২০২২ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর
নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের জুলাই মাসে একটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও দুটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য স্কটল্যান্ড সফর করে।[1] সবগুলো ম্যাচ এডিনবরার দ্য গ্রেঞ্জ ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।[2] ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের পর এটি ছিল নিউজিল্যান্ডের ইউরোপ সফরের তৃতীয় অংশ।[3]
২০২২ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর | |||
---|---|---|---|
স্কটল্যান্ড | নিউজিল্যান্ড | ||
তারিখ | ২৭ জুলাই ২০২২ – ৩১ জুলাই ২০২২ | ||
অধিনায়ক | রিচার্ড বেরিংটন | মিচেল স্যান্টনার | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ১ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ১–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | মাইকেল লিস্ক (৮৫) | মার্ক চ্যাপম্যান (১০১) | |
সর্বাধিক উইকেট | মাইকেল লিস্ক (২) |
মাইকেল ব্রেসওয়েল (৩) জেকব ডাফি (৩) | |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | ক্রিস গ্রিভস (৬৮) | ফিন অ্যালেন (১০৭) | |
সর্বাধিক উইকেট |
গ্যাভিন মেইন (২) হামজা তাহির (২) | ইশ সোধি (৫) |
টি২০আই সিরিজে নিউজিল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয়।[4] একমাত্র ওডিআই ম্যাচেও নিউজিল্যান্ড জয়ী হয়।[5]
প্রেক্ষাপট
২০২০ সালের জুন মাসে একটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য নিউজিল্যান্ড দলের স্কটল্যান্ড সফর করার কথা ছিল।[6][7] ২০০৮ সালের পর এটিই হত নিউজিল্যান্ডের প্রথম স্কটল্যান্ড সফর।[8] একই মাসে তিনটি করে ওডিআই ও টি২০আই ম্যাচ খেলার জন্য নিউজিল্যান্ডের আয়ারল্যান্ড সফরেরও কথা ছিল।[9] প্রাথমিকভাবে স্কটল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের শুধু একটি ওডিআই ম্যাচ খেলার কথা থাকলেও পরবর্তীতে ক্রিকেট স্কটল্যান্ড সিরিজের সূচিতে একটি টি২০আই ম্যাচ যোগ করে।[10][11] কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালের মে মাসে সফরটি স্থগিত করা হয়।[12][13]
দলীয় সদস্য
স্কটল্যান্ড | নিউজিল্যান্ড | |
---|---|---|
ওডিআই[14] | টি২০আই[15] | ওডিআই ও টি২০আই[16][17] |
|
|
|
চোটের কারণে অ্যাডাম মিলনা নিউজিল্যান্ডের দল থেকে ছিটকে যাওয়ায় তাঁর বদলি হিসেবে জেকব ডাফিকে দলে নেয়া হয়।[18]
টি২০আই সিরিজ
১ম টি২০আই
ব |
||
- স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ফিন অ্যালেন (নিউজিল্যান্ড) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[19]
২য় টি২০আই
ব |
||
মার্ক চ্যাপম্যান ৮৩ (৪৪) গ্যাভিন মেইন ২/৪৪ (৪ ওভার) |
ক্রিস গ্রিভস ৩৭ (২৯) জেমস নিশাম ২/৯ (১ ওভার) |
- নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- মাইকেল জোনস (স্কটল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
- এটি ছিল পুরুষ টি২০আই ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের ইনিংস।[20]
একমাত্র ওডিআই
ব |
||
মাইকেল লিস্ক ৮৫ (৫৫) মাইকেল ব্রেসওয়েল ৩/৪৩ (১০ ওভার) |
- স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ডেন ক্লিভার (নিউজিল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।
তথ্যসূত্র
- "Scotland to host New Zealand for two T20Is, one ODI in July"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২২।
- "Scotland set up three matches against New Zealand in July"। ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২।
- "New Zealand add Scotland fixtures to summer tour"। দ্য ক্রিকেটার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২।
- "Ruthless New Zealand clinch series 2-0"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২২।
- "Chapman 101*, Mitchell 74* help New Zealand ace 307-run chase"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২২।
- "Scotland set to play home ODI against New Zealand for the first time since 1999"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৯।
- "Scotland to host New Zealand for first time in 12 years"। ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৯।
- "Scotland to host BLACKCAPS for men's One Day International"। ক্রিকেট স্কটল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৯।
- "New Zealand Bready bound"। ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ৭ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৯।
- "Cricket Scotland announce fixtures against Australia and New Zealand"। ক্রিকেট স্কটল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৯।
- "Scotland to face New Zealand & Australia at The Grange in June"। ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৯।
- "Scotland announces delayed start to the domestic season, cancel regional competitions for 2020"। ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২০।
- "Scotland v New Zealand games postponed amid coronavirus outbreak"। ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২০।
- "Kyle Coetzer announces T20I retirement after giving up Scotland captaincy"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২২।
- "Scotland Men announce squad for New Zealand series"। ক্রিকেট স্কটল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২২।
- "Rippon earns first BLACKCAPS call up as white-ball squads named for Ireland, Scotland and Netherlands"। নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। ২০ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২২।
- "Michael Rippon gets Black Caps call-up as stars rested for white-ball tours"। স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২২।
- "Milne sidelined by Achilles injury, Duffy called into T20I squad"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২২।
- "Finn Allen 101, Ish Sodhi four-for silence jolted Scotland"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২২।
- "Mark Chapman, Michael Bracewell fifties propel New Zealand to record highs"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২২।