২০২২ এশিয়া কাপ বাছাইপর্ব
২০২২ এশিয়া কাপ বাছাইপর্ব ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ এশিয়া কাপ টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপ হিসেবে ২০২২ সালের আগস্ট মাসে খেলা হয়।[1] বাছাইপর্ব টুর্নামেন্টে উত্তরণের লক্ষ্যে পূর্বাঞ্চলের ৫টি দল ও পশ্চিমাঞ্চলের ৮টি মিলে মোট ১৩টি দল এশীয় ক্রিকেট কাউন্সিল (এসিসি) দ্বারা ২০২০ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে আয়োজিত এসিসি পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল টি২০ টুর্নামেন্টে অংশ নেয়। এ টুর্নামেন্টগুলোর পর মালয়েশিয়াতে ২০২০ সালের আগস্ট মাসে এশিয়া কাপ বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।[2] কিন্তু ২০২০ সালের জুলাই মাসে কোভিড-১৯ মহামারির কারণে এশিয়া কাপ টুর্নামেন্টটি স্থগিত করা হয়,[3] যার ফলস্বরূপ বাছাইপর্ব টুর্নামেন্টটিও স্থগিত করা হয়।[4] ২০২১ সালের মে মাসে এশীয় ক্রিকেট কাউন্সিল নিশ্চিত করে যে ২০২১ সালে কোনও এশিয়া কাপ আয়োজিত হবে না, এবং ২০২০ সালের আসরটিকে ২০২৩ সালে নিয়ে যাওয়া হয়।[5] পরবর্তীতে শ্রীলঙ্কার আয়োজনে ২০২২ সালে একটি টি২০আই এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয়া হয়।[6] শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক সংকটের কারণে মূল টুর্নামেন্টটিকে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া হয়, এবং একই সাথে বাছাইপর্ব টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব ওমানকে দেয়া হয়।[7]
সারসংক্ষেপ
পশ্চিমাঞ্চলীয় বাছাইপর্বটি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ওমানে এবং পূর্বাঞ্চলীয় বাছাইপর্বটি ২০২০ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়। পশ্চিমাঞ্চলীয় টুর্নামেন্টের ফাইনালে উত্তীর্ণ হওয়ায় সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত মূল এশিয়া কাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা লাভ করে।[8] পূর্বাঞ্চলীয় টুর্নামেন্টে সেরা দুই স্থান অর্জন করায় মূল টুর্নামেন্টে জায়গা লাভ করে সিঙ্গাপুর ও হংকং।[9] এ চারটি দল ২০২২ এশিয়া কাপে অংশগ্রহণকারী ষষ্ঠ দল নির্ধারণের লক্ষ্যে এশিয়া কাপ বাছাইপর্ব টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পাঁচটি এশীয় পূর্ণ সদস্য দল সরাসরি মূল টুর্নামেন্টে খেলার সুযোগ পায়।
প্রথমে চীনের পূর্বাঞ্চলীয় টুর্নামেন্টে অংশ নেয়ার কথা ছিল, কিন্তু ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে কোভিড-১৯ মহামারির কারণে তারা নিজেদের নাম প্রত্যাহার করে নেয়।[10] ভুটান ও মিয়ানমারও পরবর্তীতে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়।[11][12] ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি পশ্চিমাঞ্চলীয় বাছাইপর্বের গ্রুপ বি-এর ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হওয়ার মাধ্যমে ইরান তাদের প্রথম টি২০আই ম্যাচ খেলে।[13]
বাছাইপর্ব টুর্নামেন্টগুলোর প্রতিটি ম্যাচই টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) হিসেবে খেলা হয়।[14]
দলসমূহ
পূর্বাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় টুর্নামেন্টে নিম্নলিখিত দলসমূহ অংশগ্রহণ করে:
পূর্বাঞ্চল | পশ্চিমাঞ্চল |
---|---|
২০২০ এসিসি পশ্চিমাঞ্চল টি২০
তারিখ | ২৩ ফেব্রুয়ারি ২০২০ – ২৭ ফেব্রুয়ারি ২০২০ |
---|---|
তত্ত্বাবধায়ক | এশীয় ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | গ্রুপ রাউন্ড-রবিন ও প্লেঅফ |
আয়োজক | ওমান |
বিজয়ী | সংযুক্ত আরব আমিরাত |
রানার-আপ | কুয়েত |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৮ |
খেলার সংখ্যা | ১৫ |
সর্বাধিক রান সংগ্রহকারী | চিরাগ সুরি (২৩৯) |
সর্বাধিক উইকেটধারী | মোহাম্মদ আসলাম (১২) |
২০২০ এসিসি পশ্চিমাঞ্চল টি২০ টুর্নামেন্টটি ২০২০ সালের ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি সময়ে ওমানের আল আমিরাতে অনুষ্ঠিত হয়।[15][16] টুর্নামেন্টটি ছিল ২০২০ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জনের প্রাথমিক ধাপ।[15][17][18] টুর্নামেন্টে বিজয়ী হয় সংযুক্ত আরব আমিরাত।[19]
দলীয় সদস্য
ইরান | ওমান[15][20] | কাতার | কুয়েত[21] | বাহরাইন[22] | মালদ্বীপ[23] | সংযুক্ত আরব আমিরাত[24] | সৌদি আরব[25] |
---|---|---|---|---|---|---|---|
|
|
|
পয়েন্ট তালিকা
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | বাহরাইন | ৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | +১.৪৬১ |
২ | কাতার | ৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | +১.৩৯১ |
৩ | ওমান (H) | ৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | +১.০৪০ |
৪ | মালদ্বীপ | ৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | −৩.৭৯৩ |
প্লেঅফে উত্তীর্ণ
সূচি
ব |
||
কামরান খান ৮৮ (৫৩) ইহালা কুমারা ২/৩২ (৩ ওভার) |
নীলান্ত কোরে ২৬ (২৩) আওয়াইস মালিক ২/১৫ (৪ ওভার) |
- কাতার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ইহালা কুমারা (মালদ্বীপ)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
শাহবাজ বদর ২৪ (২৭) খাওয়ার আলি ৪/১৬ (৪ ওভার) |
- বাহরাইন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- মোহাম্মদ ইব্রাহিম সানুথ (ওমান), আব্দুল মজিদ মালিক, ইমরান মাসুদ বাট, জুনায়েদ আজিজ ও সত্য বীরপতিরণ (বাহরাইন)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
সরফরাজ আলি ৫০ (২২) নীলান্ত কোরে ২/২১ (৪ ওভার) |
নীলান্ত কোরে ৪০ (৪১) ইমরান জাভেদ আনোয়ার ২/১৬ (৪ ওভার) |
- বাহরাইন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- মুহাম্মদ ইউনিস (বাহরাইন)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
মোহাম্মদ রিশওয়ান ৬১ (৪২) বিলাল খান ২/১৬ (৪ ওভার) |
খাওয়ার আলি ৭২* (৪৫) |
- ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আহমেদ রাইদ (মালদ্বীপ)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
কামরান খান ৪৬ (৪৩) আব্দুল মজিদ মালিক ৪/২৩ (৪ ওভার) |
সরফরাজ আলি ৪৩ (২৭) মোহাম্মদ নাদিম ১/১৭ (২ ওভার) |
- কাতার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- মোহাম্মদ সামির (বাহরাইন)-এর টি২০আই অভিষেক হয়।
পয়েন্ট তালিকা
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | সংযুক্ত আরব আমিরাত | ৩ | ৩ | ০ | ০ | ০ | ৬ | +৩.১১৪ |
২ | কুয়েত | ৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | +১.৫৩৯ |
৩ | সৌদি আরব | ৩ | ১ | ২ | ০ | ০ | ২ | +০.৪৮৯ |
৪ | ইরান | ৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | −৬.২২১ |
প্লেঅফে উত্তীর্ণ
সূচি
ব |
||
ইউসুফ শাদজেহিসারজু ১৪ (২১) রোহান মুস্তফা ২/৬ (৪ ওভার) |
রোহান মুস্তফা ৪১* (১৮) |
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আরশাদ মাজারজাই, আলি মোহাম্মদিপুর, ইউসুফ শাদজেহিসারজু, ইমরান শাহবখশ, দাদ খোদা দাহানি, নাইম বামেরি, নাদির জাহাদিআফজাল, নাভিদ আব্দুল্লাহপুর, নাভিদ বালুচ, মাসুদ জায়েজেহ, হামিদ হাশেমি (ইরান), আলিশান শরাফু, বাসিল বিন আব্দুল হামিদ ও বৃত্য অরবিন্দ (সংযুক্ত আরব আমিরাত)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
ফয়সাল খান ২৬ (১১) মুহাম্মদ আনসার ৩/৩৫ (৩.৫ ওভার) |
রবিজা সন্ডরুওয়ান ৮৪* (৩৮) আদিল বাট ১/১৪ (২ ওভার) |
- কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আফসল আশরাফ, উসমান প্যাটেল, মুহাম্মদ আনসার, সায়েদ মনিব (কুয়েত), আদিল বাট, আব্দুল ওয়াহিদ আব্দুল গফফার, ইমরান ইউসুফ ও জিশান সরফরাজ বাট (সৌদি আরব)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
ইউসুফ শাদজেহিসারজু ২০ (৩৯) ফয়সাল খান ২/১৪ (৪ ওভার) |
আব্দুল ওয়াহিদ আব্দুল গফফার ৪১* (১৬) নাদির জাহাদিআফজাল ১/১০ (১ ওভার) |
- সৌদি আরব টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আদিল কোলাসানগিয়ানি, মেহরান দুরি (ইরান), খাওয়ার জাফর ও সৈয়দ আলি আব্বাস (সৌদি আরব)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
রোহান মুস্তফা ৫১ (৩৭) সায়েদ মনিব ২/৩০ (৪ ওভার) |
রবিজা সন্ডরুওয়ান ৪৯ (৩২) জহুর খান ৩/১৮ (৩ ওভার) |
- কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- নাভিদ ফখর (কুয়েত)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
চিরাগ সুরি ৭৫ (৫৫) আবদুল ওয়াহিদ ৪/১৪ (৩ ওভার) |
মালিক মুহাম্মদ নাইম ২৭ (২২) আহমেদ রাজা ২/১৮ (৪ ওভার) |
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- অংশ ট্যান্ডন ও মোহাম্মদ আয়াজ (সংযুক্ত আরব আমিরাত)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
ইউসুফ শাদজেহিসারজু ৩৯ (৪৬) মোহাম্মদ আসলাম ৪/৫ (৪ ওভার) |
উসমান প্যাটেল ৫৯* (৩৯) নাইম বামেরি ১/১৪ (৩ ওভার) |
- কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- মেহরান সিয়াসার (ইরান)-এর টি২০আই অভিষেক হয়।
বন্ধনী
সেমিফাইনাল | ফাইনাল | |||||||
বি২ | কুয়েত | ২১০/৪ (২০) | ||||||
এ১ | বাহরাইন | ১২৩ (১৭) | ||||||
বি১ | সংযুক্ত আরব আমিরাত | ১৯৯/৫ (২০) | ||||||
বি২ | কুয়েত | ৯৭/৭ (২০) | ||||||
বি১ | সংযুক্ত আরব আমিরাত | ১২২ (১৮.৪) | ||||||
এ২ | কাতার | ৯৪ (২০) |
১ম সেমিফাইনাল
ব |
||
রবিজা সন্ডরুওয়ান ৬৭ (৩৯) আব্দুল মজিদ মালিক ১/২১ (৪ ওভার) |
ফিয়াজ আহমেদ ৩০ (২৫) মোহাম্মদ আসলাম ৪/২৩ (৪ ওভার) |
- বাহরাইন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
২য় সেমিফাইনাল
ব |
||
চিরাগ সুরি ৩৮ (৩১) ইকবাল হোসেন ৪/১৬ (৩.৪ ওভার) |
তামুর সাজ্জাদ ২৯ (২৩) জুনায়েদ সিদ্দিকি ৪/১২ (৪ ওভার) |
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ফাইনাল
ব |
||
চিরাগ সুরি ৬০ (৪১) আফসল আশরাফ ২/৩৫ (৪ ওভার) |
- কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
২০২০ এসিসি পূর্বাঞ্চল টি২০
তারিখ | ২৯ ফেব্রুয়ারি ২০২০ – ৬ মার্চ ২০২০ |
---|---|
তত্ত্বাবধায়ক | এশীয় ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন |
আয়োজক | থাইল্যান্ড |
বিজয়ী | সিঙ্গাপুর |
রানার-আপ | হংকং |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৫ |
খেলার সংখ্যা | ১০ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | টিম ডেভিড |
সর্বাধিক রান সংগ্রহকারী | সিদ্ধান্ত সিং (১৫৩) |
সর্বাধিক উইকেটধারী | আফতাব হুসেইন (৮) অনন্ত কৃষ্ণ (৮) |
২০২০ এসিসি পূর্বাঞ্চল টি২০ টুর্নামেন্টটি ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ সময়ে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটি ছিল ২০২০ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জনের প্রাথমিক ধাপ।[12][26][27] এটি ছিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হওয়া প্রথম আনুষ্ঠানিক পুরুষ টি২০ আন্তর্জাতিক টুর্নামেন্ট।[28] প্রাথমিকভাবে টুর্নামেন্টটিতে চীনের অংশগ্রহণের কথা থাকলেও কোভিড-১৯ মহামারির কারণে তারা নিজেদের নাম প্রত্যাহার করতে বাধ্য হয়।[10] ভুটান ও মিয়ানমারও পরবর্তীতে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়।
টুর্নামেন্টে বিজয়ী হয়ে মূল বাছাইপর্বে উত্তীর্ণ হয় সিঙ্গাপুর।[29][30] দ্বিতীয় স্থান অর্জন করে মূল বাছাইপর্বে জায়গা করে নেয় হংকং।[9] টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সিঙ্গাপুরের টিম ডেভিড।[29]
দলীয় সদস্য
থাইল্যান্ড | নেপাল[31] | মালয়েশিয়া[32] | সিঙ্গাপুর[33] | হংকং[34] |
---|---|---|---|---|
|
|
|
পয়েন্ট তালিকা
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | সিঙ্গাপুর | ৪ | ৩ | ০ | ০ | ১ | ৭ | +৩.১১৭ |
২ | হংকং | ৪ | ৩ | ১ | ০ | ০ | ৬ | +১.৬৭৪ |
৩ | মালয়েশিয়া | ৪ | ২ | ২ | ০ | ০ | ৪ | −০.৭৪৮ |
৪ | নেপাল | ৪ | ১ | ২ | ০ | ১ | ৩ | +০.৬৯০ |
৫ | থাইল্যান্ড (H) | ৪ | ০ | ৪ | ০ | ০ | ০ | −৪.২৮৩ |
মূল বাছাইপর্বে উত্তীর্ণ
সূচি
ব |
||
সিদ্ধান্ত সিং ৫৯ (৫০) মাহসিদ ফাহিম ২/১১ (২ ওভার) |
ড্যানিয়েল জেকবস ২৮ (২৮) কার্তিকেয়ন সুব্রামানিয়ান ৩/২৭ (৪ ওভার) |
- থাইল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- নব্বর সেনামন্ত্রী, বঞ্চনা উইসুক, বিরিয়াবংশ সবনচবয়, রবার্ট রায়না, সরবঢ্ন দেসুঙ্নেন (থাইল্যান্ড) ও কার্তিকেয়ন সুব্রামানিয়ান (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
জ্ঞানেন্দ্র মল্ল ৩৮ (৩৩) শারভিন মুনিয়ান্দি ৪/১৩ (৩.৫ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
জ্ঞানেন্দ্র মল্ল ৪৬ (৪৩) হারুন আরশাদ ৫/১৬ (৩.১ ওভার) |
- নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- হারুন আরশাদ প্রথম হংকং ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।[35]
ব |
||
হেনড্রিক ইয়োর্ডান ৩৭ (৪৭) পবনদীপ সিং ২/৬ (৪ ওভার) |
বিরনদীপ সিং ৪১* (৩৪) বিছানাথ সিং ১/১৭ (১.৫ ওভার) |
- থাইল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
আহমেদ ফাইজ ২৫ (১৬) অনন্ত কৃষ্ণ ৪/২৮ (৩.১ ওভার) |
- সিঙ্গাপুর টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
নিজাকত খান ৩৬ (১৯) নাভিদ পাঠান ১/১৯ (১.৪ ওভার) |
- থাইল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ইসমাইল সর্দার (থাইল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
বিরিয়াবংশ সবনচবয় ১৩* (১৬) করণ খাতরি ছেত্রী ৩/১২ (৪ ওভার) |
কুশল মল্ল ৩৬* (১৮) নব্বর সেনামন্ত্রী ১/২৭ (২.৩ ওভার) |
- থাইল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ভুবন কার্কী (নেপাল)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
টিম ডেভিড ৫৮ (৪৬) আফতাব হুসেইন ২/২৩ (৪ ওভার) |
জেমস অ্যাটকিনসন ৫০ (৪৫) আহান গোপিনাথ আচার ২/২১ (৪ ওভার) |
- সিঙ্গাপুর টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
বিরনদীপ সিং ৩৩ (৩০) আইজাজ খান ২/২৪ (৪ ওভার) |
শাহিদ ওয়াসিফ ৫০ (৪৯) পবনদীপ সিং ২/৩২ (৪ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
২০২২ এশিয়া কাপ বাছাইপর্ব
তারিখ | ২০ আগস্ট ২০২২ – ২৪ আগস্ট ২০২২ |
---|---|
তত্ত্বাবধায়ক | এশীয় ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন |
আয়োজক | ওমান |
বিজয়ী | হংকং |
রানার-আপ | কুয়েত |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৪ |
খেলার সংখ্যা | ৬ |
সর্বাধিক রান সংগ্রহকারী | ইয়াসিম মুর্তজা (১৩০) |
সর্বাধিক উইকেটধারী | এহসান খান (৯) |
চার দলের অংশগ্রহণে এশিয়া কাপের মূল বাছাইপর্বটির ২০২০ সালের আগস্টে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।[26] পশ্চিমাঞ্চল থেকে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত এবং পূর্বাঞ্চল থেকে সিঙ্গাপুর ও হংকং এ বাছাইপর্ব স্থান করে নেয়।[8][9][29] কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালের জুলাই মাসে এশিয়া কাপ টুর্নামেন্টটি ২০২১ সালের জুন মান পর্যন্ত স্থগিত করা হয়।[36] পরবর্তীতে এশিয়া কাপ টুর্নামেন্টটি ২০২২ সালের আগস্ট ও সেপ্টেম্বর পর্যন্ত পুনরায় স্থগিত করা হয়।[37] বাছাইপর্ব টুর্নামেন্টটি ২০২২ সালের আগস্ট মাসে অনুষ্ঠিত হবে বলে নির্ধারণ করা হয়।[1] মূল টুর্নামেন্টে শুরু হওয়ার পূর্বে ওমান বাছাইপর্ব টুর্নামেন্টটি আয়োজন করবে বলে ২০২২ সালের আগস্ট মাসে ঘোষিত হয়।[38]
টুর্নামেন্টটিতে বিজয়ী হয়ে মূল প্রতিযোগিতায় স্থান করে নিতে সক্ষম হয় হংকং।[39][40]
দলীয় সদস্য
কুয়েত[41] | সংযুক্ত আরব আমিরাত[42] | সিঙ্গাপুর[43] | হংকং[44] |
---|---|---|---|
|
|
|
পয়েন্ট তালিকা
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | হংকং | ৩ | ৩ | ০ | ০ | ০ | ৬ | +০.৬৪১ |
২ | কুয়েত | ৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | +১.৬২৭ |
৩ | সংযুক্ত আরব আমিরাত | ৩ | ১ | ২ | ০ | ০ | ২ | +০.৫৩৮ |
৪ | সিঙ্গাপুর | ৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | −২.৬৮৪ |
মূল প্রতিযোগিতায় উত্তীর্ণ
সূচি
ব |
||
কিঞ্চিৎ শাহ ৩৪ (৩২) অক্ষয় পুরি ২/১৭ (৪ ওভার) |
জনক প্রকাশ ৩১ (৩২) এহসান খান ৩/২০ (৪ ওভার) |
- সিঙ্গাপুর টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আতিক ইকবাল (হংকং)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
চিরাগ সুরি ৮৮ (৬১) সায়েদ মনিব ১/২৯ (৪ ওভার) সিরাজ খান ১/২৯ (৪ ওভার) |
রবিজা সন্ডরুওয়ান ৩৪ (২৫) বাসিল বিন আব্দুল হামিদ ৩/২২ (৪ ওভার) |
- কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
অরিত্র দত্ত ৪২ (২৯) কার্তিক মেইয়াপ্পান ৩/১৩ (৪ ওভার) |
- সিঙ্গাপুর টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আর্যন লাকরা, সাবির আলি (সংযুক্ত আরব আমিরাত) ও অদ্বিতীয় ভার্গব (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
এডসন সিলভা ৫৬ (৩০) ইয়াসিম মুর্তজা ২/১১ (৪ ওভার) |
- হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
জনক প্রকাশ ২৯ (৩৩) ইয়াসিন প্যাটেল ৪/২২ (৪ ওভার) |
সায়েদ মনিব ৩২ (১০) বিনোদ ভাস্করন ৩/৩৯ (২.৫ ওভার) |
- সিঙ্গাপুর টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- আলি জহির (কুয়েত)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
চুণ্টঙ্গপোয়িল রিজওয়ান ৪৯ (৪৪) এহসান খান ৪/২৪ (৪ ওভার) |
ইয়াসিম মুর্তজা ৫৮ (৪৩) বাসিল বিন আব্দুল হামিদ ১/৩১ (৪ ওভার) |
- হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
- "2022 Men's Asia Cup qualifiers to take place in August"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২।
- "CALENDAR 2020"। ৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২২।
- "Asia Cup 2020 postponed in wake of Covid-19; ACC looks for window in 2021"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২০।
- "No home Asia Cup for UAE after tournament is cancelled due to coronavirus pandemic"। দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২০।
- "2021 Edition of the Asia Cup to be postponed"। এশীয় ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২১।
- "The SLC announces Sri Lanka's Cricketing Calendar for the year 2022"। দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২২।
- "Hong Kong to play Asia Cup qualifiers in Oman after Asian cricket bosses move tournament out of Sri Lanka"। দক্ষিণ চীন প্রভাতী ডাক (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২২।
- "Victory over Qatar sees UAE progress to next stage of Asia Cup qualifying"। দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০।
- "Malaysia miss out as Hong Kong win deciding clash"। মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০।
- "China withdraw from Asia Cup qualifying"। ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ১২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
- "Coronavirus hits Asian cricket – China, Bhutan, Myanmar withdraw from tournament in Thailand"। উইজডেন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০।
- "ACC Men's Eastern Region Thailand 2020"। এশীয় ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২০।
- "UAE batter Iran to record lowest score in a completed T20I innings"। দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২০।
- "All T20 Matches between ICC members to get international status"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০।
- "Oman eyes ACC Western Region triumph on road to 2020 Asia Cup"। ওমান ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২০।
- "Ilyas stars again as Oman beat USA"। ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০।
- "ACC Men's Western Region Oman 2020"। এশীয় ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২০।
- "Complete schedule of UAE cricket team in 2020 including Under 19 World Cup"। দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯।
- "Finals: Dominant UAE decimates Kuwait in final, wins ACC T20 title undefeated"। এশীয় ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২০।
- "Wasim replaces injured Aqib for ACC T20 tournament"। ওমান ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২০।
- "#Announcement"। কুয়েত ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২০ – ফেসবুক-এর মাধ্যমে।
- "Bahrain Squad for Asian Cricket Council T20 Western Region to be held in Oman from 21st to 28th Feb 2020"। বাহরাইন ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ – ফেসবুক-এর মাধ্যমে।
- "Squad selected for Asian Cricket Council T20 Western Region – February 2020"। মালদ্বীপ ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২০।
- "Robin Singh backs UAE youth for the Western Region Asia Cup Qualifier in Oman"। দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২০।
- "ACC WESTERN REGION T20 - OMAN - 21ST - 28TH FEBRUARY 2020"। সৌদি ক্রিকেট কেন্দ্র (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০ – ফেসবুক-এর মাধ্যমে।
- "Complete schedule of Nepal cricket team in 2020 including a first home ODI series"। দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯।
- "#Breaking"। ভুটান ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৯ – ফেসবুক-এর মাধ্যমে।
- "A treat for Cricket fans in Thailand as Bangkok hosts the ACC eastern region T20"। এশীয় ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২০।
- "Day 5: Singapore confirmed as champions and Hong Kong beat Malaysia to finish second"। এশীয় ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২০।
- "Rain disrupts Nepal-Singapore cricket match"। দ্য হিমালয়ান টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০।
- "Squad for ACC Mens T20 Eastern Region 2020 to be held in Thailand from 29th February to 6th March"। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২০ – ফেসবুক-এর মাধ্যমে।
- "New dawn rising for Malaysian cricket"। মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২০।
- "ACC Men's T20 Eastern Region 2020 squad"। সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২০।
- "Hong Kong team announcement: ACC Eastern Region T20 tournament, 2020 squad"। চীনা হংকং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২০।
- "EC weekly roundup: Thailand women headline a feast of Asian cricket"। ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০।
- "Asia Cup 2020 postponed"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২০।
- "Asia Cup 2023 to be played in Pakistan, confirms PCB chief Ramiz Raja"। ওয়ার্ল্ড ইজ ওয়ান নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২১।
- "Asia Cup: India vs Pakistan on August 28, final on September 11"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২২।
- "এশিয়া কাপে ভারত-পাকিস্তানের প্রতিপক্ষ হংকং"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২২।
- "History repeats itself as Hong Kong deny UAE a place in home Asia Cup again"। দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২২।
- "#Announcement"। কুয়েত ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- "ECB announces team to represent the UAE in the Asia Cup Qualifiers 2022"। আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২২।
- "Singapore Vs Hong Kong (Game 1)"। সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- "ACC Men's T20 Asia Cup Qualifiers 2022"। চীনা হংকং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।