২০২২–২৩ উয়েফা নেশনস লিগ

২০২২–২৩ উয়েফা নেশনস লিগ (ইংরেজি: 2022–23 UEFA Nations League; যা সংক্ষেপে ২০২২–২৩ ইউএনএল নামে পরিচিত) উয়েফা দ্বারা আয়োজিত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা উয়েফা নেশনস লিগের তৃতীয় আসর,[1] যেখানে ইউরোপের ফুটবল সংস্থা উয়েফার অন্তর্ভুক্ত ৫৫টি জাতীয় ফুটবল দল (পুরুষ) প্রতিযোগিতা করবে। এই আসরের লিগ পর্ব ২০২২ সালের ২রা জুন হতে ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত, নেশনস লিগ পর্ব ২০২৩ সালের ১৪ হতে ১৭ই জুন পর্যন্ত এবং অবনমন প্লে-আউট ২০২৪ সালের ২১ হতে ২৬শে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।[2]

২০২২–২৩ উয়েফা নেশনস লিগ
বিবরণ
তারিখলিগ পর্ব:
২ জুন – ২৭ সেপ্টেম্বর ২০২২
নেশনস লিগ পর্ব:
১৪–১৭ জুন ২০২৩
অবনমন প্লে-আউট:
২১–২৬ মার্চ ২০২৪
দল৫৫

সময়সূচী

পর্যায় পর্ব তারিখ
লিগ পর্ব ম্যাচ দিন ১ ২–৪ জুন ২০২১
ম্যাচ দিন ২ ৫–৮ জুন ২০২২
ম্যাচ দিন ৩ ৮–১১ জুন ২০২২
ম্যাচ দিন ৪ ১২–১৪ জুন ২০২২
ম্যাচ দিন ৫ ২২–২৪ সেপ্টেম্বর ২০২২
ম্যাচ দিন ৬ ২৫–২৭ সেপ্টেম্বর ২০২২
নক-আউট পর্ব সেমি-ফাইনাল ১৪–১৫ জুন ২০২৩
তৃতীয় স্থান নির্ধারণী ১৮ জুন ২০২৩
ফাইনাল
অবনমন প্লে-আউট প্রথম লেগ ২১–২৩ মার্চ ২০২৪
দ্বিতীয় লেগ ২৪–২৬ মার্চ ২০২৪

নকআউট পর্ব

যোগ্য দলসমূহ

লিগ এ নেশনস লিগ ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে।

গোষ্ঠী বিজয়ী এর তারিখ
বাছাইপর্ব
পূর্ববর্তী ফাইনাল
অংশগ্রহন
পূর্ববর্তী সেরা
ইউএনএল কর্মক্ষমতা
ইউএনএল র‍্যাঙ্কিং
সেপ্টেম্বর 2022
ফিফা র‍্যাঙ্কিং
মার্চ 2023
এ১  ক্রোয়েশিয়া ২৫ সেপ্টেম্বর ২০২২ ০ (অভিষেক) নবম স্থান (২০১৮–১৯)
এ২  স্পেন ২৭ সেপ্টেম্বর ২০২২ ১ (২০২১) রানার্স-আপ (২০২০–২১)
এ৩  ইতালি ২৬ সেপ্টেম্বর ২০২২ ১ (২০২১) তৃতীয় স্থান (২০২০–২১)
এ৪  নেদারল্যান্ডস (আয়োজক) ২৫ সেপ্টেম্বর ২০২২ ১ (২০১৯) রানার্স-আপ (২০১৮–১৯)
 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
১৪ জুন –
 
 
 নেদারল্যান্ডস
 
১৮ জুন –
 
 
 
 
 
১৫ জুন –
 
 
 
 
 
 
 
 
তৃতীয় স্থান নির্ধারক
 
 
১৮ জুন –
 
 
 
 
 
 

সেমি-ফাইনাল

  • সেমি-ফাইনাল ১
নেদারল্যান্ডস বনামবিজয়ী গ্রুপ ১/২/৩
  • সেমি-ফাইনাল ২
বিজয়ী গ্রুপ ১/২/৩বনামবিজয়ী গ্রুপ ১/২/৩

তৃতীয় স্থান প্লে-অফ

পরাজিতদল ১বনামপরাজিতদল ২

ফাইনাল

বিজয়ীদল ১বনামবিজয়ীদল ২

তথ্যসূত্র

  1. "UEFA Nations League receives associations' green light"। UEFA। ২৭ মার্চ ২০১৪।
  2. "Regulations of the UEFA Nations League, 2022/23" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ২২ সেপ্টেম্বর ২০২১। ২৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.