২০২২ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের জুন ও জুলাই মাসে দুটি টেস্ট, পাঁচটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা সফর করে।[1][2] টেস্ট সিরিজটি ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়।[3][4] ২০২২ সালের মার্চ মাসে উভয় ক্রিকেট বোর্ড সফরের সূচি নিশ্চিত করে।[5] সিরিজ চলাকালে অস্ট্রেলিয়া এ ক্রিকেট দলও শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে দুটি লিস্ট এ ও দুটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে।[6][7][8]
২০২২ অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর | |||
---|---|---|---|
![]() |
![]() | ||
শ্রীলঙ্কা | অস্ট্রেলিয়া | ||
তারিখ | ৭ জুন ২০২২ – ১২ জুলাই ২০২২ | ||
অধিনায়ক |
দিমুথ করুণারত্নে (টেস্ট) দাসুন শানাকা (ওডিআই ও টি২০আই) |
প্যাট কামিনস (টেস্ট) অ্যারন ফিঞ্চ (ওডিআই ও টি২০আই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয় | ||
সর্বাধিক রান | দিনেশ চান্দিমাল (২১৯) | স্টিভেন স্মিথ (১৫১) | |
সর্বাধিক উইকেট | প্রভাত জয়সূর্য (১২) | নাথান লায়ন (১১) | |
সিরিজ সেরা খেলোয়াড় | দিনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ৩–২ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | কুশল মেন্ডিস (২৪৯) | গ্লেন ম্যাক্সওয়েল (১৬০) | |
সর্বাধিক উইকেট | দুনিথ ভেল্লালাগে (৯) | প্যাট কামিনস (৮) | |
সিরিজ সেরা খেলোয়াড় | কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২–১ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | চরিত আশালংকা (১০৩) | ডেভিড ওয়ার্নার (১৩০) | |
সর্বাধিক উইকেট | ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা (৫) | জশ হ্যাজলউড (৬) | |
সিরিজ সেরা খেলোয়াড় | অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) |
টি২০আই সিরিজে অস্ট্রেলিয়া ২–১ ব্যবধানে জয়ী হয়।[9] ওডিআই সিরিজে শ্রীলঙ্কা ৩–২ ব্যবধানে জয়লাভ করে।[10][11] টেস্ট সিরিজটি ১–১ ব্যবধানে ড্র হয়।[12]
দলীয় সদস্য
শ্রীলঙ্কার টি২০আই দলে জেফরি ভ্যান্ডারসে ও নিরোশন দিকভেল্লাকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[20] আঙুলে চিড় ধরায় প্রথম টি২০আই ম্যাচের আগে শন অ্যাবট অস্ট্রেলিয়ার টি২০আই দল থেকে ছিটকে যান।[21][22] প্রথম টি২০আই ম্যাচ খেলার সময় হাতে চোট পাওয়ায় মিচেল স্টার্ক টি২০আই সিরিজের বাকি ম্যাচগুলো ও ওডিআই সিরিজের ম্যাচগুলো খেলতে অসমর্থ বলে গণ্য হন।[23] তাঁর বদলি হিসেবে অস্ট্রেলিয়ার ওডিআই দলে ঝাই রিচার্ডসনকে যোগ করা হয়।[24] চোটের কারণে মিচেল মার্শও অস্ট্রেলিয়ার ওডিআই দল থেকে ছিটকে যান, যে কারণে কেন রিচার্ডসনকে দলে যোগ করা হয়।[25] শেষ টি২০আই ম্যাচের আগে কসুন রজিতা ও মতীশ পতিরণ চোট পাওয়ায় তাঁদের বদলি হিসেবে অসিতা ফার্নান্দো ও প্রমোদ মদুশনকে শ্রীলঙ্কার টি২০আই দলে যোগ করা হয়।[26] প্রথম ওডিআই ম্যাচে চোট পেয়ে মার্কাস স্টইনিস সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে যান।[27] তাঁর বদলি হিসেবে ট্র্যাভিস হেড ও ম্যাথিউ কুনেমানকে অস্ট্রেলিয়ার ওডিআই দলে যোগ করা হয়।[28] পঞ্চম ওডিআই ম্যাচের আগে ট্র্যাভিস হেড চোট পাওয়ায় গ্লেন ম্যাক্সওয়েলকে অস্ট্রেলিয়ার টেস্ট দলে যুক্ত করা হয়।[29] শ্রীলঙ্কার টেস্ট দলে দুনিথ ভেল্লালাগে ও লক্ষিত মনসিংহকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[30] দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দলে অ্যাশটন অ্যাগারের পরিবর্তে জন হল্যান্ডকে যুক্ত করা হয়।[31] কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ায় দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে শ্রীলঙ্কা দল থেকে ছিটকে যান প্রবীণ জয়বিক্রমা।[32] দ্বিতীয় টেস্টের জন্য শ্রীলঙ্কার মূল দলে দুনিথ ভেল্লালাগে, প্রভাত জয়সূর্য, মহেশ তীক্ষণ ও লক্ষিত মনসিংহকে যুক্ত করা হয়।[33][34] দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরুর আগের দিন দেহে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় অসিতা ফার্নান্দো, জেফরি ভ্যান্ডারসে ও ধনঞ্জয় দে সিলভাও শ্রীলঙ্কা দল থেকে ছিটকে যান।[35]
টি২০আই সিরিজ
১ম টি২০আই
২য় টি২০আই
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় টি২০আই
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ওডিআই সিরিজ
১ম ওডিআই
ব |
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার লক্ষ্য ৪৪ ওভারে ২৮২ নির্ধারণ করা হয়।
- দুনিথ ভেল্লালাগে (শ্রীলঙ্কা)-এর ওডিআই অভিষেক হয়।
২য় ওডিআই
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি প্রথম ইনিংসে ৪৭.৪ ওভারে ও দ্বিতীয় ইনিংসে ৪৩ ওভারে খেলা হয়।
- বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার লক্ষ্য ৪৩ ওভারে ২১৬ নির্ধারণ করা হয়।
- ম্যাথিউ কুনেমান (অস্ট্রেলিয়া)-এর ওডিআই অভিষেক হয়।
৩য় ওডিআই
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- পাথুম নিশঙ্কা (শ্রীলঙ্কা) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[36]
৪র্থ ওডিআই
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- চরিত আশালংকা (শ্রীলঙ্কা) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[37]
৫ম ওডিআই
ব |
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- প্রমোদ মদুশন (শ্রীলঙ্কা) ও জশুয়া ইংলিস (অস্ট্রেলিয়া)-এর ওডিআই অভিষেক হয়।
টেস্ট সিরিজ
১ম টেস্ট
২৯ জুন–৩ জুলাই ২০২২ স্কোরকার্ড |
ব |
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে ৪৬ ওভার খেলা সম্ভব হয়নি।
- জেফরি ভ্যান্ডারসে (শ্রীলঙ্কা)-এর টেস্ট অভিষেক হয়।
- অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা)-এর বদলি হিসেবে খেলেন ওশাদা ফার্নান্দো।[38]
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: অস্ট্রেলিয়া ১২, শ্রীলঙ্কা ০।
২য় টেস্ট
৮–১২ জুলাই ২০২২ স্কোরকার্ড |
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়সূর্য ও মহেশ তীক্ষণ (শ্রীলঙ্কা)-এর টেস্ট অভিষেক হয়।
- প্রভাত জয়সূর্য (শ্রীলঙ্কা) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[39]
- পাথুম নিশঙ্কা (শ্রীলঙ্কা)-এর বদলি হিসেবে খেলেন ওশাদা ফার্নান্দো।[40]
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: শ্রীলঙ্কা ১২, অস্ট্রেলিয়া ০।
তথ্যসূত্র
- "Details confirmed for Australia's tour of Sri Lanka"। ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২।
- "Schedule for Australia Tour of Sri Lanka announced"। দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২।
- "Australia tour of Sri Lanka 2022"। শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২।
- "Men's Future Tours Programme" (পিডিএফ)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।
- "Australia to tour Sri Lanka for all-format series after six-year gap"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২।
- "Australia stick to winning formula with Test squad for Sri Lanka tour"। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- "Marcus Harris dropped from Australia Test squad as full Sri Lanka touring party is confirmed"। দ্য ক্রিকেটার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- "Fixtures announced for Australia 'A' tour of Sri Lanka"। দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ মে ২০২২।
- "Shanaka's 25-ball 54* scripts stunning victory for Sri Lanka"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২২।
- "Hazlewood, Carey secure consolation win for Australia"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২।
- "Carey, bowlers earn Australia consolation victory"। ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২২।
- "Jayasuriya's 12-wicket haul, Chandimal's 206* give Sri Lanka series-levelling win"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২২।
- "Jeffrey Vandersay named in Sri Lanka Test squad for Australia series"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২২।
- "Rajapaksa recalled to ODI squad for Australia series"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২২।
- "Gunathilaka, Rajapaksa, Dickwella back in Sri Lanka's ODI squad for Australia series"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২২।
- "Sri Lanka T20I squad for the Australia series"। শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০২২।
- "Harris misses Test squad, white-ball at full strength"। ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২২।
- "Pat Cummins rested for Sri Lanka T20Is; big guns return for white-ball leg"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২২।
- "Australia name squads for Sri Lanka tour"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২২।
- "Sri Lanka call up Matheesha Pathirana, Nuwanidu Fernando for T20I series against Australia"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০২২।
- "Sean Abbott out of Sri Lanka tour with fractured finger"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২২।
- "Injured Abbott out, changes made to Aussie touring party"। ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২২।
- "Starc to miss start of ODIs, Richardson added to squad"। ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২২।
- "Starc to miss third T20I against Sri Lanka with finger injury, in doubt for ODIs"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২২।
- "Mitchell Marsh ruled out of final Sri Lanka T20I, unlikely for ODI series too"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২২।
- "Rajitha and Pathirana ruled out from 3rd T20I due to injuries"। দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২২।
- "Stoinis ruled out of SL ODIs; Head, Kuhnemann called up"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২২।
- "Stoinis' tour over as Kuhnemann joins ODI squad"। ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২২।
- "Glenn Maxwell added to Australia Test squad after Travis Head joins injury list"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২২।
- "Sri Lanka Test squad for Australia series"। শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২২।
- "Ashton Agar ruled out of second Test, Jon Holland added to squad"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২২।
- "Praveen Jayawickrama ruled out of second Test with Australia due to Covid"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২।
- "Maheesh Theekshana and Dunith Wellalage called into Sri Lanka Test squad"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২২।
- "Prabath Jayasuriya added to Test squad"। দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২২।
- "Dhananjaya, Asitha and Vandersay join Sri Lanka's Covid-19 list"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২২।
- "Pathum Nissanka's brilliant maiden ODI hundred secures big chase"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২২।
- "Asalanka's 110 betters Warner's 99 as Sri Lanka clinch series"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২২।
- "Angelo Mathews out of Galle Test due to Covid-19"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২২।
- "Sri Lanka build solid reply after Jayasuriya's six-wicket haul leads fightback"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২২।
- "Pathum Nissanka out of second test with Covid"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২২।