২০২২ এস্তোনিয়া ক্রিকেট দলের ফিনল্যান্ড সফর
এস্তোনিয়া পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের জুন মাসে দুটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ফিনল্যান্ড সফর করে।[1] সিরিজটি উভয় দলের জন্য ২০২২–২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্বের উপআঞ্চলিক টুর্নামেন্টসমূহের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[2] সিরিজে ফিনল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয়।[3]
২০২২ এস্তোনিয়া পুরুষ ক্রিকেট দলের ফিনল্যান্ড সফর | |||
---|---|---|---|
ফিনল্যান্ড | এস্তোনিয়া | ||
তারিখ | ১৯ জুন ২০২২ | ||
অধিনায়ক | নাথান কলিনস | আর্সলান আমজাদ | |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে ফিনল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | নাথান কলিনস (১২৪) |
আর্সলান আমজাদ (৮২) হাবিব খান (৮২) | |
সর্বাধিক উইকেট | নাভিদ শহিদ (৩) | হাবিব খান (৪) |
দলীয় সদস্য
ফিনল্যান্ড[1] | এস্তোনিয়া[4] |
---|---|
টি২০আই সিরিজ
১ম টি২০আই
ফিনল্যান্ড ১৩৯/৬ (২০ ওভার) |
ব |
|
নাথান কলিনস ৪৫ (৪১) হাবিব খান ২/৩৫ (৪ ওভার) |
হাবিব খান ৩১ (৩০) মহেশ তাম্বে ১/১৫ (৪ ওভার) |
- এস্তোনিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- প্রবীণ কুমার, মুহাম্মদ ইমরান (ফিনল্যান্ড), আর্সলান আমজাদ, ইলিয়াস হাসান, বিমল দ্বিবেদী ও মোহাম্মদ শোয়েব (এস্তোনিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
ফিনল্যান্ড ১৮২/৭ (২০ ওভার) |
ব |
|
নাথান কলিনস ৭৯ (৫৪) হাবিব খান ২/২৫ (৪ ওভার) |
আর্সলান আমজাদ ৬২ (৫২) নাভিদ শহিদ ৩/৪২ (৪ ওভার) |
- ফিনল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
- "#FINEST2022 tournament games are the last international games for the Bears before the Sub-Regional World Cup Qualifiers"। ক্রিকেট ফিনল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২২।
- "Estonia Men's team to tour Finland for T20I series in June 2022"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২২।
- "Finland beat Estonia in T20Is"। ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ১৯ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২২।
- @CricketEstonian (১৩ জুন ২০২২)। "Congratulations to those selected to represent Estonia against Finland this weekend 🏏🎉" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.