২০২২ নিউজিল্যান্ড ক্রিকেট দলের ইংল্যান্ড সফর

নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের জুন মাসে তিনটি টেস্ট ম্যাচ খেলার জন্য ইংল্যান্ড সফর করে।[1] ম্যাচগুলো ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা হয়।[2] সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের মধ্যে ইংল্যান্ড দল আমস্টেলভেনে নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক সিরিজেও অংশ নেয়।[3]

২০২২ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ইংল্যান্ড সফর
 
  ইংল্যান্ড নিউজিল্যান্ড
তারিখ ২ জুন ২০২২ – ২৭ জুন ২০২২
অধিনায়ক বেন স্টোকস কেন উইলিয়ামসন
টেস্ট সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান জো রুট (৩৯৬) ড্যারিল মিচেল (৫৩৮)
সর্বাধিক উইকেট ম্যাথিউ পটস (১৪) ট্রেন্ট বোল্ট (১৬)
সিরিজ সেরা খেলোয়াড় জো রুট (ইংল্যান্ড)
ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড)

২০২২ সালের এপ্রিল মাসে জো রুট ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান।[4] পরবর্তীতে তাঁর পরিবর্তে বেন স্টোকসকে নতুন অধিনায়ক ঘোষণা করা হয়।[5]

সিরিজে ইংল্যান্ড ৩–০ ব্যবধানে জয়ী হয়।[6]

দলীয় সদস্য

 ইংল্যান্ড[7]  নিউজিল্যান্ড[8][9]

২০২২ সালের ১০ জুন হামিশ রাদারফোর্ডকে নিউজিল্যান্ড দলে যোগ করা হয়।[10] চোটের কারণে কাইল জেমিসন তৃতীয় টেস্টের আগে নিউজিল্যান্ড দল থেকে ছিটকে যান।[11][12] তাঁর বদলি হিসেবে ব্লেয়ার টিকনারকে দলে যোগ করা হয়। একই সাথে ক্যাম ফ্লেচারও হ্যামস্ট্রিং-এর চোটের কারণে তৃতীয় টেস্টে খেলতে অসমর্থ বলে গণ্য হওয়ায় নিউজিল্যান্ড দলে ডেন ক্লিভারকে যোগ করা হয়।[13] তৃতীয় টেস্টের আগে জেমি ওভারটনকে ইংল্যান্ড দলে যুক্ত করা হয়।[14] তৃতীয় টেস্ট চলার সময় বেন ফোকসের দেহে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় স্যাম বিলিংসকে ইংল্যান্ড দলে যোগ করা হয়, যিনি চতুর্থ দিনের শুরু থেকে টেস্ট ম্যাচটিতে অংশগ্রহণ করেন।[15]

প্রস্তুতিমূলক ম্যাচ

২০–২৩ মে ২০২২
স্কোরকার্ড
৩৪২/৩ঘো (৯০ ওভার)
টম ল্যাথাম ৬৫* (১২৫)
ডেলরে রলিনস ২/৬৩ (১৭ ওভার)
২৪৭ (৭৯.১ ওভার)
অ্যালিস্টেয়ার ওর ৫৯ (১২২)
জেকব ডাফি ২/১৭ (১২ ওভার)
৪০/০ (৮ ওভার)
উইল ইয়াং ২০* (২০)
খেলা ড্র
কাউন্টি ক্রিকেট মাঠ, হোভ
আম্পায়ার: গ্রাহাম লয়েড (ইংল্যান্ড)[টীকা 1] ও পল বল্ডউইন (ইংল্যান্ড)
  • নিউজিল্যান্ড একাদশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম ও চতুর্থ দিনে বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

২৬–২৯ মে ২০২২
স্কোরকার্ড
প্রথম শ্রেণী কাউন্টি একাদশ
৩৬২/৯ঘো (১০০ ওভার)
ম্যাট হেনরি ৬৫ (৬৭)
লিয়াম প্যাটারসন-হোয়াইট ৩/৬০ (১৮ ওভার)
২৪৭ (৭৪.২ ওভার)
লিন্ডন জেমস ৫২ (১০৯)
এজাজ প্যাটেল ৩/৩২ (১৬ ওভার)
১৪৮ (৪৩.২ ওভার)
কাইল জেমিসন ৩৬ (৬৪)
জেমি পোর্টার ৫/৩১ (১০ ওভার)
২৬৪/৩ (৮৮ ওভার)
বেন কম্পটন ১১৯ (২৬২)
এজাজ প্যাটেল ২/৫৫ (২০ ওভার)
প্রথম শ্রেণী কাউন্টি একাদশ ৭ উইকেটে জয়ী
কাউন্টি ক্রিকেট মাঠ, চেলমসফোর্ড
আম্পায়ার: বেন ডেবেনহাম (ইংল্যান্ড) ও রবার্ট হোয়াইট (ইংল্যান্ড)
  • নিউজিল্যান্ড একাদশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

টেস্ট সিরিজ

১ম টেস্ট

২–৬ জুন ২০২২
স্কোরকার্ড
১৩২ (৪০ ওভার)
কলিন দ্য গ্রন্ডহোম ৪২* (৫০)
ম্যাথিউ পটস ৪/১৩ (৯.২ ওভার)
১৪১ (৪২.৫ ওভার)
জ্যাক ক্রলি ৪৩ (৫৬)
টিম সাউদি ৪/৫৫ (১৪ ওভার)
২৮৫ (৯১.৩ ওভার)
ড্যারিল মিচেল ১০৮ (২০৩)
ম্যাথিউ পটস ৩/৫৫ (২০ ওভার)
২৭৯/৫ (৭৮.৫ ওভার)
জো রুট ১১৫* (১৭০)
কাইল জেমিসন ৪/৭৯ (২৫ ওভার)
ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী
লর্ড'স, লন্ডন
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: জো রুট (ইংল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তৃতীয় দিনে বৃষ্টির কারণে ১০.৩ ওভার খেলা সম্ভব হয়নি।
  • ম্যাট পারকিনসন ও ম্যাথিউ পটস (ইংল্যান্ড)-এর টেস্ট অভিষেক হয়।
  • জ্যাক লিচ (ইংল্যান্ড)-এর বদলি হিসেবে খেলেন ম্যাট পারকিনসন।[16]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ইংল্যান্ড ১২, নিউজিল্যান্ড ০।

২য় টেস্ট

১০–১৪ জুন ২০২২
স্কোরকার্ড
৫৫৩ (১৪৫.৩ ওভার)
ড্যারিল মিচেল ১৯০ (৩১৮)
জেমস অ্যান্ডারসন ৩/৬২ (২৭ ওভার)
৫৩৯ (১২৮.২ ওভার)
জো রুট ১৭৬ (২১১)
ট্রেন্ট বোল্ট ৫/১০৬ (৩৩.৩ ওভার)
২৮৪ (৮৪.৪ ওভার)
ড্যারিল মিচেল ৬২* (১৩১)
স্টুয়ার্ট ব্রড ৩/৭০ (২০ ওভার)
২৯৯/৫ (৫০ ওভার)
জনি বেয়ারস্টো ১৩৬ (৯২)
ট্রেন্ট বোল্ট ৩/৯৪ (১৬ ওভার)
ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী
ট্রেন্ট ব্রিজ, ওয়েস্ট ব্রিজফোর্ড
আম্পায়ার: পল রাইফেল (অস্ট্রেলিয়া) ও মাইকেল গফ (ইংল্যান্ড)
ম্যাচসেরা: জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মাইকেল ব্রেসওয়েল (নিউজিল্যান্ড)-এর টেস্ট অভিষেক হয়।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ইংল্যান্ড ১০, নিউজিল্যান্ড ০।[17]

৩য় টেস্ট

২৩–২৭ জুন ২০২২
স্কোরকার্ড
৩২৯ (১১৭.৩ ওভার)
ড্যারিল মিচেল ১০৯ (২২৮)
জ্যাক লিচ ৫/১০০ (৩৮.৩ ওভার)
৩৬০ (৬৭ ওভার)
জনি বেয়ারস্টো ১৬২ (১৫৭)
ট্রেন্ট বোল্ট ৪/১০৪ (২২ ওভার)
৩২৬ (১০৫.২ ওভার)
টম ব্লান্ডেল ৮৮* (১৬১)
জ্যাক লিচ ৫/৬৬ (৩২.২ ওভার)
২৯৬/৩ (৫৪.২ ওভার)
জো রুট ৮৬* (১২৫)
টিম সাউদি ১/৬৮ (১৯ ওভার)
ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী
হেডিংলি ক্রিকেট মাঠ, লিডস
আম্পায়ার: মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও রিচার্ড কেটলবরা (ইংল্যান্ড)
ম্যাচসেরা: জ্যাক লিচ (ইংল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তৃতীয় দিনে বৃষ্টির কারণে ১৮.১ ওভার খেলা সম্ভব হয়নি।
  • জেমি ওভারটন (ইংল্যান্ড)-এর টেস্ট অভিষেক হয়।
  • বেন ফোকস (ইংল্যান্ড)-এর বদলি হিসেবে খেলেন স্যাম বিলিংস[18][19][20]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ইংল্যান্ড ১২, নিউজিল্যান্ড ০।

টীকা

  1. ম্যাচের তৃতীয় দিনে গ্রাহাম লয়েডের পরিবর্তে ট্রেভর কক্স (ইংল্যান্ড) মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র

  1. "England Men's 2022 home international fixtures announced"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২১
  2. "World Test Champions New Zealand to return for England summer in 2022"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২১
  3. "England's first tour of Netherlands rescheduled for June 2022"দ্য ক্রিকেটার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১
  4. "Joe Root steps down as England Test captain"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২
  5. "Ben Stokes: England name all-rounder as new Test captain to succeed Joe Root"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মে ২০২২
  6. "Jonny Bairstow, Joe Root rampage to England's seven-wicket win, and series clean-sweep"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২২
  7. "James Anderson & Stuart Broad recalled by England for New Zealand Tests"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২
  8. "Bracewell earns NZ Test call-up for England tour, Williamson nears return"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মে ২০২২
  9. "Bracewell, Fletcher, Tickner, Rutherford in Black Caps squad for tour of England"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মে ২০২২
  10. "Black Caps captain Kane Williamson positive for Covid-19, ruled out of second test"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২২
  11. "Kyle Jamieson sent for back scan, ruled out of remainder of innings"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২২
  12. "Kyle Jamieson ruled out of third test for Black Caps v England with back injury"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২২
  13. "Jamieson, Fletcher ruled out of England series"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২২
  14. "Jamie Overton added to England squad for Headingley Test vs New Zealand"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২২
  15. "England v New Zealand: Ben Foakes out of third Test after testing positive for Covid-19"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২২
  16. "Jack Leach withdrawn from Test after suffering concussion symptoms during fielding incident"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২২
  17. "England fined for slow over-rate in second Test against New Zealand"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২২
  18. "Official Statement - COVID-19"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২২
  19. "Ben Foakes withdrawn from Headingley Test after positive Covid-19 test"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২২
  20. "England wicketkeeper Ben Foakes out of third Test with Covid-19; Sam Billings drafted in as replacement"স্কাই স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.