২০২২–২৩ রঞ্জি ট্রফি
২০২২–২৩ রঞ্জি ট্রফি হল ভারতের প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা রঞ্জি ট্রফির ৮৮তম আসর।[2] মধ্যপ্রদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স।[3][4]
![]() রঞ্জি ট্রফি | |
তারিখ | ১৩ ডিসেম্বর ২০২২ – ২০ ফেব্রুয়ারি ২০২৩[1] |
---|---|
তত্ত্বাবধায়ক | বিসিসিআই |
ক্রিকেটের ধরন | প্রথম-শ্রেণীর ক্রিকেট |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন ও নক-আউট |
আয়োজক | ![]() |
বিজয়ী | সৌরাষ্ট্র (২য় শিরোপা) |
রানার-আপ | বাংলা |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৩৮ |
খেলার সংখ্যা | ১৩৮ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | অর্পিত বাসবড়া (সৌরাষ্ট্র) |
সর্বাধিক রান সংগ্রহকারী | মায়াঙ্ক আগরওয়াল (কর্ণাটক) (৯৯০) |
সর্বাধিক উইকেটধারী | জলজ সাক্সেনা (কেরালা) (৫০) |
এই মরসুমে সিকিম প্রথমবারের জন্য রঞ্জি ম্যাচ আয়োজন করে।[5] রঞ্জি ম্যাচ পরিচালনাকারী হিসেবে প্রথম নারায়ণন জননী, বৃন্দা রাঠী ও গায়ত্রী বেণুগোপালন প্রথম তিন মহিলা আম্পায়ার হিসেবে উদ্ভাসিত হয়।[6]
ফরম্যাট ও দল
পূর্ব মরসুমের ফরম্যাটে সবকটি দল ট্রফির দৌড়ে অংশ নিতে সক্ষম হয়েছিল। যেহেতু, এলিট ও প্লেট উভয় গ্রুপ থেকে দল নক-আউট পর্বে উত্তীর্ণ হতে পারত। কিন্তু এই আসরে বিসিসিআই নতুন পন্থা অবলম্বন করে। উন্নয়ন ও অবনমন পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে লিগকে দুটি ডিভিশনে ভাগ করা হয় (এলিট ও প্লেট)। ৩২টি এলিট দলকে ৮টি দলের ৪টি এলিট গ্রুপে ভাগ করা হয় এবং বাকি ৬টি দলকে প্লেট গ্রুপে রাখা হয়।[7] গ্রুপ পর্বের শেষে প্লেট গ্রুপের সেরা ৪টি দল প্লেট সেমি-ফাইনালে উত্তীর্ণ হয় ও তা থেকে ফাইনালে উত্তীর্ণ দল পরবর্তী মরসুমে এলিট গ্রুপে উন্নয়নের সুযোগ পায়। চারটি এলিট গ্রুপের সর্বনিম্ন পয়েন্ট প্রাপক চারটি দলের মধ্যে সর্বশেষ দুটি দল পরবর্তী আসরে প্লেট গ্রুপে অবনমিত হয়।[8]
গ্রুপ
গ্রুপ এ | গ্রুপ বি | গ্রুপ সি | গ্রুপ ডি | প্লেট গ্রুপ |
---|---|---|---|---|
|
|
| ||
প্লেট লিগ
গ্রুপ পর্ব
অব | দল | খেলা | জ | হা | টাই | ড্র | ফহ | পয়েন্ট | রা/উ |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | মেঘালয় | ৫ | ৪ | ১ | ০ | ০ | ০ | ২৫ | ১.৪২১ |
২ | সিকিম | ৫ | ৩ | ১ | ০ | ১ | ০ | ২০ | ১.৪০১ |
৩ | মণিপুর | ৫ | ৩ | ১ | ০ | ১ | ০ | ২০ | ১.২৫৩ |
৪ | বিহার | ৫ | ১ | ১ | ০ | ৩ | ০ | ১৪ | ১.২৫৮ |
৫ | মিজোরাম | ৫ | ১ | ৩ | ০ | ১ | ০ | ৮ | ০.৯২১ |
৬ | অরুণাচল প্রদেশ | ৫ | ০ | ৫ | ০ | ০ | ০ | ০ | ০.৩৫৩ |
সেমি-ফাইনালে উত্তীর্ণ
বন্ধনী
পঞ্চম স্থান নির্ধারক | |||
পি৫ | মিজোরাম | ৪৮৫ | |
পি৬ | অরুণাচল প্রদেশ | ১৯৯ ও ২৫৯ |
প্লেট সেমি-ফাইনাল | প্লেট ফাইনাল | |||||||
পি৪ | বিহার | ৪২৮ ও ১৫৪ | ||||||
পি১ | মেঘালয় | ১৩৪ ও ১৫৬ | ||||||
পি৪ | বিহার | ৫৪৬ ও ৩৫৫ | ||||||
পি৩ | মণিপুর | ৩৩৭ ও ৩২৪ | ||||||
পি২ | সিকিম | ২২৯ ও ২৭৩ | ||||||
পি৩ | মণিপুর | ১৬৬ ও ৩৪০/৮ |
- বিহার ও মণিপুর পরবর্তী আসরের জন্য এলিট গ্রুপে উত্তীর্ণ হয়।
এলিট লিগ
গ্রুপ এ
অব | দল | খেলা | জ | হা | টাই | ড্র | ফহ | পয়েন্ট | রা/উ |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বাংলা | ৭ | ৪ | ১ | ০ | ২ | ০ | ৩২ | ১.৫৭৩ |
২ | উত্তরাখণ্ড | ৭ | ৩ | ০ | ০ | ৪ | ০ | ২৯ | ১.৩৬৫ |
৩ | হিমাচল প্রদেশ | ৭ | ২ | ১ | ০ | ৪ | ০ | ২১ | ১.৪৫৯ |
৪ | বরোদা | ৭ | ২ | ১ | ০ | ৪ | ০ | ২১ | ১.৩২৪ |
৫ | ওড়িশা | ৭ | ১ | ২ | ০ | ৪ | ০ | ১৪ | ০.৮৪৬ |
৬ | উত্তরপ্রদেশ | ৭ | ১ | ২ | ০ | ৪ | ০ | ১৩ | ০.৯৮০ |
৭ | হরিয়ানা | ৭ | ১ | ২ | ০ | ৪ | ০ | ১৩ | ০.৮৫৫ |
৮ | নাগাল্যান্ড | ৭ | ০ | ৫ | ০ | ২ | ০ | ২ | ০.২৯৭ |
কোয়ার্টার-ফাইনাল
- নাগাল্যান্ড পরবর্তী আসরের জন্য প্লেট গ্রুপে অবনমিত হয়।
গ্রুপ বি
অব | দল | খেলা | জ | হা | টাই | ড্র | ফহ | পয়েন্ট | রা/উ |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | সৌরাষ্ট্র | ৭ | ৩ | ২ | ০ | ২ | ০ | ২৬ | ১.২৭৭ |
২ | অন্ধ্র | ৭ | ৪ | ২ | ০ | ১ | ০ | ২৬ | ১.১১৯ |
৩ | মহারাষ্ট্র | ৭ | ৩ | ০ | ০ | ৪ | ০ | ২৬ | ১.৩৪৫ |
৪ | মুম্বই | ৭ | ৩ | ২ | ০ | ২ | ০ | ২৪ | ১.৫৩৩ |
৫ | তামিলনাড়ু | ৭ | ২ | ১ | ০ | ৪ | ০ | ২১ | ১.২২৫ |
৬ | দিল্লি | ৭ | ২ | ২ | ০ | ৩ | ০ | ১৭ | ০.৯০২ |
৭ | অসম | ৭ | ১ | ৩ | ০ | ৩ | ০ | ১১ | ০.৫৪৬ |
৮ | হায়দ্রাবাদ | ৭ | ০ | ৬ | ০ | ১ | ০ | ১ | ০.৫২৩ |
কোয়ার্টার-ফাইনাল
- হায়দ্রাবাদ পরবর্তী আসরের জন্য প্লেট গ্রুপে অবনমিত হয়।
গ্রুপ সি
অব | দল | খেলা | জ | হা | টাই | ড্র | ফহ | পয়েন্ট | রা/উ |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | কর্ণাটক | ৭ | ৪ | ০ | ০ | ৩ | ০ | ৩৫ | ১.৭৬৩ |
২ | ঝাড়খণ্ড | ৭ | ৩ | ২ | ০ | ২ | ০ | ২৩ | ১.১০২ |
৩ | কেরালা | ৭ | ৩ | ১ | ০ | ৩ | ০ | ২১ | ০.৯৯২ |
৪ | রাজস্থান | ৭ | ২ | ২ | ০ | ৩ | ০ | ২০ | ১.১১৮ |
৫ | ছত্তিশগড় | ৭ | ৩ | ৪ | ০ | ০ | ০ | ১৯ | ০.৯৫৮ |
৬ | গোয়া | ৭ | ২ | ২ | ০ | ৩ | ০ | ১৮ | ০.৯০৬ |
৭ | সার্ভিসেস | ৭ | ২ | ৪ | ০ | ১ | ০ | ১৩ | ০.৭৫৩ |
৮ | পন্ডিচেরি | ৭ | ১ | ৫ | ০ | ১ | ০ | ৯ | ০.৭৬৩ |
কোয়ার্টার-ফাইনাল
গ্রুপ ডি
অব | দল | খেলা | জ | হা | টাই | ড্র | ফহ | পয়েন্ট | রা/উ |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | মধ্যপ্রদেশ | ৭ | ৫ | ১ | ০ | ১ | ০ | ৩৩ | ১.৪১৪ |
২ | পাঞ্জাব | ৭ | ৩ | ০ | ০ | ৪ | ০ | ২৭ | ১.৬০৫ |
৩ | রেলওয়েজ | ৭ | ৩ | ২ | ০ | ২ | ০ | ২২ | ১.১২৩ |
৪ | বিদর্ভ | ৭ | ৩ | ২ | ০ | ২ | ০ | ২০ | ১.১৯৭ |
৫ | গুজরাট | ৭ | ২ | ৪ | ০ | ১ | ০ | ১৪ | ০.৮৯৯ |
৬ | ত্রিপুরা | ৭ | ০ | ২ | ০ | ৫ | ০ | ১১ | ০.৭৬০ |
৭ | জম্মু ও কাশ্মীর | ৭ | ১ | ৪ | ০ | ২ | ০ | ৮ | ০.৭৬৮ |
৮ | চণ্ডীগড় | ৭ | ০ | ২ | ০ | ৫ | ০ | ৭ | ০.৪৯০ |
কোয়ার্টার-ফাইনাল
বন্ধনী
কোয়ার্টার-ফাইনাল | সেমি-ফাইনাল | ফাইনাল | ||||||||||||
এ১ | বাংলা | ৩২৮ ও ৬৯/১ | ||||||||||||
সি২ | ঝাড়খণ্ড | ১৭৩ ও ২২১ | ||||||||||||
এ১ | বাংলা | ৪৩৮ & ২৭৯ | ||||||||||||
ডি১ | মধ্যপ্রদেশ | ১৭০ & ২৪১ | ||||||||||||
ডি১ | মধ্যপ্রদেশ | ২২৮ ও ২৪৫/৫ | ||||||||||||
বি২ | অন্ধ্র | ৩৭৯ ও ৯৩ | ||||||||||||
এ১ | বাংলা | ১৭৪ ও ২৪১ | ||||||||||||
বি১ | সৌরাষ্ট্র | ৪০৪ ও ১৪/১ | ||||||||||||
বি১ | সৌরাষ্ট্র | ৩০৩ ও ৩৭৯ | ||||||||||||
ডি২ | পাঞ্জাব | ৪৩১ ও ১৮০ | ||||||||||||
বি১ | সৌরাষ্ট্র | ৫২৭ ও ১১৭/৬ | ||||||||||||
সি১ | কর্ণাটক | ৪০৭ ও ২৩৪ | ||||||||||||
সি১ | কর্ণাটক | ৬০৬ | ||||||||||||
এ২ | উত্তরাখণ্ড | ১১৬ ও ২০৯ |
ফাইনাল
ব |
||
- সৌরাষ্ট্র টসে জয়ী হয়ে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- সুমন্ত গুপ্ত-র (বাংলা) প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়।
রেকর্ড
- ২ জানুয়ারি ২০২৩: জয়দেব উনাদকট (সৌরাষ্ট্র) রঞ্জির ইতিহাসে প্রথম বোলার হিসেবে প্রথম ওভারেই হ্যাট-ট্রিক লাভ করেন।[10]
- ১২ জানুয়ারি ২০২৩: পৃথ্বী শ (মুম্বই) রঞ্জির ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয় একক সর্বোচ্চ রানের অধিকারী হন (৩৭৯)।[11]
- ১৯ জানুয়ারি ২০২৩: গুজরাটের বিরুদ্ধে বিদর্ভ ৭৩ রানের লক্ষ্য রক্ষা করেছিল, যা রঞ্জি ট্রফিতে সংরক্ষিত সর্বনিম্ন লক্ষ্য।[12]
তথ্যসূত্র
- "Two Ranji Trophy winners, inaugural Under-16 tournament for girls in BCCI's new domestic schedule"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২২।
- "BCCI announces India's domestic season for 2022-23"। Board of Control for Cricket in India। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২২।
- "Dubey, Shubham, Patidar, bowlers fashion Madhya Pradesh's maiden Ranji Trophy title"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২২।
- "Mumbai vs Madhya Pradesh highlights, Ranji Trophy Final 2022: Madhya Pradesh beat Mumbai by 6 wickets to win their maiden Ranji Trophy title"। The Times of India। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২২।
- "Sikkim win first Ranji Trophy match on home turf"। www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২০।
- "Women umpires Rathi, Janani and Gayathri make history in Ranji Trophy"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৩।
- "Two Ranji Trophy winners, inaugural Under-16 tournament for girls in BCCI's new domestic schedule"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২২।
- "FAQs: Everything you need to know about the Ranji Trophy 2022-23 season"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২২।
- "Ranji Trophy 2022-23: Matches, schedule, squads and all you need to know"। The Indian Express। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২২।
- "Jaydev Unadkat rocks Delhi with first-over hat-trick"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২০।
- "'...Jay Shah sir': Prithvi Shaw's reply to BCCI secretary after smashing multiple records with towering 379 in Ranji match"। Hindustan Times। ১২ জানুয়ারি ২০২৩।
- Sportstar, Team (২০২৩-০১-১৯)। "Vidarbha defends lowest total in Ranji Trophy, bowls Gujarat out for 54"। sportstar.thehindu.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২০।