২০২২ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের পাকিস্তান সফর
ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের জুন মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য পাকিস্তান সফর করে।[1][2] সিরিজটি ২০২০–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের একটি অংশ হিসেবে খেলা হয়।[3][4] প্রাথমিকভাবে ম্যাচগুলো ২০২১ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফরে খেলা হওয়ার কথা ছিল।[5] কিন্তু সে সময় ওয়েস্ট ইন্ডিজের দলের কিছু সদস্যের দেহে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় ম্যাচগুলো স্থগিত করা হয়।[6][7]
২০২২ ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর | |||
---|---|---|---|
পাকিস্তান | ওয়েস্ট ইন্ডিজ | ||
তারিখ | ৮ জুন ২০২২ – ১২ জুন ২০২২ | ||
অধিনায়ক | বাবর আজম | নিকোলাস পুরান | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ৩–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | ইমাম-উল-হক (১৯৯) | শেই হোপ (১৫২) | |
সর্বাধিক উইকেট |
মোহাম্মদ নওয়াজ (৭) শাদাব খান (৭) | আকিল হোসেন (৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | ইমাম-উল-হক (পাকিস্তান) |
২০২২ সালের ২৮ মার্চ পাকিস্তান ক্রিকেট বোর্ড সফরের সূচি নিশ্চিত করে।[8] প্রাথমিকভাবে ম্যাচগুলোর আয়োজক হিসেবে রাওয়ালপিন্ডিকে নির্বাচিত করা হয়েছিল।[9] কিন্তু ২০২২ সালের মে মাসে পাকিস্তানে চলমান রাজনৈতিক সংকটের কারণে ম্যাচগুলোকে মুলতানে সরিয়ে আনা হয়।[10][11][12]
সিরিজে পাকিস্তান ৩–০ ব্যবধানে জয়লাভ করে।[13]
দলীয় সদস্য
পাকিস্তান[14] | ওয়েস্ট ইন্ডিজ[15] |
---|---|
|
|
প্রথম ওডিআই ম্যাচের আগে কিমো পলকে ওয়েস্ট ইন্ডিজ দলে যুক্ত করা হয়।[16]
ওডিআই সিরিজ
১ম ওডিআই
ব |
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- মোহাম্মদ হারিস (পাকিস্তান)-এর ওডিআই অভিষেক হয়।
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: পাকিস্তান ১০, ওয়েস্ট ইন্ডিজ ০।
২য় ওডিআই
ব |
||
- পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: পাকিস্তান ১০, ওয়েস্ট ইন্ডিজ ০।
৩য় ওডিআই
ব |
||
- পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ধূলিঝড়ের কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৪৮ ওভারে খেলা হয়।
- শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান)-এর ওডিআই অভিষেক হয়।
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: পাকিস্তান ১০, ওয়েস্ট ইন্ডিজ ০।
তথ্যসূত্র
- "England, New Zealand set to tour Pakistan in November-December"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২।
- "Pakistan announce busy 12 months for national sides"। পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২।
- "Men's Future Tours Programme" (পিডিএফ)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।
- "Pakistan vs West Indies ODIs postponed to June 2022"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২১।
- "Further five West Indies tour members test positive for COVID-19"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২১।
- "Joint statement by PCB and CWI"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২১।
- "Joint statement by PCB and CWI"। পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২১।
- "PCB announces schedule of West Indies ODIs"। পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২২।
- "Rescheduled Pakistan-West Indies ODIs to begin in June in Rawalpindi"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২২।
- "Pakistan-West Indies ODI series shifted to Multan"। পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২২।
- "PCB preparing to shift West Indies series to Multan"। ডন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২২।
- "Pakistan vs West Indies ODIs moved from Rawalpindi to Multan"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২২।
- "All-round Shadab Khan fashions 3-0 sweep of West Indies"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২২।
- "Fit-again Shadab back, Shafique and Zahid called up for Pakistan's ODIs against West Indies"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২২।
- "West Indies announce men's squad for ODI tours to the Netherlands and Pakistan"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২২।
- "Keemo Paul added to ODI squad for West Indies tour of Pakistan"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২২।