২০২২ পুরুষ টি২০আই আন্তঃদ্বৈপ সিরিজ
২০২২ পুরুষ টি২০আই আন্তঃদ্বৈপ সিরিজ ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ যেটি ২০২২ সালের মে মাসে গার্নসিতে অনুষ্ঠিত হয়।[1][2] সিরিজটিতে স্বাগতিক গার্নসি ও জার্সি পরস্পরের বিরুদ্ধে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলে।[3] সিরিজের প্রথম ম্যাচটি সেন্ট পিটার পোর্টের কলেজ মাঠে[4] ও বাকি দুটি ম্যাচ ক্যাস্টেলের রাজা পঞ্চম জর্জ ক্রীড়া মাঠে অনুষ্ঠিত হয়।[5] সিরিজে জার্সি ৩–০ ব্যবধানে জয়ী হয়।[6][7]
২০২২ পুরুষ টি২০আই আন্তঃদ্বৈপ সিরিজ | |||
---|---|---|---|
গার্নসি | জার্সি | ||
তারিখ | ২০ মে ২০২২ – ২১ মে ২০২২ | ||
অধিনায়ক | জশ বাটলার | চার্লস পারচার্ড | |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে জার্সি ৩–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | ম্যাথিউ স্টোকস (১০০) | আসা ট্রাইব (১১৯) | |
সর্বাধিক উইকেট | অ্যান্থনি স্টোকস (৬) | চার্লস পারচার্ড (৭) |
১৯৫০ সাল থেকে প্রতি বছর জার্সি ও গার্নসি নিজেদের মধ্যে আন্তঃদ্বৈপ ট্রফির ম্যাচ খেলে আসছে।[8] চিরাচরিতভাবে ম্যাচগুলো ৫০ ওভারের ম্যাচ হিসেবে খেলা হলেও ২০১৮ সালে প্রথমবারের মত একটি ২০ ওভারের সিরিজ খেলা হয়।[9][10] ২০১৯ সালে সর্বপ্রথম আন্তঃদ্বৈপ কাপের ম্যাচগুলো টি২০আই মর্যাদাপ্রাপ্ত ম্যাচ হিসেবে খেলা হয়।[11] ২০১৯ সালের সিরিজে ৩–০ ব্যবধানে জয়ী হয় জার্সি।[12] কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে কোনও আন্তঃদ্বৈপ ম্যাচ আয়োজন সম্ভব হয়নি।[13]
২০২২ সালের জুন মাসে নারীদের আন্তঃদ্বৈপ সিরিজটি অনুষ্ঠিত হয়।[5]
দলীয় সদস্য
গার্নসি[14] | জার্সি[15] |
---|---|
|
|
টি২০আই সিরিজ
১ম টি২০আই
ব |
||
ম্যাথিউ স্টোকস ৪৮ (২৭) হ্যারিসন কারলায়ন ৩/১৪ (৪ ওভার) |
- গার্নসি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বেনজামিন জনসন (গার্নসি)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
ব |
||
- গার্নসি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় টি২০আই
ব |
||
আসা ট্রাইব ৬৫ (৩২) লুক ল্য টিসিয়ের ৩/২৩ (৩ ওভার) |
আইজ্যাক ডামারেল ৪৬ (৩১) চার্লস পারচার্ড ২/২৭ (৪ ওভার) |
- জার্সি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
- "Jersey and Guernsey to compete in annual men's/women's Inter-Insular series in 2022"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২।
- "T20 International Inter Insular 2022"। গার্নসি ক্রিকেট পরিসংখ্যান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ মে ২০২২।
- "Media Release: It's Green vs Red Time Again !!" (পিডিএফ)। গার্নসি ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২২।
- "Inter Insular Action Returns with kiya.ai T20 Cup"। জার্সি ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মে ২০২২।
- "LISTEN: Ageas Bowl trip will kick-start busy year for Guernsey Cricket's men"। গার্নসি প্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২।
- "Jersey sweep inter-insular T20I series"। ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০২২।
- "Jersey whitewash Guernsey in inter-island T20 series"। ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মে ২০২২।
- "When did the Guernsey v Jersey Senior Inter-Insular Cricket Series really start?"। গার্নসি ক্রিকেট পরিসংখ্যান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২২।
- "Jersey and Guernsey Inter-Insular Trophy switched to T20 format"। ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৮।
- "Jersey whitewash Guernsey in first ever T20 Inter-Insular series"। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৮।
- "International status granted to T20 Inter-Insular series"। গার্নসি প্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৯।
- "Jersey's cricketers retain T20I Inter Insular Cup with clean sweep over Guernsey"। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৯।
- "Cricket inter-insular put on hold for now"। গার্নসি প্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২১।
- "Johnson called up to Guernsey T20 squad"। গার্নসি প্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২।
- "Jersey Cricket set for tough Sarnian response"। জার্সি ইভনিং পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২২।