২০২২ ইংল্যান্ড ক্রিকেট দলের নেদারল্যান্ডস সফর

ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের জুন মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য নেদারল্যান্ডস সফর করে।[1][2] ম্যাচগুলো ২০২০–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে খেলা হয়।[3][4] প্রাথমিকভাবে সফরটি ২০২১ সালের মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ মহামারির কারণে সফরটি সে সময় স্থগিত করা হয়।[5] সিরিজের সবগুলো ম্যাচ আমস্টেলভেনের ভেএরআ ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[6] সিরিজের ম্যাচগুলো নিউজিল্যান্ডের ইংল্যান্ড সফরের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ম্যাচদ্বয়ের মধ্যে অনুষ্ঠিত হয়।[7]

২০২২ ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের নেদারল্যান্ডস সফর
 
  নেদারল্যান্ডস ইংল্যান্ড
তারিখ ১৭ জুন ২০২২ – ২২ জুন ২০২২
অধিনায়ক পিটার সেলার ওইন মর্গান
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান স্কট এডওয়ার্ডস (২১৪) জস বাটলার (২৪৮)
ফিল সল্ট (২৪৮)
সর্বাধিক উইকেট পল ফন মেকারেন (২)
পিটার সেলার (২)
আর্যন দত্ত (২)
ডেভিড উইলি (৮)
সিরিজ সেরা খেলোয়াড় জস বাটলার (ইংল্যান্ড)

সিরিজে ইংল্যান্ড ৩–০ ব্যবধানে জয়ী হয়।[8]

দলীয় সদস্য

 নেদারল্যান্ডস[9]  ইংল্যান্ড[10]

তৃতীয় ওডিআই ম্যাচের আগে নেদারল্যান্ডস দলে পল ফন মেকারেন ও ফ্রেড ক্লাসেনকে যুক্ত করা হয়।[11]

ওডিআই সিরিজ

১ম ওডিআই

১৭ জুন ২০২২
১১:০০
স্কোরকার্ড
ইংল্যান্ড 
৪৯৮/৪ (৫০ ওভার)
 নেদারল্যান্ডস
২৬৬ (৪৯.৪ ওভার)
জস বাটলার ১৬২* (৭০)
পিটার সেলার ২/৮৩ (৯ ওভার)
স্কট এডওয়ার্ডস ৭২* (৫৬)
মঈন আলি ৩/৫৭ (১০ ওভার)
ইংল্যান্ড ২৩২ রানে জয়ী
ভেএরআ ক্রিকেট মাঠ, আমস্টেলভেন
আম্পায়ার: পল রাইফেল (অস্ট্রেলিয়া) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচসেরা: জস বাটলার (ইংল্যান্ড)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ফিল সল্ট ও দাউদ মালান (ইংল্যান্ড) ওডিআই ক্রিকেটে নিজেদের প্রথম শতরানের ইনিংস খেলেন।[12][13]
  • ইংল্যান্ডের ইনিংসটি ছিল পুরুষ ওডিআই ক্রিকেটে যেকোনও দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস।[14][15]
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: ইংল্যান্ড ১০, নেদারল্যান্ডস ০।

২য় ওডিআই

১৯ জুন ২০২২
১১:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
২৩৫/৭ (৪১ ওভার)
 ইংল্যান্ড
২৩৯/৪ (৩৬.১ ওভার)
স্কট এডওয়ার্ডস ৭৮ (৭৩)
ডেভিড উইলি ২/৪৬ (৮ ওভার)
ফিল সল্ট ৭৭ (৫৪)
আর্যন দত্ত ২/৫৫ (৯ ওভার)
ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী
ভেএরআ ক্রিকেট মাঠ, আমস্টেলভেন
আম্পায়ার: নিতিন বাতি (নেদারল্যান্ডস) ও পল রাইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: জেসন রয় (ইংল্যান্ড)
  • নেদারল্যান্ডস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৪১ ওভারে খেলা হয়।
  • টিম প্রিংগল (নেদারল্যান্ডস)-এর ওডিআই অভিষেক হয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: ইংল্যান্ড ১০, নেদারল্যান্ডস ০।

৩য় ওডিআই

২২ জুন ২০২২
১১:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
২৪৪ (৪৯.২ ওভার)
 ইংল্যান্ড
২৪৮/২ (৩০.১ ওভার)
স্কট এডওয়ার্ডস ৬৪ (৭২)
ডেভিড উইলি ৪/৩৬ (৮.২ ওভার)
জেসন রয় ১০১* (৮৬)
পল ফন মেকারেন ২/৫৯ (৭ ওভার)
ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী
ভেএরআ ক্রিকেট মাঠ, আমস্টেলভেন
আম্পায়ার: পল রাইফেল (অস্ট্রেলিয়া) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচসেরা: জেসন রয় (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ডেভিড পেইন (ইংল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: ইংল্যান্ড ১০, নেদারল্যান্ডস ০।

তথ্যসূত্র

  1. "England's tour of Netherlands rescheduled for June 2022"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১
  2. "Dates confirmed for England Men to play the Netherlands"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১
  3. "The Netherlands play CWC Super League series against England on 17, 19 and 22 June 2022"রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১
  4. "Men's Future Tours Programme" (পিডিএফ)আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯
  5. "England won't be going Dutch as Netherlands ODI tour is postponed"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২০
  6. "England v Netherlands: Eoin Morgan's side to tour for three ODIs in June 2022"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১
  7. "England's first tour of Netherlands rescheduled for June 2022"দ্য ক্রিকেটার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১
  8. "Jason Roy hundred puts seal on 3-0 series sweep for England"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২২
  9. "World champion England play three World Cup qualifying matches against Netherlands"রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২২
  10. "Sam Billings overlooked as England name strong squad for Netherlands ODIs"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২২
  11. "Netherlands boosted by return of county stalwarts as England eye clean sweep"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২২
  12. "Phil Salt hits first ODI century for England"স্কাই স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২২
  13. "Destructive England smash ODI world record against the Netherlands with three centuries in punishing innings"ইভনিং স্ট্যান্ডার্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২২
  14. "৫০ ওভারে ৪৯৮ রান তুলে ইংল্যান্ডের নতুন বিশ্ব রেকর্ড"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২২
  15. "Stats - England smash record for highest-ever total in ODIs"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.