২০২২ এশিয়া কাপ
২০২২ এশিয়া কাপ, পৃষ্ঠপোষকতাজনিত কারণে যেটি দুবাই পোর্ট ওয়ার্ল্ড এশিয়া কাপ নামেও পরিচিত,[1] ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট যেটি পুরুষ এশিয়া কাপের পঞ্চদশ আসর হিসেবে ২০২২ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।[2] টুর্নামেন্টের ম্যাচগুলো টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) হিসেবে খেলা হয়।[3] টুর্নামেন্টটি প্রথমে ২০২০ সালের সেপ্টেম্বরে আয়োজিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালের জুলাই মাসে টুর্নামেন্টটি স্থগিত করা হয়।[4] ২০২১ সালের জুন মাসে শ্রীলঙ্কায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয়া হলেও পরবর্তীতে তা আবারও স্থগিত করা হয়।[5][6] সে পর্যায়ে পাকিস্তানের ওপর টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব ছিল।[7] কিন্তু ২০২১ সালের অক্টোবর মাসে এশীয় ক্রিকেট কাউন্সিল (এসিসি) ২০২২ সালের আসরের আয়োজক হিসেবে শ্রীলঙ্কার ও ২০২৩ সালের আসরের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ঘোষণা করে।[8][9] ভারত ছিল বিগত আসরের বিজয়ী দল।[10]
![]() | |
তারিখ | ২৭ আগস্ট ২০২২ – ১১ সেপ্টেম্বর ২০২২ |
---|---|
তত্ত্বাবধায়ক | এশীয় ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন ও প্লেঅফ |
আয়োজক | ![]() |
বিজয়ী | ![]() |
রানার-আপ | ![]() |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৬ |
খেলার সংখ্যা | ১৩ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | ![]() |
সর্বাধিক রান সংগ্রহকারী | ![]() |
সর্বাধিক উইকেটধারী | ![]() |
২০২২ সালের ২১ জুলাই শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে টুর্নামেন্টটি আয়োজন করতে তারা সমর্থ হবে না বলে এসিসিকে জানায়।[11][12][13] ২০২২ সালের ২৭ জুলাই এসএলসি টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করবে বলে এসিসি নিশ্চিত করে।[14][15] ২০২২ সালের ২ আগস্ট টুর্নামেন্টের সূচি ঘোষিত হয়।[16]
টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে পরাজিত করে বিজয়ী হয় শ্রীলঙ্কা।[17]
প্রেক্ষাপট
২০১৮ সালের ডিসেম্বর মাসে এসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর কাছে টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব হস্তান্তর করে।[18][19] পাকিস্তানে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান বিষয়ে সংশয় থাকায় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) পিসিবিকে টুর্নামেন্টের আয়োজনস্থল পরিবর্তন করার অনুরোধ জানায়।[20] ২০০৮ এশিয়া কাপের পর পাকিস্তানে কোনও বহুজাতিক আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা আয়োজিত হয়নি।
২০১৯ সালের মে মাসে এসিসি নিশ্চিত করে যে পাকিস্তানই টুর্নামেন্টটি আয়োজন করবে।[21][22] পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তানে অনুষ্ঠিত টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দেয়।[23] ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি বিসিসিআই-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এশিয়া কাপ দুবাই-এ অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেন।[24][25] এর পরের দিন পিসিবির চেয়ারম্যান এহসান মানি মন্তব্যটির বিরোধিতা করে জানান যে টুর্নামেন্টের আয়োজনস্থল নিশ্চিত করা হয়নি।[26][27]
২০২০ সালের জুন মাসে এসিসির সাথে একটি বৈঠক শেষে পিসিবি জানায় যে তারা শ্রীলঙ্কাকে টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব দেয়ার পক্ষে।[28] ২০২০ সালের জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটি স্থগিতের ঘোষণা দেয় এসিসি।[29] একই মাসে এশিয়া কাপের বাছাইপর্ব টুর্নামেন্টটিও স্থগিত করা হয়।[30] ২০২১ সালের মে মাসে এসিসি সে বছর কোনও এশিয়া কাপ অনুষ্ঠিত না হওয়ার কথা নিশ্চিত করে, এবং একই সাথে ২০২০ সালের স্থগিত আসরটিকে ২০২৩ সালে নিয়ে যাওয়া হয়।[31] ২০২১ সালের অক্টোবর মাসে পিসিবির রমিজ রাজা নিশ্চিত করেন যে ২০২২ সালের আসরটি শ্রীলঙ্কায় ও ২০২৩ সালের আসরটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে।[32]
২০২২ সালের আগস্ট মাসে এশিয়া কাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।[33]
দলসমূহ
উত্তরণের যোগ্যতা | তারিখ | আয়োজনস্থল | আসন | উত্তীর্ণ দল |
---|---|---|---|---|
আইসিসির পূর্ণ সদস্য | — | ৫ | ![]() ![]() ![]() ![]() ![]() | |
২০২২ এশিয়া কাপ বাছাইপর্ব | ২০ আগস্ট ২০২২ – ২৪ আগস্ট ২০২২ | ![]() |
১ | ![]() |
মোট | ৬ |
২০২২ সালের আগস্ট মাসে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও হংকং-এর অংশগ্রহণে বাছাইপর্ব প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।[34] টুর্নামেন্টে বিজয়ী হয়ে মূল প্রতিযোগিতায় উত্তীর্ণ হয় হংকং।[35][36]
দলীয় সদস্য
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুরোধ করায় এসিসি দল ঘোষণার শেষ তারিখ ৮ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত পিছিয়ে নেয়।[43] ভারত দলে শ্রেয়াস আইয়ারকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়।[44] আফগানিস্তান দলে কায়েস আহমেদ, নিজাত মাসুদ ও শরফউদ্দিন আশরাফকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়।[37] কসুন রজিতা ও বিনুরা ফার্নান্দো চোটের কারণে শ্রীলঙ্কা দল থেকে বাদ পড়ে যাওয়ায় তাঁদের পরিবর্তে যথাক্রমে প্রমোদ মদুশন ও অসিতা ফার্নান্দোকে দলে নেয়া হয়।[41] হাঁটুতে চোট পাওয়ায় ২০২২ সালের ২০ আগস্ট পাকিস্তান দল থেকে শাহিন শাহ আফ্রিদি ছিটকে যান।[45] সে কারণে মোহাম্মদ হাসনাইনকে পাকিস্তান দলে যুক্ত করা হয়।[46] ২০২২ সালের ২২ আগস্ট বাংলাদেশের নুরুল হাসান ও হাসান মাহমুদ প্রতিযোগিতায় অংশ নিতে অসমর্থ বলে গণ্য হন, যে কারণে মোহাম্মদ নাইমকে বাংলাদেশ দলে যুক্ত করা হয়।[47][48] ২০২২ সালের ২৬ আগস্ট চোটের কারণে মোহাম্মদ ওয়াসিম পাকিস্তান দল থেকে ছিটকে গেলে তাঁর বদলি হিসেবে হাসান আলিকে দলে যুক্ত করা হয়।[49] ২০২২ সালের ২ সেপ্টেম্বর হাঁটুর চোটে রবীন্দ্র জাদেজা টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেলে অক্ষর প্যাটেলকে ভারত দলে যোগ করা হয়।[50] টুর্নামেন্টের মাঝপথে আবেশ খানের পরিবর্তে দীপক চাহারকে ভারতের মূল দলে যোগ করা হয়।[51]
মাঠ
দুবাই | শারজাহ |
---|---|
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | শারজাহ ক্রিকেট স্টেডিয়াম |
ধারণক্ষমতা: ২৫০০০ | ধারণক্ষমতা: ১৬০০০ |
![]() |
![]() |
গ্রুপ পর্ব
পয়েন্ট তালিকা
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
২ | ২ | ০ | ০ | ০ | ৪ | +১.০৯৬ |
২ | ![]() |
২ | ১ | ১ | ০ | ০ | ২ | +৩.৮১১ |
৩ | ![]() |
২ | ০ | ২ | ০ | ০ | ০ | −৪.৮৭৫ |
সুপার ফোরে উত্তীর্ণ
সূচি
ব |
||
- হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- এটি ছিল পুরুষ টি২০আই ক্রিকেটে হংকং-এর সর্বনিম্ন রানের ইনিংস।[52]
পয়েন্ট তালিকা
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
২ | ২ | ০ | ০ | ০ | ৪ | +২.৪৬৭ |
২ | ![]() |
২ | ১ | ১ | ০ | ০ | ২ | −২.২৩৩ |
৩ | ![]() |
২ | ০ | ২ | ০ | ০ | ০ | −০.৫৭৬ |
সুপার ফোরে উত্তীর্ণ
সূচি
ব |
||
- আফগানিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- দিলশান মদুশঙ্কা ও মতীশ পতিরণ (শ্রীলঙ্কা)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- এবাদত হোসেন (বাংলাদেশ) ও অসিতা ফার্নান্দো (শ্রীলঙ্কা)-এর টি২০আই অভিষেক হয়।
সুপার ফোর
পয়েন্ট তালিকা
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৩ | ৩ | ০ | ০ | ০ | ৬ | +০.৭০১ |
২ | ![]() |
৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | −০.২৭৯ |
৩ | ![]() |
৩ | ১ | ২ | ০ | ০ | ২ | +১.৬০৭ |
৪ | ![]() |
৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | −২.০০৬ |
ফাইনালে উত্তীর্ণ
সূচি
ব |
||
রহমানউল্লাহ গুরবাজ ৮৪ (৪৫) দিলশান মদুশঙ্কা ২/৩৭ (৪ ওভার) |
- শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
- আফগানিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বিরাট কোহলি (ভারত) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[53]
ব |
||
- শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- প্রমোদ মদুশন (শ্রীলঙ্কা)-এর টি২০আই অভিষেক হয়।
ফাইনাল
ব |
||
মোহাম্মদ রিজওয়ান ৫৫ (৪৯) প্রমোদ মদুশন ৪/৩৪ (৪ ওভার) |
- পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
- "Asia Cup strikes DP World title sponsorship deal as YuppTV lands rights to cricket tournament"। স্পোর্টসপ্রো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২২।
- "Sri Lanka Cricket to host ASIA CUP 2022 in UAE"। এশীয় ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২২।
- "২০২০ এশিয়া কাপ পাকিস্তানে!"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৯।
- "Asia Cup postponed to June 2021"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২০।
- "Asia Cup postponed to 2022"। দ্য নিউজ ইন্টারন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২১।
- "Asia Cup 2021 officially pushed back by two years"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২১।
- "Asia Cup 2021 to be postponed amid hectic cricket calendar"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২১।
- "Pakistan set to host Asia Cup 2023"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২১।
- "Ramiz Raja provides updates on ACC and BCCI meetings"। পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২১।
- "India creep home in final-over thriller to defend Asia Cup title"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৮।
- "Sri Lanka not in position to host Asia Cup T20: SLC tells Asian Cricket Council"। স্পোর্টস্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২২।
- "এশিয়া কাপ আয়োজন করতে পারবে না শ্রীলঙ্কা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২২।
- "Sri Lanka withdraws from hosting Asia Cup 2022"। দ্য নেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২২।
- "Asia Cup 2022 shifted from Sri Lanka to the UAE"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২২।
- "Asia Cup 2022 officially moved to UAE"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২২।
- "Asia Cup 2022 schedule announced"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২২।
- "Rajapaksa, Hasaranga, Madushan win the Asia Cup crown for Sri Lanka"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২২।
- "PCB granted rights for 2020 Asia Cup"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৮।
- "Pakistan gets right to host Asia Cup in 2020"। জিও নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৮।
- "BCCI asks PCB to change Asia Cup venue"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৮।
- "Pakistan to host Asia Cup T20I next year"। জিও সুপার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯।
- "Pakistan to host 2020 Asia Cup"। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯।
- "Doubts over India's participation as Pakistan set to host Asia Cup 2020"। ক্রিকট্র্যাকার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৯।
- "Asia Cup to be held in Dubai, both India and Pakistan will play: BCCI president Sourav Ganguly"। ইন্ডিয়া টুডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২০।
- "Asia Cup 2020 in Dubai, India and Pakistan will participate"। গাল্ফ নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২০।
- "Asia Cup 2020 venue yet to be finalized: PCB Chief Ehsan Mani"। ক্রিকট্র্যাকার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০।
- "PCB chief contradicts Sourav Ganguly, says Asia Cup venue not finalised yet: Report"। হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০।
- "Asia Cup likely in Sri Lanka; PCB offers SLC to swap hosting rights"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২০।
- "Asia Cup 2020 postponed"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২০।
- "Captain Ahmed Raza remains upbeat despite UAE being denied a home Asia Cup after tournament is cancelled due to coronavirus"। দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২০।
- "Captain Ahmed Raza remains upbeat despite UAE being denied a home Asia Cup after tournament is cancelled due to coronavirus"। দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২০।
- "Asia Cup 2023 to be played in Pakistan, confirms PCB chief Ramiz Raja"। ওয়ার্ল্ড ইজ ওয়ান নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২১।
- "UAE and Oman to host Men's Asia Cup 2022 and Asia Cup Qualifier"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২২।
- "New hosts confirmed for Asia Cup 2022"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২২।
- "এশিয়া কাপে ভারত-পাকিস্তানের প্রতিপক্ষ হংকং"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২২।
- "History repeats itself as Hong Kong deny UAE a place in home Asia Cup again"। দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২২।
- "Samiullah Shinwari returns for Afghanistan's Asia Cup campaign"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২২।
- "Pakistan name squads for Netherlands ODIs and T20 Asia Cup"। পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২২।
- "Shakib Al Hasan named Bangladesh captain for Asia Cup and T20 World Cup"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২২।
- "Virat Kohli returns in India's star-studded Asia Cup 2022 squad, Jasprit Bumrah and Harshal Patel ruled out"। হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২২।
- "Sri Lanka squad for Asia Cup 2022"। শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২২।
- "Hong Kong Qualify for the Asia Cup 2022"। চীনা হংকং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- "বাংলাদেশের জন্য বাড়ল এশিয়া কাপের দল ঘোষণার সময়সীমা"। বিডিক্রিকটাইম। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২২।
- "Virat Kohli returns to India's T20I squad for the Asia Cup; Jasprit Bumrah injured"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২২।
- "Shaheen Afridi ruled out of Asia Cup with knee injury"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২২।
- "Hasnain replaces Shaheen in Pakistan's T20 squad for Asia Cup"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২২।
- "এশিয়া কাপের স্কোয়াডে যুক্ত হলেন নাঈম শেখ"। বিডিক্রিকটাইম। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২২।
- "Bangladesh include Mohammad Naim in Asia Cup squad"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২২।
- "Wasim ruled out of Asia Cup, Hasan named as replacement"। পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২২।
- "Jadeja out of Asia Cup with knee injury, Axar named as replacement"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২।
- "Chahar replaces Avesh in India's Asia Cup squad"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২২।
- "Shadab Khan and Mohammad Nawaz send Hong Kong hurtling to new T20I low"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২।
- "Virat Kohli slams first international hundred in nearly three years"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২২।