২০২২ কুইবুকা টি২০ টুর্নামেন্ট

২০২২ কুইবুকা টি২০ টুর্নামেন্ট ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের জুন মাসে রুয়ান্ডায় অনুষ্ঠিত হয়।[1] টুর্নামেন্টটি ছিল বার্ষিক কুইবুকা টি২০ টুর্নামেন্টের অষ্টম আসর।[2][3] টুর্নামেন্টের ম্যাচগুলো কিগালির দুটি মাঠে খেলা হয়।[4] টুর্নামেন্টের পূর্ববর্তী আসরে বিজয়ী হয়েছিল কেনিয়া,[5] যেটি ছিল তাদের চতুর্থ শিরোপা।[6]

২০২২ কুইবুকা টি২০ টুর্নামেন্ট
তারিখ৯ জুন ২০২২ – ১৮ জুন ২০২২
তত্ত্বাবধায়করুয়ান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন ও ফাইনাল
আয়োজক রুয়ান্ডা
বিজয়ী তানজানিয়া (২য় শিরোপা)
রানার-আপ কেনিয়া
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা৩২
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় কুইন্টর আবেল
সর্বাধিক রান সংগ্রহকারী কেভিন আউইনো (২৫৩)
সর্বাধিক উইকেটধারী নাসরা সাইদি (১৫)

প্রাথমিকভাবে টুর্নামেন্টটিতে এগারোটি দলের অংশগ্রহণ করার কথা ছিল।[7] দলগুলো ছিল স্বাগতিক রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়া, তানজানিয়া, নাইজেরিয়া, বতসোয়ানা[8] এবং টুর্নামেন্টে প্রথমবারের মত অংশ নিতে যাওয়া ঘানা, জার্মানি, জিম্বাবুয়ে, ব্রাজিলসিয়েরা লিওন[4][9] কিন্তু পরবর্তীতে অংশগ্রহণকারী দলের সংখ্যা কমিয়ে আটে নিয়ে আসা হয়।[10] এটি ছিল আফ্রিকার বাইরে থেকে আসা দলের অংশগ্রহণে আয়োজিত কুইবুকা টুর্নামেন্টের প্রথম আসর।[11][12]

টুর্নামেন্টের ফাইনালে কেনিয়াকে পরাজিত করে প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় শিরোপা অর্জন করে তানজানিয়া।[13][14][15] কেনিয়ার কুইন্টর আবেল প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন।[16]

দলীয় সদস্য

 উগান্ডা[17]  কেনিয়া[18]  জার্মানি[19]  তানজানিয়া[20]  নাইজেরিয়া[21]  বতসোয়ানা[22]  ব্রাজিল[23]  রুয়ান্ডা[24]
  • কনসি আওয়েকো (অধি.)
  • জ্যানেট ম্বাবাজি (সহ-অধি.)
  • এভেলিন আন্‌য়িপো
  • কেভিন আউইনো (উই.)
  • গ্লোরিয়া ওবুকোর
  • নাওমি কায়োন্দো (উই.)
  • প্যাট্রিসিয়া মালেমিকিয়া
  • ফিওনা কুলুমে
  • রিতা মুসামালি
  • লিওনা বাবিরিয়ে
  • শাকিরা সাদিক
  • সারাহ আকিতেং
  • সারাহ ওয়ালাজা
  • সুজান কাকাই
  • কুইন্টর আবেল (অধি.)
  • শ্যারন জুমা (সহ-অধি.) (উই.)
  • এস্থার ওয়াচিরা
  • কেলভিয়া ওগোলা
  • জোসেফিন আব্‌ওম
  • ডেইজি ঞ্জোরোগে
  • ফ্লাভিয়া ওধিয়াম্বো
  • ভেনাসা ওকো
  • ভেরোনিকা আবুগা
  • মনিকাহ ন্ধাম্বি
  • মার্সিলিন ওচিয়েং
  • মেলভিন ইদাম্বো
  • ম্যারি মোয়াংগি (উই.)
  • লাভেন্দাহ ইদাম্বো
  • সারাহ ওয়েতোতো
  • অনুরাধা দোড্ডবল্লাপুর (অধি.)
  • অস্মিতা কোহলি
  • আন্টোনিয়া মায়েনবোর্ক
  • উইলহেলমিনা ওরনেরো
  • কার্তিকা বিজয়রাঘবন (উই.)
  • ক্রিস্টিনা গফ
  • জ্যানেট রোনাল্ডস
  • পেরিস আধিয়াম্বো
  • মিলেনা বেরেসফোর্ড
  • শরণ্য সদারংগানি (উই.)
  • শার্মেইন মান্নান
  • শ্রাব্য কোলচারম
  • সুজান ম্যাকআনানামা
  • স্টেফানি ফ্রনমেয়ার
  • ফাতুমা কিবাসু (অধি.)
  • নাসরা সাইদি (সহ-অধি.)
  • অ্যাগনেস কোয়েলে
  • জিনাইদা জেরেমায়া
  • তাতু শাবানি
  • তাবু ওমরি
  • নিমা পিউস
  • পেরিস কামুনিয়া
  • মোয়ানাইদি সোয়েদি
  • লিন্ডা মাসাওয়ে (উই.)
  • শুফা মোহাম্মদি (উই.)
  • সাউম ম্‌তে
  • সোফিয়া জেরোম
  • হুদা ওমরি
  • ব্লেসিং এতিম (অধি.)
  • ফেভার এসেইগবে (সহ-অধি.)
  • অ্যাবিগেইল ইগবোবিয়ে (উই.)
  • আগাথা ওবুলোর
  • এস্থার স্যান্ডি
  • ওমোনিয়ে আসিকা
  • কেহিন্দে আব্দুলকাদরি
  • চিনিয়েনুম জর্জ
  • তাইও আব্দুলকাদরি
  • মিরাকল ইমিমোলে
  • রুকায়াত আব্দুলরাসাক
  • র‌্যাচেল স্যামসন
  • লিলিয়ান উদে
  • সারা এতিম (উই.)
  • সালোমে সানডে
  • লরা মোপাকেদি (অধি.) (উই.)
  • আমান্ত্‌লে লেতুবা
  • ওন্নেইলে কেইৎসেমাং
  • ওরাতিলে ক্‌গেরেসি
  • ওলেবোগেং বাতিসানি
  • কাৎলেগো ম্পুয়াং
  • গোয়াবিলোয়ে মাতোমে
  • তুয়েলো শ্যাডর‌্যাক
  • তেবোগো মোৎলাবাপুতি
  • থান্দিওয়ে লেগাবিলে
  • থাপেলো মোদিসে
  • ফ্লোরেন্স সামান্‌য়িকা
  • মিমি রামাফিফি
  • শামিলা মোসোয়েউ
  • রোবের্তা মোরেত্তি (অধি.)
  • এভেলিন দে সুজা (উই.)
  • কারোলিনা নাসিমেন্তো
  • দানিয়েলা স্তাদোঁ
  • নিকোল মোন্তেইরো
  • মারিআন আর্তুর
  • মারিয়া রিবেইরো
  • মারিয়া সিলভা
  • রেনাতা দে সুজা
  • লরা আগাথা
  • লাউরা কারদোসো
  • লারা মোইজেস
  • লিন্ডসে ভিলাস বোয়াস (উই.)
  • মারি বিমেন্‌য়িমানা (অধি.)
  • অ্যালিস ইকুজোয়ে
  • ইমাকুলে মুহাওয়েনিমানা
  • ক্যাথিয়া উয়ামাহোরো
  • ক্ল্যারিস উমুতোনিওয়াসে
  • জিজেল ইশিমোয়ে
  • জোসিয়্যান ন্‌য়িরানকুন্দিনেজা
  • ফ্লোরা ইরাকোজে (উই.)
  • বেলিস মুরেকাতেতে
  • মার্গারিত ভুমিলিয়া
  • মেরভেইল উয়াসে (উই.)
  • সারাহ উয়েরা (উই.)
  • সিফা ইনগাবিরে
  • হেনরিয়েট ইশিমোয়ে

রাউন্ড-রবিন

পয়েন্ট তালিকা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 তানজানিয়া ১৪ +২.৪১৫
 কেনিয়া ১২ +১.৩৬৬
 উগান্ডা ১০ +৩.০৯৭
 রুয়ান্ডা (H) +০.৫২৯
 নাইজেরিয়া −০.৪৭৪
 ব্রাজিল −২.৫২৬
 বতসোয়ানা −১.৪৪৮
 জার্মানি −২.৭৮২
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     ফাইনালে উত্তীর্ণ
     ৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ
     ৫ম স্থান নির্ধারণীতে উত্তীর্ণ
     ৭ম স্থান নির্ধারণীতে উত্তীর্ণ

সূচি

৯ জুন ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
রুয়ান্ডা 
৬৮ (১৯.১ ওভার)
 উগান্ডা
৬৯/৪ (১৪ ওভার)
মার্গারিত ভুমিলিয়া ১৬ (১১)
কনসি আওয়েকো ২/১২ (৪ ওভার)
গ্লোরিয়া ওবুকোর ৩৪* (৪৫)
বেলিস মুরেকাতেতে ১/৯ (২ ওভার)
উগান্ডা ৬ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ইতাংগিশাকা অলিভিয়ের (রুয়ান্ডা) ও জন মায়েকু (উগান্ডা)
ম্যাচসেরা: কনসি আওয়েকো (উগান্ডা)
  • রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৯ জুন ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
কেনিয়া 
১৩৭/৬ (২০ ওভার)
 বতসোয়ানা
১০২/৭ (২০ ওভার)
সারাহ ওয়েতোতো ৩৩ (২০)
ফ্লোরেন্স সামান্‌য়িকা ২/১৫ (৪ ওভার)
থাপেলো মোদিসে ৬১* (৫৯)
ম্যারি মোয়াংগি ৩/১৮ (৩ ওভার)
কেনিয়া ৩৫ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: এরিক দুসাবেমুংগু (রুয়ান্ডা) ও তেমিতোপে ওনিকোয়ি (নাইজেরিয়া)
ম্যাচসেরা: ম্যারি মোয়াংগি (কেনিয়া)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ওরাতিলে ক্‌গেরেসি (বতসোয়ানা)-এর টি২০আই অভিষেক হয়।
  • ম্যারি মোয়াংগি প্রথম কেনীয় ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।

৯ জুন ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
ব্রাজিল 
৫৩ (১৫.২ ওভার)
 নাইজেরিয়া
৫৬/২ (১০.৫ ওভার)
এভেলিন দে সুজা ১২ (২২)
রুকায়াত আব্দুলরাসাক ৪/৯ (২.৩ ওভার)
সালোমে সানডে ২২* (১৭)
নিকোল মোন্তেইরো ১/৪ (৩ ওভার)
নাইজেরিয়া ৮ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: গাস্তোঁ নিয়িবিজি (রুয়ান্ডা) ও ভিকি প্রজাপতি (রুয়ান্ডা)
ম্যাচসেরা: ফেভার এসেইগবে (নাইজেরিয়া)
  • নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রুকায়াত আব্দুলরাসাক (নাইজেরিয়া), কারোলিনা নাসিমেন্তো ও মারিয়া সিলভা (ব্রাজিল)-এর টি২০আই অভিষেক হয়।

১০ জুন ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
উগান্ডা 
৯৬/৮ (২০ ওভার)
 কেনিয়া
৯৭/৭ (১৯.৪ ওভার)
লিওনা বাবিরিয়ে ২০ (৩৬)
লাভেন্দাহ ইদাম্বো ৩/১৩ (৪ ওভার)
ভেরোনিকা আবুগা ২৯ (৪৪)
এভেলিন আন্‌য়িপো ৩/১৩ (৪ ওভার)
প্যাট্রিসিয়া মালেমিকিয়া ৩/১৩ (৪ ওভার)
কেনিয়া ৩ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: এরিক দুসাবেমুংগু (রুয়ান্ডা) ও জন মায়েকু (উগান্ডা)
ম্যাচসেরা: লাভেন্দাহ ইদাম্বো (কেনিয়া)
  • উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১০ জুন ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
তানজানিয়া 
১১৯/৪ (২০ ওভার)
 বতসোয়ানা
৬২ (১৬ ওভার)
ফাতুমা কিবাসু ৪৪ (৫১)
ফ্লোরেন্স সামান্‌য়িকা ২/২০ (৪ ওভার)
থান্দিওয়ে লেগাবিলে ১২* (১৪)
জিনাইদা জেরেমায়া ৪/১৪ (৪ ওভার)
তানজানিয়া ৫৭ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: গাস্তোঁ নিয়িবিজি (রুয়ান্ডা) ও ভিকি প্রজাপতি (রুয়ান্ডা)
ম্যাচসেরা: জিনাইদা জেরেমায়া (তানজানিয়া)
  • তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যাগনেস কোয়েলে (তানজানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১০ জুন ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
রুয়ান্ডা 
১২৪/৬ (২০ ওভার)
 ব্রাজিল
৮৯/৮ (২০ ওভার)
হেনরিয়েট ইশিমোয়ে ২৯* (৩৬)
মারিয়া রিবেইরো ৩/২৮ (৪ ওভার)
এভেলিন দে সুজা ৩৫ (৫৪)
মার্গারিত ভুমিলিয়া ২/১৭ (৪ ওভার)
রুয়ান্ডা ৩৫ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: এরিক দুসাবেমুংগু (রুয়ান্ডা) ও তেমিতোপে ওনিকোয়ি (নাইজেরিয়া)
ম্যাচসেরা: হেনরিয়েট ইশিমোয়ে (রুয়ান্ডা)
  • ব্রাজিল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ক্ল্যারিস উমুতোনিওয়াসে (রুয়ান্ডা)-এর টি২০আই অভিষেক হয়।

১০ জুন ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
জার্মানি 
৭৮/৬ (২০ ওভার)
 নাইজেরিয়া
৭৯/৫ (১৩.৪ ওভার)
ক্রিস্টিনা গফ ২৮ (৪৯)
র‌্যাচেল স্যামসন ৪/১৩ (৪ ওভার)
সালোমে সানডে ৩২ (৪০)
অস্মিতা কোহলি ৪/১৬ (৩ ওভার)
নাইজেরিয়া ৫ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: ইতাংগিশাকা অলিভিয়ের (রুয়ান্ডা) ও ভিকি প্রজাপতি (রুয়ান্ডা)
ম্যাচসেরা: র‌্যাচেল স্যামসন (নাইজেরিয়া)
  • নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • উইলহেলমিনা ওরনেরো ও শ্রাব্য কোলচারম (জার্মানি)-এর টি২০আই অভিষেক হয়।

১১ জুন ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
ব্রাজিল 
১১৭/৮ (২০ ওভার)
 জার্মানি
১০৯/৯ (২০ ওভার)
দানিয়েলা স্তাদোঁ ২৯ (৪৩)
সুজান ম্যাকআনানামা ৩/১২ (৩ ওভার)
অস্মিতা কোহলি ৩১ (৩৬)
রেনাতা দে সুজা ১/১৩ (৪ ওভার)
ব্রাজিল ৮ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ইতাংগিশাকা অলিভিয়ের (রুয়ান্ডা) ও এরিক দুসাবেমুংগু (রুয়ান্ডা)
ম্যাচসেরা: রেনাতা দে সুজা (ব্রাজিল)
  • জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • শার্মেইন মান্নান (জার্মানি)-এর টি২০আই অভিষেক হয়।

১১ জুন ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
উগান্ডা 
১০৬/৬ (২০ ওভার)
 তানজানিয়া
১০৭/৫ (১৭.৩ ওভার)
কেভিন আউইনো ৫৫* (৬৯)
নাসরা সাইদি ২/১২ (৪ ওভার)
সাউম ম্‌তে ২৬ (২৭)
সারাহ আকিতেং ৩/২৩ (৪ ওভার)
তানজানিয়া ৫ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: গাস্তোঁ নিয়িবিজি (রুয়ান্ডা) ও জন মায়েকু (উগান্ডা)
ম্যাচসেরা: পেরিস কামুনিয়া (তানজানিয়া)
  • উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১১ জুন ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
রুয়ান্ডা 
১১৩/৪ (২০ ওভার)
 কেনিয়া
১১৪/৬ (১৯.৪ ওভার)
জিজেল ইশিমোয়ে ৫৬* (৫৬)
কুইন্টর আবেল ১/১১ (৩ ওভার)
ভেনাসা ওকো ৫৭* (৫৫)
হেনরিয়েট ইশিমোয়ে ২/১৯ (৪ ওভার)
কেনিয়া ৪ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ইতাংগিশাকা অলিভিয়ের (রুয়ান্ডা) ও তেমিতোপে ওনিকোয়ি (নাইজেরিয়া)
ম্যাচসেরা: ভেনাসা ওকো (কেনিয়া)
  • রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১১ জুন ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
বতসোয়ানা 
৮৮/৫ (২০ ওভার)
 নাইজেরিয়া
৮৯/৩ (১৫.২ ওভার)
তুয়েলো শ্যাডর‌্যাক ২৬* (২৯)
ফেভার এসেইগবে ২/৮ (৪ ওভার)
ওমোনিয়ে আসিকা ৩৩* (৫০)
শামিলা মোসোয়েউ ২/১৩ (৪ ওভার)
নাইজেরিয়া ৭ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: জন মায়েকু (উগান্ডা) ও ভিকি প্রজাপতি (রুয়ান্ডা)
ম্যাচসেরা: ফেভার এসেইগবে (নাইজেরিয়া)
  • বতসোয়ানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সারা এতিম (নাইজেরিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১২ জুন ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
তানজানিয়া 
১৫৩/৪ (২০ ওভার)
 কেনিয়া
১১৫ (২০ ওভার)
সাউম ম্‌তে ৪৪ (২৯)
কুইন্টর আবেল ৩/২১ (৪ ওভার)
কুইন্টর আবেল ৪৪ (৩৭)
নাসরা সাইদি ৩/২৫ (৪ ওভার)
তানজানিয়া ৩৮ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: জন মায়েকু (উগান্ডা) ও ভিকি প্রজাপতি (রুয়ান্ডা)
ম্যাচসেরা: নাসরা সাইদি (তানজানিয়া)
  • কেনিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১২ জুন ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
রুয়ান্ডা 
১৩০/৬ (২০ ওভার)
 জার্মানি
৭৮/৭ (২০ ওভার)
মারি বিমেন্‌য়িমানা ৩৫ (৪৪)
স্টেফানি ফ্রনমেয়ার ২/১৬ (৩ ওভার)
ক্রিস্টিনা গফ ২৬ (৩০)
হেনরিয়েট ইশিমোয়ে ৩/১৬ (৪ ওভার)
রুয়ান্ডা ৫২ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: গাস্তোঁ নিয়িবিজি (রুয়ান্ডা) ও তেমিতোপে ওনিকোয়ি (নাইজেরিয়া)
ম্যাচসেরা: হেনরিয়েট ইশিমোয়ে (রুয়ান্ডা)
  • জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১২ জুন ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
বতসোয়ানা 
১১৩ (১৯.২ ওভার)
 ব্রাজিল
১১৬/৫ (১৯ ওভার)
শামিলা মোসোয়েউ ২২ (৩৪)
মারিয়া রিবেইরো ৩/১৪ (৩.২ ওভার)
রোবের্তা মোরেত্তি ৫২* (৩১)
থান্দিওয়ে লেগাবিলে ২/২০ (২ ওভার)
ব্রাজিল ৫ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: এরিক দুসাবেমুংগু (রুয়ান্ডা) ও ভিকি প্রজাপতি (রুয়ান্ডা)
ম্যাচসেরা: রোবের্তা মোরেত্তি (ব্রাজিল)
  • ব্রাজিল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১২ জুন ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
নাইজেরিয়া 
৪৩ (১৬.৪ ওভার)
 উগান্ডা
৪৪/১ (৮.৪ ওভার)
ফেভার এসেইগবে ১১ (৩০)
প্যাট্রিসিয়া মালেমিকিয়া ৫/৬ (৪ ওভার)
জ্যানেট ম্বাবাজি ২৬* (৩০)
রুকায়াত আব্দুলরাসাক ১/১৪ (৪ ওভার)
উগান্ডা ৯ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: ইতাংগিশাকা অলিভিয়ের (রুয়ান্ডা) ও গাস্তোঁ নিয়িবিজি (রুয়ান্ডা)
ম্যাচসেরা: প্যাট্রিসিয়া মালেমিকিয়া (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্যাট্রিসিয়া মালেমিকিয়া (উগান্ডা) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

১৩ জুন ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
তানজানিয়া 
১৪৭/৭ (২০ ওভার)
 জার্মানি
৮৯/৭ (২০ ওভার)
ফাতুমা কিবাসু ৫১ (৪৩)
ক্রিস্টিনা গফ ২/২৫ (৩ ওভার)
ক্রিস্টিনা গফ ৪১ (৫০)
জিনাইদা জেরেমায়া ২/৮ (৪ ওভার)
তানজানিয়া ৫৮ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: এরিক দুসাবেমুংগু (রুয়ান্ডা) ও তেমিতোপে ওনিকোয়ি (নাইজেরিয়া)
ম্যাচসেরা: নাসরা সাইদি (তানজানিয়া)
  • জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৪ জুন ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
কেনিয়া 
১১৯/৫ (২০ ওভার)
 নাইজেরিয়া
৭৭/৪ (২০ ওভার)
কুইন্টর আবেল ৪৭ (৫০)
রুকায়াত আব্দুলরাসাক ২/২৩ (৪ ওভার)
সালোমে সানডে ৩৬* (৪৭)
সারাহ ওয়েতোতো ১/১৮ (৪ ওভার)
কেনিয়া ৪২ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ইতাংগিশাকা অলিভিয়ের (রুয়ান্ডা) ও এরিক দুসাবেমুংগু (রুয়ান্ডা)
ম্যাচসেরা: সারাহ ওয়েতোতো (কেনিয়া)
  • নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কেলভিয়া ওগোলা (কেনিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১৪ জুন ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
রুয়ান্ডা 
৯৩/৭ (২০ ওভার)
 তানজানিয়া
৯৪/৫ (১৫.১ ওভার)
মারি বিমেন্‌য়িমানা ৩২* (৩৯)
তাবু ওমরি ৪/৮ (৪ ওভার)
হুদা ওমরি ৩৪* (৩১)
জিজেল ইশিমোয়ে ২/১১ (৩.১ ওভার)
তানজানিয়া ৫ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: জন মায়েকু (উগান্ডা) ও তেমিতোপে ওনিকোয়ি (নাইজেরিয়া)
ম্যাচসেরা: তাবু ওমরি (তানজানিয়া)
  • রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৪ জুন ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
বতসোয়ানা 
৯২ (১৯.২ ওভার)
 জার্মানি
৭৫ (১৪ ওভার)
ওরাতিলে ক্‌গেরেসি ১৬ (১৪)
শরণ্য সদারংগানি ৩/৮ (৪ ওভার)
জ্যানেট রোনাল্ডস ১২ (১৭)
ওন্নেইলে কেইৎসেমাং ৪/২১ (৪ ওভার)
বতসোয়ানা ১৭ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ইতাংগিশাকা অলিভিয়ের (রুয়ান্ডা) ও গাস্তোঁ নিয়িবিজি (রুয়ান্ডা)
ম্যাচসেরা: ওন্নেইলে কেইৎসেমাং (বতসোয়ানা)
  • জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৪ জুন ২০২২
১৪:৩০
স্কোরকার্ড
উগান্ডা 
১৪১/৬ (২০ ওভার)
 ব্রাজিল
৫৭ (১৭.৫ ওভার)
কেভিন আউইনো ৬৯ (৬৩)
নিকোল মোন্তেইরো ৪/৪৬ (৪ ওভার)
লিন্ডসে ভিলাস বোয়াস ৩১ (৪৬)
জ্যানেট ম্বাবাজি ৩/৮ (৩.৫ ওভার)
উগান্ডা ৮৪ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: তেমিতোপে ওনিকোয়ি (নাইজেরিয়া) ও ভিকি প্রজাপতি (রুয়ান্ডা)
ম্যাচসেরা: কেভিন আউইনো (উগান্ডা)
  • ব্রাজিল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ জুন ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
বতসোয়ানা 
৯১/৭ (২০ ওভার)
 রুয়ান্ডা
৯৩/৪ (১৬.৪ ওভার)
লরা মোপাকেদি ২২ (২১)
জিজেল ইশিমোয়ে ২/১৪ (৪ ওভার)
ক্যাথিয়া উয়ামাহোরো ২৭ (২৮)
তুয়েলো শ্যাডর‌্যাক ১/৭ (১ ওভার)
রুয়ান্ডা ৬ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: জন মায়েকু (উগান্ডা) ও ভিকি প্রজাপতি (রুয়ান্ডা)
ম্যাচসেরা: জিজেল ইশিমোয়ে (রুয়ান্ডা)
  • বতসোয়ানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ জুন ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
উগান্ডা 
২১৩/১ (২০ ওভার)
 জার্মানি
৪৬ (১৮.৫ ওভার)
কেভিন আউইনো ৯৫* (৬১)
ক্রিস্টিনা গফ ১/১৬ (১.৪ ওভার)
অস্মিতা কোহলি ৯ (১১)
সারাহ আকিতেং ৪/৩ (৪ ওভার)
উগান্ডা ১৬৭ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: ইতাংগিশাকা অলিভিয়ের (রুয়ান্ডা) ও গাস্তোঁ নিয়িবিজি (রুয়ান্ডা)
ম্যাচসেরা: সারাহ আকিতেং (উগান্ডা)
  • জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ জুন ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
নাইজেরিয়া 
৬২ (১৯.৫ ওভার)
 তানজানিয়া
৬৩/৩ (১২.২ ওভার)
এস্থার স্যান্ডি ১৬ (২৫)
তাবু ওমরি ২/৭ (৪ ওভার)
ফাতুমা কিবাসু ৩৩ (৩৪)
ফেভার এসেইগবে ১/১১ (৩ ওভার)
তানজানিয়া ৭ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: এরিক দুসাবেমুংগু (রুয়ান্ডা) ও জন মায়েকু (উগান্ডা)
ম্যাচসেরা: তাবু ওমরি (তানজানিয়া)
  • নাইজেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ জুন ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
কেনিয়া 
১৮৪/৩ (২০ ওভার)
 ব্রাজিল
৮২ (১৮.৩ ওভার)
কুইন্টর আবেল ৫১ (৩৫)
কারোলিনা নাসিমেন্তো ১/২৯ (২ ওভার)
রেনাতা দে সুজা ২৬ (৩৮)
মার্সিলিন ওচিয়েং ৩/১১ (৪ ওভার)
কেনিয়া ১০২ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: গাস্তোঁ নিয়িবিজি (রুয়ান্ডা) ও তেমিতোপে ওনিকোয়ি (নাইজেরিয়া)
ম্যাচসেরা: সারাহ ওয়েতোতো (কেনিয়া)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৬ জুন ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
বতসোয়ানা 
৩৫ (১৮.৫ ওভার)
 উগান্ডা
৩৬/১ (৭.৩ ওভার)
থান্দিওয়ে লেগাবিলে ৭* (১৮)
কনসি আওয়েকো ৩/৫ (৩.৫ ওভার)
কেভিন আউইনো ১৮* (২০)
ফ্লোরেন্স সামান্‌য়িকা ১/১৫ (২ ওভার)
উগান্ডা ৯ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: গাস্তোঁ নিয়িবিজি (রুয়ান্ডা) ও ভিকি প্রজাপতি (রুয়ান্ডা)
ম্যাচসেরা: জ্যানেট ম্বাবাজি (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আমান্ত্‌লে লেতুবা (বতসোয়ানা)-এর টি২০আই অভিষেক হয়।

১৬ জুন ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
রুয়ান্ডা 
৯১/৭ (২০ ওভার)
 নাইজেরিয়া
৬৮/৬ (২০ ওভার)
সারাহ উয়েরা ৩২ (৪২)
চিনিয়েনুম জর্জ ৩/১৮ (৪ ওভার)
ব্লেসিং এতিম ২৯* (৪৭)
মারি বিমেন্‌য়িমানা ২/১৭ (৪ ওভার)
রুয়ান্ডা ২৩ রানে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: ইতাংগিশাকা অলিভিয়ের (রুয়ান্ডা) ও তেমিতোপে ওনিকোয়ি (নাইজেরিয়া)
ম্যাচসেরা: মারি বিমেন্‌য়িমানা (রুয়ান্ডা)
  • নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৬ জুন ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
কেনিয়া 
১১৯/৫ (২০ ওভার)
 জার্মানি
৭৫/৪ (২০ ওভার)
কুইন্টর আবেল ২৪ (২৪)
শরণ্য সদারংগানি ১/১৭ (৪ ওভার)
ক্রিস্টিনা গফ ৪৭* (৫১)
কুইন্টর আবেল ১/১৬ (৪ ওভার)
কেনিয়া ৪৪ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: এরিক দুসাবেমুংগু (রুয়ান্ডা) ও ভিকি প্রজাপতি (রুয়ান্ডা)
ম্যাচসেরা: ক্রিস্টিনা গফ (জার্মানি)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জোসেফিন আব্‌ওম (কেনিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১৬ জুন ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
ব্রাজিল 
৫৭ (১৯.১ ওভার)
 তানজানিয়া
৫৮/০ (৭.৩ ওভার)
লাউরা কারদোসো ১৭ (১৮)
তাবু ওমরি ৩/৯ (৩.১ ওভার)
শুফা মোহাম্মদি ২৪* (২২)
তানজানিয়া ১০ উইকেটে জয়ী
সমন্বিত পলিটেকনিক আঞ্চলিক কলেজ মাঠ, কিগালি
আম্পায়ার: ইতাংগিশাকা অলিভিয়ের (রুয়ান্ডা) ও জন মায়েকু (উগান্ডা)
ম্যাচসেরা: তাবু ওমরি (তানজানিয়া)
  • ব্রাজিল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৭ম স্থান নির্ধারণী

১৭ জুন ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
বতসোয়ানা 
১০৭/৪ (২০ ওভার)
 জার্মানি
১০৮/৪ (১৬.১ ওভার)
ফ্লোরেন্স সামান্‌য়িকা ৪১ (৬১)
স্টেফানি ফ্রনমেয়ার ২/১৯ (৪ ওভার)
উইলহেলমিনা ওরনেরো ৩৮* (৩৫)
ফ্লোরেন্স সামান্‌য়িকা ২/২০ (৪ ওভার)
জার্মানি ৬ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: জন মায়েকু (উগান্ডা) ও তেমিতোপে ওনিকোয়ি (নাইজেরিয়া)
ম্যাচসেরা: উইলহেলমিনা ওরনেরো (জার্মানি)
  • বতসোয়ানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ম স্থান নির্ধারণী

১৭ জুন ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
নাইজেরিয়া 
১১৩/৪ (২০ ওভার)
 ব্রাজিল
৮৩/৭ (২০ ওভার)
সালোমে সানডে ৩২ (২৯)
কারোলিনা নাসিমেন্তো ১/১৫ (৪ ওভার)
লাউরা কারদোসো ৩১* (৪৩)
র‌্যাচেল স্যামসন ১/৫ (৪ ওভার)
নাইজেরিয়া ৩০ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: এরিক দুসাবেমুংগু (রুয়ান্ডা) ও গাস্তোঁ নিয়িবিজি (রুয়ান্ডা)
ম্যাচসেরা: চিনিয়েনুম জর্জ (নাইজেরিয়া)
  • নাইজেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় স্থান নির্ধারণী

১৮ জুন ২০২২
০৯:০০
স্কোরকার্ড
রুয়ান্ডা 
৫০ (১৭.২ ওভার)
 উগান্ডা
৫৪/২ (৯.৪ ওভার)
হেনরিয়েট ইশিমোয়ে ১২ (১৬)
কনসি আওয়েকো ৩/৭ (৩ ওভার)
রিতা মুসামালি ১৭* (২৬)
বেলিস মুরেকাতেতে ২/২০ (৪ ওভার)
উগান্ডা ৮ উইকেটে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: তেমিতোপে ওনিকোয়ি (নাইজেরিয়া) ও ভিকি প্রজাপতি (রুয়ান্ডা)
ম্যাচসেরা: কনসি আওয়েকো (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ফাইনাল

১৮ জুন ২০২২
১৩:০০
স্কোরকার্ড
তানজানিয়া 
১১৪ (২০ ওভার)
 কেনিয়া
৭০ (২০ ওভার)
পেরিস কামুনিয়া ২৯ (২৪)
কুইন্টর আবেল ২/২০ (৪ ওভার)
এস্থার ওয়াচিরা ১৭ (৩৪)
নাসরা সাইদি ৩/১২ (৪ ওভার)
তানজানিয়া ৪৪ রানে জয়ী
গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিগালি
আম্পায়ার: ইতাংগিশাকা অলিভিয়ের (রুয়ান্ডা) ও জন মায়েকু (উগান্ডা)
ম্যাচসেরা: পেরিস কামুনিয়া (তানজানিয়া)
  • তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

  1. "Cricket: Zimbabwe to participate in Kwibuka Women T20"দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২২
  2. "Lameck Onyango Ngoche appointed Kenya head coach"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২
  3. "Rwanda Cricket Association embarks on Kwibuka T20 preparations"দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২১
  4. "Cricket: 11 countries set for Kwibuka Women T20 tourney"দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২
  5. "Cause for optimism as Kenya women win Kwibuka T20 title"দ্য স্ট্যান্ডার্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২১
  6. "Wetoto floors Namibia as allround Kenya romp to yet another Kwibuka T20 triumph"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২১
  7. "11 Teams to compete in Kwibuka Women's T20 Tournament 2022"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২
  8. "Kwibuka T20 Tournament, featuring eight nations, to be held from 9th to 18th June"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। ১ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০২২
  9. "Zim to participate in Rwanda Women T20"নিউজডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২২
  10. "Rwanda to play Uganda in Kwibuka T20 opener"দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০২২
  11. "Cricket: Germany names squad for 2022 Kwibuka tournament"দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২২
  12. "Kwibuka Tournament 2022 preview"টকিন' অ্যাবাউট উইমেন'স ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২২
  13. "Kwibuka T20: Tanzania brush aside defending champions Kenya to win second title"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। ১৮ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২২
  14. "Tanzania beat Kenya to win Kwibuka tournament"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ১৮ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২২
  15. "Cricket: Tanzania crowned 2022 Kwibuka Women T20 champions"দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২২
  16. "Who won what at Kwibuka Women T20 tourney?"দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। ১৯ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২২
  17. "Victoria Pearls take on Kwibuka challenge"উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২২
  18. "Kwibuka tournament a step to great things for women cricket"দ্য স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২২
  19. "Kader der frauen für Ruanda turnier bekanntgegeben!" [রুয়ান্ডা টুর্নামেন্টের জন্য নারীদের দল ঘোষণা!]জার্মান ক্রিকেট ফেডারেশন (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২২
  20. "KWIBUKA TOURNAMENT 2022"তানজানিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২২ ফেসবুক-এর মাধ্যমে।
  21. "NCF Release final list of players for the Kwibuka Women's tournament in Rwanda"নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২২
  22. "Women's cricket team head to Rwanda"দ্য বতসোয়ানা গ্যাজেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০২২
  23. @brasil_cricket (২৮ মে ২০২২)। "Brazilian team for Kwibuka Women's T20 Tournament is now announced!" (টুইট) টুইটার-এর মাধ্যমে।
  24. @RwandaCricket (৬ জুন ২০২২)। "Rwanda team is ready! Here is the squad for the tournament" (টুইট) টুইটার-এর মাধ্যমে।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.