২০২২ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের ভারত সফর

দক্ষিণ আফ্রিকা পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের জুন মাসে পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ভারত সফর করে।[1][2] ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) সফরের সূচি নিশ্চিত করে।[3]

২০২২ দক্ষিণ আফ্রিকা পুরুষ ক্রিকেট দলের ভারত সফর
 
  ভারত দক্ষিণ আফ্রিকা
তারিখ ৯ জুন ২০২২ – ১৯ জুন ২০২২
অধিনায়ক ঋষভ পন্ত তেম্বা বাভুমা
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজ ২–২ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রান ইশান কিশন (২০৬) হাইনরিখ ক্লাসেন (১১৮)
সর্বাধিক উইকেট হর্ষল প্যাটেল (৭) ডোয়েইন প্রিটোরিয়াস (৫)
সিরিজ সেরা খেলোয়াড় ভুবনেশ্বর কুমার (ভারত)

সিরিজ শুরুর আগে চোটের কারণে লোকেশ রাহুল ভারতের দল থেকে ছিটকে যান, যার ফলে ঋষভ পন্তকে সিরিজে ভারতের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়।[4][5][6]

সিরিজটি ২–২ ব্যবধানে ড্র হয়।[7]

দলীয় সদস্য

 ভারত[8]  দক্ষিণ আফ্রিকা[9]

হাতে চোট পাওয়ায় কুলদীপ যাদব ভারত দল থেকে ছিটকে যান।[10]

টি২০আই সিরিজ

১ম টি২০আই

৯ জুন ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
ভারত 
২১১/৪ (২০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
২১২/৩ (১৯.১ ওভার)
ইশান কিশন ৭৬ (৪৮)
ওয়েন পার্নেল ১/৩২ (৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী
অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
আম্পায়ার: জয়রামন মদনগোপাল (ভারত) ও নিতিন মেনন (ভারত)
ম্যাচসেরা: ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ত্রিস্টান স্টাবস (দক্ষিণ আফ্রিকা)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই

১২ জুন ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
ভারত 
১৪৮/৬ (২০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১৪৯/৬ (১৮.২ ওভার)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

১৪ জুন ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
ভারত 
১৭৯/৫ (২০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১৩১ (১৯.১ ওভার)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৪র্থ টি২০আই

১৭ জুন ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
ভারত 
১৬৯/৬ (২০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
৮৭ (১৬.৫ ওভার)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মার্কো ইয়ানসেন (দক্ষিণ আফ্রিকা)-এর টি২০আই অভিষেক হয়।

৫ম টি২০আই

১৯ জুন ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
ভারত 
২৮/২ (৩.৩ ওভার)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

তথ্যসূত্র

  1. "India to host New Zealand, West Indies, Sri Lanka and South Africa in next nine months"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২১
  2. "India to host South Africa for five T20Is after IPL"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২২
  3. "Update - 9th Apex Council Meeting"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২১
  4. "Injured Rahul and Kuldeep out of South Africa T20I series, Pant to lead India"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২২
  5. "Injured KL Rahul ruled out of South Africa T20Is"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২২
  6. "KL Rahul and Kuldeep Yadav ruled out, Rishabh Pant to lead Team India"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২২
  7. "Steady rain washes out decider as series ends 2-2"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২২
  8. "New faces galore for India's T20I series against South Africa; squad named for rescheduled England Test"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ মে ২০২২
  9. "Stubbs receives maiden Proteas call-up for T20I series vs India"ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২২
  10. "IND vs SA: Kuldeep Yadav Injured & Ruled Out Of 5-match T20I Series vs South Africa"ক্রিকেট অ্যাডিক্টর (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.