২০২২–২৩ বাংলাদেশ সুপার কাপ

২০২২–২৩ বাংলাদেশ সুপার কাপ হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দ্বারা আয়োজিত বার্ষিক ফুটবল প্রতিযোগিতা বাংলাদেশ সুপার কাপের ৪র্থ আসর। এই আসরে বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগের পূর্ববর্তী মৌসুমের শীর্ষ চার দলসহ সর্বমোট ছয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।[1][2][3]

২০২২–২৩ বাংলাদেশ সুপার কাপ
বিবরণ
স্বাগতিক দেশবাংলাদেশ
শহরঢাকা
তারিখএপ্রিল ২০২৩
দল
মাঠ (১টি আয়োজক শহরে)

ঢাকা মোহামেডান বাংলাদেশ সুপার কাপের পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ২০১৩ সালে শেখ রাসেলের সাথে অতিরিক্ত সময় শেষে ১–১ গোলে ড্র করার পর পেনাল্টি শুট-আউটে ৪–২ গোলের ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ সুপার কাপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।[4]

বিন্যাস

এই আসরে বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগের ২০২১–২২ মৌসুমের শীর্ষ চারটি দল সরাসরি অংশগ্রহণ করবে, অন্যদিকে বাকি দুইটি দল বাছাইপর্বের মাধ্যমে উত্তীর্ণ হবে।[5]

দল

দলঅংশগ্রহণসাফল্য
বসুন্ধরা কিংসঅভিষেক
ঢাকা আবাহনী৪র্থচ্যাম্পিয়ন (২০১১)
সাইফঅভিষেক
শেখ জামাল৪র্থসেমি-ফাইনাল (২০০৯)
অনির্ধারিত
অনির্ধারিত

তথ্যসূত্র

  1. "ফিরছে আকর্ষণীয় সুপার কাপ"Daily Kalerkantho। ২৪ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২
  2. "লিগ কমিটির দায়িত্ব নিয়েই চমকের ইঙ্গিত সালাউদ্দিনের!"Offside Desk। ২৪ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২
  3. "আবার ফিরছে কোটি টাকার সুপার কাপ!"Daily Dhaka Post। ২৪ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২২
  4. "Dhaka Mohammedan won 2013 Super Cup title by defeat Sheikh Russel KC"www.rsssf.com। ২৫ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২২
  5. Reporter, Sports (সেপ্টেম্বর ২৬, ২০২২)। "BFF drops controversial venue for next season"The Daily Star
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.