২০২২ পুরুষ টি২০আই আন্তঃদ্বৈপ সিরিজ

২০২২ পুরুষ টি২০আই আন্তঃদ্বৈপ সিরিজ ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ যেটি ২০২২ সালের মে মাসে গার্নসিতে অনুষ্ঠিত হয়।[1][2] সিরিজটিতে স্বাগতিক গার্নসিজার্সি পরস্পরের বিরুদ্ধে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলে।[3] সিরিজের প্রথম ম্যাচটি সেন্ট পিটার পোর্টের কলেজ মাঠে[4] ও বাকি দুটি ম্যাচ ক্যাস্টেলের রাজা পঞ্চম জর্জ ক্রীড়া মাঠে অনুষ্ঠিত হয়।[5] সিরিজে জার্সি ৩–০ ব্যবধানে জয়ী হয়।[6][7]

২০২২ পুরুষ টি২০আই আন্তঃদ্বৈপ সিরিজ
 
  গার্নসি জার্সি
তারিখ ২০ মে ২০২২ – ২১ মে ২০২২
অধিনায়ক জশ বাটলার চার্লস পারচার্ড
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে জার্সি ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ম্যাথিউ স্টোকস (১০০) আসা ট্রাইব (১১৯)
সর্বাধিক উইকেট অ্যান্থনি স্টোকস (৬) চার্লস পারচার্ড (৭)

১৯৫০ সাল থেকে প্রতি বছর জার্সি ও গার্নসি নিজেদের মধ্যে আন্তঃদ্বৈপ ট্রফির ম্যাচ খেলে আসছে।[8] চিরাচরিতভাবে ম্যাচগুলো ৫০ ওভারের ম্যাচ হিসেবে খেলা হলেও ২০১৮ সালে প্রথমবারের মত একটি ২০ ওভারের সিরিজ খেলা হয়।[9][10] ২০১৯ সালে সর্বপ্রথম আন্তঃদ্বৈপ কাপের ম্যাচগুলো টি২০আই মর্যাদাপ্রাপ্ত ম্যাচ হিসেবে খেলা হয়।[11] ২০১৯ সালের সিরিজে ৩–০ ব্যবধানে জয়ী হয় জার্সি।[12] কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে কোনও আন্তঃদ্বৈপ ম্যাচ আয়োজন সম্ভব হয়নি।[13]

২০২২ সালের জুন মাসে নারীদের আন্তঃদ্বৈপ সিরিজটি অনুষ্ঠিত হয়।[5]

দলীয় সদস্য

 গার্নসি[14]  জার্সি[15]

টি২০আই সিরিজ

১ম টি২০আই

২০ মে ২০২২
১৬:০০
স্কোরকার্ড
জার্সি 
১৭৮/৪ (২০ ওভার)
 গার্নসি
১৪১/৭ (২০ ওভার)
ম্যাথিউ স্টোকস ৪৮ (২৭)
হ্যারিসন কারলায়ন ৩/১৪ (৪ ওভার)
জার্সি ৩৭ রানে জয়ী
কলেজ মাঠ, সেন্ট পিটার পোর্ট
আম্পায়ার: জেরেমি শ্যারাট (গার্নসি) ও হিথ কিয়ার্নস (জার্সি)
ম্যাচসেরা: হ্যারিসন কারলায়ন (জার্সি)
  • গার্নসি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বেনজামিন জনসন (গার্নসি)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই

২১ মে ২০২২
১০:৪৫
স্কোরকার্ড
জার্সি 
১৬৮/৬ (২০ ওভার)
 গার্নসি
১০৮/৮ (২০ ওভার)
জশ বাটলার ২৪ (৩৬)
চার্লস পারচার্ড ৩/১৭ (৪ ওভার)
জার্সি ৬০ রানে জয়ী
রাজা পঞ্চম জর্জ ক্রীড়া মাঠ, ক্যাস্টেল
আম্পায়ার: মাইক সাভাজ (গার্নসি) ও হিথ কিয়ার্নস (জার্সি)
ম্যাচসেরা: হ্যারিসন কারলায়ন (জার্সি)
  • গার্নসি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

২১ মে ২০২২
১৫:১৫
স্কোরকার্ড
জার্সি 
১৮৫/৭ (২০ ওভার)
 গার্নসি
১৪৮/৪ (২০ ওভার)
আসা ট্রাইব ৬৫ (৩২)
লুক ল্য টিসিয়ের ৩/২৩ (৩ ওভার)
আইজ্যাক ডামারেল ৪৬ (৩১)
চার্লস পারচার্ড ২/২৭ (৪ ওভার)
জার্সি ৩৭ রানে জয়ী
রাজা পঞ্চম জর্জ ক্রীড়া মাঠ, ক্যাস্টেল
আম্পায়ার: রিচার্ড ভেলার্ড (গার্নসি) ও হিথ কিয়ার্নস (জার্সি)
ম্যাচসেরা: আসা ট্রাইব (জার্সি)
  • জার্সি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

  1. "Jersey and Guernsey to compete in annual men's/women's Inter-Insular series in 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২
  2. "T20 International Inter Insular 2022"গার্নসি ক্রিকেট পরিসংখ্যান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ মে ২০২২
  3. "Media Release: It's Green vs Red Time Again !!" (পিডিএফ)গার্নসি ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২২
  4. "Inter Insular Action Returns with kiya.ai T20 Cup"জার্সি ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মে ২০২২
  5. "LISTEN: Ageas Bowl trip will kick-start busy year for Guernsey Cricket's men"গার্নসি প্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২
  6. "Jersey sweep inter-insular T20I series"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০২২
  7. "Jersey whitewash Guernsey in inter-island T20 series"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মে ২০২২
  8. "When did the Guernsey v Jersey Senior Inter-Insular Cricket Series really start?"গার্নসি ক্রিকেট পরিসংখ্যান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২২
  9. "Jersey and Guernsey Inter-Insular Trophy switched to T20 format"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৮
  10. "Jersey whitewash Guernsey in first ever T20 Inter-Insular series"ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৮
  11. "International status granted to T20 Inter-Insular series"গার্নসি প্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৯
  12. "Jersey's cricketers retain T20I Inter Insular Cup with clean sweep over Guernsey"ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৯
  13. "Cricket inter-insular put on hold for now"গার্নসি প্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২১
  14. "Johnson called up to Guernsey T20 squad"গার্নসি প্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২
  15. "Jersey Cricket set for tough Sarnian response"জার্সি ইভনিং পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.