২০২২–২৩ ফেডারেশন কাপ (বাংলাদেশ)

২০২২-২৩ ফেডারেশন কাপ, হল ফেডারেশন কাপ টুর্নামেন্টের ৩৪তম সংস্করণ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দ্বারা আয়োজিত বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রধান ঘরোয়া বার্ষিক ক্লাব ফুটবল প্রতিযোগিতা। ১১টি প্রতিযোগী দল এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। টুর্নামেন্টটি ২০ ডিসেম্বর ২০২২ থেকে ১৮ জুলাই ২০২৩ পর্যন্ত চলবে। [1] [2] টুর্নামেন্টের বিজয়ী ২০২৪-২৫ এএফসি কাপ এর কোয়ালিফায়ার প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করবে।

২০২২–২৩ ফেডারেশন কাপ
বিবরণ
স্বাগতিক দেশবাংলাদেশ
শহর
তারিখ২০ ডিসেম্বর ২০২২-১১ জুন ২০২৩
দল১১
মাঠ (১টি আয়োজক শহরে)
পরিসংখ্যান
ম্যাচ১৮
গোল সংখ্যা৫৪ (ম্যাচ প্রতি ৩টি)
শীর্ষ গোলদাতাউজবেকিস্তান আসরোর গফুরভ (বসুন্ধরা কিংস)
(৩টি গোল)

বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। ৯ জানুয়ারী ২০২২-এ ক্লাবটি রহমতগঞ্জকে ২-১ ব্যবধানে পরাজিত করে দ্বাদশ বারের মতো ট্রফি জিতেছিল। [3]

অংশগ্রহণকারী দল

নিম্নলিখিত ১১টি দল এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে।

দল অংশগ্রহণ পূর্ববর্তী সেরা সাফল্য
বাংলাদেশ পুলিশ এফসি৩য়সেমিফাইনাল (২০১৯-২০)
বসুন্ধরা কিংস
৪র্থচ্যাম্পিয়ন (২০১৯-২০, ২০২০-২১)
চট্টগ্রাম আবাহনী ৩৩তমচ্যাম্পিয়ন (২০১৭)
ঢাকা আবাহনী ৩৩তম চ্যাম্পিয়ন (১৯৮২, ১৯৮৫, ১৯৮৬, ১৯৮৮, ১৯৯৭, ১৯৯৯, ২০০০, ২০১০, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০২১-২২)
ঢাকা মোহামেডান ৩৩তমচ্যাম্পিয়ন (১৯৮০, ১৯৮১, ১৯৮২, ১৯৮৩, ১৯৮৭, ১৯৮৯, ১৯৯৫, ২০০২, ২০০৮, ২০০৯)
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৩৩তমচ্যাম্পিয়ন (১৯৯৪, ২০০১, ২০০৩)
রহমতগঞ্জ এমএফএস ৩৩তমরানার-আপ (২০১৯-২০)
শেখ রাসেল ক্রীড়া চক্র ২৭তম চ্যাম্পিয়ন (২০১২)
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১১তমচ্যাম্পিয়ন (২০১১-১২, ২০১৩, ২০১৫)
এএফসি উত্তরাঅভিষেকপ্রযোজ্য নয়
ফর্টিস এফসিঅভিষেকপ্রযোজ্য নয়

ভেন্যু

দেশজুড়ে এই তিনটি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

কুমিল্লা গোপালগঞ্জ মুন্সীগঞ্জ
কুমিল্লা জেলা স্টেডিয়াম শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়াম
ক্ষমতা: ১৮,০০০ ক্ষমতা: ৫,০০০ ক্ষমতা: ১০,০০০

ড্র

ড্র অনুষ্ঠানটি ২৫ নভেম্বর ২০২২ তারিখে বিকাল ৪:০০টায় বাফুফে হাউসের মতিঝিল, ঢাকার তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়ছে। তিনটি গ্রুপে বিভক্ত ছিল এগারোটি দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা তৃতীয় স্থান অর্জনকারী দুটি দল নক আউট পর্ব-এ খেলার যোগ্যতা অর্জন করছে।[4]

গ্রুপ পর্বের বিবরণ

গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি
শেখ জামাল ধানমন্ডি ক্লাব বসুন্ধরা কিংস ঢাকা আবাহনী
ঢাকা মোহামেডান চট্টগ্রাম আবাহনী শেখ রাসেল ক্রীড়া চক্র
রহমতগঞ্জ এমএফএস মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র বাংলাদেশ পুলিশ এফসি
এএফসি উত্তরা ফর্টিস এফসি ×

রাউন্ড ম্যাচের তারিখ

পর্যায় তারিখ
গ্রুপ পর্যায় ২০ ডিসেম্বর ২০২২–৩ মে ২০২৩
কোয়ার্টার ফাইনাল অনির্ধারিত ২০২৩
সেমিফাইনাল অনির্ধারিত ২০২৩
ফাইনাল ১৮ জুলাই ২০২৩

ম্যাচ পরিচালক

রেফারি
  • বাংলাদেশ সবুজ দাস
  • বাংলাদেশ মোঃ আনিসুর রহমান
  • বাংলাদেশ মোঃ নাসির উদ্দিন
  • বাংলাদেশ ভুবন মোহন তরাফদার
  • বাংলাদেশ মোঃ জালাল উদ্দিন
  • বাংলাদেশ মোঃ আলমগীর সরকার
  • বাংলাদেশ রিমন মেহমুদ
সহকারী রেফারি
  • বাংলাদেশ মোঃ রাসেল মাহমুদ
  • বাংলাদেশ বায়েজিদ মন্ডল
  • বাংলাদেশ মেহেদী হাসান ইমন
  • বাংলাদেশ শেখ ইকবাল আলম
  • বাংলাদেশ মোঃ শাহ আলম
  • বাংলাদেশ সুজয় বড়ুয়া
  • বাংলাদেশ সৌমিক পাল
  • বাংলাদেশ মোঃ রিমন মাহমুদ
  • বাংলাদেশ মোঃ নুরুজ্জামান
  • বাংলাদেশ আনোয়ার হোসেন সাজু
  • বাংলাদেশ সাব্বির সালেক শুভ
  • বাংলাদেশ মোঃ মনির ঢালী

গ্রুপ পর্ব

গ্রুপ টেবিলে রঙের চাবিকাঠি
গ্রুপ বিজয়ী, রানার্স আপ এবং দুটি সেরা তৃতীয় স্থান দল নকআউট পর্বে অগ্রসর হবে

টাইব্রেকার

প্রত্যেক দলের পয়েন্টের ওপর ভিত্তি করে দলের অবস্থান নির্ণয় করা হয় (জয়ের জন্য ৩ পয়েন্ট, ড্রয়ের জন্য ১ পয়েন্ট, হারের জন্য ০ পয়েন্ট), এবং যদি পয়েন্টের সমতা হয় তবে গ্রুপ পর্বের সবগুলো খেলা শেষে নিম্নে বর্ণিত মানদণ্ডের উপর ভিত্তি করে শীর্ষ দুই দল নির্ণয় করা হবে:

  1. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের ম্যাচে পয়েন্ট;
  2. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের গোল পার্থক্য;
  3. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের গোল সংখ্যা;
  4. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের হেড-টু-হেড গোল পার্থক্য;
  5. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের হেড-টু-হেড গোল সংখ্যা;
  6. ৩য় স্থানের পরের কোনো দল চূড়ান্ত টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করতে পারবেন না, (১ম,২য় ও ৩য় স্থানে থাকা দলের তাদের মধ্যে ম্যাচের ফলাফল গুলো গন্য করা হবে);
  7. যেসকল দলের পয়েন্ট সমান এবং তারা যদি সর্বশেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়, তবে তাদের মধ্যে পেনাল্টি শুট-আউট;
  8. গ্রুপ পর্বের সকল ম্যাচে সর্বনিম্ন শাস্তিমূলক পয়েন্ট (একটি নির্দিষ্ট ম্যাচে একজন খেলোয়াড়ের জন্য শুধুমাত্র একটি নিয়ম প্রয়োগ করা হবে):
    1. হলুদ কার্ড = −১ পয়েন্ট;
    2. এক ম্যাচে দুটি হলুদ কার্ডের জন্য বহিষ্কার = −৩ পয়েন্ট;
    3. লাল কার্ড = −৩ পয়েন্ট;
    4. হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড = −৪ পয়েন্ট;
  9. লটারি।

গ্রুপ এ

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
ঢাকা মোহামেডান ১০ +৮ কোয়ার্টার ফাইনালে অগ্রসর
রহমতগঞ্জ এমএফএস +৩
শেখ জামাল ধানমন্ডি ক্লাব
এএফসি উত্তরা ১২ ১১
সম্পন্ন তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: সকারওয়ে
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বে টাইব্রেকার
আজমপুর ফুটবল ক্লাব উত্তরা০–৩শেখ জামাল ধানমন্ডি ক্লাব
প্রতিবেদন
ঢাকা মোহামেডান১–০রহমতগঞ্জ এমএফএস
প্রতিবেদন
রেফারি: মোঃ আনিসুর রহমান সাগর

রহমতগঞ্জ এমএফএস৩–০শেখ জামাল ধানমন্ডি ক্লাব
প্রতিবেদন
ঢাকা মোহামেডান৭–০আজমপুর ফুটবল ক্লাব উত্তরা
  • মুজাফফর মুজাফফরভ গোল ৫', ৫২'
  • রজার গোল ৭'
  • ফেবলস গোল ৩৯'
  • সাজ্জাদ গোল ৪৯', ৬০'
  • শাহরিয়ার ইমন গোল ৫২'
প্রতিবেদন

আজমপুর ফুটবল ক্লাব উত্তরা১–২রহমতগঞ্জ এমএফএস
  • রোহিত সরকার গোল ৬'
প্রতিবেদন
  • হিনেস্ট্রোজা গোল ৭১' (পে.)
  • আশরাফুল ইসলাম গোল ৭৪'
ঢাকা মোহামেডান২–২শেখ জামাল ধানমন্ডি ক্লাব
  • আরিফ হোসেন গোল ২৮'
  • আশরাফুল হক আসিফ গোল ৭১'
প্রতিবেদন

গ্রুপ বি

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
বসুন্ধরা কিংস +৫ কোয়ার্টার ফাইনালে অগ্রসর
চট্টগ্রাম আবাহনী
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র
ফর্টিস এফসি
সম্পন্ন তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: সকারওয়ে
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বে টাইব্রেকার
বসুন্ধরা কিংস২–০ফর্টিস এফসি
  • আসরোর গফুরভ গোল ৫৩', ৯৪'
প্রতিবেদন
চট্টগ্রাম আবাহনী১–০মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র
  • ওজুকউ ডেভিড ইফেগউ গোল ৯০'
প্রতিবেদন
রেফারি: ভুবন মোহন তরাফদার

ফর্টিস এফসি০–০চট্টগ্রাম আবাহনী
প্রতিবেদন
বসুন্ধরা কিংস৪–৩মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র
প্রতিবেদন

বসুন্ধরা কিংস২–০চট্টগ্রাম আবাহনী
প্রতিবেদন
রেফারি: ভুবন মোহন তরাফদার
ফর্টিস এফসি১–২মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র
  • মোঃ সবুজ গোল ৮৫'
প্রতিবেদন

গ্রুপ সি

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
ঢাকা আবাহনী +১ [lower-alpha 1] কোয়ার্টার ফাইনালে অগ্রসর
শেখ রাসেল ক্রীড়া চক্র +১ [lower-alpha 1]
বাংলাদেশ পুলিশ এফসি
সম্পন্ন তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: সকারওয়ে
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বে টাইব্রেকার
টীকা:
  1. ঢাকা আবাহনী ৩–৩ শেখ রাসেল ক্রীড়া চক্র ম্যাচটি ড্র হয়েছিল। ফলে পেনাল্টি শুট-আউটে ৫–৩ গোলে ঢাকা আবাহনী জয় লাভ করেছিল।

বাংলাদেশ পুলিশ এফসি০–১শেখ রাসেল ক্রীড়া চক্র
প্রতিবেদন
  • নিহাত জামান উচ্ছ্বাস গোল ৭৬'

ঢাকা আবাহনী৩–৩শেখ রাসেল ক্রীড়া চক্র
প্রতিবেদন
  • দীপক রায় গোল ৬৭'
  • দিদিয়ের গোল ৭৯' (পে.)
  • খালেকুজ্জামান সবুজ গোল ৮৪'
পেনাল্টি
৫–৩

সেরা তৃতীয় স্থানে থাকা দলের র‍্যাঙ্কিং

অব গ্রুপ দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
শেখ জামাল ধানমন্ডি ক্লাব (Q) কোয়ার্টার ফাইনালে অগ্রসর
বি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (Q) [lower-alpha 1]
সি বাংলাদেশ পুলিশ এফসি [lower-alpha 1]
সম্পন্ন তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: সকারওয়ে ফুটিস্ট্যাটস
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বে টাইব্রেকার
(Q) নকআউট পর্বে যোগ্যতা অর্জন করেছেন।
টীকা:
  1. গোল করা হয়েছে: মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র: ৩, বাংলাদেশ পুলিশ এফসি: ০.[5]

নকআউট পর্ব

যোগ্যতা অর্জন করে

  • নকআউট পর্বে আটটি দল জড়িত যারা গ্রুপ পর্যায় এর সময় তাদের প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা তৃতীয় স্থান অর্জনকারী দুটি দল কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করবে।বিপিএল থেকে ৮টি ক্লাব যোগ্যতা অর্জন করেছে।
  • নকআউট পর্বে, স্বাভাবিক খেলার সময় শেষে যদি একটি ম্যাচ গোলশূন্য শেষ হয়, অতিরিক্ত সময়ে (প্রতিটি ১৫ মিনিটের দুটি সময়) খেলাটি হবে এবং উক্ত খেলাটি শেষ পর্যন্ত মীমাংসা না হলে পরবর্তীতে পেনাল্টিশুট আউট করা হবে।
  • যোগ্য দলসমূহ
গ্রুপ চ্যাম্পিয়ন রানার্সআপ সেরা তৃতীয় স্থান অধিকারী
গ্রুপ এ ঢাকা মোহামেডান রহমতগঞ্জ এমএফএস শেখ জামাল ধানমন্ডি ক্লাব
গ্রুপ বি বসুন্ধরা কিংস চট্টগ্রাম আবাহনী মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র
গ্রুপ সি ঢাকা আবাহনী শেখ রাসেল ক্রীড়া চক্র যোগ্যতা অর্জন করতে ব্যর্থ

বন্ধনী

 
কোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
          
 
৪ এপ্রিল –মুন্সীগঞ্জ
 
 
বসুন্ধরা কিংস
 
৯ মে –গোপালগঞ্জ
 
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র
 
বসুন্ধরা কিংস
 
১৮ এপ্রিল –কুমিল্লা
 
ঢাকা মোহামেডান
 
ঢাকা মোহামেডান
 
২৩ মে -কুমিল্লা
 
চট্টগ্রাম আবাহনী
 
 
 
১১ এপ্রিল –গোপালগঞ্জ
 
 
 
ঢাকা আবাহনী
 
১৬ মে –কুমিল্লা
 
শেখ জামাল ধানমন্ডি ক্লাব
 
ঢাকা আবাহনী
 
৩ মে –মুন্সীগঞ্জ
 
 তৃতীয় স্থান
 
শেখ রাসেল ক্রীড়া চক্র
 
৩০ মে -গোপালগঞ্জ
 
রহমতগঞ্জ এমএফএস
 
 
 
 
 
 

কোয়ার্টার ফাইনাল

ম্যাচ গ্রুপ দল ফলাফল দল গ্রুপ
গ্রুপ বি বসুন্ধরা কিংস –১ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র গ্রুপ বি
গ্রুপ সি ঢাকা আবাহনী –০ শেখ জামাল ধানমন্ডি ক্লাব গ্রুপ এ
গ্রুপ এ ঢাকা মোহামেডান –১ চট্টগ্রাম আবাহনী গ্রুপ বি
গ্রুপ সি শেখ রাসেল ক্রীড়া চক্র ৩ মে ২০২৩ রহমতগঞ্জ এমএফএস গ্রুপ এ
কোয়ার্টার ফাইনাল-১
বসুন্ধরা কিংসমুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র
প্রতিবেদন ১
প্রতিবেদন ২
  • ইমানুয়েল গোল ৩৪'
রেফারি: মোঃ আনিসুর রহমান সাগর
কোয়ার্টার ফাইনাল-২
কোয়ার্টার ফাইনাল-৩
ঢাকা মোহামেডানচট্টগ্রাম আবাহনী
  • সানডে ইমানুয়েল গোল ১৯'
  • মুজাফফর মুজাফফরভ গোল ৩৪'
  • দিয়াবাত গোল ৪৮', ৭০'
  • ক্যান্ডি অগাস্টিন গোল ৩৪' (পে.)
কোয়ার্টার ফাইনাল-৪

সেমি-ফাইনাল

ম্যাচ গ্রুপ দল ফলাফল দল গ্রুপ
বিজয়ী কোয়ার্টার-১ বসুন্ধরা কিংস ৯ মে ২০২৩ ঢাকা মোহামেডান বিজয়ী কোয়ার্টার-৩
বিজয়ী কোয়ার্টার-২ ঢাকা আবাহনী ১৬ মে ২০২৩ বিজয়ী কোয়ার্টার-৪
সেমি-ফাইনাল-১
সেমি-ফাইনাল-২
ঢাকা আবাহনীবনামনির্ণয়ের অপেক্ষা

তৃতীয় স্থান

  • [তৃতীয় স্থান]
তৃতীয় স্থান
ম্যাচ গ্রুপ দল ফলাফল দল গ্রুপ
ফাইনাল ম্যাচ সেমি-১ ২৩ মে ২০২৩ সেমি-২
নির্ণয়ের অপেক্ষাবনামনির্ণয়ের অপেক্ষা

ফাইনাল

  • [ফাইনাল]
ফাইনাল
ম্যাচ গ্রুপ দল ফলাফল দল গ্রুপ
ফাইনাল ম্যাচ সেমি-১ ৩০ মে ২০২৩ সেমি-২
নির্ণয়ের অপেক্ষাবনামনির্ণয়ের অপেক্ষা

পরিসংখ্যান

গোলদাতা

এই প্রতিযোগিতায় ১৮টি ম্যাচে ৫৪টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ৩টি গোল (১৮ এপ্রিল ২০২৩ তারিখ অনুযায়ী)।

উৎস: ফুটিস্ট্যাটস

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "BFF drops controversial venue for next season"The Daily Star। ২৬ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২
  2. "লিগ কমিটির দায়িত্ব নিয়েই চমকের ইঙ্গিত সালাউদ্দিনের!"Offside Desk। ২৪ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২
  3. "Abahani regain Fed Cup title"Daily Newage। ৯ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২
  4. "ফেডারেশন কাপ ফুটবলের ড্র অনুষ্ঠিত"www.footballbangladesh.com। ২৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২২
  5. "বেশি গোল দিয়ে কোয়ার্টারে মুক্তিযোদ্ধা"Dhaka Tribune। ৭ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.