২০২২ কুইবুকা টি২০ টুর্নামেন্ট
২০২২ কুইবুকা টি২০ টুর্নামেন্ট ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের জুন মাসে রুয়ান্ডায় অনুষ্ঠিত হয়।[1] টুর্নামেন্টটি ছিল বার্ষিক কুইবুকা টি২০ টুর্নামেন্টের অষ্টম আসর।[2][3] টুর্নামেন্টের ম্যাচগুলো কিগালির দুটি মাঠে খেলা হয়।[4] টুর্নামেন্টের পূর্ববর্তী আসরে বিজয়ী হয়েছিল কেনিয়া,[5] যেটি ছিল তাদের চতুর্থ শিরোপা।[6]
তারিখ | ৯ জুন ২০২২ – ১৮ জুন ২০২২ |
---|---|
তত্ত্বাবধায়ক | রুয়ান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন ও ফাইনাল |
আয়োজক | রুয়ান্ডা |
বিজয়ী | তানজানিয়া (২য় শিরোপা) |
রানার-আপ | কেনিয়া |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৮ |
খেলার সংখ্যা | ৩২ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | কুইন্টর আবেল |
সর্বাধিক রান সংগ্রহকারী | কেভিন আউইনো (২৫৩) |
সর্বাধিক উইকেটধারী | নাসরা সাইদি (১৫) |
প্রাথমিকভাবে টুর্নামেন্টটিতে এগারোটি দলের অংশগ্রহণ করার কথা ছিল।[7] দলগুলো ছিল স্বাগতিক রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়া, তানজানিয়া, নাইজেরিয়া, বতসোয়ানা[8] এবং টুর্নামেন্টে প্রথমবারের মত অংশ নিতে যাওয়া ঘানা, জার্মানি, জিম্বাবুয়ে, ব্রাজিল ও সিয়েরা লিওন।[4][9] কিন্তু পরবর্তীতে অংশগ্রহণকারী দলের সংখ্যা কমিয়ে আটে নিয়ে আসা হয়।[10] এটি ছিল আফ্রিকার বাইরে থেকে আসা দলের অংশগ্রহণে আয়োজিত কুইবুকা টুর্নামেন্টের প্রথম আসর।[11][12]
টুর্নামেন্টের ফাইনালে কেনিয়াকে পরাজিত করে প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় শিরোপা অর্জন করে তানজানিয়া।[13][14][15] কেনিয়ার কুইন্টর আবেল প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন।[16]
দলীয় সদস্য
উগান্ডা[17] | কেনিয়া[18] | জার্মানি[19] | তানজানিয়া[20] | নাইজেরিয়া[21] | বতসোয়ানা[22] | ব্রাজিল[23] | রুয়ান্ডা[24] |
---|---|---|---|---|---|---|---|
রাউন্ড-রবিন
পয়েন্ট তালিকা
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | তানজানিয়া | ৭ | ৭ | ০ | ০ | ০ | ১৪ | +২.৪১৫ |
২ | কেনিয়া | ৭ | ৬ | ১ | ০ | ০ | ১২ | +১.৩৬৬ |
৩ | উগান্ডা | ৭ | ৫ | ২ | ০ | ০ | ১০ | +৩.০৯৭ |
৪ | রুয়ান্ডা (H) | ৭ | ৪ | ৩ | ০ | ০ | ৮ | +০.৫২৯ |
৫ | নাইজেরিয়া | ৭ | ৩ | ৪ | ০ | ০ | ৬ | −০.৪৭৪ |
৬ | ব্রাজিল | ৭ | ২ | ৫ | ০ | ০ | ৪ | −২.৫২৬ |
৭ | বতসোয়ানা | ৭ | ১ | ৬ | ০ | ০ | ২ | −১.৪৪৮ |
৮ | জার্মানি | ৭ | ০ | ৭ | ০ | ০ | ০ | −২.৭৮২ |
ফাইনালে উত্তীর্ণ
৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ
৫ম স্থান নির্ধারণীতে উত্তীর্ণ
৭ম স্থান নির্ধারণীতে উত্তীর্ণ
সূচি
রুয়ান্ডা ৬৮ (১৯.১ ওভার) |
ব |
|
মার্গারিত ভুমিলিয়া ১৬ (১১) কনসি আওয়েকো ২/১২ (৪ ওভার) |
গ্লোরিয়া ওবুকোর ৩৪* (৪৫) বেলিস মুরেকাতেতে ১/৯ (২ ওভার) |
- রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
বতসোয়ানা ১০২/৭ (২০ ওভার) | |
সারাহ ওয়েতোতো ৩৩ (২০) ফ্লোরেন্স সামান্য়িকা ২/১৫ (৪ ওভার) |
থাপেলো মোদিসে ৬১* (৫৯) ম্যারি মোয়াংগি ৩/১৮ (৩ ওভার) |
- কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ওরাতিলে ক্গেরেসি (বতসোয়ানা)-এর টি২০আই অভিষেক হয়।
- ম্যারি মোয়াংগি প্রথম কেনীয় ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।
ব |
নাইজেরিয়া ৫৬/২ (১০.৫ ওভার) | |
এভেলিন দে সুজা ১২ (২২) রুকায়াত আব্দুলরাসাক ৪/৯ (২.৩ ওভার) |
সালোমে সানডে ২২* (১৭) নিকোল মোন্তেইরো ১/৪ (৩ ওভার) |
- নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- রুকায়াত আব্দুলরাসাক (নাইজেরিয়া), কারোলিনা নাসিমেন্তো ও মারিয়া সিলভা (ব্রাজিল)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
লিওনা বাবিরিয়ে ২০ (৩৬) লাভেন্দাহ ইদাম্বো ৩/১৩ (৪ ওভার) |
ভেরোনিকা আবুগা ২৯ (৪৪) এভেলিন আন্য়িপো ৩/১৩ (৪ ওভার) প্যাট্রিসিয়া মালেমিকিয়া ৩/১৩ (৪ ওভার) |
- উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
বতসোয়ানা ৬২ (১৬ ওভার) | |
ফাতুমা কিবাসু ৪৪ (৫১) ফ্লোরেন্স সামান্য়িকা ২/২০ (৪ ওভার) |
থান্দিওয়ে লেগাবিলে ১২* (১৪) জিনাইদা জেরেমায়া ৪/১৪ (৪ ওভার) |
- তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- অ্যাগনেস কোয়েলে (তানজানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
রুয়ান্ডা ১২৪/৬ (২০ ওভার) |
ব |
|
হেনরিয়েট ইশিমোয়ে ২৯* (৩৬) মারিয়া রিবেইরো ৩/২৮ (৪ ওভার) |
এভেলিন দে সুজা ৩৫ (৫৪) মার্গারিত ভুমিলিয়া ২/১৭ (৪ ওভার) |
- ব্রাজিল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ক্ল্যারিস উমুতোনিওয়াসে (রুয়ান্ডা)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
নাইজেরিয়া ৭৯/৫ (১৩.৪ ওভার) | |
ক্রিস্টিনা গফ ২৮ (৪৯) র্যাচেল স্যামসন ৪/১৩ (৪ ওভার) |
সালোমে সানডে ৩২ (৪০) অস্মিতা কোহলি ৪/১৬ (৩ ওভার) |
- নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- উইলহেলমিনা ওরনেরো ও শ্রাব্য কোলচারম (জার্মানি)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
দানিয়েলা স্তাদোঁ ২৯ (৪৩) সুজান ম্যাকআনানামা ৩/১২ (৩ ওভার) |
অস্মিতা কোহলি ৩১ (৩৬) রেনাতা দে সুজা ১/১৩ (৪ ওভার) |
- জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- শার্মেইন মান্নান (জার্মানি)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
কেভিন আউইনো ৫৫* (৬৯) নাসরা সাইদি ২/১২ (৪ ওভার) |
সাউম ম্তে ২৬ (২৭) সারাহ আকিতেং ৩/২৩ (৪ ওভার) |
- উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
রুয়ান্ডা ১১৩/৪ (২০ ওভার) |
ব |
|
জিজেল ইশিমোয়ে ৫৬* (৫৬) কুইন্টর আবেল ১/১১ (৩ ওভার) |
ভেনাসা ওকো ৫৭* (৫৫) হেনরিয়েট ইশিমোয়ে ২/১৯ (৪ ওভার) |
- রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
বতসোয়ানা ৮৮/৫ (২০ ওভার) |
ব |
নাইজেরিয়া ৮৯/৩ (১৫.২ ওভার) |
তুয়েলো শ্যাডর্যাক ২৬* (২৯) ফেভার এসেইগবে ২/৮ (৪ ওভার) |
ওমোনিয়ে আসিকা ৩৩* (৫০) শামিলা মোসোয়েউ ২/১৩ (৪ ওভার) |
- বতসোয়ানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- সারা এতিম (নাইজেরিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
সাউম ম্তে ৪৪ (২৯) কুইন্টর আবেল ৩/২১ (৪ ওভার) |
কুইন্টর আবেল ৪৪ (৩৭) নাসরা সাইদি ৩/২৫ (৪ ওভার) |
- কেনিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
রুয়ান্ডা ১৩০/৬ (২০ ওভার) |
ব |
|
মারি বিমেন্য়িমানা ৩৫ (৪৪) স্টেফানি ফ্রনমেয়ার ২/১৬ (৩ ওভার) |
ক্রিস্টিনা গফ ২৬ (৩০) হেনরিয়েট ইশিমোয়ে ৩/১৬ (৪ ওভার) |
- জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
বতসোয়ানা ১১৩ (১৯.২ ওভার) |
ব |
|
শামিলা মোসোয়েউ ২২ (৩৪) মারিয়া রিবেইরো ৩/১৪ (৩.২ ওভার) |
রোবের্তা মোরেত্তি ৫২* (৩১) থান্দিওয়ে লেগাবিলে ২/২০ (২ ওভার) |
- ব্রাজিল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
নাইজেরিয়া ৪৩ (১৬.৪ ওভার) |
ব |
|
ফেভার এসেইগবে ১১ (৩০) প্যাট্রিসিয়া মালেমিকিয়া ৫/৬ (৪ ওভার) |
জ্যানেট ম্বাবাজি ২৬* (৩০) রুকায়াত আব্দুলরাসাক ১/১৪ (৪ ওভার) |
- উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- প্যাট্রিসিয়া মালেমিকিয়া (উগান্ডা) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।
ব |
||
ফাতুমা কিবাসু ৫১ (৪৩) ক্রিস্টিনা গফ ২/২৫ (৩ ওভার) |
ক্রিস্টিনা গফ ৪১ (৫০) জিনাইদা জেরেমায়া ২/৮ (৪ ওভার) |
- জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
নাইজেরিয়া ৭৭/৪ (২০ ওভার) | |
কুইন্টর আবেল ৪৭ (৫০) রুকায়াত আব্দুলরাসাক ২/২৩ (৪ ওভার) |
সালোমে সানডে ৩৬* (৪৭) সারাহ ওয়েতোতো ১/১৮ (৪ ওভার) |
- নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- কেলভিয়া ওগোলা (কেনিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
রুয়ান্ডা ৯৩/৭ (২০ ওভার) |
ব |
|
মারি বিমেন্য়িমানা ৩২* (৩৯) তাবু ওমরি ৪/৮ (৪ ওভার) |
হুদা ওমরি ৩৪* (৩১) জিজেল ইশিমোয়ে ২/১১ (৩.১ ওভার) |
- রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
বতসোয়ানা ৯২ (১৯.২ ওভার) |
ব |
|
ওরাতিলে ক্গেরেসি ১৬ (১৪) শরণ্য সদারংগানি ৩/৮ (৪ ওভার) |
জ্যানেট রোনাল্ডস ১২ (১৭) ওন্নেইলে কেইৎসেমাং ৪/২১ (৪ ওভার) |
- জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
কেভিন আউইনো ৬৯ (৬৩) নিকোল মোন্তেইরো ৪/৪৬ (৪ ওভার) |
লিন্ডসে ভিলাস বোয়াস ৩১ (৪৬) জ্যানেট ম্বাবাজি ৩/৮ (৩.৫ ওভার) |
- ব্রাজিল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
বতসোয়ানা ৯১/৭ (২০ ওভার) |
ব |
রুয়ান্ডা ৯৩/৪ (১৬.৪ ওভার) |
লরা মোপাকেদি ২২ (২১) জিজেল ইশিমোয়ে ২/১৪ (৪ ওভার) |
ক্যাথিয়া উয়ামাহোরো ২৭ (২৮) তুয়েলো শ্যাডর্যাক ১/৭ (১ ওভার) |
- বতসোয়ানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
কেভিন আউইনো ৯৫* (৬১) ক্রিস্টিনা গফ ১/১৬ (১.৪ ওভার) |
অস্মিতা কোহলি ৯ (১১) সারাহ আকিতেং ৪/৩ (৪ ওভার) |
- জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
নাইজেরিয়া ৬২ (১৯.৫ ওভার) |
ব |
|
এস্থার স্যান্ডি ১৬ (২৫) তাবু ওমরি ২/৭ (৪ ওভার) |
ফাতুমা কিবাসু ৩৩ (৩৪) ফেভার এসেইগবে ১/১১ (৩ ওভার) |
- নাইজেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
কুইন্টর আবেল ৫১ (৩৫) কারোলিনা নাসিমেন্তো ১/২৯ (২ ওভার) |
রেনাতা দে সুজা ২৬ (৩৮) মার্সিলিন ওচিয়েং ৩/১১ (৪ ওভার) |
- কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
বতসোয়ানা ৩৫ (১৮.৫ ওভার) |
ব |
|
থান্দিওয়ে লেগাবিলে ৭* (১৮) কনসি আওয়েকো ৩/৫ (৩.৫ ওভার) |
কেভিন আউইনো ১৮* (২০) ফ্লোরেন্স সামান্য়িকা ১/১৫ (২ ওভার) |
- উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আমান্ত্লে লেতুবা (বতসোয়ানা)-এর টি২০আই অভিষেক হয়।
রুয়ান্ডা ৯১/৭ (২০ ওভার) |
ব |
নাইজেরিয়া ৬৮/৬ (২০ ওভার) |
সারাহ উয়েরা ৩২ (৪২) চিনিয়েনুম জর্জ ৩/১৮ (৪ ওভার) |
ব্লেসিং এতিম ২৯* (৪৭) মারি বিমেন্য়িমানা ২/১৭ (৪ ওভার) |
- নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
কুইন্টর আবেল ২৪ (২৪) শরণ্য সদারংগানি ১/১৭ (৪ ওভার) |
ক্রিস্টিনা গফ ৪৭* (৫১) কুইন্টর আবেল ১/১৬ (৪ ওভার) |
- কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- জোসেফিন আব্ওম (কেনিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
লাউরা কারদোসো ১৭ (১৮) তাবু ওমরি ৩/৯ (৩.১ ওভার) |
শুফা মোহাম্মদি ২৪* (২২) |
- ব্রাজিল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
৭ম স্থান নির্ধারণী
বতসোয়ানা ১০৭/৪ (২০ ওভার) |
ব |
|
ফ্লোরেন্স সামান্য়িকা ৪১ (৬১) স্টেফানি ফ্রনমেয়ার ২/১৯ (৪ ওভার) |
উইলহেলমিনা ওরনেরো ৩৮* (৩৫) ফ্লোরেন্স সামান্য়িকা ২/২০ (৪ ওভার) |
- বতসোয়ানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
৫ম স্থান নির্ধারণী
নাইজেরিয়া ১১৩/৪ (২০ ওভার) |
ব |
|
সালোমে সানডে ৩২ (২৯) কারোলিনা নাসিমেন্তো ১/১৫ (৪ ওভার) |
লাউরা কারদোসো ৩১* (৪৩) র্যাচেল স্যামসন ১/৫ (৪ ওভার) |
- নাইজেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় স্থান নির্ধারণী
রুয়ান্ডা ৫০ (১৭.২ ওভার) |
ব |
|
হেনরিয়েট ইশিমোয়ে ১২ (১৬) কনসি আওয়েকো ৩/৭ (৩ ওভার) |
রিতা মুসামালি ১৭* (২৬) বেলিস মুরেকাতেতে ২/২০ (৪ ওভার) |
- উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ফাইনাল
ব |
||
পেরিস কামুনিয়া ২৯ (২৪) কুইন্টর আবেল ২/২০ (৪ ওভার) |
এস্থার ওয়াচিরা ১৭ (৩৪) নাসরা সাইদি ৩/১২ (৪ ওভার) |
- তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
- "Cricket: Zimbabwe to participate in Kwibuka Women T20"। দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২২।
- "Lameck Onyango Ngoche appointed Kenya head coach"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২।
- "Rwanda Cricket Association embarks on Kwibuka T20 preparations"। দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২১।
- "Cricket: 11 countries set for Kwibuka Women T20 tourney"। দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২।
- "Cause for optimism as Kenya women win Kwibuka T20 title"। দ্য স্ট্যান্ডার্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২১।
- "Wetoto floors Namibia as allround Kenya romp to yet another Kwibuka T20 triumph"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২১।
- "11 Teams to compete in Kwibuka Women's T20 Tournament 2022"। ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- "Kwibuka T20 Tournament, featuring eight nations, to be held from 9th to 18th June"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। ১ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০২২।
- "Zim to participate in Rwanda Women T20"। নিউজডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২২।
- "Rwanda to play Uganda in Kwibuka T20 opener"। দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০২২।
- "Cricket: Germany names squad for 2022 Kwibuka tournament"। দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২২।
- "Kwibuka Tournament 2022 preview"। টকিন' অ্যাবাউট উইমেন'স ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২২।
- "Kwibuka T20: Tanzania brush aside defending champions Kenya to win second title"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। ১৮ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২২।
- "Tanzania beat Kenya to win Kwibuka tournament"। ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ১৮ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২২।
- "Cricket: Tanzania crowned 2022 Kwibuka Women T20 champions"। দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২২।
- "Who won what at Kwibuka Women T20 tourney?"। দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। ১৯ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২২।
- "Victoria Pearls take on Kwibuka challenge"। উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২২।
- "Kwibuka tournament a step to great things for women cricket"। দ্য স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২২।
- "Kader der frauen für Ruanda turnier bekanntgegeben!" [রুয়ান্ডা টুর্নামেন্টের জন্য নারীদের দল ঘোষণা!]। জার্মান ক্রিকেট ফেডারেশন (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২২।
- "KWIBUKA TOURNAMENT 2022"। তানজানিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- "NCF Release final list of players for the Kwibuka Women's tournament in Rwanda"। নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২২।
- "Women's cricket team head to Rwanda"। দ্য বতসোয়ানা গ্যাজেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০২২।
- @brasil_cricket (২৮ মে ২০২২)। "Brazilian team for Kwibuka Women's T20 Tournament is now announced!" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- @RwandaCricket (৬ জুন ২০২২)। "Rwanda team is ready! Here is the squad for the tournament" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।