২০২২ কানাডা ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ এ
২০২২ কানাডা ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ এ হচ্ছে ২০২২ এর জুলাই এবং আগস্টে কানাডায় অনুষ্ঠিত হতে নির্ধারিত রয়েছে।> এটি হবে ২০১৯-২২ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড, যে প্রতিযোগিতাটিকে তৈরী করা হয়েছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপের অংশ হিসাবে।
তারিখ | ২৭ জুলাই – ৬ আগস্ট ২০২১ |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | লিস্ট এ |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন |
আয়োজক | ক্রিকেট কানাডা |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৬ |
খেলার সংখ্যা | ১৫ |
সর্বাধিক রান সংগ্রহকারী | হামিদ শাহ (৩৭৯) |
সর্বাধিক উইকেটধারী | নিকোলাজ লায়েগসগার্ড (১৫) |
দলীয় সদস্য
কানাডা | ডেনমার্ক | মালয়েশিয়া | কাতার | সিঙ্গাপুর | ভানুয়াতু |
---|---|---|---|---|---|
|
|
|
|
|
|
ফিক্সচার
২৭ জুলাই ২০২২ ১০:০০ |
ব |
||
সূর্য আনন্দ ৩৯ (৮১) ডিলন হেইলিগার ৫/৩৪ (৮ ওভার) |
- ডেনমার্ক টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আম্মার খালিদ, বরুণ সেহদেব, ম্যাথিউ স্পুরস (কানাডা), সাইফ আহমেদ, সাউদ মুনির, সূর্য আনন্দ, মুসা শাহীন ও শঙ্জীব থানিকাঠাসন (ডেনমার্ক) সব তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।
- ডিলন হেইলিগার (কানাডা) লিস্ট এ ক্রিকেটে তার প্রথম পাঁচ উইকেট শিকার নেন।
২৮ জুলাই ২০২২ ১০:০০ |
ব |
||
মোহাম্মদ রিজলান ৫৭ (৭৭) আর্যমন সুনীল ৩/৩৯ (৯ ওভার) |
- কাতার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে কাতারকে ৪২ ওভারে ২২১ রানের সংশোধিত লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
- আকাশ বাবু, মুহাম্মদ মুরাদ, মুহাম্মদ তানভীর (কাতার), আনিশ পারাম ও অক্ষয় পুরি (সিঙ্গাপুর) সব তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।
২৮ জুলাই ২০২২ ১০:০০ |
ব |
||
- মালয়েশিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আইনুল হাফিজ, খিজার হায়াত, শারভিন মুনিয়ান্দি, বিজয় উন্নি, মুহাম্মদ ওয়াফিক (মালয়েশিয়া), জ্যারিড অ্যালান, জুনিয়র কলতাপাউ, রিভাল স্যামসন, বেটান ভাইরালিলু ও ওবেদ ইউসেফ (ভানুয়াতু) সব তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।
- সৈয়দ আজিজ (মালয়েশিয়া) লিস্ট এ ক্রিকেটে তার প্রথম পাঁচ উইকেট শিকার নেন।
৩০ জুলাই ২০২২ ১০:০০ |
ব |
||
হামিদ শাহ ৮৫ (১২৮) রিভাল স্যামসন ২/৩৮ (৫ ওভারস) |
- ভানুয়াতু টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩০ জুলাই ২০২২ ১০:০০ |
ব |
||
আনিশ পারাম ৫৭ (৯১) জেরেমি গর্ডন ২/৪০ (৯ ওভার) |
- কানাডা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩১ জুলাই ২০২২ ১০:০০ |
ব |
||
- কানাডা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩১ জুলাই ২০২২ ১০:০০ |
ব |
||
হামিদ শাহ ৬৯ (৯৮) মুহাম্মদ মুরাদ ৪/৬২ (১০ ওভার) |
- কাতার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
২ আগস্ট ২০২২ ১০:০০ |
ব |
||
মোহাম্মদ রিজলান ৭৭ (৯২) ড্যারেন ওটু ২/২৮ (৫ ওভার) |
জুনিয়র কলতাপাউ ৬৭ (৯৭) আকাশ বাবু ৩/৪৫ (১০ ওভার) |
- ভানুয়াতু টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- সান্দুন উইথানেগে (কাতার) ও ড্যারেন ওটু (ভানুয়াতু) উভয়ই তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।
২ আগস্ট ২০২২ ১০:০০ |
ব |
||
- মালয়েশিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- মুহাম্মদ আমীর ও সাইফুল্লাহ মালিক (মালয়েশিয়া) উভয়ই তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।
৩ আগস্ট ২০২২ ১০:০০ |
ব |
||
রোহান রঙ্গারাজন ৮৭ (৯১) সূর্য আনন্দ ৩/৪৪ (৮ ওভার) |
- ডেনমার্ক টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- অমন দেসাই (সিঙ্গাপুর) তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।
৩ আগস্ট ২০২২ ১০:০০ |
ব |
||
জেরেমি গর্ডন ৪/২২ (৬ ওভার) জাহির ইব্রাহিম ৩৪ (৩৮) |
- কানাডা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আসাদ বোরহাম (কাতার) তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।
৫ আগস্ট ২০২২ ১০:০০ |
ব |
||
জশুয়া রাসু ১০ (২৫) রোমেল শাহজাদ ৪/৮ (৪.৩ ওভার) |
- ভানুয়াতু টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি প্রতিপক্ষে ৩৮ ওভারে নামানো হয়েছিল।
- রোমেল শাহজাদ (কানাডা) তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।
৫ আগস্ট ২০২২ ১০:০০ |
ব |
||
আহমদ ফাইয়াজ ৫৭ (৮৯) নিকোলাজ লায়েগসগার্ড ৬/৬৯ (৯ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি প্রতিপক্ষে ৪৯ ওভারে নামানো হয়েছিল।
৬ আগস্ট ২০২২ ১০:০০ |
ব |
||
- কাতার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৬ আগস্ট ২০২২ ১০:০০ |
ব |
||
জ্যারিড অ্যালান ২৯ (৫৩) জনক প্রকাশ ৩/১৮ (৬ ওভার) |
- ভানুয়াতু টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.