২০২২ ইতালি নারী ক্রিকেট দলের অস্ট্রিয়া সফর
ইতালি নারী ক্রিকেট দল ২০২২ সালের আগস্ট মাসে পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য অস্ট্রিয়া সফর করে।[1] ম্যাচগুলো নিম্ন অস্ট্রিয়ার জিবার্ন এলাকার জিবার্ন ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[2][3] সিরিজে ইতালি ৫–০ ব্যবধানে জয়ী হয়।
২০২২ ইতালি নারী ক্রিকেট দলের অস্ট্রিয়া সফর | |||
---|---|---|---|
অস্ট্রিয়া | ইতালি | ||
তারিখ | ১৭ আগস্ট ২০২২ – ২০ আগস্ট ২০২২ | ||
অধিনায়ক | গান্ধালি বাপাত | কুমুডু পেডরিক | |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজে ইতালি ৫–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | আন্দ্রেয়া-মে ৎসেপেডা (১৫৯) | শ্যারন ভিথানাগে (২৩৪) | |
সর্বাধিক উইকেট | ভালেন্টিনা আভদিলায় (৬) | চতুরিকা মহামালাগে (৫) |
দলীয় সদস্য
অস্ট্রিয়া[4] | ইতালি |
---|---|
|
টি২০আই সিরিজ
১ম টি২০আই
অস্ট্রিয়া ৯৪/৪ (২০ ওভার) |
ব |
ইতালি ৯৫/২ (১১.২ ওভার) |
গান্ধালি বাপাত ৩৩ (৫৭) চতুরিকা মহামালাগে ১/১৩ (৪ ওভার) |
শ্যারন ভিথানাগে ৫০* (৪১) ভালেন্টিনা আভদিলায় ১/১৮ (৩.২ ওভার) |
- অস্ট্রিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- সাফিয়া মোহাম্মদ মহিউদ্দিন, হানা সিম্পসন-পার্কার (অস্ট্রিয়া), চতুরিকা মহামালাগে, নিমেষা অসুরমণগে, মেতনারা রত্নায়ক ও সোনিয়া তোফ্ফোলেত্তো (ইতালি)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
ইতালি ১৬৩/৪ (২০ ওভার) |
ব |
অস্ট্রিয়া ৫৭ (১২.৪ ওভার) |
শ্যারন ভিথানাগে ৫৪* (৩৯) সৌজন্য ব্যাঙ্গালোর চামুণ্ডাইয়া ১/১৮ (৪ ওভার) |
শ্রিয়া কোমতি রেড্ডি ১১ (১৮) কুমুডু পেডরিক ৩/৬ (২ ওভার) |
- ইতালি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- কিরণদীপ কৌর (ইতালি)-এর টি২০আই অভিষেক হয়।
৩য় টি২০আই
অস্ট্রিয়া ১৪৩/৩ (২০ ওভার) |
ব |
ইতালি ১৪৫/৭ (১৭.৫ ওভার) |
চতুরিকা মহামালাগে ৪৫ (৪১) শ্রিয়া কোমতি রেড্ডি ২/২০ (৩ ওভার) |
- অস্ট্রিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- অনূষা লন্দগে (ইতালি)-এর টি২০আই অভিষেক হয়।
৪র্থ টি২০আই
অস্ট্রিয়া ১২৭/৩ (২০ ওভার) |
ব |
ইতালি ১২৮/৬ (১৮.৪ ওভার) |
আন্দ্রেয়া-মে ৎসেপেডা ৫২ (৪৮) |
শ্যারন ভিথানাগে ৪২ (৪৩) ভালেন্টিনা আভদিলায় ২/১৫ (৩.৫ ওভার) |
- অস্ট্রিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
- "Italy Women Tour of Austria - Squads, Fixtures and All you need to know"। ক্রিকেট ওয়ার্ল্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২২।
- "Italy women travel to Austria for five-match bilateral T20I series - get schedule and India match times"। স্পোর্টসআড্ডা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২২।
- "Austrian and Italian women play T20I series of 5 matches in Seebarn Cricket ground Austria"। অস্ট্রীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- "Austria Cricket to host Italy Women in August 2022 for bi-lateral WT20I series"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২২।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.