২০২২–২৩ মালয়েশিয়া চতুর্দেশীয় সিরিজ

২০২২–২৩ মালয়েশিয়া চতুর্দেশীয় সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের ডিসেম্বর মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়।[1] টুর্নামেন্টটিতে স্বাগতিক মালয়েশিয়ার সঙ্গে অংশগ্রহণ করে কাতার, বাহরাইনসিঙ্গাপুর[2] টুর্নামেন্টের সবগুলো ম্যাচ মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভালে অনুষ্ঠিত হয়।[3]

২০২২–২৩ মালয়েশিয়া চতুর্দেশীয় সিরিজ
তারিখ১৫ ডিসেম্বর ২০২২ – ২৩ ডিসেম্বর ২০২২
তত্ত্বাবধায়কমালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনদ্বৈত রাউন্ড-রবিন ও ফাইনাল
আয়োজক মালয়েশিয়া
বিজয়ী বাহরাইন
রানার-আপ মালয়েশিয়া
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৪
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় বিরনদীপ সিং
সর্বাধিক রান সংগ্রহকারী বিরনদীপ সিং (৩১৯)
সর্বাধিক উইকেটধারী সরফরাজ আলি (১২)
মোহাম্মদ রিজওয়ান বাট (১২)

টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক মালয়েশিয়াকে হারিয়ে বিজয়ী হয় বাহরাইন।[4]

দলীয় সদস্য

 কাতার  বাহরাইন  মালয়েশিয়া  সিঙ্গাপুর
  • মোহাম্মদ রিজলান (অধি.) (উই.)
  • আকাশ বাবু
  • আসাদ ফাজির
  • ইউসুফ আলি
  • ইকরামুল্লাহ খান
  • ইমল লিয়ানাগে (উই.)
  • ওয়ালিদ নয়ন বীট্টিল
  • কামরান খান
  • গায়ন মুনাবীরা
  • জহিরউদ্দিন ইব্রাহিম
  • ধর্মাঙ্গ প্যাটেল
  • মুহাম্মদ তানভির
  • মোহাম্মদ নাদিম
  • সৈয়দ ইউসুফ তামিম (উই.)
  • সরফরাজ আলি (অধি.)
  • আমির বিন নাসির (উই.)
  • ইউসুফ ওয়ালি
  • ইমরান খান
  • ইমরান জাভেদ আনোয়ার
  • ওয়াসিক আহমেদ
  • জিশান আব্বাস
  • জুনায়েদ আজিজ
  • দানিশ জসনায়ক
  • প্রশান্ত কুরূপ (উই.)
  • মোহাম্মদ রিজওয়ান বাট
  • শহিদ মাহমুদ
  • সত্য বীরপতিরণ
  • সোহেল আহমেদ
  • হায়দার আলি বাট
  • আহমেদ ফাইজ (অধি.)
  • বিরনদীপ সিং (সহ-অধি.) (উই.)
  • আনোয়ার রহমান
  • আসলাম খান বিন মালিক
  • খিজর হায়াত
  • জুবাইদি জুলকিফলি
  • পবনদীপ সিং
  • ফিতরি বিন মোহাম্মদ শাম
  • বিজয় সুরেশ
  • মুহাম্মদ আমির আজিম
  • মুহাম্মদ ওয়াফিক
  • মোহাম্মদ আরিফ জামালউদ্দিন
  • রিজওয়ান হায়দার
  • শারভিন মুনিয়ান্দি
  • সৈয়দ আজিজ (উই.)
  • সৈয়দ রহমতউল্লাহ (উই.)

রাউন্ড-রবিন

পয়েন্ট তালিকা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 মালয়েশিয়া (H) ১১ +৩.৫১০
 বাহরাইন +০.০১৭
 কাতার +০.৩৯৭
 সিঙ্গাপুর −৩.২৪১
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     ফাইনালে উত্তীর্ণ
     ৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ

সূচি

১৫ ডিসেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
১৬১/৮ (২০ ওভার)
 বাহরাইন
১৫০/৯ (২০ ওভার)
জুবাইদি জুলকিফলি ৭৩ (৫৩)
মোহাম্মদ রিজওয়ান বাট ২/২৪ (৪ ওভার)
ইমরান জাভেদ আনোয়ার ৪৪ (২৮)
রিজওয়ান হায়দার ৩/২২ (৪ ওভার)
মালয়েশিয়া ১১ রানে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: তবারক দার (হংকং) ও সেন্থিল কুমার ত্যাগরাজন (সিঙ্গাপুর)
ম্যাচসেরা: জুবাইদি জুলকিফলি (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রিজওয়ান হায়দার ও সৈয়দ রহমতউল্লাহ (মালয়েশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১৫ ডিসেম্বর ২০২২
১৪:০০
স্কোরকার্ড
সিঙ্গাপুর 
১৩০/৭ (২০ ওভার)
 কাতার
১৩৪/৫ (১৪.৪ ওভার)
অমন দেসাই ২৭ (১৭)
মোহাম্মদ নাদিম ২/১৩ (৪ ওভার)
ইমল লিয়ানাগে ৬০ (৩৬)
জনক প্রকাশ ২/২০ (৩.৪ ওভার)
কাতার ৫ উইকেটে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: দেনিশ শিবকুমারন (মালয়েশিয়া) ও বিশ্বনাদন কালিদাস (মালয়েশিয়া)
ম্যাচসেরা: ইমল লিয়ানাগে (কাতার)
  • সিঙ্গাপুর টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আকাশ বাবু, আসাদ ফাজির, ইকরামুল্লাহ খান, ওয়ালিদ নয়ন বীট্টিল, ধর্মাঙ্গ প্যাটেল (কাতার), আব্দুর রহমান ভাদেলিয়া, আর্যন মোদি ও ইশান পাল (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।

১৬ ডিসেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
কাতার 
১২৬/৯ (২০ ওভার)
 মালয়েশিয়া
১২৭/২ (১৪.৪ ওভার)
ওয়ালিদ নয়ন বীট্টিল ৫৩ (৪৪)
রিজওয়ান হায়দার ৩/২৪ (৪ ওভার)
জুবাইদি জুলকিফলি ৪০ (৩০)
মুহাম্মদ তানভির ২/৩১ (৩.৪ ওভার)
মালয়েশিয়া ৮ উইকেটে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: তবারক দার (হংকং) ও সেন্থিল কুমার ত্যাগরাজন (সিঙ্গাপুর)
ম্যাচসেরা: রিজওয়ান হায়দার (মালয়েশিয়া)
  • কাতার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৬ ডিসেম্বর ২০২২
১৪:০০
স্কোরকার্ড
বাহরাইন 
১৪৩/৮ (২০ ওভার)
 সিঙ্গাপুর
১৪৪/৭ (২০ ওভার)
প্রশান্ত কুরূপ ৩৩ (৩২)
জনক প্রকাশ ২/২৭ (৪ ওভার)
অমর্ত্য কৌল ৫৬ (৬৪)
মোহাম্মদ রিজওয়ান বাট ৩/১৯ (৪ ওভার)
ম্যাচ টাই (বাহরাইন সুপার ওভারে জয়ী)
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: দেনিশ শিবকুমারন (মালয়েশিয়া) ও বিশ্বনাদন কালিদাস (মালয়েশিয়া)
ম্যাচসেরা: মোহাম্মদ রিজওয়ান বাট (বাহরাইন)
  • বাহরাইন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অমর্ত্য কৌল ও বিহান হম্পিহল্লিকার (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।

১৮ ডিসেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
বাহরাইন 
১৬৪/৯ (২০ ওভার)
 কাতার
১৫১/৯ (২০ ওভার)
জুনায়েদ আজিজ ৫২ (২৯)
ইকরামুল্লাহ খান ৩/৪১ (৪ ওভার)
মুহাম্মদ তানভির ৮৮* (৪৬)
সরফরাজ আলি ৪/১২ (৩ ওভার)
বাহরাইন ১৩ রানে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: তবারক দার (হংকং) ও নাসির আলি (মালয়েশিয়া)
ম্যাচসেরা: সরফরাজ আলি (বাহরাইন)
  • কাতার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সৈয়দ ইউসুফ তামিম (কাতার)-এর টি২০আই অভিষেক হয়।

১৮ ডিসেম্বর ২০২২
১৪:০০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
২০৭/৩ (২০ ওভার)
 সিঙ্গাপুর
৮৭ (১৮.৫ ওভার)
বিরনদীপ সিং ৭১ (৪২)
জনক প্রকাশ ২/৫৪ (৪ ওভার)
অমন দেসাই ১৬ (১০)
শারভিন মুনিয়ান্দি ৪/২১ (৪ ওভার)
মালয়েশিয়া ১২০ রানে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: বিশ্বনাদন কালিদাস (মালয়েশিয়া) ও সেন্থিল কুমার ত্যাগরাজন (সিঙ্গাপুর)
ম্যাচসেরা: বিরনদীপ সিং (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৯ ডিসেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
সিঙ্গাপুর 
১৪০/৬ (২০ ওভার)
 কাতার
১৪১/২ (১৫ ওভার)
মনপ্রীত সিং ৫৩ (৩৯)
মোহাম্মদ নাদিম ২/১৮ (৪ ওভার)
ইমল লিয়ানাগে ৫৮* (৩৯)
বিনোদ ভাস্করন ১/২১ (৩ ওভার)
কাতার ৮ উইকেটে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: নাসির আলি (মালয়েশিয়া) ও লোকনাথন পুবালন (মালয়েশিয়া)
ম্যাচসেরা: মোহাম্মদ রিজলান (কাতার)
  • কাতার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৯ ডিসেম্বর ২০২২
১৪:০০
স্কোরকার্ড
বাহরাইন 
১৭৯/৫ (২০ ওভার)
 মালয়েশিয়া
১৮২/৩ (১৭.৫ ওভার)
হায়দার আলি বাট ৪৯* (৩২)
ফিতরি বিন মোহাম্মদ শাম ২/১২ (৪ ওভার)
বিরনদীপ সিং ৯৬ (৫৪)
সরফরাজ আলি ২/২১ (৩.৫ ওভার)
মালয়েশিয়া ৭ উইকেটে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: তবারক দার (হংকং) ও সেন্থিল কুমার ত্যাগরাজন (সিঙ্গাপুর)
ম্যাচসেরা: বিরনদীপ সিং (মালয়েশিয়া)
  • বাহরাইন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২১ ডিসেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
সিঙ্গাপুর 
১৬৮ (১৯.৫ ওভার)
 বাহরাইন
১৭২/৪ (১৮ ওভার)
আব্দুর রহমান ভাদেলিয়া ৬৭ (৫৫)
মোহাম্মদ রিজওয়ান বাট ৫/১৬ (৩.৫ ওভার)
সোহেল আহমেদ ৫২ (৩৯)
বিনোদ ভাস্করন ২/২৩ (৪ ওভার)
বাহরাইন ৬ উইকেটে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: জাইদান তাহা (মালয়েশিয়া) ও লোকনাথন পুবালন (মালয়েশিয়া)
ম্যাচসেরা: মোহাম্মদ রিজওয়ান বাট (বাহরাইন)
  • বাহরাইন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মোহাম্মদ রিজওয়ান বাট প্রথম বাহরাইনি ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।
  • মোহাম্মদ রিজওয়ান বাট (বাহরাইন) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

২১ ডিসেম্বর ২০২২
১৪:০০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
৬১/১ (৭.৪ ওভার)
জুবাইদি জুলকিফলি ৩০* (২৫)
ওয়ালিদ নয়ন বীট্টিল ১/৪ (০.৪ ওভার)
ফলাফল হয়নি
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: তবারক দার (হংকং) ও সেন্থিল কুমার ত্যাগরাজন (সিঙ্গাপুর)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

২২ ডিসেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
২২৩/৪ (২০ ওভার)
 সিঙ্গাপুর
৮০ (১৬ ওভার)
আহমেদ ফাইজ ৮৬ (৫০)
বিনোদ ভাস্করন ২/৩৬ (৪ ওভার)
মনপ্রীত সিং ২৬ (১৬)
ফিতরি বিন মোহাম্মদ শাম ৩/২৩ (৪ ওভার)
মালয়েশিয়া ১৪৩ রানে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: লোকনাথন পুবালন (মালয়েশিয়া) ও সেন্থিল কুমার ত্যাগরাজন (সিঙ্গাপুর)
ম্যাচসেরা: আহমেদ ফাইজ (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আসলাম খান বিন মালিক (মালয়েশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

২২ ডিসেম্বর ২০২২
১৪:০০
স্কোরকার্ড
বাহরাইন 
৯৭/৪ (১৩.৪ ওভার)
ইমরান জাভেদ আনোয়ার ৪৬ (৪০)
ইকরামুল্লাহ খান ১/৮ (২ ওভার)
ফলাফল হয়নি
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: জাইদান তাহা (মালয়েশিয়া) ও তবারক দার (হংকং)
  • কাতার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • ইউসুফ ওয়ালি (বাহরাইন)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় স্থান নির্ধারণী

২৩ ডিসেম্বর ২০২২
০৯:০০
স্কোরকার্ড
সিঙ্গাপুর 
১৬৪/৬ (১৮ ওভার)
 কাতার
১৬৫/১ (১৪ ওভার)
মনপ্রীত সিং ৭১ (৩৩)
ইকরামুল্লাহ খান ৩/২৪ (৪ ওভার)
মোহাম্মদ রিজলান ৭২* (২৫)
জনক প্রকাশ ১/২৬ (৩ ওভার)
কাতার ৯ উইকেটে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: বিশ্বনাদন কালিদাস (মালয়েশিয়া) ও লোকনাথন পুবালন (মালয়েশিয়া)
ম্যাচসেরা: মোহাম্মদ রিজলান (কাতার)
  • কাতার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৮ ওভারে খেলা হয়।
  • ইউসুফ আলি (কাতার) ও সিদ্ধান্ত শ্রীকান্ত (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।

ফাইনাল

২৩ ডিসেম্বর ২০২২
১৩:৪০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
১৫৩/৯ (২০ ওভার)
 বাহরাইন
১৫৬/৪ (১৯.৪ ওভার)
জুবাইদি জুলকিফলি ৩৪ (১৯)
সরফরাজ আলি ৪/২৭ (৪ ওভার)
সোহেল আহমেদ ৬৬* (৪৪)
ফিতরি বিন মোহাম্মদ শাম ১/২২ (৪ ওভার)
বাহরাইন ৬ উইকেটে জয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভাল, বাঙি
আম্পায়ার: তবারক দার (হংকং) ও সেন্থিল কুমার ত্যাগরাজন (সিঙ্গাপুর)
ম্যাচসেরা: সোহেল আহমেদ (বাহরাইন)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

  1. "🏏🏏MATCH FIXTURES FOR THE UPCOMING QUADRANGULAR T20 SERIES MALAYSIA 2022 🏏🏏"বাহরাইন ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২২ ফেসবুক-এর মাধ্যমে।
  2. "Malaysia Cricket to host Men's Quadrangular T20I series in December 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২২
  3. "Stayed Tuned"মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২২ ফেসবুক-এর মাধ্যমে।
  4. "Bahrain win 2022-23 Malaysia Quadrangular T20I Series"গাল্ফ ডেইলি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.