২০২২ নারী টি২০আই নর্ডীয় কাপ
২০২২ নারী টি২০আই নর্ডীয় কাপ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট সিরিজ যেটি ২০২২ সালের মে মাসে সু্ইডেনে অনুষ্ঠিত হয়।[1] সিরিজে স্বাগতিক সুইডেনের সাথে অংশগ্রহণ করে ডেনমার্ক ও নরওয়ে।[2][3] সিরিজে নিজেদের প্রথম তিন ম্যাচে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় সুইডেন।[4]
২০২২ নারী টি২০আই নর্ডীয় কাপ | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | ২৭ মে ২০২২ – ২৯ মে ২০২২ | ||||||||||||||||||||||||||||
অবস্থান | সুইডেন | ||||||||||||||||||||||||||||
ফলাফল | সুইডেন সিরিজে জয়ী | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
পয়েন্ট তালিকা
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | সুইডেন | ৫ | ৫ | ০ | ০ | ০ | ১০ | +৩.৩৪১ |
২ | নরওয়ে | ৪ | ১ | ৩ | ০ | ০ | ২ | −২.৫৯৪ |
৩ | ডেনমার্ক | ৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | −২.৩৫০ |
উৎস: ইএসপিএনক্রিকইনফো
চ্যাম্পিয়ন
সূচি
নরওয়ে ৭৬/৯ (২০ ওভার) |
ব |
সুইডেন ৭৭/২ (৮.১ ওভার) |
আয়েশা হাসান ২৩ (৫১) গুঞ্জন শুক্লা ২/৭ (৪ ওভার) |
অভিলাষা সিং ২২* (২১) পরিধি আগরওয়াল ১/৬ (১ ওভার) |
- নরওয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- আনিয়া বৈদ্য, কাঞ্চন রানা, ডেইজি হোম, সূর্য রাভুরি (সুইডেন), ক্রিস্তিনা পির্ৎসখালাভা ও পরিধি আগরওয়াল (নরওয়ে)-এর টি২০আই অভিষেক হয়।
নরওয়ে ৬৪/৭ (২০ ওভার) |
ব |
সুইডেন ৬৬/১ (৯ ওভার) |
ফারিয়াল জিয়া সফদার ১১ (৩০) সোফি এল্মস্যো ২/১ (১ ওভার) |
কাঞ্চন রানা ২৭* (২৮) পরিধি আগরওয়াল ১/৮ (১ ওভার) |
- নরওয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ইমান আসিম (সুইডেন) ও ফারিমা সাফি (নরওয়ে)-এর টি২০আই অভিষেক হয়।
সুইডেন ১৫৯/৫ (২০ ওভার) |
ব |
|
অভিলাষা সিং ৪৩ (৪৩) টিনা এরিখসেন ৩/৪১ (৪ ওভার) |
নিতা ডেলগর্ড ২০ (২৩) গুঞ্জন শুক্লা ৪/২০ (৩.৫ ওভার) |
- সুইডেন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- অ্যান-সোফিয়া স্লেবস্যায়ার, অ্যানেট ল্যংবি, এন অ্যানারসেন, টিনা এরিখসেন, দিব্যা গোলেছা, নিতা ডেলগর্ড, মারিয়া কার্লসেন, রনিয়া নিলসেন, লুইসা খ্রিস্টেনসেন, সিগরিড বুখভেল্ট ও সোফিয়া পিটারসেন (ডেনমার্ক)-এর টি২০আই অভিষেক হয়।
নরওয়ে ১১২/১ (১৫ ওভার) |
ব |
|
আয়েশা হাসান ৩৩* (৫০) |
টিনা এরিখসেন ২১ (২৫) হিনা হুসেইন ১/৭ (১ ওভার) |
- ডেনমার্ক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৫ ওভারে খেলা হয়।
- ক্রিস্টিনা মোসুমগর্ড, নাতাশা হল্মগর্ড, শার্লট প্যালেসেন (ডেনমার্ক) ও মিসবাহ ইফজাল (নরওয়ে)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
সুইডেন ৮৯/৫ (১৬.৪ ওভার) | |
টিনা এরিখসেন ১২ (১৬) সোফি এল্মস্যো ৪/২০ (৪ ওভার) |
জুলিয়েতা জিলফিদু ২৪* (২৭) লুইসা খ্রিস্টেনসেন ২/২৫ (৪ ওভার) |
- ডেনমার্ক টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
- "Nordic Cup 2022"। সুইডীয় ক্রিকেট ফেডারেশন (সুইডীয় ভাষায়)। ২২ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২২।
- "Sweden Cricket to host Women's Nordic Cup in May 2022"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২২।
- "Nordic T20 underway in Sweden"। ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২৮ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২২।
- "Sweden secure Nordic Cup with day to spare"। ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২৯ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২২।
- "Norge Swedish Triangular Series - kvinnelandslaget"। নরওয়েজীয় ক্রিকেট ফেডারেশন (নরওয়েজীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২২।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.