২০২২–২৩ নেদারল্যান্ডস নারী ক্রিকেট দলের থাইল্যান্ড সফর
নেদারল্যান্ডস নারী ক্রিকেট দল ২০২২ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে চারটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও চারটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য থাইল্যান্ড সফর করে।[1][2] সিরিজের সব ম্যাচ চিয়াং মাই প্রদেশের সন দ্রায় জেলার দ্য রয়াল চিয়াং মাই গলফ রিসোর্ট মাঠে অনুষ্ঠিত হয়।[3] ওডিআই ম্যাচগুলো ছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক ওডিআই মর্যাদা লাভের পর থাইল্যান্ডের প্রথম আনুষ্ঠানিক নারী একদিনের আন্তর্জাতিক ম্যাচ।[4]
২০২২–২৩ নেদারল্যান্ডস নারী ক্রিকেট দলের থাইল্যান্ড সফর | |||
---|---|---|---|
থাইল্যান্ড | নেদারল্যান্ডস | ||
তারিখ | ২০ নভেম্বর ২০২২ – ৩ ডিসেম্বর ২০২২ | ||
অধিনায়ক | নঋমল চৈবৈ | হেদার সিখারস | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৪ ম্যাচের সিরিজে থাইল্যান্ড ৪–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | ণট্ঠকান্ত চন্দ্রধর্ম (২৬৭) | বাবেট ডে লেডা (১৫৯) | |
সর্বাধিক উইকেট | শুলিবর লৌমী (১০) | আইরিস স্ভিলিং (১০) | |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৪ ম্যাচের সিরিজে থাইল্যান্ড ৩–১ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | নঋমল চৈবৈ (৮৭) | স্টেরে ক্যালিস (১২৭) | |
সর্বাধিক উইকেট | অর্ণিজা কাংজম্ভূ (৭) |
হেদার সিখারস (৪) এভা লিঞ্চ (৪) হানা লান্ডহের (৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | স্টেরে ক্যালিস (নেদারল্যান্ডস) |
ওডিআই সিরিজে থাইল্যান্ড ৪–০ ব্যবধানে জয়লাভ করে।[5] টি২০আই সিরিজে থাইল্যান্ড ৩–১ ব্যবধানে জয়ী হয়।[6]
দলীয় সদস্য
থাইল্যান্ড[7] | নেদারল্যান্ডস[8] |
---|---|
|
|
ওডিআই সিরিজ
১ম ওডিআই
ব |
||
ণট্ঠকান্ত চন্দ্রধর্ম ১০২ (১৩৫) ফ্রেডেরিক ওফেরডাইক ৩/৩৯ (৮ ওভার) |
বাবেট ডে লেডা ৩৩ (৬২) অর্ণিজা কাংজম্ভূ ৩/৩৫ (১০ ওভার) |
- নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে নেদারল্যান্ডসের লক্ষ্য ৪৬ ওভারে ২৩৫ নির্ধারণ করা হয়।
- অর্ণিজা কাংজম্ভূ, জনিতা সুদ্ধরেঅঙ, ণট্ঠকান্ত চন্দ্রধর্ম, দিভজ্জা বদ্ধবঙ্গ, নঋমল চৈবৈ, নন্দনভস গনচেরিঞ্ক্রৈ, নাতয়া পূজাধর্ম, বণ্ণিতা মায়ঃ, রোসনানী কানোঃ, শরনরিন্দ্র দিব্যভোজন, শুলিবর লৌমী (থাইল্যান্ড), স্টেরে ক্যালিস, হানা লান্ডহের ও হেদার সিখারস (নেদারল্যান্ডস)-এর ওডিআই অভিষেক হয়।
- ণট্ঠকান্ত চন্দ্রধর্ম প্রথম থাই ক্রিকেটার হিসেবে নারী ওডিআই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।[9]
২য় ওডিআই
ব |
||
ণট্ঠকান্ত চন্দ্রধর্ম ৪২ (৬৫) এভা লিঞ্চ ৪/৩৩ (১০ ওভার) |
- থাইল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় ওডিআই
ব |
||
নঋমল চৈবৈ ৬৫ (১০২) আইরিস স্ভিলিং ৫/২৫ (৯.৪ ওভার) |
হেদার সিখারস ৩২ (৩৩) শুলিবর লৌমী ৪/২৬ (৯ ওভার) |
- নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আনেমেইন টমসন (নেদারল্যান্ডস)-এর ওডিআই অভিষেক হয়।
- আইরিস স্ভিলিং (নেদারল্যান্ডস) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[10]
৪র্থ ওডিআই
ব |
||
বাবেট ডে লেডা ৫৯ (৭৫) নন্দিতা পুঞ্সুখগাং ৪/২৬ (৯.৫ ওভার) |
ণট্ঠকান্ত চন্দ্রধর্ম ৬৮ (৭৪) আইরিস স্ভিলিং ২/২৪ (৮ ওভার) |
- নেদারল্যান্ডস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- নন্দিতা পুঞ্সুখগাং ও পণ্ডিতা লীবঢনা (থাইল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।
টি২০আই সিরিজ
১ম টি২০আই
ব |
||
রোবিনা রাইকা ৩৩ (৪০) শুলিবর লৌমী ৩/১৪ (৪ ওভার) |
নন্দনভস গনচেরিঞ্ক্রৈ ৪৪* (৬২) |
- নেদারল্যান্ডস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- রবিন ফন ওস্টেরোম (নেদারল্যান্ডস)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
ব |
||
স্টেরে ক্যালিস ৫৬ (৫৬) দিভজ্জা বদ্ধবঙ্গ ২/২২ (৪ ওভার) |
- থাইল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় টি২০আই
ব |
||
রোবিনা রাইকা ১৭ (৩৩) নাতয়া পূজাধর্ম ২/৩ (৩ ওভার) |
নন্দনভস গনচেরিঞ্ক্রৈ ২১ (৩২) ণট্ঠকান্ত চন্দ্রধর্ম ২১ (৩২) হানা লান্ডহের ৩/১৪ (৪ ওভার) |
- থাইল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৯ ওভারে খেলা হয়।
৪র্থ টি২০আই
ব |
||
নঋমল চৈবৈ ৪৭ (৪৫) আইরিস স্ভিলিং ২/১৫ (৪ ওভার) |
স্টেরে ক্যালিস ৩৯ (৪৬) অর্ণিজা কাংজম্ভূ ২/১৯ (৪ ওভার) |
- নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
- "Netherlands women cricket team to play eight matches in and against Thailand"। রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২২।
- "Thailand Cricket to host Netherlands Women for WODI/WT20I series in November"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২২।
- "Dutch women to tour Thailand"। ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ৭ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২।
- "Dutch women head to Thailand"। ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২২।
- "Thailand, Netherlands make ICC Women's ODI Team Rankings"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২২।
- "Chaiwai and the spinners seal series for Thailand"। ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২২।
- "Netherlands women cricket team to play eight matches in and against Thailand"। থাইল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২২।
- "Nederlands vrouwencricketteam speelt acht wedstrijden in en tegen Thailand"। রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওলন্দাজ ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২।
- "Chantam century helps Thailand win first ODI"। ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২২ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২২।
- "Thailand again too strong despite Zwilling's five-for"। ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২২।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.