২০২২ নারী টি২০আই আন্তঃদ্বৈপ সিরিজ
২০২২ নারী টি২০আই আন্তঃদ্বৈপ সিরিজ ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ যেটি ২০২২ সালের জুন মাসে জার্সি ও গার্নসির অংশগ্রহণে জার্সিতে অনুষ্ঠিত হয়।[1] সিরিজটিতে দুটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলা হয়।[2] ম্যাচগুলো সেন্ট সেভিয়ারের গ্রেইনভিল ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[3] এর আগে ২০১৯ সালে নারী আন্তঃদ্বৈপ সিরিজের সর্বশেষ আসর খেলা হয়েছিল, যেখানে একমাত্র ম্যাচে গার্নসি জয়ী হয়েছিল।[4] ২০২২ সালের মে মাসে গার্নসিতে অনুষ্ঠিত পুরুষদের সিরিজটিতে জার্সি জয়লাভ করে।[5]
২০২২ নারী টি২০আই আন্তঃদ্বৈপ সিরিজ | |||
---|---|---|---|
জার্সি | গার্নসি | ||
তারিখ | ২৫ জুন ২০২২ | ||
অধিনায়ক | ক্লোয়ি গ্রিশান | হানা অয়লেনকাম্প | |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে জার্সি ২–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | লিলি গ্রেগ (৫২) | রেবেকা হাবার্ড (৪৯) | |
সর্বাধিক উইকেট | ক্লোয়ি গ্রিশান (৩) |
এমিলি মেরিয়ঁ (২) ক্লেয়ার জেনিংস (২) | |
সিরিজ সেরা খেলোয়াড় | ক্লোয়ি গ্রিশান (জার্সি) |
সিরিজে জার্সি ২–০ ব্যবধানে জয়লাভ করে।[6] সিরিজের পর উভয় দল একটি অনানুষ্ঠানিক ২০ ওভারের ম্যাচে অংশগ্রহণ করে।
টি২০আই সিরিজ
১ম টি২০আই
গার্নসি ৭০/৬ (২০ ওভার) |
ব |
জার্সি ৭১/১ (১০.২ ওভার) |
রেবেকা হাবার্ড ৩৪* (৫২) ফ্লোরি কপলি ২/১০ (৪ ওভার) |
লিলি গ্রেগ ২৯* (৩৭) ক্লেয়ার জেনিংস ১/৭ (২ ওভার) |
- জার্সি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- অলিভিয়া মরগান, এমিলি মেরিয়ঁ, মলি রবিনসন, মারিআন ল্য রে, শার্লট মিলনার ও হানা অয়লেনকাম্প (গার্নসি)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
জার্সি ১৩৬/৪ (২০ ওভার) |
ব |
গার্নসি ৬৭/৭ (২০ ওভার) |
লিলি গ্রেগ ২৩ (৩০) এমিলি মেরিয়ঁ ২/১৩ (৪ ওভার) |
রেবেকা হাবার্ড ১৫ (২৩) রোজ হিল ২/৯ (২ ওভার) |
- গার্নসি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
- "Jersey and Guernsey to compete in annual men's/women's Inter-Insular series in 2022"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২২।
- "Jersey Women primed for inter-island tri-series"। জার্সি ইভনিং পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২।
- "Jersey Women on the up"। জার্সি ইভনিং পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২২।
- @GsyPressSport (৩১ মে ২০১৯)। "The Guernsey Women's Cricket team have beaten their Jersey counterparts by seven wickets chasing 114 at the College Field in the first official T20 International Inter-Insular match. Philippa Stahelin scored an unbeaten 56 for the victors" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- "Jersey whitewash Guernsey in inter-island T20 series"। ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মে ২০২২।
- "A home hat-trick"। জার্সি ইভনিং পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২২।
- @cricketinjersey (২২ জুন ২০২২)। "🔴 WOMENS CRICKET 🔴" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- "Guernsey Women prepare for return of Inter Insular action"। গাওয়ার অর্থনৈতিক সেবা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.