২০২২ নামিবিয়া নারী ক্রিকেট দলের নেদারল্যান্ডস ও জার্মানি সফর
নামিবিয়া নারী ক্রিকেট দল ২০২২ সালের জুন ও জুলাই মাসে নেদারল্যান্ডস ও জার্মানি সফর করে।[1][2] নামিবিয়া দল নেদারল্যান্ডসের বিরুদ্ধে ছয়টি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচে অংশ নেয়।[3] এর পর দলটি জার্মানির বিরুদ্ধে তিনটি টি২০আই ম্যাচ খেলে।[4]
নেদারল্যান্ডস সফরে নেদারল্যান্ডস ৩–২ ব্যবধানে সিরিজে জয়ী হয়।[5][6] জার্মানি সফরে নামিবিয়া ৩–০ ব্যবধানে সিরিজে জয়লাভ করে।[7]
নেদারল্যান্ডস সফর
২০২২ নামিবিয়া নারী ক্রিকেট দলের নেদারল্যান্ডস সফর | |||
---|---|---|---|
নেদারল্যান্ডস | নামিবিয়া | ||
তারিখ | ২৭ জুন ২০২২ – ১ জুলাই ২০২২ | ||
অধিনায়ক | হেদার সিখারস | ইরেনে ফন জেইল | |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৬ ম্যাচের সিরিজে নেদারল্যান্ডস ৩–২ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | স্টেরে ক্যালিস (১১৪) | ইয়াসমিন খান (১০৮) | |
সর্বাধিক উইকেট | আইরিস স্ভিলিং (১০) | সুনে ভিটমান (৮) |
নেদারল্যান্ডসের বিপক্ষে নামিবিয়া দলের প্রাথমিকভাবে পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার কথা থাকলেও সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে সফরে একটি অতিরিক্ত টি২০আই ম্যাচ যোগ করা হয়।[8]
দলীয় সদস্য
নেদারল্যান্ডস[9] | নামিবিয়া[10] |
---|---|
|
|
১ম টি২০আই
ব |
||
- টস হয়নি।
- বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।
২য় টি২০আই
ব |
||
স্টেরে ক্যালিস ৩৫ (২৮) সুনে ভিটমান ৪/২০ (৪ ওভার) |
ইউরিয়েন ডিরখার্ড্ট ২৩ (৩৮) আইরিস স্ভিলিং ৩/২০ (৪ ওভার) |
- নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় টি২০আই
ব |
||
হেদার সিখারস ৪১ (৪০) সুনে ভিটমান ৩/১৯ (৪ ওভার) |
আদ্রি ফন ডের মেরভা ১৪ (১৯) ক্যারোলাইন ডে লাংঅ ৪/৬ (৩ ওভার) |
- নেদারল্যান্ডস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
৪র্থ টি২০আই
ব |
||
হেদার সিখারস ৩৯ (৪২) উইলকা মোয়াতিলে ৪/১৮ (৪ ওভার) |
কেইলিন গ্রিন ২৫ (২৪) এভা লিঞ্চ ২/৮ (৩ ওভার) |
- নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
৫ম টি২০আই
ব |
||
ইয়াসমিন খান ৬৯ (৪৪) আইরিস স্ভিলিং ৩/২২ (৪ ওভার) |
বাবেট ডে লেডা ৩৩* (৩৮) উইলকা মোয়াতিলে ১/১০ (২ ওভার) |
- নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
৬ষ্ঠ টি২০আই
ব |
||
স্টেরে ক্যালিস ৩৯ (৪৬) ডিটলিন্ড ফুরস্টার ২/১৪ (২ ওভার) |
মেরচেরলি গোরাসেস ২৫ (২৮) ফ্রেডেরিক ওফেরডাইক ৩/১৭ (৪ ওভার) |
- নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
জার্মানি সফর
২০২২ নামিবিয়া নারী ক্রিকেট দলের জার্মানি সফর | |||
---|---|---|---|
জার্মানি | নামিবিয়া | ||
তারিখ | ২ জুলাই ২০২২ – ৩ জুলাই ২০২২ | ||
অধিনায়ক | অনুরাধা দোড্ডবল্লাপুর | ইরেনে ফন জেইল | |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে নামিবিয়া ৩–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | ক্রিস্টিনা গফ (৫৭) | সুনে ভিটমান (১৮৮) | |
সর্বাধিক উইকেট | মিলেনা বেরেসফোর্ড (৪) | ইয়াসমিন খান (৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | সুনে ভিটমান (নামিবিয়া) |
দলীয় সদস্য
জার্মানি[11] | নামিবিয়া[10] |
---|---|
|
১ম টি২০আই
ব |
||
জ্যানেট রোনাল্ডস ১৪ (২৪) ভিক্টোরিয়া হামুনিয়েলা ৩/১১ (৪ ওভার) |
সুনে ভিটমান ৪১* (১৬) |
- নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
২য় টি২০আই
ব |
||
সুনে ভিটমান ৮০ (৩৩) শ্রাব্য কোলচারম ১/৩১ (৩ ওভার) |
ক্রিস্টিনা গফ ১৫ (১৮) ইরেনে ফন জেইল ২/২০ (৪ ওভার) |
- জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় টি২০আই
ব |
||
সুনে ভিটমান ৬৭ (৩৮) মিলেনা বেরেসফোর্ড ৪/২২ (৪ ওভার) |
জ্যানেট রোনাল্ডস ৩৭ (৪৬) ইয়াসমিন খান ৪/২০ (৪ ওভার) |
- নামিবিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- সাবিনা নুর (জার্মানি)-এর টি২০আই অভিষেক হয়।
তথ্যসূত্র
- "Netherlands women fixtures against Namibia, Ireland and FairBreak this summer"। রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২২।
- "Capricorn Eagles boosted at sendoff"। দ্য নামিবিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২।
- "Cricket Netherlands: Orange women this summer against Namibia, Ireland and FairBreak"। ক্রিকএক্সেক (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২২।
- "Capricorn Group Renews Sponsorship Agreement with Capricorn Eagles Ahead of European Tour"। ক্রিকেট নামিবিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২।
- "Nederland wint T20I-serie tegen Namibië met 3-2"। রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওলন্দাজ ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২২।
- "Netherlands win Namibia T20I series"। ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২২।
- "Namibia conclude European tour by sweeping Germany"। ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ৪ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২।
- @KNCBcricket (২৯ জুন ২০২২)। "🟠 | Good news - Monday's abandoned #NEDvNAM match will be played this Thursday at 11:00 CEST, at @VoorburgCC!" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- @KNCBcricket (২৫ জুন ২০২২)। "🟠 | DE SELECTIE VOOR DE T20I-SERIE TEGEN NAMIBIË! Heb je de preview van dit weekend nog niet gelezen? Doe dat dan nog snel via de site!" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- @CricketNamibia1 (২৫ জুন ২০২২)। "Capricorn Eagles squad🦅" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- @Cricket_Germany (২৮ জুন ২০২২)। "📣 📣 Squad Announcement 📣 📣" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.