২০২২ টোয়েন্টি২০ পূর্ব এশিয়া কাপ

২০২২ টোয়েন্টি২০ পূর্ব এশিয়া কাপ ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ যেটি ২০২২ সালের অক্টোবর মাসে জাপানে অনুষ্ঠিত হয়।[1] সিরিজে চারটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলা হয়।[2] নারীদের টোয়েন্টি২০ পূর্ব এশিয়া কাপের চতুর্থ এ আসরে প্রাথমিকভাবে স্বাগতিক জাপানের সাথে চীন, দক্ষিণ কোরিয়াহংকং-এর অংশগ্রহণ করার কথা ছিল।[3] কিন্তু কোভিড-১৯ সংক্রান্ত জটিলতায় চীন ও দক্ষিণ কোরিয়া নিজেদের নাম প্রত্যাহার করে নেয়ায় টুর্নামেন্টটিকে জাপান ও হংকং-এর মধ্যে একটি দ্বিপাক্ষিক সিরিজে রূপান্তর করা হয়।[4] ২০২১ সাল থেকে নারীদের পূর্ব এশিয়া কাপ টুর্নামেন্টকে বার্ষিক প্রতিযোগিতা হিসেবে আয়োজন করার লক্ষ্যে অংশগ্রহণকারী চার দলের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল,[5] কিন্তু ২০২১ সালের পরিকল্পিত আসরটি কোভিড-১৯ মহামারির কারণে বাতিল করা হয়।[6] সর্বশেষ ২০১৯ সালের আসরে বিজয়ী হয়েছিল চীন।[7]

২০২২ টোয়েন্টি২০ পূর্ব এশিয়া কাপ
 
  জাপান হংকং
তারিখ ২৭ অক্টোবর ২০২২ – ৩০ অক্টোবর ২০২২
অধিনায়ক মাই ইয়ানাগিদা চেন জিয়াইং
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৪ ম্যাচের সিরিজে হংকং ৪–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান আকারি কানো (৭৫) নাতাশা মাইলস (১৪৯)
সর্বাধিক উইকেট মাই ইয়ানাগিদা (৩)
শিজুকা মিয়াজি (৩)
চেন জিয়ামিন (৬)
সিরিজ সেরা খেলোয়াড় মারিকো হিল (হংকং)

সিরিজে ৪–০ ব্যবধানে জয়ী হয় হংকং।[8]

দলীয় সদস্য

 জাপান[9]  হংকং[10]
  • মাই ইয়ানাগিদা (অধি.)
  • অহল্যা চন্দেল
  • আকারি কানো (উই.)
  • আয়াকা কানাদা
  • আয়ুমি ফুজিকাওয়া
  • এরিকা ওদা
  • কিয়ো ফুজিকাওয়া
  • মাকো মুনাকাতা
  • মিনামি ইয়োশিওকা
  • মেগ ওগাওয়া
  • রিয়ুআন কানাই
  • শিজুকা মিয়াজি
  • শিমাকো কাতো
  • হারুনা ইওয়াসাকি
  • হিনাসে গোতো
  • চেন জিয়াইং (অধি.)
  • ইকরা সাহার
  • ইয়াসমিন দাসওয়ানি (উই.)
  • চেন জিয়ামিন
  • জর্জিনা ব্র্যাডলি
  • ঝাং শাওইং (উই.)
  • ঝু আইইং
  • নাতাশা মাইলস
  • মরিয়ম বিবি
  • মারিকো হিল
  • রুচিতা ভেংকটেশ
  • লাই ইংচি
  • শানজিন শাহজাদ (উই.)
  • সিন্ডি হে

টি২০আই সিরিজ

১ম টি২০আই

২৭ অক্টোবর ২০২২
১১:০০
স্কোরকার্ড
জাপান 
৯০/৭ (২০ ওভার)
 হংকং
৯১/২ (১৪ ওভার)
শিমাকো কাতো ১৫ (১৬)
মরিয়ম বিবি ২/৭ (৪ ওভার)
মারিকো হিল ৪০ (৩২)
মাই ইয়ানাগিদা ১/১১ (২ ওভার)
হংকং ৮ উইকেটে জয়ী
কাইজুকা ক্রিকেট মাঠ, কাইজুকা
আম্পায়ার: অ্যাডাম বার্স (জাপান) ও দক্ষিণামূর্তি নটরাজন (জাপান)
ম্যাচসেরা: মারিকো হিল (হংকং)
  • হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অহল্যা চন্দেল, মাকো মুনাকাতা, শিমাকো কাতো, হারুনা ইওয়াসাকি ও হিনাসে গোতো (জাপান)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই

২৮ অক্টোবর ২০২২
১১:০০
স্কোরকার্ড
জাপান 
৯১ (১৯.২ ওভার)
 হংকং
৯৩/২ (১৩.২ ওভার)
শিমাকো কাতো ২৮ (৩৬)
চেন জিয়ামিন ৪/১৩ (৩.২ ওভার)
মারিকো হিল ৫১* (৩৯)
অহল্যা চন্দেল ১/১৯ (৪ ওভার)
হংকং ৮ উইকেটে জয়ী
কাইজুকা ক্রিকেট মাঠ, কাইজুকা
আম্পায়ার: অ্যাডাম বার্স (জাপান) ও দক্ষিণামূর্তি নটরাজন (জাপান)
ম্যাচসেরা: মারিকো হিল (হংকং)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মিনামি ইয়োশিওকা (জাপান)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই

২৯ অক্টোবর ২০২২
১১:০০
স্কোরকার্ড
হংকং 
১৪২/২ (২০ ওভার)
 জাপান
১৩৯/৪ (২০ ওভার)
নাতাশা মাইলস ৮৬* (৭০)
মাই ইয়ানাগিদা ১/১৫ (২ ওভার)
আকারি কানো ৫৪ (৫০)
রুচিতা ভেংকটেশ ১/২৫ (৪ ওভার)
হংকং ৩ রানে জয়ী
কাইজুকা ক্রিকেট মাঠ, কাইজুকা
আম্পায়ার: অ্যাডাম বার্স (জাপান) ও দক্ষিণামূর্তি নটরাজন (জাপান)
ম্যাচসেরা: নাতাশা মাইলস (হংকং)
  • হংকং টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আয়ুমি ফুজিকাওয়া, মেগ ওগাওয়া (জাপান) ও জর্জিনা ব্র্যাডলি (হংকং)-এর টি২০আই অভিষেক হয়।

৪র্থ টি২০আই

৩০ অক্টোবর ২০২২
১১:০০
স্কোরকার্ড
হংকং 
১০১/৭ (২০ ওভার)
 জাপান
১০১/৭ (২০ ওভার)
রুচিতা ভেংকটেশ ২৩* (২৬)
অহল্যা চন্দেল ১/১০ (৩ ওভার)
অহল্যা চন্দেল ২৬ (২৮)
মরিয়ম বিবি ২/১৩ (৪ ওভার)
ম্যাচ টাই (হংকং সুপার ওভারে জয়ী)
কাইজুকা ক্রিকেট মাঠ, কাইজুকা
আম্পায়ার: অ্যাডাম বার্স (জাপান) ও দক্ষিণামূর্তি নটরাজন (জাপান)
ম্যাচসেরা: রুচিতা ভেংকটেশ (হংকং)
  • জাপান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

  1. "Team Announced for Women's East Asia Cup"জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২২
  2. "Japan Cricket to host 2022 edition of Women's East Asia Cup in October 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২২
  3. "女子東アジアカップ、貝塚市開催決定!【2022年10月4日更新】"জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (জাপানি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২
  4. "Hong Kong skipper Kary Chan scores century ahead of East Asia Cup, as teen rookie Bradley readies for debut"দক্ষিণ চীন প্রভাতী ডাক (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২২
  5. "Women's East Asia Cup agreement confirmed"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ১৮ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২১
  6. "Women's East Asia Cup to be held in Kaizuka City!"জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২
  7. "East Asia Cup: Japan win 3rd Place over South Korea while China win Final over Hong Kong"জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২২
  8. "Hong Kong End Series On Super Over Victory"জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২২
  9. "女子東アジアカップ:女子日本代表チームの発表"জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (জাপানি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২২
  10. "Selection Announcement Women's East Asia Cup 2022"চীনা হংকং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.