২০২২–২৩ ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর
ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের সেপ্টেম্বর, অক্টোবর ও ডিসেম্বর মাসে তিনটি টেস্ট ও সাতটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য পাকিস্তান সফর করে।[1][2] সফরে প্রথমে পাঁচটি টি২০আই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২০২১ সালের অক্টোবর মাসে ইংল্যান্ডের পরিকল্পিত পাকিস্তান সফর বাতিল হয়ে যাওয়ার কারণে সূচিতে আরও দুটি টি২০আই ম্যাচ যোগ করা হয়।[3] টেস্ট ম্যাচগুলো ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা হয়।[4]
২০২২–২৩ ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর | |||
---|---|---|---|
পাকিস্তান | ইংল্যান্ড | ||
তারিখ | ২০ সেপ্টেম্বর ২০২২ – ২১ ডিসেম্বর ২০২২ | ||
অধিনায়ক | বাবর আজম |
বেন স্টোকস (টেস্ট) জস বাটলার (টি২০আই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৩–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | বাবর আজম (৩৪৮) | হ্যারি ব্রুক (৪৬৮) | |
সর্বাধিক উইকেট | আবরার আহমেদ (১৭) | জ্যাক লিচ (১৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | হ্যারি ব্রুক (ইংল্যান্ড) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৭ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৪–৩ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | মোহাম্মদ রিজওয়ান (৩১৬) | হ্যারি ব্রুক (২৩৮) | |
সর্বাধিক উইকেট | হারিস রউফ (৮) |
স্যাম কারান (৭) ডেভিড উইলি (৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | হ্যারি ব্রুক (ইংল্যান্ড) |
টি২০আই সিরিজে ইংল্যান্ড ৪–৩ ব্যবধানে জয়লাভ করে।[5] টেস্ট সিরিজে ইংল্যান্ড ৩–০ ব্যবধানে জয়ী হয়।[6]
দলীয় সদস্য
২০২২ সালের ৭ সেপ্টেম্বর অ্যালেক্স হেলসকে ইংল্যান্ডের টি২০আই দলে যোগ করা হয়।[11] ২০২২ সালের ২৩ নভেম্বর রেহান আহমেদকে ইংল্যান্ডের টেস্ট দলে যোগ করা হয়।[12]
টি২০আই সিরিজ
১ম টি২০আই
ব |
||
মোহাম্মদ রিজওয়ান ৬৮ (৪৬) লুক উড ৩/২৪ (৪ ওভার) |
- ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- শান মাসুদ (পাকিস্তান) ও লুক উড (ইংল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
৩য় টি২০আই
ব |
||
- পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- উইল জ্যাকস (ইংল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
৪র্থ টি২০আই
৫ম টি২০আই
ব |
||
- ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আমির জামাল (পাকিস্তান)-এর টি২০আই অভিষেক হয়।
৬ষ্ঠ টি২০আই
৭ম টি২০আই
ব |
||
- পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
টেস্ট সিরিজ
১ম টেস্ট
১–৫ ডিসেম্বর ২০২২ স্কোরকার্ড |
ব |
||
- ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনে আলোকস্বল্পতার কারণে যথাক্রমে ১৫ ওভার, ২০ ওভার, ১১ ওভার ও ২০ ওভার খেলা সম্ভব হয়নি।
- জাহিদ মাহমুদ, মোহাম্মদ আলি, সউদ শাকিল, হারিস রউফ (পাকিস্তান), উইল জ্যাকস ও লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড)-এর টেস্ট অভিষেক হয়।
- বেন ডাকেট ও হ্যারি ব্রুক (ইংল্যান্ড) টেস্ট ক্রিকেটে নিজেদের প্রথম শতরানের ইনিংস খেলেন।[13]
- উইল জ্যাকস (ইংল্যান্ড) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[14]
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ইংল্যান্ড ১২, পাকিস্তান ০।
২য় টেস্ট
৯–১৩ ডিসেম্বর ২০২২ স্কোরকার্ড |
ব |
||
- ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনে আলোকস্বল্পতার কারণে যথাক্রমে ৮ ওভার, ৬ ওভার ও ১৪ ওভার খেলা সম্ভব হয়নি।
- আবরার আহমেদ (পাকিস্তান)-এর টেস্ট অভিষেক হয়।
- আবরার আহমেদ (পাকিস্তান) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[15]
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ইংল্যান্ড ১২, পাকিস্তান ০।
৩য় টেস্ট
১৭–২১ ডিসেম্বর ২০২২ স্কোরকার্ড |
ব |
||
- পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- মোহাম্মদ ওয়াসিম (পাকিস্তান) ও রেহান আহমেদ (ইংল্যান্ড)-এর টেস্ট অভিষেক হয়।
- রেহান আহমেদ (ইংল্যান্ড) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[16]
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ইংল্যান্ড ১২, পাকিস্তান ০।
তথ্যসূত্র
- "England to play seven T20Is in Pakistan as ECB reaffirm commitment to 2022 tour"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২১।
- "England to play two additional T20Is in Pakistan next year"। পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২১।
- "England to tour Pakistan in 2022, to play two additional T20Is"। এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২১।
- "Men's Future Tour Programme" (পিডিএফ)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৮।
- "Dawid Malan, Chris Woakes star with bat and ball as England power to series win"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২২।
- "Ben Duckett 82* seals England 3-0 whitewash of Pakistan"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২১।
- "Abrar Ahmed and Mohammad Ali earn spots for England Tests"। পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২২।
- "England to play two additional T20Is in Pakistan next year"। পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২১।
- "Liam Livingstone and Will Jacks in England Test squad for Pakistan tour"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২২।
- "England keep faith with old guard as Ben Stokes, Mark Wood, Chris Woakes return for T20 World Cup"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২।
- "T20 World Cup: Alex Hales gets first England call-up since 2019 as Jonny Bairstow replacement"। ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২।
- "Rehan Ahmed could become youngest man to play a Test for England after call-up for Pakistan tour"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২২।
- "Crawley, Duckett, Pope, Brook centuries in record-breaking romp"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২২।
- "England stay true to their word on changing the face of Test cricket"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২২।
- "Stunning haul on Test debut for Pakistan spinner"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২২।
- "Rehan Ahmed five-for on Test debut helps England to close in on 3-0 sweep"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২।
বহিঃসংযোগ
- ইএসপিএনক্রিকইনফোতে টি২০আই সিরিজের প্রধান পাতা (ইংরেজি)
- ইএসপিএনক্রিকইনফোতে টেস্ট সিরিজের প্রধান পাতা (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.