২০২২ নামিবিয়া ত্রিদেশীয় সিরিজ (রাউন্ড ১৭)
২০২২ নামিবিয়া ত্রিদেশীয় সিরিজ ছিল ২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ ক্রিকেট টুর্নামেন্টের ১৭শ পর্ব যা ২০২২ সালের নভেম্বর মাসে নামিবিয়ায় অনুষ্ঠিত হয়।[1][2] সিরিজটি ছিল নামিবিয়া, পাপুয়া নিউ গিনি ও মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজ,[3] এবং সিরিজের ম্যাচগুলো খেলা হয় একদিনের আন্তর্জাতিক (ওডিআই) হিসেবে।[4] আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ টুর্নামেন্টটি ছিল ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপ।[5][6]
২০২২ নামিবিয়া ত্রিদেশীয় সিরিজ | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর অংশ | |||||||||||||||||||||||||||||
তারিখ | ১৯ নভেম্বর ২০২২ – ২৬ নভেম্বর ২০২২ | ||||||||||||||||||||||||||||
অবস্থান | নামিবিয়া | ||||||||||||||||||||||||||||
সিরিজ সেরা খেলোয়াড় | আসাদুল্লাহ ভালা | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
প্রাথমিকভাবে সিরিজটি ২০২০ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।[7] কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালের জুলাই মাসে সিরিজটি স্থগিত করা হয়।[8][9]
দলীয় সদস্য
নামিবিয়া[10] | পাপুয়া নিউগিনি[11] | মার্কিন যুক্তরাষ্ট্র[12] |
---|---|---|
|
|
|
সূচি
১ম ওডিআই
ব |
||
আসাদুল্লাহ ভালা ৪৪ (৯০) তাংগেনি লুংগামেনি ২/৯ (৬ ওভার) |
লো-আন্দ্রে লাউরেনস ৩৬ (২৪) চার্লস আমিনি ১/২৪ (৩ ওভার) |
- নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
২য় ওডিআই
ব |
||
গজানন্দ সিং ৬৬ (৬৫) বার্নার্ড স্খোলৎজ ৩/৩১ (৯ ওভার) |
- নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- শায়ান জাহাঙ্গীর (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর ওডিআই অভিষেক হয়।
৩য় ওডিআই
ব |
||
আসাদুল্লাহ ভালা ২৯ (৩৫) নস্থুশ কেনজিগে ২/১৮ (১০ ওভার) |
মোনংক প্যাটেল ৫০ (৬৫) আসাদুল্লাহ ভালা ২/২৫ (৭ ওভার) |
- মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
৪র্থ ওডিআই
ব |
||
আসাদুল্লাহ ভালা ৫৯ (৫৩) তাংগেনি লুংগামেনি ৬/৪২ (৯ ওভার) |
- পাপুয়া নিউ গিনি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- তাংগেনি লুংগামেনি (নামিবিয়া) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।
৫ম ওডিআই
ব |
||
মোনংক প্যাটেল ৬৬ (৬৯) কাবুয়া ভাগি মোরেয়া ২/৪৯ (৯ ওভার) |
আসাদুল্লাহ ভালা ৯৪ (৯৭) জসদীপ সিং ৪/৩২ (৯.২ ওভার) |
- মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
৬ষ্ঠ ওডিআই
ব |
||
ইয়ান হল্যান্ড ৪০ (৪৯) বার্নার্ড স্খোলৎজ ৩/২৬ (১০ ওভার) |
ডিফান ল কোক ৫৯ (৮৪) ইয়ান হল্যান্ড ২/৩৬ (৭ ওভার) |
- নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
- "Men's Cricket World Cup 2023 qualifying matches rescheduled"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২০।
- "Cricket bonanza in store"। দ্য নামিবিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২২।
- "Cricket Namibia to host home CWC League 2 Tri-series in November/December 2022"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২।
- "ICC Men's Cricket World Cup League 2 series announced"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৯।
- "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮।
- "Jaskaran Malhotra dropped from USA ODI squad for Namibia tour"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২২।
- "Action galore awaits Namibian sports"। দ্য নামিবিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২০।
- "Two more ICC qualifying events postponed due to Covid-19"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২০।
- "Two African ICC qualifying events postponed due to COVID-19"। ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২০।
- "2022 Ends off with Exciting Castle Lite Series"। ক্রিকেট নামিবিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২।
- "📣KUMUL PETROLEUM PNG BARRAMUNDIS SQUAD ANNOUCEMENT📣"। ক্রিকেট পাপুয়া নিউ গিনি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- "Team USA Squad Named for Final ICC Cricket World Cup League 2 Series in Namibia"। যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২২।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.