২০২২ জার্মানি ত্রিদেশীয় সিরিজ

২০২২ জার্মানি ত্রিদেশীয় সিরিজ একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের জুন মাসে জার্মানিতে অনুষ্ঠিত হয়।[1] টুর্নামেন্টে স্বাগতিক জার্মানির সঙ্গে অংশগ্রহণ করে অস্ট্রিয়াসুইডেন[1] টুর্নামেন্টের সব ম্যাচ ক্রেফেল্ট শহরের বায়ার উয়ারডিংগ্‌ন ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[1]

২০২২ জার্মানি ত্রিদেশীয় সিরিজ
তারিখ৯ জুন ২০২২ – ১২ জুন ২০২২
অবস্থানজার্মানি
ফলাফল জার্মানি টুর্নামেন্টে জয়ী
দলসমূহ
 অস্ট্রিয়া  জার্মানি  সুইডেন
অধিনায়কবৃন্দ
রাজমাল শিগিওয়াল ভেংকটরমণ গণেশন অভিজিত ভেংকটেশ
সর্বাধিক রান
ইকবাল হোসেন (১৩২) তালহা খান (১০৩) উমর নওয়াজ (১০৩)
সর্বাধিক উইকেট
আবদুল্লাহ আকবরজান (৯) ওয়াল্টার বের (৯) জাকির তাকাউই (৯)

টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রিয়াকে হারিয়ে বিজয়ী হয় জার্মানি।[2]

দলীয় সদস্য

 অস্ট্রিয়া  জার্মানি[3]  সুইডেন[4]
  • রাজমাল শিগিওয়াল (অধি.)
  • অমিত নাথওয়ানি
  • আকিব ইকবাল
  • আবদুল্লাহ আকবরজান
  • আবরার বিলাল (উই.)
  • আরমান রন্ধাওয়া
  • আর্সলান আরিফ (উই.)
  • আহসান ইউসুফ
  • ইকবাল হোসেন
  • ইতিবারশাহ দিদার
  • কুইন্টন নরিস
  • জাভেদ জাদরান
  • বিলাল জালমাই
  • মার্ক সিম্পসন-পার্কার (উই.)
  • মির্জা আহসান
  • মেহের চিমা (উই.)
  • সাহিল মুমিন
  • সাহেল জাদরান
  • ভেংকটরমণ গণেশন (অধি.)
  • আবদুল সামাদ
  • আবদুল-শুকুর রহিমজাই
  • আহমেদ ওয়ারদাক
  • ওয়াল্টার বের
  • গোলাম আহমদি
  • ডিলান ব্লিগনট
  • তালহা খান
  • নিলয় প্যাটেল (উই.)
  • নুরউদ্দিন মুজাদাদি
  • বশীকরণ অরিথরন
  • বিষ্ণু ভারতী
  • মুসলিম ইয়ার আশরাফ
  • রাজেশ কুমার চিন্নাস্বামী
  • শচীন গঙ্গারেড্ডি (উই.)
  • শোয়েব আজম খান
  • সাজিদ লিয়াকত
  • হরিশ শ্রীনিবাসন (উই.)
  • অভিজিত ভেংকটেশ (অধি.)
  • উমর নওয়াজ (সহ-অধি.)
  • আজম খলিল
  • আব্দুল নাসের বালুচ
  • ইসমাইল জিয়া (উই.)
  • ওয়াইনান্ড বোসহফ (উই.)
  • খালিদ আহমেদ জাহিদ
  • জাকির তাকাউই
  • তাসাদুক হোসেন
  • ফাসিহ চৌধুরী
  • বাজ আইয়ুবি
  • লিয়াম কার্লসন
  • লেমার মোমন্দ
  • সামিউল্লাহ খলিল
  • হামিদ মাহমুদ

সুইডেন দলে অঙ্কিত দুবে, ইমল সুভাক ও সৈয়দ ওয়াকাস হায়দারকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[4]

রাউন্ড-রবিন

পয়েন্ট তালিকা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 জার্মানি +০.৭৮১
 অস্ট্রিয়া −০.১৫২
 সুইডেন −০.৬২৬

     ফাইনালে উত্তীর্ণ

সূচি

৯ জুন ২০২২
১১:৩০
স্কোরকার্ড
জার্মানি 
১৩৫/৭ (১৯ ওভার)
 অস্ট্রিয়া
৮১ (১৫.৪ ওভার)
ডিলান ব্লিগনট ৪৩ (৩২)
জাভেদ জাদরান ৩/২৮ (৩ ওভার)
ইকবাল হোসেন ৩৩ (১৯)
ওয়াল্টার বের ৩/১২ (৪ ওভার)
জার্মানি ৫৪ রানে জয়ী
বায়ার উয়ারডিংগ্‌ন ক্রিকেট মাঠ, ক্রেফেল্ট
আম্পায়ার: মার্ক জেমসন (জার্মানি) ও সুনীল গৌড় (জার্মানি)
ম্যাচসেরা: ডিলান ব্লিগনট (জার্মানি)
  • অস্ট্রিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৯ ওভারে খেলা হয়।
  • আবদুল সামাদ, ওয়াল্টার বের ও শচীন গঙ্গারেড্ডি (জার্মানি)-এর টি২০আই অভিষেক হয়।

৯ জুন ২০২২
১৬:০০
স্কোরকার্ড
সুইডেন 
৯৩ (২০ ওভার)
 জার্মানি
৯৫/৬ (১৭.৪ ওভার)
উমর নওয়াজ ৫৬ (৪৯)
ভেংকটরমণ গণেশন ৩/১১ (৪ ওভার)
শচীন গঙ্গারেড্ডি ২৯ (৩৪)
হামিদ মাহমুদ ৩/১০ (৩ ওভার)
জার্মানি ৪ উইকেটে জয়ী
বায়ার উয়ারডিংগ্‌ন ক্রিকেট মাঠ, ক্রেফেল্ট
আম্পায়ার: বিনয় মালহোত্রা (জার্মানি) ও মার্ক জেমসন (জার্মানি)
ম্যাচসেরা: ভেংকটরমণ গণেশন (জার্মানি)
  • জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আজম খলিল, উমর নওয়াজ, জাকির তাকাউই, তাসাদুক হোসেন, সামিউল্লাহ খলিল ও হামিদ মাহমুদ (সুইডেন)-এর টি২০আই অভিষেক হয়।

১০ জুন ২০২২
১১:৩০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
১৪১/৯ (২০ ওভার)
 জার্মানি
১০৩ (১৮.৪ ওভার)
রাজমাল শিগিওয়াল ৩৯ (৩৫)
ডিলান ব্লিগনট ২/২২ (৪ ওভার)
তালহা খান ৩১ (৩৪)
আকিব ইকবাল ৩/১৮ (৪ ওভার)
অস্ট্রিয়া ৩৮ রানে জয়ী
বায়ার উয়ারডিংগ্‌ন ক্রিকেট মাঠ, ক্রেফেল্ট
আম্পায়ার: বিনয় মালহোত্রা (জার্মানি) ও সুনীল গৌড় (জার্মানি)
ম্যাচসেরা: আকিব ইকবাল (অস্ট্রিয়া)
  • অস্ট্রিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১০ জুন ২০২২
১৬:০০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
১২৪/৯ (২০ ওভার)
 সুইডেন
১২১ (১৯.২ ওভার)
সাহিল মুমিন ৪৩ (৪৩)
লিয়াম কার্লসন ৩/২৫ (৪ ওভার)
উমর নওয়াজ ২২ (১৮)
আবদুল্লাহ আকবরজান ৩/১৬ (৩.২ ওভার)
অস্ট্রিয়া ৩ রানে জয়ী
বায়ার উয়ারডিংগ্‌ন ক্রিকেট মাঠ, ক্রেফেল্ট
আম্পায়ার: বিনয় মালহোত্রা (জার্মানি) ও মার্ক জেমসন (জার্মানি)
ম্যাচসেরা: আবদুল্লাহ আকবরজান (অস্ট্রিয়া)
  • সুইডেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আরমান রন্ধাওয়া (অস্ট্রিয়া) ও ইসমাইল জিয়া (সুইডেন)-এর টি২০আই অভিষেক হয়।

১১ জুন ২০২২
১১:৩০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
১৩৩/৭ (২০ ওভার)
 সুইডেন
১৩২/৬ (২০ ওভার)
ইকবাল হোসেন ৫৭ (৪৫)
লিয়াম কার্লসন ১/৭ (২ ওভার)
ওয়াইনান্ড বোসহফ ৪০ (৩৬)
ইকবাল হোসেন ৩/২২ (৪ ওভার)
অস্ট্রিয়া ১ রানে জয়ী
বায়ার উয়ারডিংগ্‌ন ক্রিকেট মাঠ, ক্রেফেল্ট
আম্পায়ার: অরুণ কুমার কোন্ডাডি (জার্মানি) ও সুনীল গৌড় (জার্মানি)
ম্যাচসেরা: ইকবাল হোসেন (অস্ট্রিয়া)
  • সুইডেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ফাসিহ চৌধুরী (সুইডেন)-এর টি২০আই অভিষেক হয়।

১১ জুন ২০২২
১৬:০০
স্কোরকার্ড
জার্মানি 
১৫১/৮ (২০ ওভার)
 সুইডেন
১২২/৮ (২০ ওভার)
তালহা খান ৫৮ (৪৫)
জাকির তাকাউই ৫/২৫ (৪ ওভার)
হামিদ মাহমুদ ৪১ (৪১)
গোলাম আহমদি ৩/২১ (৪ ওভার)
জার্মানি ২৯ রানে জয়ী
বায়ার উয়ারডিংগ্‌ন ক্রিকেট মাঠ, ক্রেফেল্ট
আম্পায়ার: জেসন ফ্ল্যানারি (জার্মানি) ও বিনয় মালহোত্রা (জার্মানি)
ম্যাচসেরা: তালহা খান (জার্মানি)
  • জার্মানি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বশীকরণ অরিথরন (জার্মানি)-এর টি২০আই অভিষেক হয়।
  • জাকির তাকাউই (সুইডেন) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

ফাইনাল

১২ জুন ২০২২
১০:০০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
১২২/৭ (২০ ওভার)
 জার্মানি
১২৫/৭ (১৯.৪ ওভার)
আকিব ইকবাল ৪২* (৩০)
ওয়াল্টার বের ৩/১৭ (৪ ওভার)
শচীন গঙ্গারেড্ডি ৩৪ (৩২)
অমিত নাথওয়ানি ৩/২১ (৪ ওভার)
জার্মানি ৩ উইকেটে জয়ী
বায়ার উয়ারডিংগ্‌ন ক্রিকেট মাঠ, ক্রেফেল্ট
আম্পায়ার: অরুণ কুমার কোন্ডাডি (জার্মানি) ও বিনয় মালহোত্রা (জার্মানি)
ম্যাচসেরা: ওয়াল্টার বের (জার্মানি)
  • অস্ট্রিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

  1. "Cricket Germany to host Men's T20I Tri-series in June 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০২২
  2. "Germany beat Austria in tri-series final"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ১২ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২২
  3. @Cricket_Germany (৩১ মে ২০২২)। "Here's our team for next week's Tri-Series v Austria & Sweden" (টুইট) টুইটার-এর মাধ্যমে।
  4. "Herrlandslagets spelartrupp för i sommar" [এ গ্রীষ্মের জন্য জাতীয় পুরুষ দলের খেলোয়াড় তালিকা]সুইডীয় ক্রিকেট ফেডারেশন (সুইডীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২২ ফেসবুক-এর মাধ্যমে।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.