২০২২ এসিসি নারী টি২০ চ্যাম্পিয়নশিপ

২০২২ এসিসি নারী টি২০ চ্যাম্পিয়নশিপ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের জুন মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়।[1] টুর্নামেন্টটি আয়োজন করে এশীয় ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং টুর্নামেন্টের সেরা দুই দল ২০২২ সালের অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠেয় ২০২২ নারী টোয়েন্টি২০ এশিয়া কাপ টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে।[2] ২০২২ সালের ৩০ জুন কিনরারা অ্যাকাডেমি ওভাল বন্ধ হয়ে যাওয়ার পূর্বে এ টুর্নামেন্টটিই ছিল মাঠটিতে সর্বশেষ আয়োজন।[3]

২০২২ এসিসি নারী টি২০ চ্যাম্পিয়নশিপ
তারিখ১৭ জুন ২০২২ – ২৫ জুন ২০২২
তত্ত্বাবধায়কএশীয় ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনগ্রুপ রাউন্ড-রবিননকআউট
আয়োজক মালয়েশিয়া
বিজয়ী সংযুক্ত আরব আমিরাত
রানার-আপ মালয়েশিয়া
অংশগ্রহণকারী দলসংখ্যা১০
খেলার সংখ্যা২৩
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় তীর্থ সতীশ
সর্বাধিক রান সংগ্রহকারী ইশা রোহিত (১৯২)
সর্বাধিক উইকেটধারী অস্মিনা কর্মাচার্য (৮)
মরিয়ম বিবি (৮)

টুর্নামেন্টটিতে ১০টি দল অংশ নেয়।[4] স্বাগতিক মালয়েশিয়ার সঙ্গে টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করে ওমান, কাতার, কুয়েত, নেপাল, বাহরাইন, ভুটান, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুরহংকং[5] এর আগে ২০১৩ সালে টুর্নামেন্টটির সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল।[6]

টুর্নামেন্টের সেরা দুই দল হিসেবে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া, এবং ফাইনাল ম্যাচে মালয়েশিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সংযুক্ত আরব আমিরাত।[7]

দলীয় সদস্য

 ওমান[8]  কাতার[9]  কুয়েত[10]    নেপাল[11]  বাহরাইন[12]  ভুটান[13]  মালয়েশিয়া[14]  সংযুক্ত আরব আমিরাত[15]  সিঙ্গাপুর[16]  হংকং[17]
  • বৈশালী জেসরানি (অধি.) (উই.)
  • ফিজা জাভেদ (সহ-অধি.)
  • অ্যামান্ডা দ্‌'কোস্তা
  • আফিদা আফতাব
  • আলিফিয়া সায়েদ
  • নয়ন অনিল
  • নিকিতা জগদীশ
  • প্রিয়াংকা মেঁদোঁসা
  • ভক্তি শেট্টি
  • সাক্ষী শেট্টি (উই.)
  • সানি জেহরা
  • সামিরা খান
  • সায়া ছান্না
  • সুশান্তিকা সাথিয়া
  • আয়েশা মোহাম্মদ (অধি.)
  • অ্যাঞ্জেলিন মারে
  • আলিনা খান
  • খাদিজা আহমেদ ইমতিয়াজ
  • তৃপ্তি কালে (উই.)
  • রাইহা আরশাদ
  • রিজফা বানো এমানুয়েল (উই.)
  • রোশেল কুইন
  • শাহরিননওয়াব বাহাদুর
  • শ্রুতিবেন কমলেশভাই রানা (উই.)
  • সাচি ধাড়ওয়াল
  • সাররিনা আহমেদ
  • হিয়া লাদানি
  • হিরল আগরওয়াল
  • আমনা শরিফ (অধি.)
  • আকৃতি বসু (উই.)
  • খাদিজা খলিল (উই.)
  • গ্লেন্ডা মেনস
  • জিফা জিলানি
  • প্রিয়দা মুরালি
  • ভেনোরা শাইনা
  • মফিদা বানু
  • মরিয়ম আশরাফ (উই.)
  • মরিয়ম ওমর
  • মরিয়মা হায়দার
  • মারিয়া জাসভি
  • শান্তি বালাসুব্রামানি
  • শিভান গোমেজ
  • রুবিনা ক্ষেত্রী (অধি.)
  • ইন্দু বর্মা (সহ-অধি.)
  • অপ্সরী বেগম
  • অস্মিনা কর্মাচার্য
  • কবিতা কুনওয়ার
  • কবিতা জোশি
  • কাজল শ্রেষ্ঠ (উই.)
  • জ্যোতি পান্ডে (উই.)
  • ডলি ভট্ট
  • বিন্দু রাওয়াল
  • মনীষা উপাধ্যায়
  • মমতা চৌধুরী (উই.)
  • শবনম রায়
  • সঙ্গীতা রায়
  • সীতা রানা মগর
  • দীপিকা রাসাঙ্গিকা (অধি.) (উই.)
  • তরঙ্গ গজনায়ক (সহ-অধি.)
  • ভিলসিতা বারবোজা
  • দীপিকা ভাস্কর
  • গায়নী ফার্নান্দো
  • রসিকা হাতাদুরাগে (উই.)
  • পূর্বজ জগদীশ
  • প্রজ্ঞা জগদীশ
  • সচিনি জয়সিংহ
  • শশীকলা প্রকাশ
  • রসিকা রোদ্রিগো
  • পবিত্র শেট্টি
  • ইশারা সুহুন
  • আবিরা ওয়ারিস
  • দেচেন ওয়াংমো (অধি.)
  • অঞ্জু গুরুং
  • ইয়েশেই ওয়াংমো
  • এভা সোমসেল ইয়াংজোম
  • কারমা দেমা
  • ঙাওয়াং চোডেন (উই.)
  • ৎশেরিং জাংমো
  • তাশি ছেকি
  • তাশি লাদেন
  • দেচেন জাংমো
  • পেমা সেল্ডন (উই.)
  • সেংগে ওয়াংমো
  • সোনম
  • সোনম চোডেন
  • উইনিফ্রেড দুরাইসিংগম (অধি.)
  • মাস এলিসা ইয়াসমিন (সহ-অধি.)
  • আইনা নাজওয়া (উই.)
  • আইনা হামিজাহ বিনতে হাশেম
  • আয়েশা এলিসা
  • ইউসরিনা বিনতে ইয়াকুব
  • এলসা হান্টার
  • ওয়ান জুলিয়া (উই.)
  • জমাহিদায়া ইনতান
  • ধনুশ্রী মুহুনন
  • নিক নুর আদিলা
  • নুর আরিয়ানা নাতশা
  • নুর দানিয়া শুহাদা
  • সাশা আজমি
  • ছায়া মুঘল (অধি.) (উই.)
  • ইন্দুজা নন্দকুমার
  • ইশা রোহিত (উই.)
  • কবিশা কুমারী
  • খুশি শর্মা
  • তীর্থ সতীশ (উই.)
  • প্রিয়াঞ্জলি জৈন (উই.)
  • বৈষ্ণবী মহেশ
  • রীতিকা রজিত
  • লাবণ্য কেনি
  • সঞ্চিন সিং (উই.)
  • সামাইরা ধরণীধরকা
  • সিয়া গোখালে
  • সুরক্ষা কোট্টে
  • শাফিনা মহেশ (অধি.) (উই.)
  • অনন্যাপ্রিয়া ভেংকট
  • আডা ভাসিন (উই.)
  • ইশিতা শুক্লা
  • চতুরানি আবেরত্নে
  • জায় হুয়া তান
  • জোসেলিন পুরাণকরন
  • জোহানা পুরাণকরন
  • দামিনী রমেশ
  • দিব্যা গণেশন কৃষ্ণন
  • বিজ্ঞেশ্বরী পশুপতি
  • বিনু কুমার
  • রিয়া ভাসিন
  • সৌম্য গুরুসিংহ (উই.)
  • চেন জিয়াইং (অধি.)
  • ইয়াসমিন দাসওয়ানি (সহ-অধি.) (উই.)
  • ইকরা সাহার
  • এলিসা হাবার্ড
  • চেন জিয়ামিন
  • ঝাং শাওইং (উই.)
  • নাতাশা মাইলস
  • বেলা পান
  • মরিয়ম বিবি
  • মারিকো হিল
  • রুচিতা ভেংকটেশ
  • লাই ইংচি
  • শাও মেইহুই
  • শানজিন শাহজাদ (উই.)

গ্রুপ পর্ব

পয়েন্ট তালিকা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 সংযুক্ত আরব আমিরাত +৫.৭১৩
 মালয়েশিয়া (H) +২.৩৮৩
 কাতার −১.৪১৯
 সিঙ্গাপুর −৩.৭৭৭
 ওমান −২.০৫৮
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     সেমিফাইনালে উত্তীর্ণ

সূচি

১৭ জুন ২০২২
১১:০০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
১৭১/৪ (২০ ওভার)
 সিঙ্গাপুর
৫৪ (১৭.৪ ওভার)
মাস এলিসা ইয়াসমিন ৫৯ (৩৯)
আডা ভাসিন ২/৩৯ (৪ ওভার)
বিজ্ঞেশ্বরী পশুপতি ১০ (২২)
নিক নুর আদিলা ২/২ (২ ওভার)
মালয়েশিয়া ১১৭ রানে জয়ী
কিনরারা অ্যাকাডেমি ওভাল, বন্দর কিনরারা
আম্পায়ার: দুর্গা সুবেদি (নেপাল) ও সামাদ আকবর (থাইল্যান্ড)
ম্যাচসেরা: মাস এলিসা ইয়াসমিন (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আডা ভাসিন, চতুরানি আবেরত্নে, জায় হুয়া তান, জোহানা পুরাণকরন, দামিনী রমেশ ও বিনু কুমার (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।

১৭ জুন ২০২২
১৫:০০
স্কোরকার্ড
ওমান 
২৬/৩ (৮.৪ ওভার)
ফিজা জাভেদ ৯ (২৪)
ইশা রোহিত ১/২ (০.৪ ওভার)
ফলাফল হয়নি
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: নারায়ণন শিবন (মালয়েশিয়া) ও লোকনাথন পুবালন (মালয়েশিয়া)
  • ওমান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • আলিফিয়া সায়েদ (ওমান)-এর টি২০আই অভিষেক হয়।

১৮ জুন ২০২২
১১:০০
স্কোরকার্ড
সিঙ্গাপুর 
২৯ (১৭.২ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
৩৩/০ (২.৪ ওভার)
শাফিনা মহেশ ৯ (১৬)
ইশা রোহিত ৩/৬ (৪ ওভার)
ইশা রোহিত ২৯* (১৪)
সংযুক্ত আরব আমিরাত ১০ উইকেটে জয়ী
কিনরারা অ্যাকাডেমি ওভাল, বন্দর কিনরারা
আম্পায়ার: নারায়ণন শিবন (মালয়েশিয়া) ও বিশ্বনাদন কালিদাস (মালয়েশিয়া)
ম্যাচসেরা: ইশা রোহিত (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রিয়া ভাসিন (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।

১৮ জুন ২০২২
১৫:০০
স্কোরকার্ড
কাতার 
৬৯ (১৯.৪ ওভার)
 মালয়েশিয়া
৭১/০ (১২.৩ ওভার)
আয়েশা মোহাম্মদ ৩৩* (৪৭)
নুর দানিয়া শুহাদা ২/৯ (৪ ওভার)
ওয়ান জুলিয়া ৩১* (৩৮)
মালয়েশিয়া ১০ উইকেটে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: আনন্দ নটরাজন (সিঙ্গাপুর) ও দুর্গা সুবেদি (নেপাল)
ম্যাচসেরা: উইনিফ্রেড দুরাইসিংগম (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৯ জুন ২০২২
১০:৩০
স্কোরকার্ড
ওমান 
৪৮ (১৩ ওভার)
 কাতার
৪৯/৩ (৮.৫ ওভার)
ভক্তি শেট্টি ২২ (৩৩)
হিরল আগরওয়াল ৩/১ (২ ওভার)
শ্রুতিবেন কমলেশভাই রানা ১১ (১০)
অ্যামান্ডা দ্‌'কোস্তা ১/১০ (১.৫ ওভার)
কাতার ৭ উইকেটে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: তবারক দার (হংকং) ও নারায়ণন শিবন (মালয়েশিয়া)
ম্যাচসেরা: অ্যাঞ্জেলিন মারে (কাতার)
  • কাতার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২০ জুন ২০২২
১০:৩০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
১৩৪/১ (২০ ওভার)
 মালয়েশিয়া
১০৩/৮ (২০ ওভার)
তীর্থ সতীশ ৫২* (৫৬)
মাস এলিসা ইয়াসমিন ১/১৮ (২ ওভার)
মাস এলিসা ইয়াসমিন ৩৪ (৩১)
ইন্দুজা নন্দকুমার ৪/১০ (৪ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৩১ রানে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: আনন্দ নটরাজন (সিঙ্গাপুর) ও সারিকা প্রসাদ (সিঙ্গাপুর)
ম্যাচসেরা: ইন্দুজা নন্দকুমার (সংযুক্ত আরব আমিরাত)
  • মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২০ জুন ২০২২
১৪:১৫
স্কোরকার্ড
ওমান 
১০৯/৬ (২০ ওভার)
 সিঙ্গাপুর
১১০/৫ (১৯.৫ ওভার)
প্রিয়াংকা মেঁদোঁসা ৪৮* (৩৯)
বিনু কুমার ২/২০ (৪ ওভার)
বিনু কুমার ৩৮ (৪৫)
প্রিয়াংকা মেঁদোঁসা ২/১৫ (৪ ওভার)
সিঙ্গাপুর ৫ উইকেটে জয়ী
কিনরারা অ্যাকাডেমি ওভাল, বন্দর কিনরারা
আম্পায়ার: লোকনাথন পুবালন (মালয়েশিয়া) ও সামাদ আকবর (থাইল্যান্ড)
ম্যাচসেরা: বিনু কুমার (সিঙ্গাপুর)
  • সিঙ্গাপুর টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জোসেলিন পুরাণকরন (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।

২১ জুন ২০২২
১০:৩০
স্কোরকার্ড
সিঙ্গাপুর 
৪৬ (১৪.৩ ওভার)
 কাতার
৪৭/৫ (১০.৩ ওভার)
বিনু কুমার ৭ (৮)
অ্যাঞ্জেলিন মারে ৩/১২ (৪ ওভার)
সাচি ধাড়ওয়াল ১৪* (২০)
শাফিনা মহেশ ২/২১ (৪ ওভার)
কাতার ৫ উইকেটে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: তবারক দার (হংকং) ও দুর্গা সুবেদি (নেপাল)
ম্যাচসেরা: অ্যাঞ্জেলিন মারে (কাতার)
  • কাতার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অনন্যাপ্রিয়া ভেংকট (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।

২২ জুন ২০২২
১০:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
১৩৫/৪ (২০ ওভার)
 ওমান
৮২/৬ (২০ ওভার)
উইনিফ্রেড দুরাইসিংগম ৭৩ (৬৮)
অ্যামান্ডা দ্‌'কোস্তা ২/১৯ (৪ ওভার)
প্রিয়াংকা মেঁদোঁসা ৪৫* (৪৮)
নুর দানিয়া শুহাদা ১/৮ (৪ ওভার)
মালয়েশিয়া ৫৩ রানে জয়ী
কিনরারা অ্যাকাডেমি ওভাল, বন্দর কিনরারা
আম্পায়ার: আনন্দ নটরাজন (সিঙ্গাপুর) ও সামাদ আকবর (থাইল্যান্ড)
ম্যাচসেরা: উইনিফ্রেড দুরাইসিংগম (মালয়েশিয়া)
  • ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২২ জুন ২০২২
১৪:১৫
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
২১৪/১ (২০ ওভার)
 কাতার
৬১/৭ (২০ ওভার)
ইশা রোহিত ১১৫ (৬৭)
সাচি ধাড়ওয়াল ১/৩৭ (৪ ওভার)
সাচি ধাড়ওয়াল ১১ (১৩)
সুরক্ষা কোট্টে ৪/১১ (৪ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ১৫৩ রানে জয়ী
কিনরারা অ্যাকাডেমি ওভাল, বন্দর কিনরারা
আম্পায়ার: দুর্গা সুবেদি (নেপাল) ও সামাদ আকবর (থাইল্যান্ড)
ম্যাচসেরা: ইশা রোহিত (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সঞ্চিন সিং (সংযুক্ত আরব আমিরাত)-এর টি২০আই অভিষেক হয়।

পয়েন্ট তালিকা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 হংকং +১.৫৩২
   নেপাল +১.০৯৪
 কুয়েত −০.৭৭৭
 ভুটান −০.১২২
 বাহরাইন −৩.০২৪

     সেমিফাইনালে উত্তীর্ণ

সূচি

১৭ জুন ২০২২
১১:০০
স্কোরকার্ড
নেপাল   
৯৪/৯ (২০ ওভার)
 ভুটান
৪৪ (১৭.৫ ওভার)
কাজল শ্রেষ্ঠ ২৬ (৩৫)
সোনম ৪/১৩ (৪ ওভার)
ৎশেরিং জাংমো ১৬ (২৮)
সঙ্গীতা রায় ৪/৬ (২.৫ ওভার)
নেপাল ৫০ রানে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: আনন্দ নটরাজন (সিঙ্গাপুর) ও লোকনাথন পুবালন (মালয়েশিয়া)
ম্যাচসেরা: সঙ্গীতা রায় (নেপাল)
  • নেপাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সেংগে ওয়াংমো ও সোনম (ভুটান)-এর টি২০আই অভিষেক হয়।

১৭ জুন ২০২২
১৫:০০
স্কোরকার্ড
বাহরাইন 
৪০/১ (৬.১ ওভার)
 কুয়েত
তরঙ্গ গজনায়ক ১৫* (১৯)
প্রিয়দা মুরালি ১/১০ (২ ওভার)
ফলাফল হয়নি
কিনরারা অ্যাকাডেমি ওভাল, বন্দর কিনরারা
আম্পায়ার: তবারক দার (হংকং) ও সামাদ আকবর (থাইল্যান্ড)
  • কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • ইশারা সুহুন (বাহরাইন)-এর টি২০আই অভিষেক হয়।

১৮ জুন ২০২২
১১:০০
স্কোরকার্ড
হংকং 
১০২/৮ (২০ ওভার)
 ভুটান
৮৮/৭ (২০ ওভার)
মারিকো হিল ৪০ (৩৬)
সোনম ২/২৩ (৪ ওভার)
ৎশেরিং জাংমো ২৫* (৩৭)
মারিকো হিল ২/১৫ (৪ ওভার)
হংকং ১৪ রানে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: দুর্গা সুবেদি (নেপাল) ও সারিকা প্রসাদ (সিঙ্গাপুর)
ম্যাচসেরা: মারিকো হিল (হংকং)
  • ভুটান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এলিসা হাবার্ড (হংকং)-এর টি২০আই অভিষেক হয়।

১৮ জুন ২০২২
১৫:০০
স্কোরকার্ড
নেপাল   
১০৭/৪ (২০ ওভার)
 কুয়েত
৮২/৭ (২০ ওভার)
রুবিনা ক্ষেত্রী ৩৪* (২৭)
মরিয়মা হায়দার ২/১০ (৪ ওভার)
প্রিয়দা মুরালি ৩১ (৪০)
সীতা রানা মগর ২/১৯ (৪ ওভার)
নেপাল ২৫ রানে জয়ী
কিনরারা অ্যাকাডেমি ওভাল, বন্দর কিনরারা
আম্পায়ার: তবারক দার (হংকং) ও বিশ্বনাদন কালিদাস (মালয়েশিয়া)
ম্যাচসেরা: রুবিনা ক্ষেত্রী (নেপাল)
  • কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৯ জুন ২০২২
১০:৩০
স্কোরকার্ড
বাহরাইন 
৭৯/৯ (২০ ওভার)
 হংকং
৮১/২ (১১.২ ওভার)
দীপিকা রাসাঙ্গিকা ৪৭* (৪৯)
ইকরা সাহার ২/৮ (৪ ওভার)
চেন জিয়াইং ২৩* (১৯)
গায়নী ফার্নান্দো ১/২১ (২ ওভার)
হংকং ৮ উইকেটে জয়ী
কিনরারা অ্যাকাডেমি ওভাল, বন্দর কিনরারা
আম্পায়ার: সামাদ আকবর (থাইল্যান্ড) ও সারিকা প্রসাদ (সিঙ্গাপুর)
ম্যাচসেরা: চেন জিয়াইং (হংকং)
  • হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • পূর্বজ জগদীশ (বাহরাইন)-এর টি২০আই অভিষেক হয়।

২০ জুন ২০২২
১০:৩০
স্কোরকার্ড
বাহরাইন 
১৪/৬ (৭ ওভার)
   নেপাল
১৫/২ (৩.৪ ওভার)
ইশারা সুহুন ৬ (১০)
কবিতা কুনওয়ার ২/২ (২ ওভার)
সীতা রানা মগর ৪ (৩)
পবিত্র শেট্টি ১/৩ (২ ওভার)
নেপাল ৮ উইকেটে জয়ী
কিনরারা অ্যাকাডেমি ওভাল, বন্দর কিনরারা
আম্পায়ার: বিশ্বনাদন কালিদাস (মালয়েশিয়া) ও সামাদ আকবর (থাইল্যান্ড)
ম্যাচসেরা: কবিতা কুনওয়ার (নেপাল)
  • নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৭ ওভারে খেলা হয়।

২১ জুন ২০২২
১০:৩০
স্কোরকার্ড
ভুটান 
১১২ (১৯.৪ ওভার)
 কুয়েত
১১৬/৭ (১৯ ওভার)
ঙাওয়াং চোডেন ২৮ (৩৪)
আমনা শরিফ ২/২০ (৪ ওভার)
মরিয়ম ওমর ৪৬ (৫৩)
অঞ্জু গুরুং ২/২২ (৪ ওভার)
কুয়েত ৩ উইকেটে জয়ী
কিনরারা অ্যাকাডেমি ওভাল, বন্দর কিনরারা
আম্পায়ার: আনন্দ নটরাজন (সিঙ্গাপুর) ও নারায়ণন শিবন (মালয়েশিয়া)
ম্যাচসেরা: মরিয়ম ওমর (কুয়েত)
  • কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২১ জুন ২০২২
১৪:১৫
স্কোরকার্ড
নেপাল   
১০৯/৬ (২০ ওভার)
 হংকং
১১২/৩ (১৫.৫ ওভার)
রুবিনা ক্ষেত্রী ৩২* (৩৬)
চেন জিয়ামিন ২/১৭ (৪ ওভার)
মারিকো হিল ৪৫ (৩২)
সঙ্গীতা রায় ২/২০ (২ ওভার)
হংকং ৭ উইকেটে জয়ী
কিনরারা অ্যাকাডেমি ওভাল, বন্দর কিনরারা
আম্পায়ার: আনন্দ নটরাজন (সিঙ্গাপুর) ও লোকনাথন পুবালন (মালয়েশিয়া)
ম্যাচসেরা: মারিকো হিল (হংকং)
  • নেপাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২২ জুন ২০২২
১০:৩০
স্কোরকার্ড
হংকং 
৯০/৮ (২০ ওভার)
 কুয়েত
৬০ (১৭.৪ ওভার)
নাতাশা মাইলস ২৮ (৩৬)
আমনা শরিফ ৩/১৩ (৪ ওভার)
মরিয়ম ওমর ২২ (২৮)
মরিয়ম বিবি ৪/৮ (৪ ওভার)
হংকং ৩০ রানে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: বিশ্বনাদন কালিদাস (মালয়েশিয়া) ও লোকনাথন পুবালন (মালয়েশিয়া)
ম্যাচসেরা: মরিয়ম বিবি (হংকং)
  • কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২২ জুন ২০২২
১৪:১৫
স্কোরকার্ড
ভুটান 
১২৬/২ (২০ ওভার)
 বাহরাইন
৬৩/৬ (২০ ওভার)
দেচেন ওয়াংমো ৬৪* (৫২)
প্রজ্ঞা জগদীশ ১/১৪ (২ ওভার)
তরঙ্গ গজনায়ক ৩০ (৩৭)
অঞ্জু গুরুং ২/৭ (৪ ওভার)
ভুটান ৬৩ রানে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: নারায়ণন শিবন (মালয়েশিয়া) ও লোকনাথন পুবালন (মালয়েশিয়া)
ম্যাচসেরা: দেচেন ওয়াংমো (ভুটান)
  • বাহরাইন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • দেচেন জাংমো (ভুটান)-এর টি২০আই অভিষেক হয়।

নকআউট পর্ব

বন্ধনী

  সেমিফাইনাল ফাইনাল
                 
এ১   সংযুক্ত আরব আমিরাত ৮১ (১৯.৫)  
বি২     নেপাল  
    এ২   মালয়েশিয়া ১০০/৪ (২০)
  এ১   সংযুক্ত আরব আমিরাত ১০১/৫ (১৮.৪)
এ২   মালয়েশিয়া ৮৬/৪ (১১)
বি১   হংকং ৭৪/৮ (১১)  

১ম সেমিফাইনাল

২৪ জুন ২০২২
১০:৩০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
৮১ (১৯.৫ ওভার)
বৈষ্ণবী মহেশ ১৬ (১১)
অস্মিনা কর্মাচার্য ৫/১০ (৩.৫ ওভার)
ফলাফল হয়নি
কিনরারা অ্যাকাডেমি ওভাল, বন্দর কিনরারা
আম্পায়ার: তবারক দার (হংকং) ও বিশ্বনাদন কালিদাস (মালয়েশিয়া)
  • নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • অস্মিনা কর্মাচার্য (নেপাল) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

২য় সেমিফাইনাল

২৪ জুন ২০২২
১৪:১৫
স্কোরকার্ড
মালয়েশিয়া 
৮৬/৪ (১১ ওভার)
 হংকং
৭৪/৮ (১১ ওভার)
মাস এলিসা ইয়াসমিন ৩৩* (২৪)
মরিয়ম বিবি ২/২৩ (২ ওভার)
চেন জিয়াইং ১৯ (১০)
নিক নুর আদিলা ২/৯ (২ ওভার)
মালয়েশিয়া ১২ রানে জয়ী
কিনরারা অ্যাকাডেমি ওভাল, বন্দর কিনরারা
আম্পায়ার: দুর্গা সুবেদি (নেপাল) ও সারিকা প্রসাদ (সিঙ্গাপুর)
ম্যাচসেরা: মাস এলিসা ইয়াসমিন (মালয়েশিয়া)
  • হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১১ ওভারে খেলা হয়।

ফাইনাল

২৫ জুন ২০২২
১০:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
১০০/৪ (২০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
১০১/৫ (১৮.৪ ওভার)
আইনা হামিজাহ বিনতে হাশেম ২৮* (৩৮)
ইন্দুজা নন্দকুমার ২/১৭ (৪ ওভার)
তীর্থ সতীশ ৫৫ (৪২)
আয়েশা এলিসা ১/১০ (২.৪ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৫ উইকেটে জয়ী
কিনরারা অ্যাকাডেমি ওভাল, বন্দর কিনরারা
আম্পায়ার: আনন্দ নটরাজন (সিঙ্গাপুর) ও দুর্গা সুবেদি (নেপাল)
ম্যাচসেরা: তীর্থ সতীশ (সংযুক্ত আরব আমিরাত)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

  1. "ACC Women's T20 Championship announced in June, Nepal to play"ক্রিকউইং (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মে ২০২২
  2. "Oman women's team to participate in ACC T20 Championship"মাস্কাট ডেইলি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মে ২০২২
  3. "Kinrara Oval, Malaysia's premier cricket ground, to close its doors on June 30"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২২
  4. "Malaysia to host ACC Women's T20 Championship 2022 starting 17th June 2022"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২২
  5. "Oman Women's Cricket Team to participate in ACC T20 Championship"দি অ্যারাবিয়ান স্টোরিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মে ২০২২
  6. "ACC Women's T20 Championship returns after nine years"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২২
  7. "Clinical UAE win ACC T20 Championship on back of Theertha Satish's 50"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২২
  8. @TheOmanCricket (১৪ জুন ২০২২)। "Oman's National Women travel to Malaysia for the ACC Women's T20 Championship 2022 today!" (টুইট) টুইটার-এর মাধ্যমে।
  9. "QATAR WOMEN (ACC WOMEN'S T20 CHAMPIONSHIP 2022)"মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২২
  10. "Kuwait National Women's team led by skipper Amna Sharif is all set to depart to Malaysia for Asian Cricket Council Women's T20 Championship - 2022"কুয়েত ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২২ ফেসবুক-এর মাধ্যমে।
  11. "15-member team announced for ACC Women's T20 Cricket Championship"খবরহাব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২২
  12. "Bahrain Cricket Federation is announcing the women's team today that will be competing in Asia Cup qualifiers at Malaysia from 17th till 25 of June 2022"বাহরাইন ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২২ ইনস্টাগ্রাম-এর মাধ্যমে।
  13. "ACC Women's T20 Championship, Malaysia, 2022"ভুটান ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২২
  14. @MalaysiaCricket (১৪ জুন ২০২২)। "After a nine- year break" (টুইট) টুইটার-এর মাধ্যমে।
  15. "ECB announces team to represent UAE at ACC's Women's T20 Championship"আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২২
  16. "SINGAPORE WOMEN (ACC WOMEN'S T20 CHAMPIONSHIP 2022)"মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২২
  17. "HK Women's ACC Asia Cup Qualifiers Squad Announced!"চীনা হংকং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.