২০২২ আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের নেদারল্যান্ডস সফর
আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ২০২২ সালের আগস্ট মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য নেদারল্যান্ডস সফর করে।[1] সিরিজের ম্যাচগুলো আমস্টেলভেন ও ফোরবুর্খে খেলা হয়।[2] ২০১১ সালের পর ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক ২০২২ সালের মে মাসে ওডিআই মর্যাদা লাভের পর নেদারল্যান্ডস এ সিরিজেই প্রথম ওডিআই ম্যাচ খেলে।[3] সিরিজে আয়ারল্যান্ড ৩–০ ব্যবধানে জয়ী হয়।[4]
২০২২ আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের নেদারল্যান্ডস সফর | |||
---|---|---|---|
নেদারল্যান্ডস | আয়ারল্যান্ড | ||
তারিখ | ২২ আগস্ট ২০২২ – ২৬ আগস্ট ২০২২ | ||
অধিনায়ক | বাবেট ডে লেডা | লরা ডেলানি | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে আয়ারল্যান্ড ৩–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | ফ্রেডেরিক ওফেরডাইক (৮৬) | লিয়া পল (১৭৩) | |
সর্বাধিক উইকেট | আইরিস স্ভিলিং (৪) | কারা মারে (৮) |
দলীয় সদস্য
নেদারল্যান্ডস[5] | আয়ারল্যান্ড[6] |
---|---|
|
|
ওডিআই সিরিজ
১ম ওডিআই
ব |
||
ফ্রেডেরিক ওফেরডাইক ৩৮* (৬৫) আরলিন কেলি ৩/৯ (৭ ওভার) |
গ্যাবি লুইস ২৫ (৩২) সিলভার সিখারস ২/১০ (৩ ওভার) |
- আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আইরিস স্ভিলিং, আনেমেইন ভন ব্যউখা, ইউলিয়েট পোস্ট, ইয়োলিন ফন ফ্লিট, ইসাবেল ফন ডের ভোনিং, এভা লিঞ্চ, গোয়েনডলিন ব্লুমেন, ফ্রেডেরিক ওফেরডাইক, বাবেট ডে লেডা, রোবিনা রাইকা ও সিলভার সিখারস (নেদারল্যান্ডস)-এর ওডিআই অভিষেক হয়।
২য় ওডিআই
ব |
||
লিয়া পল ১৩৭ (১৩৮) ফ্রেডেরিক ওফেরডাইক ২/৫৭ (৯ ওভার) |
আনেমেইন ভন ব্যউখা ২৬ (৫৮) কারা মারে ৫/৩৯ (১০ ওভার) |
- নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ক্যারোলাইন ডে লাংঅ (নেদারল্যান্ডস)-এর ওডিআই অভিষেক হয়।
- লিয়া পল ও লরা ডেলানি (আয়ারল্যান্ড) ওডিআই ক্রিকেটে নিজেদের প্রথম শতরানের ইনিংস খেলেন।
- কারা মারে (আয়ারল্যান্ড) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।
৩য় ওডিআই
ব |
||
বাবেট ডে লেডা ৭৬ (৯৮) লরা ডেলানি ৩/২৬ (১০ ওভার) |
গ্যাবি লুইস ৯২ (৯৮) ফ্রেডেরিক ওফেরডাইক ১/২৪ (৫ ওভার) |
- নেদারল্যান্ডস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- রবিন ফন ওস্টেরোম (নেদারল্যান্ডস)-এর ওডিআই অভিষেক হয়।
তথ্যসূত্র
- "Ireland make two enforced changes for cricket tour to Netherlands"। দি আইরিশ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২২।
- "Netherlands Women to play Women's ODI series with Ireland in August 2022"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২২।
- "ICC grants ODI Status to Netherlands, PNG, Scotland, Thailand and USA Women's Team"। ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২২।
- "Gaby Lewis scores 92 on her 100th appearance as Ireland complete Dutch clean sweep"। দি আইরিশ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২২।
- "Women's selection known for ODIs against Ireland"। রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২২।
- "Netherlands v Ireland: Little and McEvoy added to ODI squad"। ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২২।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.