২০২২ এসিএ আফ্রিকা টি২০ কাপ
২০২২ এসিএ আফ্রিকা টি২০ কাপ ছিল একটি ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।[1] টুর্নামেন্টটি প্রথমে ২০১৯ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে ২০২০ সালের মার্চ মাসে কেনিয়ায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়।[2] ২০২০ সালের ৯ মার্চ কোভিড-১৯ মহামারির কারণে টুর্নামেন্টটি স্থগিত করা হয়।[3][4] পরবর্তীতে নিশ্চিত করা হয় যে টুর্নামেন্টটি ২০২১ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বেনোনিতে অনুষ্ঠিত হবে।[5]
তারিখ | ১৫ সেপ্টেম্বর ২০২২ – ২২ সেপ্টেম্বর ২০২২ |
---|---|
তত্ত্বাবধায়ক | আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | গ্রুপ রাউন্ড-রবিন ও নকআউট |
আয়োজক | দক্ষিণ আফ্রিকা |
বিজয়ী | উগান্ডা |
রানার-আপ | তানজানিয়া |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৮ |
খেলার সংখ্যা | ১৫ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | ইরফান করিম |
সর্বাধিক রান সংগ্রহকারী | রিয়াজত আলি শাহ (২২২) |
সর্বাধিক উইকেটধারী | ধ্রুব মাইসুরিয়া (১১) |
আনুষ্ঠানিক ওয়েবসাইট | আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন |
প্রাথমিকভাবে তিনটি আঞ্চলিক বাছাইপর্বের প্রতিটির সেরা দুই দল এবং স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ হওয়া জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।[6] কিন্তু পরবর্তীতে টুর্নামেন্টটিতে শুধু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্যদের সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।[6] সে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাছাইপর্ব টুর্নামেন্টসমূহ থেকে আরও দুটি দল মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করে।[6] উত্তর-পশ্চিম অঞ্চল থেকে ঘানা ও নাইজেরিয়া উত্তীর্ণ হয়, যাদের সাথে পরবর্তীতে ক্যামেরুনও যুক্ত হয়। দক্ষিণাঞ্চল থেকে মূল প্রতিযোগিতায় উত্তীর্ণ হয় বতসোয়ানা, মালাউই ও মোজাম্বিক। পূর্বাঞ্চলের বাছাইপর্ব আয়োজন করা সম্ভব না হওয়ায় উগান্ডা ও কেনিয়া স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ হয়। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে নাইজেরিয়ার পরিবর্তে তানজানিয়াকে টুর্নামেন্টে খেলার সুযোগ দেয়া হয়।[7]
প্রতিযোগিতায় উত্তীর্ণ আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়।[6] প্রতিটি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়।[6] প্রতিযোগিতার ফাইনালে তানজানিয়াকে পরাজিত করে বিজয়ী হয় উগান্ডা।[8]
দলীয় সদস্য
উগান্ডা[9] | কেনিয়া[10] | ক্যামেরুন[11] | ঘানা[12] | তানজানিয়া[13] | বতসোয়ানা[14] | মালাউই[15] | মোজাম্বিক |
---|---|---|---|---|---|---|---|
|
|
|
|
গ্রুপ পর্ব
পয়েন্ট তালিকা
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | উগান্ডা | ৩ | ৩ | ০ | ০ | ০ | ৬ | +১.১২৯ |
২ | বতসোয়ানা | ৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | +১.৪৯০ |
৩ | ঘানা | ৩ | ১ | ২ | ০ | ০ | ২ | +০.০৫৬ |
৪ | মোজাম্বিক | ৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | −২.৬৩৩ |
সেমিফাইনালে উত্তীর্ণ
সূচি
ব |
||
সুরজ কোলেরি ২৯ (৪১) অল্পেশ রামজানি ৪/১৭ (৪ ওভার) |
সাইমন সেসাজি ৩৭ (৩৯) রেজিনাল্ড নেহোন্দে ২/২২ (৪ ওভার) |
- উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- অল্পেশ রামজানি, প্যাসকাল মুরুংগি (উগান্ডা), বোতেং মাপোসা ও সুরজ কোলেরি (বতসোয়ানা)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
মোজাম্বিক ১২৬/৪ (২০ ওভার) | |
রেক্সফোর্ড বাকুম ৭১ (৩০) জোয়াঁও হু ২/১৬ (৩ ওভার) |
জোসে বুলেলে ৪৩ (৪৭) ওবেদ হার্ভি আগবোমাদজিয়ে ২/২৮ (৪ ওভার) |
- ঘানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- কেলভিন আওয়ালা ও গগনদীপ সিং (ঘানা)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
স্যামসন আউইয়াহ ৩৬ (৪১) ধ্রুব মাইসুরিয়া ৫/১৮ (৪ ওভার) |
- ঘানা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- লেয়ানো মাপানে (বতসোয়ানা)-এর টি২০আই অভিষেক হয়।
- ধ্রুব মাইসুরিয়া প্রথম মোতসোয়ানা ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।
ব |
মোজাম্বিক ১২৪/৯ (২০ ওভার) | |
অল্পেশ রামজানি ৭৮ (৪৫) লুরেনসো সিমাংগো ২/২০ (৪ ওভার) |
ফ্রান্সিসকো দামিয়াঁও কুয়ানা ৫৩ (৩৭) কেনেথ ওয়াইসোয়া ৪/১৪ (৪ ওভার) |
- উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- জোসেফ বাগুমা ও মুনির ইসমাইল (উগান্ডা)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
মোজাম্বিক ৯৩ (২০ ওভার) | |
কারাবো মোৎলানকা ৫৬ (৪২) ফিলিপে কোসসা ২/৩৪ (৪ ওভার) |
ফ্রান্সিসকো দামিয়াঁও কুয়ানা ৩৩ (৩৮) ধ্রুব মাইসুরিয়া ৪/২০ (৪ ওভার) |
- মোজাম্বিক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
জেমস ভিফাহ ৪৫ (৩৭) কেনেথ ওয়াইসোয়া ৩/২৮ (৪ ওভার) |
সাইমন সেসাজি ৫৬* (৫৬) আজিজ সুয়ালি ২/২৫ (৩ ওভার) |
- ঘানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
পয়েন্ট তালিকা
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | তানজানিয়া | ৩ | ৩ | ০ | ০ | ০ | ৬ | +২.৭২৪ |
২ | কেনিয়া | ৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | +৩.০৯০ |
৩ | মালাউই | ৩ | ১ | ২ | ০ | ০ | ২ | −০.৯১৫ |
৪ | ক্যামেরুন | ৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | −৫.০৭৫ |
সেমিফাইনালে উত্তীর্ণ
সূচি
ব |
মালাউই ৭৭/৩ (১৩.১ ওভার) | |
ব্রুনো ন্সেকে তুবে ১৬ (৩৫) মাইক চাওম্বা ৩/১০ (৪ ওভার) |
সামি সোহেল ২৮* (৩৭) ব্রুনো ন্সেকে তুবে ১/২১ (৪ ওভার) |
- মালাউই টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আব্দুল্লাইয়ে আমিনু, কুলভূষণ যাদব (ক্যামেরুন) ও আফতাব লিমদাওয়ালা (মালাউই)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
মালাউই ১০৯/৭ (২০ ওভার) | |
রাকেপ প্যাটেল ৪৭ (২৭) মোয়াজ্জম বেগ ২/৩৬ (৪ ওভার) |
ডনেক্স কানসোনখো ৪০ (৪৩) যশ তালাতি ৩/১৮ (৪ ওভার) |
- কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- জেরার্ড মোয়েন্দোয়া ও যশ তালাতি (কেনিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
তানজানিয়া ৭৮/০ (৭.৫ ওভার) | |
রোলঁ আমাহ ১৮ (২৩) কাসেম নাস্সোরো ৪/১৪ (৪ ওভার) |
অভীক পাটওয়া ৪২* (২৬) |
- ক্যামেরুন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- অখিল অনিল, অমল রাজীবন ও ইয়ালিন্দে ন্কানিয়া (তানজানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
তানজানিয়া ১৫৯/৬ (১৯ ওভার) | |
ঋষভ প্যাটেল ৪৫ (৪৪) কাসেম নাস্সোরো ১/৩০ (৪ ওভার) |
অখিল অনিল ৫২* (২৭) লুকাস ওলুওচ ৩/২১ (৩ ওভার) |
- কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- স্টিফেন বিকো (কেনিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
ব্রুনো ন্সেকে তুবে ১৪ (১৭) যশ তালাতি ৩/৮ (৪ ওভার) |
সুখদীপ সিং ২৬* (১০) জুলিয়ঁ আবেগা ১/১১ (১ ওভার) |
- কেনিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
তানজানিয়া ১৭০/৮ (২০ ওভার) |
ব |
মালাউই ১২৬/৪ (২০ ওভার) |
অমল রাজীবন ৭০ (৫১) মোয়াজ্জম বেগ ৩/৩১ (৪ ওভার) |
মোয়াজ্জম বেগ ৭৪ (৫৮) হরশিদ চৌহান ১/১০ (৩ ওভার) |
- মালাউই টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- মোহাম্মদ ইউনুস ইসা (তানজানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
নকআউট পর্ব
বন্ধনী
সেমিফাইনাল | ফাইনাল | |||||||
বি২ | কেনিয়া | ১০৫/৮ (১৮) | ||||||
এ১ | উগান্ডা | ১০৭/৭ (১৭.৩) | ||||||
বি১ | তানজানিয়া | ১৭৪/৫ (২০) | ||||||
এ১ | উগান্ডা | ১৭৫/২ (১৯.৪) | ||||||
এ২ | বতসোয়ানা | ১৪৬/৭ (২০) | ||||||
বি১ | তানজানিয়া | ১৪৯/৬ (১৮.৩) |
১ম সেমিফাইনাল
ব |
||
ইরফান করিম ৪৮ (৪৩) কসমাস কিয়েউতা ৪/২২ (৪ ওভার) |
রিয়াজত আলি শাহ ৪৮ (৪৩) লুকাস ওলুওচ ৪/৩০ (৩ ওভার) |
- উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৮ ওভারে খেলা হয়।
- বৃষ্টির কারণে উগান্ডার লক্ষ্য ১৮ ওভারে ১০৭ নির্ধারণ করা হয়।
২য় সেমিফাইনাল
ব |
তানজানিয়া ১৪৯/৬ (১৮.৩ ওভার) | |
রেজিনাল্ড নেহোন্দে ৪৫ (৪৩) কাসেম নাস্সোরো ২/২৪ (৪ ওভার) |
সালুম জুম্বে ২৮ (১৮) ধ্রুব মাইসুরিয়া ২/১৩ (৪ ওভার) |
- তানজানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ফাইনাল
তানজানিয়া ১৭৪/৫ (২০ ওভার) |
ব |
|
অভীক পাটওয়া ৬৮ (৫৫) দেউসদেদিত মুহুমুজা ২/১৪ (২ ওভার) |
রিয়াজত আলি শাহ ৯৮* (৫৩) হরশিদ চৌহান ১/২১ (৪ ওভার) |
- উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
- "Schedule and squads announced for ACA T20 Africa Cup in South Africa in September 2022"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২২।
- "Cricket Cranes gaffer Tikolo out of contract"। মনিটর (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৯।
- "ACA T20 Africa Cup Kenya 2020 postponed"। আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০।
- "NCF Closes Lagos Camp As Coronavirus Forces Postponement Of Africa Cricket Championship"। বিজি বাডিস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০।
- "The Africa Cup will be hosted in Benoni"। বেনোনি সিটি টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২১।
- "ACA T20 Africa CUP - Route to Finals"। আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯।
- "ACA AFRICA T20 CUP 2022"। ক্রিকেট মালাউই (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- "Cricket Cranes win Africa Cup by 8 wickets against Tanzania"। কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২২।
- "Cricket Cranes Take On Africa Cup Challenge"। উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২২।
- "Kenya ready for T20 Cup in South Africa"। নেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২২।
- "FINAL LIST FOR ACA AFRICA CUP T20"। ক্যামেরুন ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- "Our Team List For The Upcoming Cricket Africa Cup In South Africa 🇿🇦 #icc #aca"। ঘানা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২২ – ইনস্টাগ্রাম-এর মাধ্যমে।
- "ACA AFRICA T20 CUP"। তানজানিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- "🚨SQUAD ANNOUNCEMENT🚨"। বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- "ACA #AFRICA T20 CUP 2022"। ক্রিকেট মালাউই (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।