২০২২ ডেজার্ট কাপ টি২০আই সিরিজ

২০২২ ডেজার্ট কাপ টি২০আই সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের নভেম্বর মাসে ওমানে অনুষ্ঠিত হয়।[1] টুর্নামেন্টে স্বাগতিক ওমানের সঙ্গে অংশগ্রহণ করে কানাডা, বাহরাইনসৌদি আরব[2]

টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক ওমানকে হারিয়ে বিজয়ী হয় কানাডা।[3]

টুর্নামেন্টটি শেষ হওয়ার পর ২০২২ মালয়েশিয়া ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ এ-এর প্রস্তুতি হিসেবে কানাডা দল স্বাগতিক ওমানের বিপক্ষে একটি একদিনের ম্যাচের সিরিজেও অংশগ্রহণ করে।[4]

ডেজার্ট কাপ

২০২২ ডেজার্ট কাপ টি২০আই সিরিজ
তারিখ১৪ নভেম্বর ২০২২ – ২১ নভেম্বর ২০২২
তত্ত্বাবধায়কওমান ক্রিকেট
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনদ্বৈত রাউন্ড-রবিন ও ফাইনাল
আয়োজক ওমান
বিজয়ী কানাডা
রানার-আপ ওমান
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৪
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় অ্যারন জনসন
সর্বাধিক রান সংগ্রহকারী অ্যারন জনসন (৪০২)
সর্বাধিক উইকেটধারী আম্মার খালিদ (১২)

দলীয় সদস্য

 ওমান[5]  কানাডা[4]  বাহরাইন[6]  সৌদি আরব[7]
  • সরফরাজ আলি (অধি.)
  • ডেভিড ম্যাথায়াস (সহ-অধি.)
  • আব্দুল মজিদ মালিক
  • আমির বিন নাসির (উই.)
  • ইমরান খান
  • ইমরান জাভেদ আনোয়ার
  • উমর ইমতিয়াজ (উই.)
  • দানিশ জসনায়ক
  • মোহাম্মদ রিজওয়ান বাট
  • মোহাম্মদ সফদার (উই.)
  • শচীন কুমার
  • শহিদ মাহমুদ
  • সত্য বীরপতিরণ
  • সিকান্দার বিল্লাহ
  • সোহেল আহমেদ
  • হায়দার আলি বাট
  • আব্দুল ওয়াহিদ আব্দুল গফফার (অধি.)
  • আতিফ-উর-রহমান
  • ইমরান ইউসুফ
  • ইরফান সরফরাজ
  • ইরশাদ মুবাশ্‌শের
  • ইশতিয়াক আহমেদ
  • উসমান নাজিব
  • কাশিফ সিদ্দিকি
  • জয়নুল আবেদিন
  • ফয়সাল খান
  • মুহাম্মদ সাকিব
  • মোহাম্মদ হিশাম শেখ
  • সাদ খান
  • হাসিব গফুর (উই.)

পয়েন্ট তালিকা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 কানাডা ১০ +০.৯৪৮
 ওমান (H) +২.১৩৫
 বাহরাইন −১.০৪৪
 সৌদি আরব −২.১২৫
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     ফাইনালে উত্তীর্ণ
     ৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ

সূচি

১৪ নভেম্বর ২০২২
১৬:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
সৌদি আরব 
৮৬/৮ (২০ ওভার)
 ওমান
৯০/১ (১০.১ ওভার)
হাসিব গফুর ৩৪* (২৮)
বিলাল খান ৩/২০ (৪ ওভার)
জতিন্দর সিং ৫০* (২৮)
মুহাম্মদ সাকিব ১/১৫ (৩ ওভার)
ওমান ৯ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: কুড়িঞ্জিক্কাটন রবি আজাদ (ওমান) ও মুজাহিদ সুর্বে (ওমান)
ম্যাচসেরা: বিলাল খান (ওমান)
  • সৌদি আরব টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রাফিউল্লাহ, সময় শ্রীবাস্তব (ওমান), আতিফ-উর-রহমান, ইরফান সরফরাজ, কাশিফ সিদ্দিকি, মুহাম্মদ সাকিব, সাদ খান ও হাসিব গফুর (সৌদি আরব)-এর টি২০আই অভিষেক হয়।

১৪ নভেম্বর ২০২২
২০:০০ (রাত)
স্কোরকার্ড
বাহরাইন 
১৯৫/৭ (২০ ওভার)
 কানাডা
১৯৯/৬ (১৯.২ ওভার)
সোহেল আহমেদ ৮০* (৩৭)
আম্মার খালিদ ৩/৩৮ (৪ ওভার)
অ্যারন জনসন ৫১ (২৮)
মোহাম্মদ রিজওয়ান বাট ৩/২৯ (৪ ওভার)
কানাডা ৪ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: বিনোদ বাবু (ওমান) ও রাহুল আশের (ওমান)
ম্যাচসেরা: সাদ বিন জাফর (কানাডা)
  • কানাডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যারন জনসন, আম্মার খালিদ, পরগত সিং (কানাডা), আমির বিন নাসির, মোহাম্মদ রিজওয়ান বাট ও সোহেল আহমেদ (বাহরাইন)-এর টি২০আই অভিষেক হয়।

১৫ নভেম্বর ২০২২
১৬:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
কানাডা 
১৯৪/৫ (২০ ওভার)
 সৌদি আরব
১২৮/৮ (২০ ওভার)
অ্যারন জনসন ৮৪ (৫২)
মুহাম্মদ সাকিব ২/৩৭ (৩ ওভার)
হাসিব গফুর ৩৬ (৩৩)
রবীন্দ্রপাল সিং ২/১০ (১ ওভার)
কানাডা ৬৬ রানে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: অনন্ত কুমার রাজমণি (ওমান) ও হরিকৃষ্ণ পিল্লাই (ওমান)
ম্যাচসেরা: অ্যারন জনসন (কানাডা)
  • সৌদি আরব টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আরমান কাপুর (কানাডা), ইরশাদ মুবাশ্‌শের ও উসমান নাজিব (সৌদি আরব)-এর টি২০আই অভিষেক হয়।

১৫ নভেম্বর ২০২২
২০:০০ (রাত)
স্কোরকার্ড
ওমান 
১৩৪/৮ (২০ ওভার)
 বাহরাইন
১৩৯/৪ (১৯.৩ ওভার)
রাফিউল্লাহ ২৭ (১৪)
ইমরান খান ৪/১৬ (৪ ওভার)
সোহেল আহমেদ ৫৫* (৩৯)
রাফিউল্লাহ ৪/২৫ (৪ ওভার)
বাহরাইন ৬ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: মুজাহিদ সুর্বে (ওমান) ও রাহুল আশের (ওমান)
ম্যাচসেরা: সোহেল আহমেদ (বাহরাইন)
  • বাহরাইন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • দানিশ জসনায়ক (বাহরাইন)-এর টি২০আই অভিষেক হয়।

১৬ নভেম্বর ২০২২
১৬:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
বাহরাইন 
১৭০/৪ (২০ ওভার)
 সৌদি আরব
১১৭/৮ (২০ ওভার)
সোহেল আহমেদ ৭৮* (৫৭)
ইমরান ইউসুফ ২/৪১ (৪ ওভার)
কাশিফ সিদ্দিকি ২৭ (৩০)
মোহাম্মদ রিজওয়ান বাট ২/১৩ (৪ ওভার)
বাহরাইন ৫৩ রানে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: অনন্ত কুমার রাজমণি (ওমান) ও মুজাহিদ সুর্বে (ওমান)
ম্যাচসেরা: সোহেল আহমেদ (বাহরাইন)
  • সৌদি আরব টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৬ নভেম্বর ২০২২
২০:০০ (রাত)
স্কোরকার্ড
কানাডা 
১৯১/২ (২০ ওভার)
 ওমান
১৯০/৬ (২০ ওভার)
অ্যারন জনসন ১০৯* (৬৯)
জিশান মাকসুদ ১/১০ (৪ ওভার)
মোহাম্মদ নাদিম ৭৭* (৪১)
আম্মার খালিদ ২/২২ (৪ ওভার)
কানাডা ১ রানে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: বিনোদ বাবু (ওমান) ও রাহুল আশের (ওমান)
ম্যাচসেরা: অ্যারন জনসন (কানাডা)
  • ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যারন জনসন (কানাডা) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।

১৭ নভেম্বর ২০২২
১৬:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
সৌদি আরব 
১১৪/৮ (২০ ওভার)
 ওমান
১১৮/৩ (১২.৪ ওভার)
কাশিফ সিদ্দিকি ২৮ (২৬)
জিশান মাকসুদ ২/১০ (৪ ওভার)
শোয়েব খান ৩৬* (২৭)
মুহাম্মদ সাকিব ২/১৭ (২.৪ ওভার)
ওমান ৭ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: কুড়িঞ্জিক্কাটন রবি আজাদ (ওমান) ও বিনোদ বাবু (ওমান)
ম্যাচসেরা: জিশান মাকসুদ (ওমান)
  • ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৭ নভেম্বর ২০২২
২০:০০ (রাত)
স্কোরকার্ড
কানাডা 
১৬০/৬ (২০ ওভার)
 বাহরাইন
১৬৪/২ (১৯.১ ওভার)
পরগত সিং ৬১* (৫১)
মোহাম্মদ রিজওয়ান বাট ৩/২৫ (৪ ওভার)
ডেভিড ম্যাথায়াস ৫৯* (৫৭)
নিখিল দত্ত ১/২৫ (৪ ওভার)
বাহরাইন ৮ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: মুজাহিদ সুর্বে (ওমান) ও হরিকৃষ্ণ পিল্লাই (ওমান)
ম্যাচসেরা: সরফরাজ আলি (বাহরাইন)
  • বাহরাইন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৯ নভেম্বর ২০২২
১৬:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
কানাডা 
১৭১/৬ (২০ ওভার)
 সৌদি আরব
১২৬/৮ (২০ ওভার)
ম্যাথিউ স্পুরস ৪৪ (৪৪)
উসমান নাজিব ৩/২২ (৪ ওভার)
সাদ খান ২৯ (২২)
আম্মার খালিদ ৪/১৭ (৩ ওভার)
কানাডা ৪৫ রানে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: অনন্ত কুমার রাজমণি (ওমান) ও কুড়িঞ্জিক্কাটন রবি আজাদ (ওমান)
ম্যাচসেরা: আম্মার খালিদ (কানাডা)
  • সৌদি আরব টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৯ নভেম্বর ২০২২
২০:০০ (রাত)
স্কোরকার্ড
ওমান 
২২০/৫ (২০ ওভার)
 বাহরাইন
১১৪ (১৬ ওভার)
জিশান মাকসুদ ১০২* (৪৪)
সত্য বীরপতিরণ ৩/৪৩ (৪ ওভার)
ডেভিড ম্যাথায়াস ৩৯ (৩২)
সময় শ্রীবাস্তব ৫/১৮ (৪ ওভার)
ওমান ১০৬ রানে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: রাহুল আশের (ওমান) ও হরিকৃষ্ণ পিল্লাই (ওমান)
ম্যাচসেরা: জিশান মাকসুদ (ওমান)
  • বাহরাইন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জিশান মাকসুদ প্রথম ওমানি ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।
  • সময় শ্রীবাস্তব (ওমান) টি২০আই ক্রিকেটে নিজোর প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

২০ নভেম্বর ২০২২
১৬:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ওমান 
১৬৯/৭ (২০ ওভার)
 কানাডা
১৭০/৭ (১৯.৫ ওভার)
জিশান মাকসুদ ৫৪ (৩৫)
আম্মার খালিদ ৩/২২ (৪ ওভার)
অ্যারন জনসন ৮৯ (৪১)
কলিমুল্লাহ ৩/২৩ (৩.৫ ওভার)
কানাডা ৩ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: কুড়িঞ্জিক্কাটন রবি আজাদ (ওমান) ও বিনোদ বাবু (ওমান)
ম্যাচসেরা: অ্যারন জনসন (কানাডা)
  • কানাডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২০ নভেম্বর ২০২২
২০:০০ (রাত)
স্কোরকার্ড
বাহরাইন 
১১২/৯ (২০ ওভার)
 সৌদি আরব
১১৫/১ (১০.৫ ওভার)
হায়দার আলি বাট ৪১ (৪৩)
আতিফ-উর-রহমান ৩/১৯ (৪ ওভার)
ফয়সাল খান ৮১* (৩২)
সত্য বীরপতিরণ ১/৩১ (৩.৫ ওভার)
সৌদি আরব ৯ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: অনন্ত কুমার রাজমণি (ওমান) ও হরিকৃষ্ণ পিল্লাই (ওমান)
ম্যাচসেরা: ফয়সাল খান (সৌদি আরব)
  • বাহরাইন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় স্থান নির্ধারণী

২১ নভেম্বর ২০২২
১৬:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
সৌদি আরব 
১৫৫/৮ (২০ ওভার)
 বাহরাইন
১২৩/৫ (২০ ওভার)
সাদ খান ৬৯ (৫৪)
ইমরান জাভেদ আনোয়ার ৪/২৪ (৪ ওভার)
আমির বিন নাসির ৫৫* (৩৯)
মোহাম্মদ হিশাম শেখ ২/২৬ (৪ ওভার)
সৌদি আরব ৩২ রানে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: কুড়িঞ্জিক্কাটন রবি আজাদ (ওমান) ও বিনোদ বাবু (ওমান)
ম্যাচসেরা: সাদ খান (সৌদি আরব)
  • বাহরাইন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ফাইনাল

২১ নভেম্বর ২০২২
২০:০০ (রাত)
স্কোরকার্ড
ওমান 
১৩৭ (২০ ওভার)
 কানাডা
১৩৯/২ (১৪ ওভার)
নাসিম খুশি ৪৭* (২৩)
জেরেমি গর্ডন ৩/২৬ (৪ ওভার)
অ্যারন জনসন ৬৮ (৪১)
বিলাল খান ১/২১ (৩ ওভার)
কানাডা ৮ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: রাহুল আশের (ওমান) ও হরিকৃষ্ণ পিল্লাই (ওমান)
ম্যাচসেরা: জেরেমি গর্ডন (কানাডা)
  • কানাডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

দ্বিপাক্ষিক সিরিজ

২০২২–২৩ কানাডা পুরুষ ক্রিকেট দলের ওমান সফর
 
  ওমান কানাডা
অধিনায়ক জিশান মাকসুদ সাদ বিন জাফর

দলীয় সদস্য

 ওমান  কানাডা

১ম একদিনের ম্যাচ

২৩ নভেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
কানাডা 
২২৯/৯ (৫০ ওভার)
 ওমান
১৪৫ (৪০.২ ওভার)
হর্ষ ঠাকর ৭৫ (৯৪)
বিলাল খান ৩/৪৬ (১০ ওভার)
সন্দীপ গৌড় ৩১ (৪৯)
নিখিল দত্ত ৪/১২ (৫.২ ওভার)
কানাডা ৪৮ রানে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: অনন্ত কুমার রাজমণি (ওমান) ও মুজাহিদ সুর্বে (ওমান)
ম্যাচসেরা: নিখিল দত্ত (কানাডা)
  • ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় একদিনের ম্যাচ

২৫ নভেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
কানাডা 
৯৭ (৩৭ ওভার)
 ওমান
১০১/২ (২৩.৪ ওভার)
হর্ষ ঠাকর ২২ (৩১)
আয়ান খান ২/৪ (২ ওভার)
ওমান ৮ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: বিনোদ বাবু (ওমান) ও রাহুল আশের (ওমান)
ম্যাচসেরা: নেস্টর ধাম্বা (ওমান)
  • ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় একদিনের ম্যাচ

২৬ নভেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
ওমান 
১৬৬ (৪৯ ওভার)
 কানাডা
১৬৭/১ (২৩ ওভার)
আয়ান খান ২৯ (৫৩)
সাদ বিন জাফর ৪/২৮ (১০ ওভার)
পরগত সিং ৮৭* (৬৯)
ওয়াসিম আলি ১/৪৪ (৭ ওভার)
কানাডা ৯ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: কুড়িঞ্জিক্কাটন রবি আজাদ (ওমান) ও হরিকৃষ্ণ পিল্লাই (ওমান)
ম্যাচসেরা: পরগত সিং (কানাডা)
  • কানাডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

  1. @TheOmanCricket (৭ নভেম্বর ২০২২)। "Live Cricketing Action coming your way as we host Canada, Bahrain and Saudi Arabia for the Desert Cup T20I Series. 🏏🔥" (টুইট) টুইটার-এর মাধ্যমে।
  2. "Oman to host four-nation T20I series from Nov 14"টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২২
  3. "Canada are Desert Cup T20I champions"টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২২
  4. "Oman Cricket to host Men's T20I Quadrangular series in November 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২২
  5. "Here's our Army for the Desert Cup T20I Series 2022! 💪🇴🇲"ওমান ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২ ফেসবুক-এর মাধ্যমে।
  6. "The squad has been announced for the upcoming Desert Cup T20I Series. with Bahrain playing against Canada, Oman and Saudi Arabia"বাহরাইন ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২২ ইনস্টাগ্রাম-এর মাধ্যমে।
  7. "📝 تشكيلة #المنتخب_السعودي_للكريكيت المشاركة في بطولة كأس الصحراء 🏆🏏"সৌদি আরব ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২ ফেসবুক-এর মাধ্যমে।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.