | ১ |
সূচি
কানাডা | ১–১ | ফ্রান্স |
---|---|---|
|
প্রতিবেদন |
|
জাপান | ৪–০ | তানজানিয়া |
---|---|---|
|
প্রতিবেদন |
জাপান | ৪–০ | কানাডা |
---|---|---|
|
প্রতিবেদন |
ফ্রান্স | ০–২ | জাপান |
---|---|---|
প্রতিবেদন |
|
নক-আউট পর্ব
মূল নির্ধারিত সময়ের পরও কোনো জয়ী দল নির্বাচন করা না গেলে অতিরিক্ত সময়ের খেলা হবে না, বরং সরাসরি পেনাল্টি শুট-আউট অনুষ্ঠিত হবে।[14]
বন্ধনী
কোয়ার্টার-ফাইনাল | সেমি-ফাইনাল | ফাইনাল | ||||||||
২১ অক্টোবর – নবি মুম্বই | ||||||||||
মার্কিন যুক্তরাষ্ট্র | ১(৩) | |||||||||
২৬ অক্টোবর – মারগাও | ||||||||||
নাইজেরিয়া (পে.) | ১(৪) | |||||||||
নাইজেরিয়া | ০(৫) | |||||||||
২২ অক্টোবর – মারগাও | ||||||||||
কলম্বিয়া (পে.) | ০(৬) | |||||||||
কলম্বিয়া | ৩ | |||||||||
৩০ অক্টোবর – নবি মুম্বই | ||||||||||
তানজানিয়া | ০ | |||||||||
কলম্বিয়া | ০ | |||||||||
২১ অক্টোবর – নবি মুম্বই | ||||||||||
স্পেন | ১ | |||||||||
জার্মানি | ২ | |||||||||
২৬ অক্টোবর – মারগাও | ||||||||||
ব্রাজিল | ০ | |||||||||
জার্মানি | ০ | |||||||||
২২ অক্টোবর – মারগাও | ||||||||||
স্পেন | ১ | তৃতীয় স্থান | ||||||||
স্পেন | ২ | |||||||||
৩০ অক্টোবর – নবি মুম্বই | ||||||||||
জাপান | ১ | |||||||||
নাইজেরিয়া (পে.) | ৩(৩) | |||||||||
জার্মানি | ৩(২) | |||||||||
কোয়ার্টার-ফাইনাল
মার্কিন যুক্তরাষ্ট্র | ১–১ | নাইজেরিয়া |
---|---|---|
|
প্রতিবেদন |
|
পেনাল্টি | ||
|
৩–৪ |
|
জার্মানি | ২–০ | ব্রাজিল |
---|---|---|
|
প্রতিবেদন |
জাপান | ১–২ | স্পেন |
---|---|---|
|
প্রতিবেদন |
|
সেমি-ফাইনাল
নাইজেরিয়া | ০–০ | কলম্বিয়া |
---|---|---|
প্রতিবেদন | ||
পেনাল্টি | ||
|
৫–৬ |
|
জার্মানি | ০–১ | স্পেন |
---|---|---|
প্রতিবেদন | কোরালেস ৯০' |
তৃতীয় স্থান নির্ধারক
চূড়ান্ত অবস্থান
অব. | দল | খেলা | জ | ড্র | হা | পয়েন্ট | স্বগো | বিগো | গোপা |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | স্পেন | ৬ | ৫ | ০ | ১ | ১৫ | ৭ | ৩ | +৪ |
২ | কলম্বিয়া | ৬ | ৩ | ১ | ২ | ১০ | ৭ | ৩ | +৪ |
৩ | নাইজেরিয়া | ৬ | ২ | ৩ | ১ | ৯ | ১১ | ৭ | +৪ |
৪ | জার্মানি | ৬ | ৪ | ১ | ১ | ১৩ | ১৬ | ৬ | +১০ |
কোয়ার্টার-ফাইনাল পর্বে বিদায় | |||||||||
৫ | জাপান | ৪ | ৩ | ০ | ১ | ৯ | ১১ | ২ | +৯ |
৬ | মার্কিন যুক্তরাষ্ট্র | ৪ | ২ | ২ | ০ | ৮ | ১৪ | ২ | +১২ |
৭ | ব্রাজিল | ৪ | ২ | ১ | ১ | ৭ | ৭ | ৩ | +৪ |
৮ | তানজানিয়া | ৪ | ১ | ১ | ২ | ৪ | ৩ | ৯ | -৬ |
গ্রুপ পর্বে বিদায় | |||||||||
৯ | মেক্সিকো | ৩ | ১ | ০ | ২ | ৩ | ৪ | ৫ | -১ |
১০ | মরক্কো | ৩ | ১ | ০ | ২ | ৩ | ৩ | ৫ | -২ |
১১ | গণচীন | ৩ | ১ | ০ | ২ | ৩ | ২ | ৪ | -২ |
১২ | চিলি | ৩ | ১ | ০ | ২ | ৩ | ৪ | ৯ | -৫ |
১৩ | কানাডা | ৩ | ০ | ২ | ১ | ২ | ২ | ৬ | -৪ |
১৪ | ফ্রান্স | ৩ | ০ | ১ | ২ | ১ | ২ | ৫ | -৩ |
১৫ | নিউজিল্যান্ড | ৩ | ০ | ০ | ৩ | ০ | ২ | ১০ | -৮ |
১৬ | ভারত (H) | ৩ | ০ | ০ | ৩ | ০ | ০ | ১৬ | -১৬ |
পরিসংখ্যান
সর্বোচ্চ গোলদাতা
এই প্রতিযোগিতায় ৩২টি ম্যাচে ৯৫টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ২.৯৭টি গোল।
৪টি গোল
৩টি গোল
২টি গোল
পুরস্কার
২০২২ ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ |
---|
স্পেন দ্বিতীয় শিরোপা |
প্রতিযোগিতান্তে নিম্নলিখিত পুরস্কারগুলি দেওয়া হয়েছিল:[16]
তথ্যসূত্র
- "FIFA U-17 Women's World Cup leaving a unique and significant impression on journey of Indian football"। FIFA। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২২।
- "Update on FIFA Club World Cup 2020 and women's youth tournaments"। FIFA.com। Fédération Internationale de Football Association। ১৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২০।
- "FIFA suspends All India Football Federation"। FIFA.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২২।
- "FIFA lifts suspension of All India Football Federation"। FIFA.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২২।
- "Latest update on the AFC National Team Competitions in 2021 and 2022"। the-afc.com। Asian Football Confederation। ৫ জুলাই ২০২১। ৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২১।
- "AFC Women's Football Committee hails the successful restart of the Asian women's game"। the-afc.com। Asian Football Confederation। ১৪ অক্টোবর ২০২১। ১৪ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২১।
- "Asia's representatives at FIFA women's competitions confirmed"। the-afc.com। Asian Football Confederation। ১৬ মার্চ ২০২২। ১৬ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২২।
- "OFC competitions schedule update for 2022"। oceaniafootball.com। Oceania Football Confederation। ৮ অক্টোবর ২০২১। ২০ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২১।
- "Bhubaneswar, Margao in Goa and Navi Mumbai confirmed as Host Cities for tournament" (ইংরেজি ভাষায়)। FIFA.com। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২২।
- "FIFA U-17 Women's World Cup India 2022-Appointments of Match Officials" (পিডিএফ)। FIFA.com। ৩০ আগস্ট ২০২২। ৩০ আগস্ট ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২২।
- "Draw for FIFA U-17 Women's World Cup India 2022™ to take place on 24 June"। FIFA.com। ১৩ এপ্রিল ২০২২।
- "Draw Procedures-FIFA U-17 Women's World Cup India 2022™" (পিডিএফ)। FIFA.com। ২২ জুন ২০২২।
- "Groups revealed in FIFA U-17 Women's World Cup 2022 Draw"। FIFA। ২৪ জুন ২০২২। ২৪ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২।
- "Regulations-FIFA U-17 Women's World Cup India 2022™" (পিডিএফ)। FIFA। ১৮ মার্চ ২০২২। ১৯ এপ্রিল ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২২।
- "Match Schedule – FIFA U-17 Women's World Cup India 2022" (পিডিএফ)। FIFA.com। ২৮ জুন ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২।
- "López, Bender and Fuente scoop up Golden awards"। FIFA.com। ৩০ অক্টোবর ২০২২।