২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফাইনাল

২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফাইনাল ২০২২-এর ২৯ মে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এটি একটি দিবা/রাত্রি টি-টোয়েন্টি ম্যাচ, যা ভারতের একটি বার্ষিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২২ মৌসুমের বিজয়ী নির্ধারণ করে।[2]

২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফাইনাল
প্রতিযোগিতা২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
রাজস্থান রয়্যালস গুজরাত টাইটান্স
১৩০/৯ ১৩৩/৩
(২০ ওভার) (১৮.১ ওভার)
তারিখ২৯ মে ২০২২
মাঠনরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
ম্যাচ সেরা খেলোয়াড়হার্দিক পাণ্ড্য (গুজরাত টাইটান্স)
আম্পায়ারনিউজিল্যান্ড ক্রিস গফানি
ভারত নিতিন মেনন
দর্শক সংখ্যা১,০৪,৮৫৯[1]

পটভূমি

২৪ ফেব্রুয়ারি ২০২২-এ বিসিসিআই আইপিএলের ২০২২ মৌসুমের সময়সূচী ঘোষণা করে। চারটি ভেন্যুতে গ্রুপ পর্ব আয়োজনের জন্য নির্ধারিত হয়। ৩ মে প্লে অফের সময়সূচী ঘোষণা করা হয়। কোয়ালিফায়ার ১ এবং এলিমিনেটর-এর আয়োজন করার জন্য কলকাতার ইডেন গার্ডেনকে বেছে নেওয়া হয়েছিল এবং আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে কোয়ালিফায়ার ২ এবং ফাইনালের আয়োজন করার জন্য বেছে নেওয়া হয়েছিল।[3] গুজরাত টাইটান্স এবং রাজস্থান রয়্যালস-এর মধ্যকার ফাইনাল ম্যাচ ২৯ মে ২০২২-এ অনুষ্ঠিত হয়েছিল।[4]

ফাইনালের পথ

উৎস: ইএসপিএন ক্রিকইনফো[5] ইন্ডিয়া টুডে[6] ফার্স্টপোস্ট[7]

গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস
গ্রুপ পর্ব
বিপক্ষ তারিখ ফলাফল # বিপক্ষ তারিখ ফলাফল
লখনউ সুপার জায়ান্টস ২৮ মার্চ ২০২২ জয়ী ম্যাচ ১ সানরাইজার্স হায়দ্রাবাদ ২৯ মার্চ ২০২২ জয়ী
দিল্লি ক্যাপিটালস ২ এপ্রিল ২০২২ জয়ী ম্যাচ ২ মুম্বই ইন্ডিয়ান্স ২ এপ্রিল ২০২২ জয়ী
পাঞ্জাব কিংস ৮ এপ্রিল ২০২২ জয়ী ম্যাচ ৩ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৫ এপ্রিল ২০২২ পরাজিত
সানরাইজার্স হায়দ্রাবাদ ১১ এপ্রিল ২০২২ পরাজিত ম্যাচ ৪ লখনউ সুপার জায়ান্টস ১০ এপ্রিল ২০২২ জয়ী
রাজস্থান রয়্যালস ১৪ এপ্রিল ২০২২ জয়ী ম্যাচ ৫ গুজরাত টাইটান্স ১৪ এপ্রিল ২০২২ পরাজিত
চেন্নাই সুপার কিংস ১৭ এপ্রিল ২০২২ জয়ী ম্যাচ ৬ কলকাতা নাইট রাইডার্স ১৮ এপ্রিল ২০২২ জয়ী
কলকাতা নাইট রাইডার্স ২৩ এপ্রিল ২০২২ জয়ী ম্যাচ ৭ দিল্লি ক্যাপিটালস ১৮ এপ্রিল ২০২২ জয়ী
সানরাইজার্স হায়দ্রাবাদ ২৭ এপ্রিল ২০২২ জয়ী ম্যাচ ৮ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২৬ এপ্রিল ২০২২ জয়ী
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৩০ এপ্রিল ২০২২ জয়ী ম্যাচ ৯ মুম্বই ইন্ডিয়ান্স ৩০ এপ্রিল ২০২২ পরাজিত
পাঞ্জাব কিংস ২ মে ২০২২ পরাজিত ম্যাচ ১০ কলকাতা নাইট রাইডার্স ২ মে ২০২২ পরাজিত
মুম্বই ইন্ডিয়ান্স ৬ মে ২০২২ পরাজিত ম্যাচ ১১ পাঞ্জাব কিংস ৭ মে ২০২২ জয়ী
লখনউ সুপার জায়ান্টস ১০ মে ২০২২ জয়ী ম্যাচ ১২ দিল্লি ক্যাপিটালস ১১ মে ২০২২ পরাজিত
চেন্নাই সুপার কিংস ১৫ মে ২০২২ জয়ী ম্যাচ ১৩ লখনউ সুপার জায়ান্টস ১৫ মে ২০২২ জয়ী
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৯ মে ২০২২ পরাজিত ম্যাচ ১৪ চেন্নাই সুপার কিংস ২০ মে ২০২২ জয়ী
প্লে-অফ পর্ব
বাছাই ১ বাছাই ১
বিপক্ষ তারিখ ফলাফল # বিপক্ষ তারিখ ফলাফল
রাজস্থান রয়্যালস ২৪ মে ২০২২ জয়ী ম্যাচ ১৫ গুজরাত টাইটান্স ২৪ মে ২০২২ পরাজিত
বাছাই ২
# বিপক্ষ তারিখ ফলাফল
ম্যাচ ১৬ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২৭ মে ২০২২ জয়ী
২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফাইনাল

ম্যাচ

সংক্ষিপ্ত বিবরণ

রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন টস জিতে প্রতিপক্ষ গুজরাত টাইটান্সনের ফিল্ডিং-এর বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নেন। রাজস্থান রয়্যালস তাদের ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মোট ১৩০ রান সংগ্রহ করে। অন্যদিকে গুজরাত টাইটান্স মাত্র ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে, এভাবে প্রদত্ত লক্ষ্য তাড়া করে আইপিএল-এ তাদের প্রথম শিরোপা জিতে নেয়।


২৯ মে ২০২২
২০:০০ (রাত)
স্কোরকার্ড
রাজস্থান রয়্যালস
১৩০/৯ (২০ ওভার)
গুজরাত টাইটান্স
১৩৩/৩ (১৮.১ ওভার)
জস বাটলার ৩৯ (৩৫)
হার্দিক পাণ্ড্য ৩/১৭ (৪ ওভার)
শুভমান গিল ৪৫* (৪৩)
ট্রেন্ট বোল্ট ১/১৪ (৪ ওভার)
গুজরাত টাইটান্স ৭ উইকেটে জয়ী
নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
আম্পায়ার: ক্রিস গফানি (নিউজিল্যান্ড) ও নিতিন মেনন (ভারত)
ম্যাচসেরা: হার্দিক পাণ্ড্য (গুজরাত টাইটান্স)
  • রাজস্থান রয়্যালস টসে জয়ী হয় ও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • গুজরাত টাইটান্স আইপিএল-এর আসরে তাদের প্রথম শিরোপা জয় করে।

স্কোরকার্ড

রাজস্থান রয়্যালসের ইনিংস
ব্যাটসম্যান আউটের পদ্ধতি রান বল স্ট্রাইক রেট
যশস্বী জয়সওয়ালক রবিশ্রিনিবাসন সাই কিশোর ব যশ দয়াল২২১৬১৩৭.৫০
জস বাটলারক ঋদ্ধিমান সাহা ব হার্দিক পাণ্ড্য৩৯৩৫১১১.৪৩
সঞ্জু স্যামসনক রবিশ্রিনিবাসন সাই কিশোর ব হার্দিক পাণ্ড্য১৪১১১২৭.২৭
দেবদূত পাদিক্কালক মোহাম্মদ শামি ব রশিদ খান১০২০.০০
শিমরন হেটমায়ারক ও ব হার্দিক পাণ্ড্য১১১২৯১.৬৭
রবিচন্দ্রন অশ্বিনক ডেভিড মিলার ব রবিশ্রিনিবাসন সাই কিশোর৬৬.৬৭
রিয়ান পরাগব মোহাম্মদ শামি১৫১৫১০০.০০
ট্রেন্ট বোল্টক রাহুল তেওয়াতিয়া ব রবিশ্রিনিবাসন সাই কিশোর১১১৫৭.১৪
ওবেদ ম্যাককয়রান আউট রাহুল তেওয়াতিয়া১৬০.০০
প্রসিধ কৃষ্ণাঅপরাজিত
যুজবেন্দ্র চাহালব্যাট করেনি
অতিরিক্ত(০ বা., ২ লে.বা., ০ নো.ব., ০ ও.)
মোট(২০ ওভার, প্রতি ওভারে ৬.৫০ রান)১৩০/৯
গুজরাত টাইটান্সের বোলিং
বোলার ওভার মেইডেন রান উইকেট গড়
মোহাম্মদ শামি৩৩৮.২৫
যশ দয়াল১৮৬.০০
লকি ফার্গুসন২২৭.৩৩
রশিদ খান১৮৪.৫০
হার্দিক পাণ্ড্য১৭৪.২৫
আর. সাই কিশোর২০১০.০০

উইকেটের পতন: ৩১/১ (জয়সওয়াল, ৩.৬ ওভার), ৬০/২ (স্যামসন, ৮.২ ওভার), ৭৯/৩ (পাডিকল, ১১.৫ ওভার), ৭৯/৪ (বাটলার, ১২.১ ওভার) ), ৯৪/৫ (হেটমায়ার, ১৪.৬ ওভার), ৯৮/৬ (অশ্বিন, ১৫.৫ ওভার), ১১২/৭ (বোল্ট, ১৭.৩ ওভার), ১৩০/৮ (ম্যাককয়, ১৯.৪ ওভার), ১৩০/৯ (পরাগ, ২০ ওভার)

গুজরাত টাইটান্সের ইনিংস
ব্যাটসম্যান আউটের পদ্ধতি রান বল স্ট্রাইক রেট
ঋদ্ধিমান সাহাব প্রসিধ কৃষ্ণা৭১.৪৩
শুভমান গিলঅপরাজিত৪৫৪৩১০৪.৬৫
ম্যাথু ওয়েডক রিয়ান পরাগ ব ট্রেন্ট বোল্ট১০৮০.০০
হার্দিক পাণ্ড্যক যশস্বী জয়সওয়াল ব যুজবেন্দ্র চাহাল৩৪৩০১১৩.৩৩
ডেভিড মিলারঅপরাজিত৩২১৯১৬৮.৪২
রাহুল তেওয়াতিয়াব্যাট করেনি
রশিদ খানব্যাট করেনি
আর. সাই কিশোরব্যাট করেনি
লকি ফার্গুসনব্যাট করেনি
মোহাম্মদ শামিব্যাট করেনি
যশ দয়ালব্যাট করেনি
অতিরিক্ত(০ বা., ১ লে.বা., ০ নো.ব., ৭ ও.)
মোট(১৮.১ ওভার)১৩৩/৩
রাজস্থান রয়্যালসের বোলিং
বোলার ওভার মেইডেন রান উইকেট গড়
ট্রেন্ট বোল্ট১৪৩.৫০
প্রসিধ কৃষ্ণা৪০১০.০০
যুজবেন্দ্র চাহাল২০৫.০০
ওবেদ ম্যাককয়৩.১২৬৮.২১
আর. অশ্বিন৩২১০.৬৭

উইকেটের পতন: ৯/১ (সাহা, ১.৪ ওভার), ২৩/২ (ওয়েড, ৪.৩ ওভার), ৮৬/৩ (হার্দিক, ১৩.২ ওভার)

তথ্যসূত্র

  1. "IPL 2022, GT vs RR | Biggest crowd I have ever faced: David Miller excited for final showdown in Ahmedabad"India Today। ২৯ মে ২০২২।
  2. "BCCI announces schedule for playoffs"indianexpress.com। সংগ্রহের তারিখ ৩ মে ২০২২
  3. "BCCI announces schedule for IPL 2022"www.sportstar.thehindu.com। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২২
  4. "IPL Final: Gujarat Titans Brace Up For Fight Against Rajasthan Royals"NDTVSports.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-৩০
  5. "Indian Premier League 2022 – Fixtures and Results"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২২
  6. Chowdhury, Sabyasachi (২৯ মার্চ ২০২২)। "IPL 2022 Final, GT vs RR: Gujarat Titans' road to the final"India Today
  7. "IPL 2022: Rajasthan Royals (RR) road to final"Firstpost। ২৯ মে ২০২২।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.