২০২২–২৩ জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলের থাইল্যান্ড সফর
জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল ২০২৩ সালের এপ্রিল মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য থাইল্যান্ড সফর করে।[1][2] প্রাথমিকভাবে সফরে শুধু তিনটি টি২০আই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল,[3] কিন্তু পরবর্তীতে সফরের সূচিতে আরও একটি টি২০আই ম্যাচ ও তিনটি ওডিআই ম্যাচ যোগ করা হয়।[4] টি২০আই সিরিজের প্রথম ম্যাচ শেষ হওয়ার পর পুনরায় সফরের সূচিতে পরিবর্তন আনা হয় ও শেষ টি২০আই ম্যাচটি বাতিল করা হয়।[5] সিরিজের ম্যাচসমূহ ব্যাংককের তের্দথাই ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[6]
২০২২–২৩ জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলের থাইল্যান্ড সফর | |||
---|---|---|---|
থাইল্যান্ড | জিম্বাবুয়ে | ||
তারিখ | ১৯ এপ্রিল ২০২৩ – ২৮ এপ্রিল ২০২৩ | ||
অধিনায়ক | নঋমল চৈবৈ | ম্যারি-অ্যান মুসোন্দা | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে থাইল্যান্ড ৩–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | নঋমল চৈবৈ (১১১) | শার্ন মেয়ারস (৭৭) | |
সর্বাধিক উইকেট | দিভজ্জা বদ্ধবঙ্গ (৯) | কেলিস ন্দ্লোভু (১০) | |
সিরিজ সেরা খেলোয়াড় | নঋমল চৈবৈ (থাইল্যান্ড) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে থাইল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | নন্দনভস গনচেরিঞ্ক্রৈ (৭৮) | শার্ন মেয়ারস (১২০) | |
সর্বাধিক উইকেট |
নাতয়া পূজাধর্ম (৪) অর্ণিজা কাংজম্ভূ (৪) | অড্রে মাজভিশায়া (৬) |
ওডিআই সিরিজে থাইল্যান্ড ৩–০ ব্যবধানে জয়লাভ করে।[7][8] টি২০আই সিরিজে থাইল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়।
দলীয় সদস্য
থাইল্যান্ড[9] | জিম্বাবুয়ে[10] |
---|---|
|
ওডিআই সিরিজ
১ম ওডিআই
ব |
||
শার্ন মেয়ারস ২৪ (২৪) দিভজ্জা বদ্ধবঙ্গ ৬/৬ (৬.১ ওভার) |
- থাইল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- কেলিস ন্দ্লোভু ও চিপো মুগেরি (জিম্বাবুয়ে)-এর ওডিআই অভিষেক হয়।
- কেলিস ন্দ্লোভু প্রথম জিম্বাবুয়ান ক্রিকেটার হিসেবে নারী ওডিআই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।
- দিভজ্জা বদ্ধবঙ্গ প্রথম থাই ক্রিকেটার হিসেবে নারী ওডিআই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।
২য় ওডিআই
ব |
||
ণট্ঠকান্ত চন্দ্রধর্ম ৫৪ (৬৭) কেলিস ন্দ্লোভু ৩/১৭ (১০ ওভার) |
শার্ন মেয়ারস ৩৭ (৫৩) জনিতা সুদ্ধরেঅঙ ২/১৪ (৪ ওভার) |
- জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় ওডিআই
টি২০আই সিরিজ
১ম টি২০আই
ব |
||
শার্ন মেয়ারস ৭১* (৬৭) বণ্ণিতা মায়ঃ ১/১১ (১ ওভার) |
নন্দনভস গনচেরিঞ্ক্রৈ ২৯ (৩০) অড্রে মাজভিশায়া ৪/২৭ (৪ ওভার) |
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- অড্রে মাজভিশায়া (জিম্বাবুয়ে) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম হ্যাটট্রিক লাভ করেন।
২য় টি২০আই
ব |
||
চিপো মুগেরি ৩৭ (৩৪) নাতয়া পূজাধর্ম ৩/৭ (৪ ওভার) |
নন্দনভস গনচেরিঞ্ক্রৈ ৩৯* (৫০) অড্রে মাজভিশায়া ২/২৭ (৩.৩ ওভার) |
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় টি২০আই
ব |
||
ম্যারি-অ্যান মুসোন্দা ২৮ (২৯) অর্ণিজা কাংজম্ভূ ৩/২০ (৪ ওভার) |
ণট্ঠকান্ত চন্দ্রধর্ম ৫৬* (৫৩) লরিন ৎশুমা ১/২০ (৪ ওভার) |
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
- "Lady Chevrons to tour Thailand"। ক্রনিকল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩।
- "Thailand Cricket to host Zimbabwe Women for T20I/ODI series in April 2023"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২৩।
- "Brent keen on Zim's maiden tour of Thailand"। দ্য হেরাল্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৩।
- @Thailandcricket (১১ এপ্রিল ২০২৩)। "Itinerary: Zimbabwe tour of Thailand 2023 | ODI | T20i | 17-29th April 2023 |" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- "SECOND T20I PUSHED BACK TO THURSDAY"। থাইল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২৩।
- "Lady Chevrons to tour Thailand for T20 series"। নিউ জিম্বাবুয়ে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৩।
- "Thailand sweep ODI series against Zimbabwe"। ক্রিকেটইউরোপ। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩।
- "Whitewashed …Lady Chevrons fail to match Thailand"। ক্রনিকল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩।
- "ZIMBABWE WOMEN ARRIVE IN THAILAND FOR 3 ODIS AND 4 T20iS"। থাইল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৩।
- @zimbabwewomen (১৫ এপ্রিল ২০২৩)। "🇿🇼 travel to Thailand today for tour that includes 3 One Day Internationals and 4 T20 matches" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.