২০২২ জিসিসি নারী টি২০ কাপ
২০২২ জিসিসি নারী টি২০ কাপ বা ২০২২ জিসিসি উপসাগর কাপ ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের মার্চ মাসে ওমানে অনুষ্ঠিত হয়।[1] টুর্নামেন্টের ম্যাচগুলো টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ফরম্যাটে খেলা হয়।[1] উপসাগর সহযোগিতা পরিষদ (জিসিসি) দ্বারা আয়োজিত এ টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করে স্বাগতিক ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।[2] এ টুর্নামেন্টেই বাহরাইন ও সৌদি আরব দল নিজেদের প্রথম আনুষ্ঠানিক টি২০আই ম্যাচ খেলে।[3][4] এটি ছিল টুর্নামেন্টটির চতুর্থ আসর।[1] এর আগে সর্বশেষ ২০১৬ সালে অনুষ্ঠিত আসরে বিজয়ী হয়েছিল অতিথি দল হিসেবে খেলতে আসা কেনিয়া।[5]
তারিখ | ২০ মার্চ ২০২২ – ২৬ মার্চ ২০২২ |
---|---|
তত্ত্বাবধায়ক | উপসাগর সহযোগিতা পরিষদ |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন |
আয়োজক | ![]() |
বিজয়ী | ![]() |
রানার-আপ | ![]() |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৬ |
খেলার সংখ্যা | ১৫ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | ![]() |
সর্বাধিক রান সংগ্রহকারী | ![]() |
সর্বাধিক উইকেটধারী | ![]() |
২০২২ সালের ২২ মার্চ বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচে বাহরাইনের দীপিকা রাসাঙ্গিকা অপরাজিত ১৬১ রানের ইনিংস খেলেন, যেটি ছিল নারী টি২০আই ক্রিকেটের ইতিহাসে যেকোনও খেলোয়াড়ের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড।[6]
টুর্নামেন্টে নিজেদের পাঁচ ম্যাচের প্রতিটিতে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় সংযুক্ত আরব আমিরাত।[7]
দলীয় সদস্য
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
---|---|---|---|---|---|
কুয়েত দলে নুরা বাহুরুদ্দিন ও রিমা বাহুরুদ্দিনকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[10] কাতার দলে ফাতিমা সাইদ, মঞ্জিরি বাওয়ানে, শ্যারন উইলিয়ামস ও স্নেহা চন্দনানিকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[9]
পয়েন্ট তালিকা
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৫ | ৫ | ০ | ০ | ০ | ১০ | +৭.০৬৬ |
২ | ![]() |
৫ | ৪ | ১ | ০ | ০ | ৮ | +২.১৮০ |
৩ | ![]() |
৫ | ২ | ৩ | ০ | ০ | ৪ | +১.৬৬৩ |
৪ | ![]() |
৫ | ২ | ৩ | ০ | ০ | ৪ | −০.০১৬ |
৫ | ![]() |
৫ | ২ | ৩ | ০ | ০ | ৪ | −০.৩০০ |
৬ | ![]() |
৫ | ০ | ৫ | ০ | ০ | ০ | −১২.১০৭ |
চ্যাম্পিয়ন
সূচি
ব |
![]() ৬১/৭ (২০ ওভার) | |
সাক্ষী শেট্টি ৩৯ (৩০) তরঙ্গ গজনায়ক ৩/১৮ (৪ ওভার) |
আবিরা ওয়ারিস ১৪ (৩৭) প্রিয়াংকা মেঁদোঁসা ২/২ (৩ ওভার) |
- বাহরাইন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- অ্যামান্ডা দ্'কোস্তা, নয়ন অনিল, সায়া ছান্না (ওমান), আবিরা ওয়ারিস, গায়নী ফার্নান্দো, তরঙ্গ গজনায়ক, দীপিকা ভাস্কর, পবিত্র শেট্টি, প্রজ্ঞা জগদীশ, রসিকা রোদ্রিগো, রসিকা হাতাদুরাগে, শশীকলা প্রকাশ ও সচিনি জয়সিংহ (বাহরাইন)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
সাচি ধাড়ওয়াল ২৭ (৩৬) খুশি শর্মা ৪/৪ (৩ ওভার) |
কবিশা কুমারী ৫০* (২৯) রোশেল কুইন ১/১৫ (২ ওভার) |
- কাতার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত দেয়।
- রিনিতা রজিত, লাবণ্য কেনি ও সিয়া গোখালে (সংযুক্ত আরব আমিরাত)-এর টি২০আই অভিষেক হয়।
সৌদি আরব ![]() ৩১ (১৪.৩ ওভার) |
ব |
![]() ৩২/০ (২.১ ওভার) |
মাইরা খান ১২ (২৭) মারিয়া জাসভি ৫/৬ (৩ ওভার) |
প্রিয়দা মুরালি ১১* (৮) |
- কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আবির মরিয়ম, আমনা খান, ইমান এজাজ, খাজাইমা আলি, জোহা ইরফান, মাইরা খান, মাহনুর আমির, রিদা সৈয়দা, রুবা রশিদ, শেরিল সেওসুংকর ও সিমরাহ মির্জা (সৌদি আরব)-এর টি২০আই অভিষেক হয়।
- মারিয়া জাসভি প্রথম কুয়েতি ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।
ব |
![]() ১২০/৩ (২০ ওভার) | |
শাহরিননওয়াব বাহাদুর ৩১ (৩৮) দীপিকা ভাস্কর ১/১৪ (২ ওভার) |
তরঙ্গ গজনায়ক ৪৩ (৪৬) আলিনা খান ১/১৫ (৪ ওভার) |
- কাতার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- আশা সামিলদিন ও স্বর্ণা নুন্না (বাহরাইন)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
![]() ৫২ (১৫.৫ ওভার) | |
ফিজা জাভেদ ৭৬* (৫৭) আমনা খান ১/৩৫ (৪ ওভার) |
শেরিল সেওসুংকর ১৪ (১০) কাশিশ জয়বন্ত ৩/২ (৩.৫ ওভার) |
- সৌদি আরব টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আফিদা আফতাব, কাশিশ জয়বন্ত, সুশান্তিকা সাথিয়া (ওমান) ও নাজওয়া আকরাম (সৌদি আরব)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
![]() ৮৫/৮ (২০ ওভার) | |
কবিশা কুমারী ৯২* (৭৪) প্রিয়দা মুরালি ১/১০ (২ ওভার) |
মরিয়ম ওমর ৪৬ (৩০) ইশা রোহিত ৩/৫ (২ ওভার) |
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ইন্দুজা নন্দকুমার (সংযুক্ত আরব আমিরাত)-এর টি২০আই অভিষেক হয়।
বাহরাইন ![]() ৩১৮/১ (২০ ওভার) |
ব |
![]() ৪৯/৮ (২০ ওভার) |
দীপিকা রাসাঙ্গিকা ১৬১* (৬৬) ইমান এজাজ ১/৬৩ (৪ ওভার) |
মাইরা খান ৯ (৪০) দীপিকা রাসাঙ্গিকা ৩/৯ (৪ ওভার) |
- সৌদি আরব টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ভিলসিতা বারবোজা (বাহরাইন) ও সাবা আলি সৈয়দা (সৌদি আরব)-এর টি২০আই অভিষেক হয়।
- দীপিকা রাসাঙ্গিকা প্রথম বাহরাইনি ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।
- বাহরাইনের ইনিংসটি ছিল নারী টি২০আই ক্রিকেটে যেকোনও দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস।[14]
ব |
![]() ৭৪/১ (১৩.৫ ওভার) | |
আলিনা খান ১৫ (১৫) মরিয়ম ওমর ৪/১৪ (৪ ওভার) |
মরিয়ম ওমর ৪০ (৪৪) রোশেল কুইন ১/২১ (৪ ওভার) |
- কাতার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
ইশা রোহিত ৬৭ (৩১) ভক্তি শেট্টি ১/২৪ (৪ ওভার) |
ফিজা জাভেদ ৩৭ (৬৫) ছায়া মুঘল ৩/১৪ (৪ ওভার) |
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- রীতিকা রজিত (সংযুক্ত আরব আমিরাত)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
![]() ৮১ (১৭.১ ওভার) | |
সাক্ষী শেট্টি ৭১* (৬০) খাদিজা খলিল ২/১৭ (৩ ওভার) |
খাদিজা খলিল ১৮ (৩৪) অ্যামান্ডা দ্'কোস্তা ৫/১১ (৩ ওভার) |
- কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- অ্যামান্ডা দ্'কোস্তা প্রথম ওমানি ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।
সৌদি আরব ![]() ২৫ (১২.৩ ওভার) |
ব |
|
শেরিল সেওসুংকর ৬ (২৩) লাবণ্য কেনি ৩/৩ (২ ওভার) |
লাবণ্য কেনি ১২* (৭) |
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- লাবণ্য কেনি প্রথম আমিরাতি ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।
ব |
![]() ২৬ (১৮.১ ওভার) | |
আয়েশা মোহাম্মদ ১১৩* (৫৮) মাইরা খান ২/৪৮ (৪ ওভার) |
আমনা খান ৬ (১২) হিরল আগরওয়াল ৪/৪ (৪ ওভার) |
- কাতার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- আয়েশা মোহাম্মদ প্রথম কাতারি ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।
- শাহরিননওয়াব বাহাদুর (কাতার) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।
কুয়েত ![]() ১২৫/৪ (২০ ওভার) |
ব |
![]() ১২৭/৪ (১৮.৪ ওভার) |
মরিয়ম ওমর ৫৪ (৪৭) সচিনি জয়সিংহ ২/২৫ (৪ ওভার) |
তরঙ্গ গজনায়ক ৫৪* (৫৭) খাদিজা খলিল ২/২৩ (৪ ওভার) |
- কুয়েত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
বৈশালী জেসরানি ২৩ (৩৩) রোশেল কুইন ১/১৩ (৪ ওভার) |
আয়েশা মোহাম্মদ ২৪ (২৫) প্রিয়াংকা মেঁদোঁসা ৩/১১ (৪ ওভার) |
- ওমান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
- "Oman Cricket announces GCC Women's T20i Cup"। টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২২।
- "Women's cricket squad all set to create history"। গাল্ফ ডেইলি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২২।
- "Oman Cricket to host 6-nation WT20I tournament in March 2022"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২২।
- "Oman and Qatar clinch contrasting victories in GCC Women's T20i Cup"। টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২২।
- "Wambui helps Kenya stop UAE to win Women's T20 Cup"। গাল্ফ নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৬।
- "Deepika Rasangika breaks world record for highest individual score in Women's T20Is"। ডিএনএ ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২২।
- "Oman and UAE win to close out GCC Women's T20i Cup"। ক্রিকক্লাবস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২২।
- "Oman Announces Squad For GCC Women's T20I Cup"। ক্রিকফিট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২২।
- @qa_cricket (১৯ মার্চ ২০২২)। "Qatar Women's National Team traveled to Oman to participate in GCC Women's T20i Championship 2022 from 19-26 March 2022" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- "Kuwait Cricket Women's Team led by Amna Sharif all set to participate in the first ever T20I Gulf Women's Championship from 19th-26th of March in Oman at the picturesque Al Amerat Grounds"। কুয়েত ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- "A proud moment for women in Bahrain, as the Bahrain Cricket federation held the first-ever capping ceremony for the National Women's Cricket Team"। বাহরাইন ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২২ – ইনস্টাগ্রাম-এর মাধ্যমে।
- @EmiratesCricket (১৭ মার্চ ২০২২)। "Our UAECricket women are heading to Oman to compete in the GCC T20I Gulf Cup Championship" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- "Saudi Women's National cricket team squad participating in the GCC women's Twenty20 in Oman"। সৌদি আরব ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- "आग अन् किटाळ!; ट्वेंटी-२०त संघाने कुटल्या 'विराट' ३१८ धावा; ५० चौकार अन् फलंदाजाची नाबाद १६१ धावांची विक्रमी खेळी!"। লোকমত (মারাঠি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২২।