২০২২–২৩ জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলের থাইল্যান্ড সফর

জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল ২০২৩ সালের এপ্রিল মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য থাইল্যান্ড সফর করে।[1][2] প্রাথমিকভাবে সফরে শুধু তিনটি টি২০আই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল,[3] কিন্তু পরবর্তীতে সফরের সূচিতে আরও একটি টি২০আই ম্যাচ ও তিনটি ওডিআই ম্যাচ যোগ করা হয়।[4] টি২০আই সিরিজের প্রথম ম্যাচ শেষ হওয়ার পর পুনরায় সফরের সূচিতে পরিবর্তন আনা হয় ও শেষ টি২০আই ম্যাচটি বাতিল করা হয়।[5] সিরিজের ম্যাচসমূহ ব্যাংককের তের্দথাই ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[6]

২০২২–২৩ জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলের থাইল্যান্ড সফর
 
  থাইল্যান্ড জিম্বাবুয়ে
তারিখ ১৯ এপ্রিল ২০২৩ – ২৮ এপ্রিল ২০২৩
অধিনায়ক নঋমল চৈবৈ ম্যারি-অ্যান মুসোন্দা
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে থাইল্যান্ড ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান নঋমল চৈবৈ (১১১) শার্ন মেয়ারস (৭৭)
সর্বাধিক উইকেট দিভজ্জা বদ্ধবঙ্গ (৯) কেলিস ন্দ্‌লোভু (১০)
সিরিজ সেরা খেলোয়াড় নঋমল চৈবৈ (থাইল্যান্ড)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে থাইল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান নন্দনভস গনচেরিঞ্‌ক্রৈ (৭৮) শার্ন মেয়ারস (১২০)
সর্বাধিক উইকেট নাতয়া পূজাধর্ম (৪)
অর্ণিজা কাংজম্ভূ (৪)
অড্রে মাজভিশায়া (৬)

ওডিআই সিরিজে থাইল্যান্ড ৩–০ ব্যবধানে জয়লাভ করে।[7][8] টি২০আই সিরিজে থাইল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়।

দলীয় সদস্য

 থাইল্যান্ড[9]  জিম্বাবুয়ে[10]
  • ম্যারি-অ্যান মুসোন্দা (অধি.)
  • অড্রে মাজভিশায়া
  • অ্যাশলি ন্দিরায়া
  • কেলিস ন্দ্‌লোভু
  • ক্রিস্টাবেল চাতোনজোয়া
  • চিপো মুগেরি
  • জোসেফিন ন্‌কোমো
  • নোমভেলো সিবান্দা
  • পেলায়িয়া মুজাজি (উই.)
  • প্রেশাস মারাংগে
  • ফ্রান্সিসকা চিপারে
  • মোডস্টার মুপাচিকোয়া (উই.)
  • লরিন ৎশুমা
  • লরিন পিরি
  • শার্ন মেয়ারস

ওডিআই সিরিজ

১ম ওডিআই

১৯ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
থাইল্যান্ড 
১৫৪ (৪৩ ওভার)
 জিম্বাবুয়ে
৭৬ (২৪.১ ওভার)
নঋমল চৈবৈ ৫৭* (১০৪)
কেলিস ন্দ্‌লোভু ৫/২২ (৯ ওভার)
শার্ন মেয়ারস ২৪ (২৪)
দিভজ্জা বদ্ধবঙ্গ ৬/৬ (৬.১ ওভার)
থাইল্যান্ড ৭৮ রানে জয়ী
তের্দথাই ক্রিকেট মাঠ, ব্যাংকক
আম্পায়ার: তবারক দার (হংকং) ও বিশ্বনাদন কালিদাস (মালয়েশিয়া)
ম্যাচসেরা: দিভজ্জা বদ্ধবঙ্গ (থাইল্যান্ড)
  • থাইল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কেলিস ন্দ্‌লোভু ও চিপো মুগেরি (জিম্বাবুয়ে)-এর ওডিআই অভিষেক হয়।
  • কেলিস ন্দ্‌লোভু প্রথম জিম্বাবুয়ান ক্রিকেটার হিসেবে নারী ওডিআই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।
  • দিভজ্জা বদ্ধবঙ্গ প্রথম থাই ক্রিকেটার হিসেবে নারী ওডিআই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।

২য় ওডিআই

২১ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
থাইল্যান্ড 
২১৭ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
১৭২/৯ (৫০ ওভার)
ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম ৫৪ (৬৭)
কেলিস ন্দ্‌লোভু ৩/১৭ (১০ ওভার)
শার্ন মেয়ারস ৩৭ (৫৩)
জনিতা সুদ্ধরেঅঙ ২/১৪ (৪ ওভার)
থাইল্যান্ড ৪৫ রানে জয়ী
তের্দথাই ক্রিকেট মাঠ, ব্যাংকক
আম্পায়ার: অশ্বনী কুমার রানা (থাইল্যান্ড) ও বিশ্বনাদন কালিদাস (মালয়েশিয়া)
ম্যাচসেরা: ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম (থাইল্যান্ড)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই

২৩ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
১১২ (৩৮.৫ ওভার)
 থাইল্যান্ড
১১৬/৪ (২৭.২ ওভার)
লরিন ৎশুমা ৩২* (৬৩)
নাতয়া পূজাধর্ম ৩/৭ (৭ ওভার)
নঋমল চৈবৈ ৫২* (৬০)
কেলিস ন্দ্‌লোভু ২/১৯ (৮ ওভার)
থাইল্যান্ড ৬ উইকেটে জয়ী
তের্দথাই ক্রিকেট মাঠ, ব্যাংকক
আম্পায়ার: অশ্বনী কুমার রানা (থাইল্যান্ড) ও তবারক দার (হংকং)
ম্যাচসেরা: নঋমল চৈবৈ (থাইল্যান্ড)
  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

টি২০আই সিরিজ

১ম টি২০আই

২৫ এপ্রিল ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
১৪৩/৪ (২০ ওভার)
 থাইল্যান্ড
১১৯/৯ (২০ ওভার)
শার্ন মেয়ারস ৭১* (৬৭)
বণ্ণিতা মায়ঃ ১/১১ (১ ওভার)
নন্দনভস গনচেরিঞ্‌ক্রৈ ২৯ (৩০)
অড্রে মাজভিশায়া ৪/২৭ (৪ ওভার)
জিম্বাবুয়ে ২৪ রানে জয়ী
তের্দথাই ক্রিকেট মাঠ, ব্যাংকক
আম্পায়ার: তবারক দার (হংকং) ও বিশ্বনাদন কালিদাস (মালয়েশিয়া)
ম্যাচসেরা: শার্ন মেয়ারস (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অড্রে মাজভিশায়া (জিম্বাবুয়ে) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম হ্যাটট্রিক লাভ করেন।

২য় টি২০আই

২৭ এপ্রিল ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
১০৩/৯ (২০ ওভার)
 থাইল্যান্ড
১০৬/৫ (১৯.৩ ওভার)
চিপো মুগেরি ৩৭ (৩৪)
নাতয়া পূজাধর্ম ৩/৭ (৪ ওভার)
নন্দনভস গনচেরিঞ্‌ক্রৈ ৩৯* (৫০)
অড্রে মাজভিশায়া ২/২৭ (৩.৩ ওভার)
থাইল্যান্ড ৫ উইকেটে জয়ী
তের্দথাই ক্রিকেট মাঠ, ব্যাংকক
আম্পায়ার: আরিফ আনসারি (থাইল্যান্ড) ও বিশ্বনাদন কালিদাস (মালয়েশিয়া)
ম্যাচসেরা: নাতয়া পূজাধর্ম (থাইল্যান্ড)
  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

২৮ এপ্রিল ২০২৩
০৯:১৫
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
১১১/৬ (২০ ওভার)
 থাইল্যান্ড
১১২/২ (১৬.৪ ওভার)
ম্যারি-অ্যান মুসোন্দা ২৮ (২৯)
অর্ণিজা কাংজম্ভূ ৩/২০ (৪ ওভার)
ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম ৫৬* (৫৩)
লরিন ৎশুমা ১/২০ (৪ ওভার)
থাইল্যান্ড ৮ উইকেটে জয়ী
তের্দথাই ক্রিকেট মাঠ, ব্যাংকক
আম্পায়ার: আরিফ আনসারি (থাইল্যান্ড) ও তবারক দার (হংকং)
ম্যাচসেরা: ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম (থাইল্যান্ড)
  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

  1. "Lady Chevrons to tour Thailand"ক্রনিকল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩
  2. "Thailand Cricket to host Zimbabwe Women for T20I/ODI series in April 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২৩
  3. "Brent keen on Zim's maiden tour of Thailand"দ্য হেরাল্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৩
  4. @Thailandcricket (১১ এপ্রিল ২০২৩)। "Itinerary: Zimbabwe tour of Thailand 2023 | ODI | T20i | 17-29th April 2023 |" (টুইট) টুইটার-এর মাধ্যমে।
  5. "SECOND T20I PUSHED BACK TO THURSDAY"থাইল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২৩
  6. "Lady Chevrons to tour Thailand for T20 series"নিউ জিম্বাবুয়ে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৩
  7. "Thailand sweep ODI series against Zimbabwe"ক্রিকেটইউরোপ। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩
  8. "Whitewashed …Lady Chevrons fail to match Thailand"ক্রনিকল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩
  9. "ZIMBABWE WOMEN ARRIVE IN THAILAND FOR 3 ODIS AND 4 T20iS"থাইল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৩
  10. @zimbabwewomen (১৫ এপ্রিল ২০২৩)। "🇿🇼 travel to Thailand today for tour that includes 3 One Day Internationals and 4 T20 matches" (টুইট) টুইটার-এর মাধ্যমে।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.