২০২২–২৩ শ্রীলঙ্কা পুরুষ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর

শ্রীলঙ্কা পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের মার্চ ও এপ্রিল মাসে দুটি টেস্ট, তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য নিউজিল্যান্ড সফর করে।[1] টেস্ট সিরিজটি ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবং ওডিআই সিরিজটি ২০২০–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের একটি অংশ হিসেবে খেলা হয়।[2]

২০২২–২৩ শ্রীলঙ্কা পুরুষ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর
 
  নিউজিল্যান্ড শ্রীলঙ্কা
তারিখ ৯ মার্চ ২০২৩ – ৮ এপ্রিল ২০২৩
অধিনায়ক টিম সাউদি (টেস্ট)
টম ল্যাথাম (ওডিআই ও টি২০আই)
দিমুথ করুণারত্নে (টেস্ট)
দাসুন শানাকা (ওডিআই ও টি২০আই)
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান কেন উইলিয়ামসন (৩৩৭) দিমুথ করুণারত্নে (২০৭)
সর্বাধিক উইকেট টিম সাউদি (১১)
ম্যাট হেনরি (১১)
অসিতা ফার্নান্দো (৭)
সিরিজ সেরা খেলোয়াড় কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান উইল ইয়াং (১১২) পাথুম নিশঙ্কা (৬৬)
সর্বাধিক উইকেট হেনরি শিপলি (৮) চামিকা করুণারত্নে (৪)
লাহিরু কুমারা (৪)
সিরিজ সেরা খেলোয়াড় হেনরি শিপলি (নিউজিল্যান্ড)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান টিম সাইফার্ট (১৬৭) কুশল জনিত পেরেরা (১২১)
সর্বাধিক উইকেট অ্যাডাম মিলনা (৭) লাহিরু কুমারা (৩)
প্রমোদ মদুশন (৩)
সিরিজ সেরা খেলোয়াড় টিম সাইফার্ট (নিউজিল্যান্ড)

টেস্ট সিরিজে নিউজিল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয়।[3] ওডিআই সিরিজে নিউজিল্যান্ড ২–০ ব্যবধানে জয়লাভ করে।[4] টি২০আই সিরিজে নিউজিল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়।[5]

দলীয় সদস্য

 নিউজিল্যান্ড  শ্রীলঙ্কা
টেস্ট[6] ওডিআই[7] টি২০আই[8] টেস্ট[9] ওডিআই[10] টি২০আই[11]

প্রথম টেস্ট ম্যাচ চলাকালে নিল ওয়াগনার চোটপ্রাপ্ত হলে ডগ ব্রেসওয়েলকে নিউজিল্যান্ডের টেস্ট দলে যোগ করা হয়।[12] শ্রীলঙ্কার ওডিআই ও টি২০আই দলে দুষ্মন্ত চামিরাকে অন্তর্ভুক্ত করা হলেও চোটের কারণে সফরে যেতে ব্যর্থ হন তিনি।[13] ওডিআই সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের ওডিআই দলে মাইকেল ব্রেসওয়েলের পরিবর্তে রচিন রবীন্দ্রকে নেয়া হয়।[14] চোটের কারণে লকি ফার্গুসন নিউজিল্যান্ডের ওডিআই দল থেকে ছিটকে যান।[15]

প্রস্তুতিমূলক ম্যাচ

টেস্ট শুরুর আগে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে শ্রীলঙ্কা একটি প্রস্তুতিমূলক ম্যাচে অংশ নেয়।[16]

৪–৫ মার্চ ২০২৩
স্কোরকার্ড
২৭৬/৪ঘো (৫৭.৩ ওভার)
কুশল মেন্ডিস ৯৫ (৮৭)
রস টের ব্রাক ১/৩৬ (১০ ওভার)
১৪১/১ (৩৮ ওভার)
জ্যাক বয়েল ৭৩* (১২৩)
লাহিরু কুমারা ১/১৬ (৫ ওভার)
খেলা ড্র
বার্ট সাটক্লিফ ওভাল, লিংকন
আম্পায়ার: কোরি ব্ল্যাক (নিউজিল্যান্ড) ও শন হেইগ (নিউজিল্যান্ড)
  • টস হয়নি।
  • দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

টেস্ট সিরিজ

১ম টেস্ট

৯–১৩ মার্চ ২০২৩
স্কোরকার্ড
৩৫৫ (৯২.৪ ওভার)
কুশল মেন্ডিস ৮৭ (৮৩)
টিম সাউদি ৫/৬৪ (২৬.৪ ওভার)
৩৭৩ (১০৭.৩ ওভার)
ড্যারিল মিচেল ১০২ (১৯৩)
অসিতা ফার্নান্দো ৪/৮৫ (২৯.৩ ওভার)
৩০২ (১০৫.৩ ওভার)
অ্যাঞ্জেলো ম্যাথিউস ১১৫ (২৩৫)
ব্লেয়ার টিকনার ৪/১০০ (২৮ ওভার)
২৮৫/৮ (৭০ ওভার)
কেন উইলিয়ামসন ১২১* (১৯৪)
অসিতা ফার্নান্দো ৩/৬৩ (১৯ ওভার)
নিউজিল্যান্ড ২ উইকেটে জয়ী
হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
আম্পায়ার: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড) ও মাইকেল গফ (ইংল্যান্ড)
ম্যাচসেরা: ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম দিনে বৃষ্টির কারণে ১৫ ওভার খেলা সম্ভব হয়নি।
  • দ্বিতীয় দিনে আলোকস্বল্পতার কারণে ৭ ওভার খেলা সম্ভব হয়নি।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: নিউজিল্যান্ড ১২, শ্রীলঙ্কা ০।

২য় টেস্ট

১৭–২১ মার্চ ২০২৩
স্কোরকার্ড
৫৮০/৪ঘো (১২৩ ওভার)
কেন উইলিয়ামসন ২১৫ (২৯৬)
কসুন রজিতা ২/১২৬ (৩২ ওভার)
১৬৪ (৬৬.৫ ওভার)
দিমুথ করুণারত্নে ৮৯ (১৮৮)
ম্যাট হেনরি ৩/৪৪ (২০ ওভার)
৩৫৮ (১৪২ ওভার) (ফলো-অন)
ধনঞ্জয় দে সিলভা ৯৮ (১৮২)
টিম সাউদি ৩/৫১ (২৭ ওভার)
নিউজিল্যান্ড ইনিংস ও ৫৮ রানে জয়ী
বেসিন রিজার্ভ, ওয়েলিংটন
আম্পায়ার: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড) ও রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
ম্যাচসেরা: হেনরি নিকোলস (নিউজিল্যান্ড)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম দিনে বৃষ্টির কারণে ২৩ ওভার খেলা সম্ভব হয়নি।
  • প্রথম দিনে আলোকস্বল্পতার কারণে ১৯ ওভার খেলা সম্ভব হয়নি।
  • নিশান মদুশকা (শ্রীলঙ্কা)-এর টেস্ট অভিষেক হয়।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: নিউজিল্যান্ড ১২, শ্রীলঙ্কা ০।

ওডিআই সিরিজ

১ম ওডিআই

২৫ মার্চ ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
২৭৪ (৪৯.৩ ওভার)
 শ্রীলঙ্কা
৭৬ (১৯.৫ ওভার)
অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৮ (২৫)
হেনরি শিপলি ৫/৩১ (৭ ওভার)
নিউজিল্যান্ড ১৯৮ রানে জয়ী
ইডেন পার্ক, অকল্যান্ড
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও শন হেইগ (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: হেনরি শিপলি (নিউজিল্যান্ড)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • চ্যাড বোজ ও রচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।
  • হেনরি শিপলি (নিউজিল্যান্ড) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[17]
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: নিউজিল্যান্ড ১০, শ্রীলঙ্কা −১।[18]

২য় ওডিআই

২৮ মার্চ ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও শন হেইগ (নিউজিল্যান্ড)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: নিউজিল্যান্ড ৫, শ্রীলঙ্কা ৫।

৩য় ওডিআই

৩১ মার্চ ২০২৩
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১৫৭ (৪১.৩ ওভার)
 নিউজিল্যান্ড
১৫৯/৪ (৩২,৫ ওভার)
পাথুম নিশঙ্কা ৫৭ (৬৪)
ম্যাট হেনরি ৩/১৪ (১০ ওভার)
উইল ইয়াং ৮৬* (১১৩)
লাহিরু কুমারা ২/৩৯ (৭.৪ ওভার)
নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী
সেডন পার্ক, হ্যামিল্টন
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: উইল ইয়াং (নিউজিল্যান্ড)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: নিউজিল্যান্ড ১০, শ্রীলঙ্কা ০।

টি২০আই সিরিজ

১ম টি২০আই

২ এপ্রিল ২০২৩
১২:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১৯৬/৫ (২০ ওভার)
 নিউজিল্যান্ড
১৯৬/৮ (২০ ওভার)
চরিত আশালংকা ৬৭ (৪১)
জেমস নিশাম ২/২০ (৪ ওভার)
ম্যাচ টাই (শ্রীলঙ্কা সুপার ওভারে জয়ী)
ইডেন পার্ক, অকল্যান্ড
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও শন হেইগ (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: চরিত আশালংকা (শ্রীলঙ্কা)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • চ্যাড বোজ ও হেনরি শিপলি (নিউজিল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই

৫ এপ্রিল ২০২৩
১২:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১৪১ (১৯ ওভার)
 নিউজিল্যান্ড
১৪৬/১ (১৪.৪ ওভার)
টিম সাইফার্ট ৭৯* (৪৩)
কসুন রজিতা ১/২৫ (২ ওভার)
নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী
ইউনিভার্সিটি ওভাল, ডানেডিন
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও কিম কটন (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: অ্যাডাম মিলনা (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যাডাম মিলনা (নিউজিল্যান্ড) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[19]

৩য় টি২০আই

৮ এপ্রিল ২০২২
১২:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১৮২/৬ (২০ ওভার)
 নিউজিল্যান্ড
১৮৩/৬ (১৯.৫ ওভার)
কুশল মেন্ডিস ৭৩ (৪৮)
বেনজামিন লিস্টার ২/৩৭ (৪ ওভার)
টিম সাইফার্ট ৮৮ (৪৮)
লাহিরু কুমারা ৩/৩৮ (৩.৫ ওভার)
নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী
জন ডেভিস ওভাল, কুইনসটাউন
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও শন হেইগ (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: টিম সাইফার্ট (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

  1. "Schedule announced for Sri Lanka tour of New Zealand 2023"দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২২
  2. "Men's Future Tours Program" (পিডিএফ)আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২২
  3. "Southee, Tickner wrap up innings victory as New Zealand sweep series 2-0"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৩
  4. "Bowlers, Young help New Zealand seal series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৩
  5. "Seifert guides New Zealand to victory in final-over thriller to seal series 2-1"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২৩
  6. "New Zealand name same 13 who faced England for Sri Lanka Tests"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৩
  7. "Ben Lister, Chad Bowes named in New Zealand ODI squad amid IPL absentees"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৩
  8. "Tom Latham returns to lead NZ in T20Is against Sri Lanka and Pakistan"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৩
  9. "Sri Lanka select uncapped Madushka, Rathnayake for Test tour of New Zealand in March"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৩
  10. "Sri Lanka bring back Angelo Mathews, Kusal Perera for limited-overs series in New Zealand"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৩
  11. "Sri Lanka name squad for limited-overs leg of New Zealand tour"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৩
  12. "Wagner out of second Test against Sri Lanka; Bracewell called up"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২৩
  13. "Sri Lanka squads to take part in T20I and ODI series against New Zealand"শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৩
  14. "Ravindra to replace Bracewell in ODI Squad"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৩
  15. "Lockie Ferguson out of Black Caps' first ODI against Sri Lanka with hamstring injury"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৩
  16. "Sri Lanka eyeing WTC Final ahead of NZ XI warm-up in Christchurch"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২৩
  17. "Henry Shipley leads rout of Sri Lanka with maiden five-for"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২৩
  18. "Sri Lanka's quest for direct Cricket World Cup qualification takes a hit after point loss"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২৩
  19. "Adam Milne shines as New Zealand beat Sri Lanka in Twenty 20 in Dunedin"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.