২০২২–২৩ সিঙ্গাপুর নারী ক্রিকেট দলের কম্বোডিয়া সফর
সিঙ্গাপুর নারী ক্রিকেট দল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য কম্বোডিয়া সফর করে।[1] ২০২২ সালের জানুয়ারি মাসে সিরিজের সূচি নিশ্চিত করা হয়।[2]
২০২২–২৩ সিঙ্গাপুর নারী ক্রিকেট দলের কম্বোডিয়া সফর | |||
---|---|---|---|
কম্বোডিয়া | সিঙ্গাপুর | ||
তারিখ | ৮ ফেব্রুয়ারি ২০২৩ – ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ||
অধিনায়ক | বেজ্র বিসা | শাফিনা মহেশ | |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজে সিঙ্গাপুর ৫–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | বেজ্র বিসা (৭৮) | শাফিনা মহেশ (৪৭) | |
সর্বাধিক উইকেট | ভোব স্রি ভক্র (৫) |
আডা ভাসিন (৮) শাফিনা মহেশ (৮) |
সিরিজে সিঙ্গাপুর ৫–০ ব্যবধানে জয়লাভ করে।
টি২০আই সিরিজ
১ম টি২০আই
কম্বোডিয়া ৭২ (১৫.৩ ওভার) |
ব |
সিঙ্গাপুর ৭৮/৪ (১২ ওভার) |
বেজ্র বিসা ৪৩ (৪১) আডা ভাসিন ৫/৬ (৩ ওভার) |
দিব্যা গণেশন কৃষ্ণন ২৬* (২৪) ভোব স্রি ভক্র ১/২০ (৪ ওভার) |
- সিঙ্গাপুর টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- সান চন বোরমি (কম্বোডিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
- আডা ভাসিন প্রথম সিঙ্গাপুরি ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।
২য় টি২০আই
সিঙ্গাপুর ৮১/৭ (২০ ওভার) |
ব |
কম্বোডিয়া ৩২ (১৯ ওভার) |
দিব্যা গণেশন কৃষ্ণন ১৬ (২৭) সুখ স্রি মৌ ৩/১৬ (৪ ওভার) |
ভোব স্রি ভক্র ৫ (১৮) শাফিনা মহেশ ৪/২ (৩ ওভার) |
- কম্বোডিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- দেবিকা অতুল (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।
৩য় টি২০আই
কম্বোডিয়া ৪৭ (১৯.৪ ওভার) |
ব |
সিঙ্গাপুর ৪৮/২ (৯.৪ ওভার) |
বেজ্র বিসা ১৮ (৩০) আডা ভাসিন ২/২ (৪ ওভার) |
শাফিনা মহেশ ১৭ (১৮) ভোব স্রি ভক্র ১/৬ (২ ওভার) |
- সিঙ্গাপুর টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- সুং সেব (কম্বোডিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
৪র্থ টি২০আই
কম্বোডিয়া ২৬ (১১.২ ওভার) |
ব |
সিঙ্গাপুর ২৮/১ (৬.১ ওভার) |
উন সোফি ৭ (১২) রিয়া ভাসিন ২/০ (১ ওভার) |
শাফিনা মহেশ ৬* (২) ভোব স্রি ভক্র ১/১১ (২.১ ওভার) |
- সিঙ্গাপুর টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
৫ম টি২০আই
কম্বোডিয়া ৫০/৯ (২০ ওভার) |
ব |
সিঙ্গাপুর ৫১/২ (১২ ওভার) |
বেজ্র বিসা ১৭ (৩০) বিনু কুমার ২/৫ (৩ ওভার) |
শাফিনা মহেশ ১৭* (৩০) ভোব স্রি ভক্র ১/৯ (৩ ওভার) |
- সিঙ্গাপুর টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- সারা মেরিকান (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।
তথ্যসূত্র
- "Cambodia women's vs Singapore women's"। কম্বোডিয়া ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- "Cambodia women's vs Singapore women's"। কম্বোডিয়া ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- "Singapore Women to tour Cambodia for WT20I series in February 2023"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৩।
- "Cambodia to host Singapore for a bi-lateral WT20I Series in February"। হোম অব টি২০ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২৩।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.