২০২২ আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজ

২০২২ আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজ ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ যেটি ২০২২ সালের জুলাই মাসে উত্তর আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হয়।[1] সিরিজটি ছিল অস্ট্রেলিয়া, আয়ার‍ল্যান্ডপাকিস্তানের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজ,[2] এবং সিরিজের ম্যাচগুলো খেলা হয় টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) হিসেবে।[3] অস্ট্রেলিয়া ও পাকিস্তান দলের জন্য সিরিজটি ২০২২ সালের জুলাই মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০২২ কমনওয়েলথ গেমসের ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[4] সিরিজের বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টিতে বাধাপ্রাপ্ত হয়, এবং সিরিজ শেষে পয়েন্ট তালিকা অনুসারে অস্ট্রেলিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়।[5]

২০২২ আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজ
তারিখ১৬ জুলাই ২০২২ – ২৪ জুলাই ২০২২
অবস্থানউত্তর আয়ারল্যান্ড
ফলাফল অস্ট্রেলিয়া সিরিজে জয়ী
সিরিজ সেরা খেলোয়াড় আলানা কিং
দলসমূহ
 অস্ট্রেলিয়া  আয়ারল্যান্ড  পাকিস্তান
অধিনায়কবৃন্দ
মেগ ল্যানিং লরা ডেলানি বিসমাহ মারুফ
সর্বাধিক রান
মেগ ল্যানিং (১১৩) গ্যাবি লুইস (৫৪) মুনিবা আলি (৫২)
সর্বাধিক উইকেট
আলানা কিং (৮) জর্জিনা ডেম্পসি (২)
লরা ডেলানি (২)
জেন ম্যাগুয়ায়ার (২)
আরলিন কেলি (২)
তুবা হাসান (১)
ফাতিমা সানা (১)
নিদা দার (১)

দলীয় সদস্য

 অস্ট্রেলিয়া[6]  আয়ারল্যান্ড[7]  পাকিস্তান[8]

পাকিস্তান দলে উম্মে হানি, গুলাম ফাতিমা ও সাদাফ শামাসকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[9] অস্ট্রেলিয়ার জেস জোনাসেনের দেহে কোভিড-১৯ শনাক্ত হলে অস্ট্রেলিয়া দলে হেদার গ্রাহামকে যুক্ত করা হয়।[10][11] সিরিজ শুরুর আগে শনা কাভানা ব্যক্তিগত কারণে আয়ারল্যান্ড দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেয়ায় দলে ম্যারি ওয়ালড্রনকে যুক্ত করা হয়।[12][13]

পয়েন্ট তালিকা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 অস্ট্রেলিয়া ১২ +৩.২৩০
 পাকিস্তান ১০ +০.৯২৯
 আয়ারল্যান্ড −২.৫৬১

     চ্যাম্পিয়ন

সূচি

১৬ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
পাকিস্তান 
৫৬/৬ (৮ ওভার)
ইরাম জাভেদ ১২ (১০)
আলানা কিং ৩/৮ (১ ওভার)
ফলাফল হয়নি
ব্রিডি ক্রিকেট ক্লাব মাঠ, মাঘেরাম্যাসন
আম্পায়ার: এইডান সিভার (আয়ারল্যান্ড) ও মার্ক হথর্ন (আয়ারল্যান্ড)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

১৭ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
৯৯/৮ (২০ ওভার)
 অস্ট্রেলিয়া
১০৩/১ (১২.৫ ওভার)
রেবেকা স্টোকেল ২২ (৩৩)
আলানা কিং ৩/৯ (৪ ওভার)
বেথ মুনি ৪৫* (৩৩)
আরলিন কেলি ১/১৯ (৩ ওভার)
অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী
ব্রিডি ক্রিকেট ক্লাব মাঠ, মাঘেরাম্যাসন
আম্পায়ার: জোনাথান কেনেডি (আয়ারল্যান্ড) ও মার্ক হথর্ন (আয়ারল্যান্ড)
ম্যাচসেরা: আলানা কিং (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৯ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
পাকিস্তান 
৯২/৫ (১৪ ওভার)
 আয়ারল্যান্ড
৮৩/৬ (১৪ ওভার)
গ্যাবি লুইস ৪৭ (৪১)
তুবা হাসান ১/১০ (৩ ওভার)
পাকিস্তান ১৩ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
ব্রিডি ক্রিকেট ক্লাব মাঠ, মাঘেরাম্যাসন
আম্পায়ার: এইডান সিভার (আয়ারল্যান্ড) ও মার্ক হথর্ন (আয়ারল্যান্ড)
ম্যাচসেরা: নিদা দার (পাকিস্তান)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৪ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের লক্ষ্য ১৪ ওভারে ৯৭ নির্ধারণ করা হয়।

২১ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
১৮২/৪ (২০ ওভার)
 আয়ারল্যান্ড
১১৯/৭ (২০ ওভার)
মেগ ল্যানিং ৭৪ (৪৯)
জর্জিনা ডেম্পসি ২/৩৫ (৪ ওভার)
অস্ট্রেলিয়া ৬৩ রানে জয়ী
ব্রিডি ক্রিকেট ক্লাব মাঠ, মাঘেরাম্যাসন
আম্পায়ার: জোনাথান কেনেডি (আয়ারল্যান্ড) ও মার্ক হথর্ন (আয়ারল্যান্ড)
ম্যাচসেরা: তালিয়া ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৩ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
পাকিস্তান 
৯৪/৮ (২০ ওভার)
 অস্ট্রেলিয়া
২৮/০ (৪.২ ওভার)
বিসমাহ মারুফ ৩২* (৩৯)
জেস জোনাসেন ৪/১৭ (৪ ওভার)
ফলাফল হয়নি
ব্রিডি ক্রিকেট ক্লাব মাঠ, মাঘেরাম্যাসন
আম্পায়ার: এইডান সিভার (আয়ারল্যান্ড) ও মার্ক হথর্ন (আয়ারল্যান্ড)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

২৪ জুলাই ২০২২
১৬:০০
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
ব্রিডি ক্রিকেট ক্লাব মাঠ, মাঘেরাম্যাসন
আম্পায়ার: জোনাথান কেনেডি (আয়ারল্যান্ড) ও মার্ক হথর্ন (আয়ারল্যান্ড)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

তথ্যসূত্র

  1. "€1.5M investment in women's cricket; full-time playing contracts, international fixtures and more"ক্রিকেট আয়ারল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২২
  2. "All you need to know for the Ireland T20 Tri-Series"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২২
  3. "Ireland announce full-time contracts; to host South Africa, Australia, Pakistan in June – July 2022"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২২
  4. "Back injury to limit Ellyse Perry to batting role for tri-series, Commonwealth Games"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২২
  5. "Rain forces abandonment of final tri-series fixture; Australia declared winners"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২২
  6. "Aussies unchanged in quest for Comm Games gold"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ মে ২০২২
  7. "Squad announced for Ireland Women's T20I Tri-Series; new Selector panel announced"ক্রিকেট আয়ারল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২২
  8. "Women squad for Commonwealth Games announced"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২২
  9. "Pakistan announce squad for tri-series in Ireland, Commonwealth Games"জিও সুপার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২২
  10. "Jonassen to miss start of Ireland tour due to COVID"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২২
  11. "Jonassen to miss start of tri-series due to Covid"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২২
  12. "Late change in Ireland Women's squad T20I Tri-Series"ক্রিকেট আয়ার‍ল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২২
  13. "Kavanagh withdaws from Ireland squad"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ১২ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.