২০২২ উগান্ডা নারী ক্রিকেট দলের নেপাল সফর
উগান্ডা নারী ক্রিকেট দল ২০২২ সালের মে মাসে পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য নেপাল সফর করে।[1][2][3] সবগুলো ম্যাচ কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[4][5] এ ম্যাচগুলো ছিল কীর্তিপুরে আয়োজিত হওয়া প্রথম নারী টোয়েন্টি২০ আন্তর্জাতিক ম্যাচ।[6] ম্যাচগুলো উগান্ডা দলের জন্য ২০২২ কুইবুকা টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[7]
২০২২ উগান্ডা নারী ক্রিকেট দলের নেপাল সফর | |||
---|---|---|---|
নেপাল | উগান্ডা | ||
তারিখ | ১৬ মে ২০২২ – ২১ মে ২০২২ | ||
অধিনায়ক | রুবিনা ক্ষেত্রী | কনসি আওয়েকো | |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজে উগান্ডা ৩–২ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | জ্যোতি পান্ডে (১১৯) | জ্যানেট ম্বাবাজি (১০৩) | |
সর্বাধিক উইকেট | কবিতা কুনওয়ার (৭) | কনসি আওয়েকো (৯) | |
সিরিজ সেরা খেলোয়াড় | জ্যানেট ম্বাবাজি (উগান্ডা) |
টি২০আই সিরিজ
১ম টি২০আই
ব |
||
জ্যানেট ম্বাবাজি ২৯ (৩৮) কবিতা কুনওয়ার ২/১৫ (৪ ওভার) |
ইন্দু বর্মা ১৬ (২৮) সারাহ আকিতেং ২/১৩ (৪ ওভার) |
- নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- অস্মিনা কর্মাচার্য (নেপাল)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
ব |
||
বিন্দু রাওয়াল ২৬ (৩৬) জ্যানেট ম্বাবাজি ২/২৬ (৪ ওভার) |
রিতা মুসামালি ৩০ (৩৪) কবিতা কুনওয়ার ২/১৮ (৩.৫ ওভার) |
- উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় টি২০আই
ব |
||
জ্যোতি পান্ডে ৪৭ (৫৪) সারাহ আকিতেং ২/১৬ (৪ ওভার) |
কেভিন আউইনো ৪২* (৫১) কবিতা কুনওয়ার ২/২২ (৩ ওভার) |
- নেপাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
৪র্থ টি২০আই
ব |
||
জ্যোতি পান্ডে ১৭ (১৩) কনসি আওয়েকো ৩/১৩ (৪ ওভার) |
জ্যানেট ম্বাবাজি ২১ (৩২) হিরন্ময়ী রায় ২/১১ (৩ ওভার) |
- নেপাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৮ ওভারে খেলা হয়।
- হিরন্ময়ী রায় (নেপাল)-এর টি২০আই অভিষেক হয়।
৫ম টি২০আই
ব |
||
জ্যোতি পান্ডে ৪৯ (৬১) ফিওনা কুলুমে ১/১৮ (৪ ওভার) |
রিতা মুসামালি ২৬ (৩৮) ইন্দু বর্মা ২/১২ (৪ ওভার) |
- উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
- "Nepal to play five T20 series against Uganda"। খবরহাব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মে ২০২২।
- @CricketNep। "NEPAL W vs UGANDA W Women's T20I Series" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- "Nepali women to host Uganda in T20 series"। দ্য কাঠমান্ডু পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মে ২০২২।
- "Nepal to face Uganda in women's T20I series"। হাম্রো খেলকুদ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মে ২০২২।
- "Nepal women's cricket team to play T20 series against Uganda"। দ্য নেপালি পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মে ২০২২।
- "Tribhuvan University International Cricket Ground, Kirtipur / Records / Women's Twenty20 Internationals / Match results"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২২।
- "Victoria Pearls head to Nepal for T20i series"। কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২২।
- "Jyoti Pandey, Sita Rana Magar helps Nepal to huge win; Uganda take series 3-2"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মে ২০২২।
- "Victoria Pearls go down in series decider against Nepal"। কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মে ২০২২।
- @CricketNep। "Nepal squad for women's T20I series" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- "Nepal name final squad for Women's T20I Series"। দ্য কাঠমান্ডু পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২২।
- "Victoria Pearls braced for third ever tour outside Africa"। দ্য স্পোর্টস নেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২২।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.