২০২২ নামিবিয়া নারী ক্রিকেট দলের নেদারল্যান্ডস ও জার্মানি সফর

নামিবিয়া নারী ক্রিকেট দল ২০২২ সালের জুন ও জুলাই মাসে নেদারল্যান্ডস ও জার্মানি সফর করে।[1][2] নামিবিয়া দল নেদারল্যান্ডসের বিরুদ্ধে ছয়টি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচে অংশ নেয়।[3] এর পর দলটি জার্মানির বিরুদ্ধে তিনটি টি২০আই ম্যাচ খেলে।[4]

নেদারল্যান্ডস সফরে নেদারল্যান্ডস ৩–২ ব্যবধানে সিরিজে জয়ী হয়।[5][6] জার্মানি সফরে নামিবিয়া ৩–০ ব্যবধানে সিরিজে জয়লাভ করে।[7]

নেদারল্যান্ডস সফর

২০২২ নামিবিয়া নারী ক্রিকেট দলের নেদারল্যান্ডস সফর
 
  নেদারল্যান্ডস নামিবিয়া
তারিখ ২৭ জুন ২০২২ – ১ জুলাই ২০২২
অধিনায়ক হেদার সিখারস ইরেনে ফন জেইল
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৬ ম্যাচের সিরিজে নেদারল্যান্ডস ৩–২ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান স্টেরে ক্যালিস (১১৪) ইয়াসমিন খান (১০৮)
সর্বাধিক উইকেট আইরিস স্‌ভিলিং (১০) সুনে ভিটমান (৮)

নেদারল্যান্ডসের বিপক্ষে নামিবিয়া দলের প্রাথমিকভাবে পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার কথা থাকলেও সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে সফরে একটি অতিরিক্ত টি২০আই ম্যাচ যোগ করা হয়।[8]

দলীয় সদস্য

 নেদারল্যান্ডস[9]  নামিবিয়া[10]
  • হেদার সিখারস (অধি.) (উই)
  • আইরিস স্‌ভিলিং
  • আনেমেইন টমসন
  • আনেমেইন ফন ব্যউখা
  • ইউলিয়েট পোস্ট
  • ইয়োলিন ফন ফ্লিট (উই)
  • ইসাবেল ফন ডের ভোনিং
  • এভা লিঞ্চ
  • ক্যারোলাইন ডে লাংঅ
  • ফ্রেডেরিক ওফেরডাইক
  • বাবেট ডে লেডা (উই)
  • মার্লুস ব্রাট
  • মিকি স্‌ভিলিং
  • রোবিনা রাইকা
  • সিলভার সিখারস
  • স্টেরে ক্যালিস
  • হানা লান্ডহের
  • ইরেনে ফন জেইল (অধি.) (উই)
  • আদ্রি ফন ডের মেরভা
  • ইউরিয়েন ডিরখার্ড্‌ট
  • ইয়াসমিন খান (উই)
  • উইলকা মোয়াতিলে
  • এডেল ফন জেইল
  • কেইলিন গ্রিন (উই)
  • ডিটলিন্ড ফুরস্টার
  • ভিক্টোরিয়া হামুনিয়েলা
  • মেকেলায়ে মোয়াতিলে
  • মেরচেরলি গোরাসেস (উই)
  • সিলভিয়া শিহেপো
  • সুনে ভিটমান

১ম টি২০আই

২৭ জুন ২০২২
১৬:০০
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
হারখা ক্রীড়া উদ্যান, স্‌খিডাম
আম্পায়ার: নিতিন বাতি (নেদারল্যান্ডস) ও মার্টিন হ্যানকক (নেদারল্যান্ডস)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

২য় টি২০আই

২৮ জুন ২০২২
১১:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
৮০ (১৫ ওভার)
 নামিবিয়া
৮১/৭ (১৯.৫ ওভার)
স্টেরে ক্যালিস ৩৫ (২৮)
সুনে ভিটমান ৪/২০ (৪ ওভার)
ইউরিয়েন ডিরখার্ড্‌ট ২৩ (৩৮)
আইরিস স্‌ভিলিং ৩/২০ (৪ ওভার)
নামিবিয়া ৩ উইকেটে জয়ী
হারখা ক্রীড়া উদ্যান, স্‌খিডাম
আম্পায়ার: মার্টিন হ্যানকক (নেদারল্যান্ডস) ও মৌলিক প্রভুদেসাই (নেদারল্যান্ডস)
ম্যাচসেরা: সুনে ভিটমান (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

২৮ জুন ২০২২
১৬:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
৯৯/৭ (২০ ওভার)
 নামিবিয়া
২৯ (১১ ওভার)
হেদার সিখারস ৪১ (৪০)
সুনে ভিটমান ৩/১৯ (৪ ওভার)
আদ্রি ফন ডের মেরভা ১৪ (১৯)
ক্যারোলাইন ডে লাংঅ ৪/৬ (৩ ওভার)
নেদারল্যান্ডস ৭০ রানে জয়ী
হারখা ক্রীড়া উদ্যান, স্‌খিডাম
আম্পায়ার: নিতিন বাতি (নেদারল্যান্ডস) ও মার্টিন হ্যানকক (নেদারল্যান্ডস)
ম্যাচসেরা: ক্যারোলাইন ডে লাংঅ (নেদারল্যান্ডস)
  • নেদারল্যান্ডস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৪র্থ টি২০আই

৩০ জুন ২০২২
১১:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
৮৩/৯ (২০ ওভার)
 নামিবিয়া
৮৪/৭ (১৯.৩ ওভার)
হেদার সিখারস ৩৯ (৪২)
উইলকা মোয়াতিলে ৪/১৮ (৪ ওভার)
কেইলিন গ্রিন ২৫ (২৪)
এভা লিঞ্চ ২/৮ (৩ ওভার)
নামিবিয়া ৩ উইকেটে জয়ী
ভেস্টফ্লিট ক্রীড়া উদ্যান, ফোরবুর্খ
আম্পায়ার: নিতিন বাতি (নেদারল্যান্ডস) ও মৌলিক প্রভুদেসাই (নেদারল্যান্ডস)
ম্যাচসেরা: উইলকা মোয়াতিলে (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ম টি২০আই

৩০ জুন ২০২২
১৫:০০
স্কোরকার্ড
নামিবিয়া 
১৩০/৮ (২০ ওভার)
 নেদারল্যান্ডস
৭১/২ (১১ ওভার)
ইয়াসমিন খান ৬৯ (৪৪)
আইরিস স্‌ভিলিং ৩/২২ (৪ ওভার)
বাবেট ডে লেডা ৩৩* (৩৮)
উইলকা মোয়াতিলে ১/১০ (২ ওভার)
নেদারল্যান্ডস ৫ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
ভেস্টফ্লিট ক্রীড়া উদ্যান, ফোরবুর্খ
আম্পায়ার: নিতিন বাতি (নেদারল্যান্ডস) ও মার্টিন হ্যানকক (নেদারল্যান্ডস)
ম্যাচসেরা: বাবেট ডে লেডা (নেদারল্যান্ডস)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

৬ষ্ঠ টি২০আই

১ জুলাই ২০২২
১২:৩০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
৯৭/৭ (২০ ওভার)
 নামিবিয়া
৯৫/৭ (২০ ওভার)
স্টেরে ক্যালিস ৩৯ (৪৬)
ডিটলিন্ড ফুরস্টার ২/১৪ (২ ওভার)
মেরচেরলি গোরাসেস ২৫ (২৮)
ফ্রেডেরিক ওফেরডাইক ৩/১৭ (৪ ওভার)
নেদারল্যান্ডস ২ রানে জয়ী
ভেস্টফ্লিট ক্রীড়া উদ্যান, ফোরবুর্খ
আম্পায়ার: মার্টিন হ্যানকক (নেদারল্যান্ডস) ও মৌলিক প্রভুদেসাই (নেদারল্যান্ডস)
ম্যাচসেরা: ফ্রেডেরিক ওফেরডাইক (নেদারল্যান্ডস)
  • নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

জার্মানি সফর

২০২২ নামিবিয়া নারী ক্রিকেট দলের জার্মানি সফর
 
  জার্মানি নামিবিয়া
তারিখ ২ জুলাই ২০২২ – ৩ জুলাই ২০২২
অধিনায়ক অনুরাধা দোড্ডবল্লাপুর ইরেনে ফন জেইল
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে নামিবিয়া ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ক্রিস্টিনা গফ (৫৭) সুনে ভিটমান (১৮৮)
সর্বাধিক উইকেট মিলেনা বেরেসফোর্ড (৪) ইয়াসমিন খান (৫)
সিরিজ সেরা খেলোয়াড় সুনে ভিটমান (নামিবিয়া)

দলীয় সদস্য

 জার্মানি[11]  নামিবিয়া[10]
  • অনুরাধা দোড্ডবল্লাপুর (অধি.)
  • আন্টোনিয়া মায়েনবোর্ক
  • কার্তিকা বিজয়রাঘবন (উই)
  • ক্রিস্টিনা গফ
  • জ্যানেট রোনাল্ডস
  • পেরিস আধিয়াম্বো
  • মিলেনা বেরেসফোর্ড
  • শরণ্য সদারংগানি (উই)
  • শার্মেইন মান্নান
  • শ্রাব্য কোলচারম
  • সাবিনা নুর
  • সুজান ম্যাকআনানামা
  • স্টেফানি ফ্রনমেয়ার
  • ইরেনে ফন জেইল (অধি.) (উই)
  • আদ্রি ফন ডের মেরভা
  • ইউরিয়েন ডিরখার্ড্‌ট
  • ইয়াসমিন খান (উই)
  • উইলকা মোয়াতিলে
  • এডেল ফন জেইল
  • কেইলিন গ্রিন (উই)
  • ডিটলিন্ড ফুরস্টার
  • ভিক্টোরিয়া হামুনিয়েলা
  • মেকেলায়ে মোয়াতিলে
  • মেরচেরলি গোরাসেস (উই)
  • সিলভিয়া শিহেপো
  • সুনে ভিটমান

১ম টি২০আই

২ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
জার্মানি 
৬১/৮ (২০ ওভার)
 নামিবিয়া
৬৪/০ (৫.১ ওভার)
জ্যানেট রোনাল্ডস ১৪ (২৪)
ভিক্টোরিয়া হামুনিয়েলা ৩/১১ (৪ ওভার)
সুনে ভিটমান ৪১* (১৬)
নামিবিয়া ১০ উইকেটে জয়ী
বায়ার উয়ারডিংগ্‌ন ক্রিকেট মাঠ, ক্রেফেল্ট
আম্পায়ার: জেসন ফ্ল্যানারি (জার্মানি) ও নিখিল ধনাবড়ে (জার্মানি)
ম্যাচসেরা: সুনে ভিটমান (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় টি২০আই

৩ জুলাই ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
নামিবিয়া 
২২১/৩ (২০ ওভার)
 জার্মানি
৭১/৭ (২০ ওভার)
সুনে ভিটমান ৮০ (৩৩)
শ্রাব্য কোলচারম ১/৩১ (৩ ওভার)
ক্রিস্টিনা গফ ১৫ (১৮)
ইরেনে ফন জেইল ২/২০ (৪ ওভার)
নামিবিয়া ১৫০ রানে জয়ী
বায়ার উয়ারডিংগ্‌ন ক্রিকেট মাঠ, ক্রেফেল্ট
আম্পায়ার: অরুণ কুমার কোন্ডাডি (জার্মানি) ও নিখিল ধনাবড়ে (জার্মানি)
ম্যাচসেরা: সুনে ভিটমান (নামিবিয়া)
  • জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

৩ জুলাই ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
নামিবিয়া 
১৮৬/৭ (২০ ওভার)
 জার্মানি
১০৪/৮ (২০ ওভার)
সুনে ভিটমান ৬৭ (৩৮)
মিলেনা বেরেসফোর্ড ৪/২২ (৪ ওভার)
জ্যানেট রোনাল্ডস ৩৭ (৪৬)
ইয়াসমিন খান ৪/২০ (৪ ওভার)
নামিবিয়া ৮২ রানে জয়ী
বায়ার উয়ারডিংগ্‌ন ক্রিকেট মাঠ, ক্রেফেল্ট
আম্পায়ার: অরুণ কুমার কোন্ডাডি (জার্মানি) ও জেসন ফ্ল্যানারি (জার্মানি)
ম্যাচসেরা: ইয়াসমিন খান (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সাবিনা নুর (জার্মানি)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র

  1. "Netherlands women fixtures against Namibia, Ireland and FairBreak this summer"রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২২
  2. "Capricorn Eagles boosted at sendoff"দ্য নামিবিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২
  3. "Cricket Netherlands: Orange women this summer against Namibia, Ireland and FairBreak"ক্রিকএক্সেক (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২২
  4. "Capricorn Group Renews Sponsorship Agreement with Capricorn Eagles Ahead of European Tour"ক্রিকেট নামিবিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২
  5. "Nederland wint T20I-serie tegen Namibië met 3-2"রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওলন্দাজ ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২২
  6. "Netherlands win Namibia T20I series"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২২
  7. "Namibia conclude European tour by sweeping Germany"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ৪ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২
  8. @KNCBcricket (২৯ জুন ২০২২)। "🟠 | Good news - Monday's abandoned #NEDvNAM match will be played this Thursday at 11:00 CEST, at @VoorburgCC!" (টুইট) টুইটার-এর মাধ্যমে।
  9. @KNCBcricket (২৫ জুন ২০২২)। "🟠 | DE SELECTIE VOOR DE T20I-SERIE TEGEN NAMIBIË! Heb je de preview van dit weekend nog niet gelezen? Doe dat dan nog snel via de site!" (টুইট) টুইটার-এর মাধ্যমে।
  10. @CricketNamibia1 (২৫ জুন ২০২২)। "Capricorn Eagles squad🦅" (টুইট) টুইটার-এর মাধ্যমে।
  11. @Cricket_Germany (২৮ জুন ২০২২)। "📣 📣 Squad Announcement 📣 📣" (টুইট) টুইটার-এর মাধ্যমে।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.