২০২২ কানাডা ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ এ

২০২২ কানাডা ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ এ হচ্ছে ২০২২ এর জুলাই এবং আগস্টে কানাডায় অনুষ্ঠিত হতে নির্ধারিত রয়েছে।> এটি হবে ২০১৯-২২ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড, যে প্রতিযোগিতাটিকে তৈরী করা হয়েছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপের অংশ হিসাবে।

২০২১ কানাডা ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ এ
তারিখ২৭ জুলাই – ৬ আগস্ট ২০২১
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনলিস্ট এ
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজকক্রিকেট কানাডা
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৫
সর্বাধিক রান সংগ্রহকারী হামিদ শাহ (৩৭৯)
সর্বাধিক উইকেটধারী নিকোলাজ লায়েগসগার্ড (১৫)

দলীয় সদস্য

 কানাডা  ডেনমার্ক  মালয়েশিয়া  কাতার  সিঙ্গাপুর  ভানুয়াতু
  • আহমদ ফাইয়াজ (অধিঃ)
  • মুহাম্মদ আমীর
  • সৈয়দ আজিজ
  • আইনুল হাফিজ
  • খিজার হায়াত
  • সাইফুল্লাহ মালিক
  • ধীবেন্দ্রান মগান
  • শারভিন মুনিয়ান্দি
  • আনোয়ার রহমান
  • মুহাম্মদ সিয়াহাদাত
  • পবনদ্বীপ সিং
  • বীরেনদ্বীপ সিং
  • বিজয় উন্নি
  • মুহাম্মদ ওয়াফিক
  • মোহাম্মদ রিজলান (অধিঃ)
  • আকাশ বাবু
  • আসাদ বোরহাম
  • আন্দ্রি বেরেঞ্জার
  • ইকবাল হোসাইন
  • জাহির ইব্রাহিম
  • ইকরামুল্লাহ খান
  • কামরান খান
  • ইমল লিয়ানাগে
  • গায়েন মুনাবিরা
  • মোহাম্মদ নাদীম
  • মুহাম্মদ মুরাদ
  • মুসাবার শাহ
  • ইমরাজ রাফি
  • মুহাম্মদ তানভীর
  • সান্দুন উইথানেগে
  • প্যাট্রিক মাতাউতাবা (অধিঃ)
  • জুনিয়র কলতাপাউ (সহঃ অধিঃ)
  • জ্যারিড অ্যালান
  • অ্যান্ড্রু মানসালে
  • উইলিয়ামসিং নালিসা
  • নালিন নিপিকো
  • সিম্পসন ওবেদ
  • জশুয়া রাসু
  • রিভাল স্যামসন
  • অ্যাপোলিনাইর স্টিফেন
  • রোনাল্ড টারি
  • জামাল ভিরা
  • বেটান ভাইরালিলু
  • ড্যারেন ওটু
  • ওবেদ ইউসেফ

ফিক্সচার

২৭ জুলাই ২০২২
১০:০০
কানাডা 
২১৯/৮ (৫০ ওভার)
 ডেনমার্ক
১৪৫ (৪৩.২ ওভার)
নিকোলাস কির্টন ৪৮ (৮২)
হামিদ শাহ ২/৩১ (১০ ওভার)
সূর্য আনন্দ ৩৯ (৮১)
ডিলন হেইলিগার ৫/৩৪ (৮ ওভার)
কানাডা ৭৪ রানে জয়ী
ম্যাপেল লিফ নর্থ-ইস্ট গ্রাউন্ড, কিং সিটি
আম্পায়ার: জার্মেইন লিন্ডো (মার্কিন যুক্তরাষ্ট্র) ও বিজয়া মালেলা (মার্কিন যুক্তরাষ্ট্র)
ম্যাচসেরা: ডিলন হেইলিগার (কানাডা)
  • ডেনমার্ক টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আম্মার খালিদ, বরুণ সেহদেব, ম্যাথিউ স্পুরস (কানাডা), সাইফ আহমেদ, সাউদ মুনির, সূর্য আনন্দ, মুসা শাহীন ও শঙ্জীব থানিকাঠাসন (ডেনমার্ক) সব তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।
  • ডিলন হেইলিগার (কানাডা) লিস্ট এ ক্রিকেটে তার প্রথম পাঁচ উইকেট শিকার নেন।

২৮ জুলাই ২০২২
১০:০০
সিঙ্গাপুর 
২৪৪/৯ (৫০ ওভার)
 কাতার
২১৩/৯ (৪২ ওভার)
আর্যমন সুনীল ৫২* (৩৪)
ইকরামুল্লাহ খান ৩/৪৮ (১০ ওভার)
মোহাম্মদ রিজলান ৫৭ (৭৭)
আর্যমন সুনীল ৩/৩৯ (৯ ওভার)
সিঙ্গাপুর ৭ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
ম্যাপেল লিফ নর্থ-ইস্ট গ্রাউন্ড, কিং সিটি
আম্পায়ার: এম্মেরসন ক্যারিংটন (বারমুডা) ও হ্যারি গ্রেবাল (কানাডা)
ম্যাচসেরা: আর্যমন সুনীল (সিঙ্গাপুর)
  • কাতার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে কাতারকে ৪২ ওভারে ২২১ রানের সংশোধিত লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
  • আকাশ বাবু, মুহাম্মদ মুরাদ, মুহাম্মদ তানভীর (কাতার), আনিশ পারামঅক্ষয় পুরি (সিঙ্গাপুর) সব তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

২৮ জুলাই ২০২২
১০:০০
ভানুয়াতু 
১২৪ (৩৭.৫ ওভার)
 মালয়েশিয়া
১২৫/৮ (৩২.৩ ওভার)
খিজার হায়াত ৪২* (৬৬)
নালিন নিপিকো ৩/৪২ (১০ ওভার)
জ্যারিড অ্যালান ৩৯* (৪১)
সৈয়দ আজিজ ৫/৩৬ (১০ ওভার)
ভানুয়াতু ২ উইকেটে জয়ী
ম্যাপেল লিফ নর্থ-ইস্ট গ্রাউন্ড, কিং সিটি
আম্পায়ার: জার্মেইন লিন্ডো (মার্কিন যুক্তরাষ্ট্র) ও আর্নল্ড ম্যাডেলা (কানাডা)
ম্যাচসেরা: জ্যারিড অ্যালান (ভানুয়াতু)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আইনুল হাফিজ, খিজার হায়াত, শারভিন মুনিয়ান্দি, বিজয় উন্নি, মুহাম্মদ ওয়াফিক (মালয়েশিয়া), জ্যারিড অ্যালান, জুনিয়র কলতাপাউ, রিভাল স্যামসন, বেটান ভাইরালিলু ও ওবেদ ইউসেফ (ভানুয়াতু) সব তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।
  • সৈয়দ আজিজ (মালয়েশিয়া) লিস্ট এ ক্রিকেটে তার প্রথম পাঁচ উইকেট শিকার নেন।

৩০ জুলাই ২০২২
১০:০০
ডেনমার্ক 
২৮৫/৮ (৫০ ওভার)
 ভানুয়াতু
১৫৮ (৩৮.৩ ওভার)
হামিদ শাহ ৮৫ (১২৮)
রিভাল স্যামসন ২/৩৮ (৫ ওভারস)
অ্যান্ড্রু মানসালে (৬৮)* (৮৮)
নিকোলাজ লায়েগসগার্ড ৪/২৬ (১০ ওভার)
ডেনমার্ক ১২৭ রানে জয়ী
ম্যাপেল লিফ নর্থ-ইস্ট গ্রাউন্ড, কিং সিটি
আম্পায়ার: হ্যারি গ্রেবাল (কানাডা) ও জার্মেইন লিন্ডো (মার্কিন যুক্তরাষ্ট্র)
ম্যাচসেরা: নিকোলাজ লায়েগসগার্ড (ডেনমার্ক)
  • ভানুয়াতু টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩০ জুলাই ২০২২
১০:০০
সিঙ্গাপুর 
১৮৮ (৪৯.২ ওভার)
 কানাডা
১৯০/৪ (৪১.২ ওভার)
আনিশ পারাম ৫৭ (৯১)
জেরেমি গর্ডন ২/৪০ (৯ ওভার)
নবনিত ধালিওয়াল ১০০* (১০৮)
আনিশ পারাম ২/২৩ (৪ ওভার)
কানাডা ৬ উইকেটে জয়ী
ম্যাপেল লিফ নর্থ-ইস্ট গ্রাউন্ড, কিং সিটি
আম্পায়ার: এম্মেরসন ক্যারিংটন (বারমুডা) ও বিজয়া মালেলা (মার্কিন যুক্তরাষ্ট্র)
ম্যাচসেরা: নবনিত ধালিওয়াল (কানাডা)
  • কানাডা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩১ জুলাই ২০২২
১০:০০
কানাডা 
২৩৯/৮ (৫০ ওভার)
 মালয়েশিয়া
১১৮ (২৯.৩ ওভার)
হার্শ ঠাকুর ৫৭* (৭২)
ধীবেন্দ্রান মগান ২/২৯ (৪ ওভার)
শারভিন মুনিয়ান্দি ৪৮ (৬৫)
সাদ বিন জাফর ৫/৩১ (৮.৩ ওভার)
কানাডা ১২১ রানে জয়ী
ম্যাপেল লিফ নর্থ-ইস্ট গ্রাউন্ড, কিং সিটি
আম্পায়ার: জার্মেইন লিন্ডো (মার্কিন যুক্তরাষ্ট্র) ও বিজয়া মালেলা (মার্কিন যুক্তরাষ্ট্র)
ম্যাচসেরা: সাদ বিন জাফর (কানাডা)
  • কানাডা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩১ জুলাই ২০২২
১০:০০
ডেনমার্ক 
২৬৭/৭ (৫০ ওভার)
 কাতার
১৮০ (৪৩.৫ ওভার)
হামিদ শাহ ৬৯ (৯৮)
মুহাম্মদ মুরাদ ৪/৬২ (১০ ওভার)
মুহাম্মদ তানভীর ৮০ (১১০)
সাইফ আহমেদ ৪/২৯ (৮.৫ ওভার)
ডেনমার্ক ৮৭ রানে জয়ী
ম্যাপেল লিফ নর্থ-ইস্ট গ্রাউন্ড, কিং সিটি
আম্পায়ার: এম্মেরসন ক্যারিংটন (বারমুডা) ও আর্নল্ড ম্যাডেলা (কানাডা)
ম্যাচসেরা: সাইফ আহমেদ (ডেনমার্ক)
  • কাতার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২ আগস্ট ২০২২
১০:০০
ভানুয়াতু 
২৯৩/৮ (৫০ ওভার)
 কাতার
১৯৭ (৪৪.৪ ওভার)
মোহাম্মদ রিজলান ৭৭ (৯২)
ড্যারেন ওটু ২/২৮ (৫ ওভার)
জুনিয়র কলতাপাউ ৬৭ (৯৭)
আকাশ বাবু ৩/৪৫ (১০ ওভার)
কাতার ৯৬ রানে জয়ী
ম্যাপেল লিফ নর্থ-ইস্ট গ্রাউন্ড, কিং সিটি
আম্পায়ার: হ্যারি গ্রেবাল (কানাডা) আর্নল্ড ম্যাডেলা (কানাডা)
ম্যাচসেরা: মোহাম্মদ রিজলান (কাতার)
  • ভানুয়াতু টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • সান্দুন উইথানেগে (কাতার) ও ড্যারেন ওটু (ভানুয়াতু) উভয়ই তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

২ আগস্ট ২০২২
১০:০০
মালয়েশিয়া 
২১০/৮ (৫০ ওভার)
 সিঙ্গাপুর
২/৪২ (৭.২ ওভার)
বীরেনদ্বীপ সিং ৬৫ (১০৯)
জনক প্রকাশ ২/৪২ (৭.২ ওভার)
আনিশ পারাম ৯৩* (১০২)
সৈয়দ আজিজ ২/৩৪ (১০ ওভার)
সিঙ্গাপুর ৪ উইকেটে জয়ী
ম্যাপেল লিফ নর্থ-ইস্ট গ্রাউন্ড, কিং সিটি
আম্পায়ার: এম্মেরসন ক্যারিংটন (বারমুডা) ও জার্মেইন লিন্ডো (মার্কিন যুক্তরাষ্ট্র)
ম্যাচসেরা: আনিশ পারাম (সিঙ্গাপুর)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • মুহাম্মদ আমীর ও সাইফুল্লাহ মালিক (মালয়েশিয়া) উভয়ই তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

৩ আগস্ট ২০২২
১০:০০
ডেনমার্ক 
২৯৭/৭ (৫০ ওভার)
 সিঙ্গাপুর
২৯৬ (৪৯.৫ ওভার)
হামিদ শাহ ১৩৮ (১৩৩)
আমজাদ মাহাবুব ২/৪৫ (১০ ওভার)
রোহান রঙ্গারাজন ৮৭ (৯১)
সূর্য আনন্দ ৩/৪৪ (৮ ওভার)
ডেনমার্ক ১ রানে জয়ী
ম্যাপেল লিফ নর্থ-ইস্ট গ্রাউন্ড, কিং সিটি
আম্পায়ার: হ্যারি গ্রেবাল (কানাডা) ও আর্নল্ড ম্যাডেলা (কানাডা)
ম্যাচসেরা: নবনিত ধালিওয়াল (কানাডা)
  • ডেনমার্ক টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • অমন দেসাই (সিঙ্গাপুর) তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

৩ আগস্ট ২০২২
১০:০০
কানাডা 
২৭৫/৯ (৫০ ওভার)
 কাতার
৯১ (২৫.৫ ওভার)
নবনিত ধালিওয়াল ১০৩ (১১৬)
মোহাম্মদ নাদীম ৩/৪১ (১০ ওভারস)
জেরেমি গর্ডন ৪/২২ (৬ ওভার)
জাহির ইব্রাহিম ৩৪ (৩৮)
কানাডা ১৮৪ রানে জয়ী
ম্যাপেল লিফ নর্থ-ইস্ট গ্রাউন্ড, কিং সিটি
আম্পায়ার: এম্মেরসন ক্যারিংটন (বারমুডা) ও বিজয়া মালেলা (মার্কিন যুক্তরাষ্ট্র)
ম্যাচসেরা: নবনিত ধালিওয়াল (কানাডা)
  • কানাডা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আসাদ বোরহাম (কাতার) তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

৫ আগস্ট ২০২২
১০:০০
কানাডা 
২৪৬/৪ (৩৮ ওভার)
 ভানুয়াতু
৪২ (১৭.৩ ওভার)
নিকোলাস কির্টন ১০৮* (৯৫)
নালিন নিপিকো ২/১৯ (৫ ওভার)
জশুয়া রাসু ১০ (২৫)
রোমেল শাহজাদ ৪/৮ (৪.৩ ওভার)
কানাডা ২০৪ রানে জয়ী
ম্যাপেল লিফ নর্থ-ইস্ট গ্রাউন্ড, কিং সিটি
আম্পায়ার: এম্মেরসন ক্যারিংটন (বারমুডা) ও জার্মেইন লিন্ডো (মার্কিন যুক্তরাষ্ট্র)
ম্যাচসেরা: নিকোলাস কির্টন (কানাডা)
  • ভানুয়াতু টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি প্রতিপক্ষে ৩৮ ওভারে নামানো হয়েছিল।
  • রোমেল শাহজাদ (কানাডা) তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

৫ আগস্ট ২০২২
১০:০০
ডেনমার্ক 
২৪২/৬ (৪৯ ওভার)
 মালয়েশিয়া
১৫১ (৪০ ওভার)
সাইফ আহমেদ ৯২* (১০৩)
আনোয়ার রহমান ৩/৪৬ (১০ ওভার)
আহমদ ফাইয়াজ ৫৭ (৮৯)
নিকোলাজ লায়েগসগার্ড ৬/৬৯ (৯ ওভার)
ডেনমার্ক ৯১ রানে জয়ী
ম্যাপেল লিফ নর্থ-ইস্ট গ্রাউন্ড, কিং সিটি
আম্পায়ার: হ্যারি গ্রেবাল (কানাডা) ও বিজয়া মালেলা (মার্কিন যুক্তরাষ্ট্র)
ম্যাচসেরা: নিকোলাজ লায়েগসগার্ড (ডেনমার্ক)
  • মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি প্রতিপক্ষে ৪৯ ওভারে নামানো হয়েছিল।

৬ আগস্ট ২০২২
১০:০০
কাতার 
১৮১/৯ (৫০ ওভার)
 মালয়েশিয়া
১৭৭ (৪৭.৫ ওভার)
ইমরাজ রাফি ৪৭* (৭৭)
মুহাম্মদ সিয়াহাদাত ৩/২৪ (৯ ওভার)
মুহাম্মদ আমীর ৭১* (১০৩)
মুহাম্মদ তানভীর ৩/১৪ (৮ ওভার)
কাতার ৪ রানে জয়ী
ম্যাপেল লিফ নর্থ-ইস্ট গ্রাউন্ড, কিং সিটি
আম্পায়ার: এম্মেরসন ক্যারিংটন (বারমুডা) ও বিজয়া মালেলা (মার্কিন যুক্তরাষ্ট্র)
ম্যাচসেরা: মুহাম্মদ আমীর (মালয়েশিয়া)
  • কাতার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৬ আগস্ট ২০২২
১০:০০
ভানুয়াতু 
১১১ (২৯.৪ ওভার)
 সিঙ্গাপুর
১১৩/৪ (১৪.২ ওভার)
জ্যারিড অ্যালান ২৯ (৫৩)
জনক প্রকাশ ৩/১৮ (৬ ওভার)
আনিশ পারাম ৪০* (৩০)
উইলিয়ামসিং নালিসা ২/১৮ (২.২ ওভার)
সিঙ্গাপুর ৬ উইকেটে জয়ী
ম্যাপেল লিফ নর্থ-ইস্ট গ্রাউন্ড, কিং সিটি
আম্পায়ার: হ্যারি গ্রেবাল (কানাডা) ও আর্নল্ড ম্যাডেলা (কানাডা)
ম্যাচসেরা: জনক প্রকাশ (সিঙ্গাপুর)
  • ভানুয়াতু টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.