২০২২–২৩ ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের অক্টোবর ও নভেম্বর মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য অস্ট্রেলিয়া সফর করে।[1] টি২০আই সিরিজটি উভয় দলের জন্য ২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[2] ২০২২ সালের মে মাসে সিরিজের সূচি নিশ্চিত করা হয়।[3]

২০২২–২৩ ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর
 
  অস্ট্রেলিয়া ইংল্যান্ড
তারিখ ৯ অক্টোবর ২০২২ – ২২ নভেম্বর ২০২২
অধিনায়ক প্যাট কামিনস (ওডিআই)
অ্যারন ফিঞ্চ (টি২০আই)
জস বাটলার
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ট্র্যাভিস হেড (২৪০) দাউদ মালান (১৩৬)
সর্বাধিক উইকেট অ্যাডাম জাম্পা (১১) অলি স্টোন (৪)
ডেভিড উইলি (৪)
সিরিজ সেরা খেলোয়াড় ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান মিচেল মার্শ (৮১) জস বাটলার (১৫০)
সর্বাধিক উইকেট মার্কাস স্টইনিস (৪) স্যাম কারান (৫)
সিরিজ সেরা খেলোয়াড় জস বাটলার (ইংল্যান্ড)

টি২০আই সিরিজে ইংল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয়।[4] ওডিআই সিরিজে অস্ট্রেলিয়া ৩–০ ব্যবধানে জয়লাভ করে।[5]

দলীয় সদস্য

 অস্ট্রেলিয়া  ইংল্যান্ড
ওডিআই[6] টি২০আই[7] ওডিআই[8] টি২০আই[9]

ইংল্যান্ড দলে টিম্যাল মিলস, রিচার্ড গ্লিসন ও লিয়াম ডসনকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[10] ইংল্যান্ডের টি২০আই দল ঘোষণার দিন জনি বেয়ারস্টো পায়ে চোট পেয়ে দল থেকে ছিটকে যান।[11][12] তাঁর বদলি হিসেবে অ্যালেক্স হেলসকে ইংল্যান্ড দলে নেয়া হয়।[13][14] ২০২২ সালের ১৩ নভেম্বর চোটের কারণে গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার ওডিআই দল থেকে ছিটকে গেলে তাঁর বদলি হিসেবে শন অ্যাবটকে দলে যোগ করা হয়।[15] অস্ট্রেলিয়ার ওডিআই দলে দ্বিতীয় ওডিআই ম্যাচের আগে জশুয়া ইংলিসকে ও তৃতীয় ওডিআই ম্যাচের আগে রাইলি মেরেডিথকে যোগ করা হয়।[16]

টি২০আই সিরিজ

১ম টি২০আই

৯ অক্টোবর ২০২২
১৬:১০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
২০৮/৬ (২০ ওভার)
 অস্ট্রেলিয়া
২০০/৯ (২০ ওভার)
অ্যালেক্স হেলস ৮৪ (৫১)
নাথান এলিস ৩/২০ (৪ ওভার)
ডেভিড ওয়ার্নার ৭৩ (৪৪)
মার্ক উড ৩/৩৪ (৪ ওভার)
ইংল্যান্ড ৮ রানে জয়ী
পার্থ স্টেডিয়াম, পার্থ
আম্পায়ার: ডনোভান কোখ (অস্ট্রেলিয়া) ও স্যাম নোগায়স্কি (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: অ্যালেক্স হেলস (ইংল্যান্ড)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় টি২০আই

১২ অক্টোবর ২০২২
১৯:১০ (রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
১৭৮/৭ (২০ ওভার)
 অস্ট্রেলিয়া
১৭০/৬ (২০ ওভার)
মিচেল মার্শ ৪৫ (২৯)
স্যাম কারান ৩/২৫ (৪ ওভার)
ইংল্যান্ড ৮ রানে জয়ী
মানুকা ওভাল, ক্যানবেরা
আম্পায়ার: ডনোভান কোখ (অস্ট্রেলিয়া) ও ফিলিপ গিলেস্পি (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: দাউদ মালান (ইংল্যান্ড)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

১৪ অক্টোবর ২০২২
১৯:১০ (রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
১১২/২ (১২ ওভার)
 অস্ট্রেলিয়া
৩০/৩ (৩.৫ ওভার)
জস বাটলার ৬৫* (৪১)
প্যাট কামিনস ১/২৩ (৩ ওভার)
ফলাফল হয়নি
মানুকা ওভাল, ক্যানবেরা
আম্পায়ার: ডনোভান কোখ (অস্ট্রেলিয়া) ও স্যাম নোগায়স্কি (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি প্রথম ইনিংসে ১২ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

ওডিআই সিরিজ

১ম ওডিআই

১৭ নভেম্বর ২০২২
১৩:৫০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
২৮৭/৯ (৫০ ওভার)
 অস্ট্রেলিয়া
২৯১/৪ (৪৬.৫ ওভার)
দাউদ মালান ১৩৪ (১২৮)
অ্যাডাম জাম্পা ৩/৫৫ (১০ ওভার)
অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী
অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
আম্পায়ার: পল উইলসন (অস্ট্রেলিয়া) ও পল রাইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: দাউদ মালান (ইংল্যান্ড)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • লুক উড (ইংল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই

১৯ নভেম্বর ২০২২
১৪:২০ (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
২৮০/৮ (৫০ ওভার)
 ইংল্যান্ড
২০৮ (৩৮.৫ ওভার)
স্টিভেন স্মিথ ৯৪ (১১৪)
আদিল রশিদ ৩/৫৭ (১০ ওভার)
স্যাম বিলিংস ৭১ (৮০)
অ্যাডাম জাম্পা ৪/৪৫ (৯.৫ ওভার)
অস্ট্রেলিয়া ৭২ রানে জয়ী
সিডনি ক্রিকেট মাঠ, সিডনি
আম্পায়ার: রড টাকার (অস্ট্রেলিয়া) ও স্যাম নোগায়স্কি (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই

২২ নভেম্বর ২০২২
১৪:২০ (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
৩৫৫/৫ (৪৮ ওভার)
 ইংল্যান্ড
১৪২ (৩১.৪ ওভার)
ট্র্যাভিস হেড ১৫২ (১৩০)
অলি স্টোন ৪/৮৫ (১০ ওভার)
জেসন রয় ৩৩ (৪৮)
অ্যাডাম জাম্পা ৪/৩১ (৫.৪ ওভার)
অস্ট্রেলিয়া ২২১ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
মেলবোর্ন ক্রিকেট মাঠ, মেলবোর্ন
আম্পায়ার: পল উইলসন (অস্ট্রেলিয়া) ও পল রাইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৪৮ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে ইংল্যান্ডের লক্ষ্য ৪৮ ওভারে ৩৬৪ নির্ধারণ করা হয়।
  • ফিল সল্ট (ইংল্যান্ড)-এর বদলি হিসেবে খেলেন মঈন আলি[17]

তথ্যসূত্র

  1. "Australia's cricket schedule is INSANE as epic journey is revealed"ফক্স স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মে ২০২২
  2. "Australia and England have final World Cup spots up for grabs as run-in gathers pace"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২২
  3. "Australia's international fixtures for 2022-23 revealed"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২২
  4. "England in Australia: Third Twenty20 abandoned because of rain in Canberra"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২২
  5. "Jos Buttler 'not fussed at all' by ODI series thrashing in Australia"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২২
  6. "Head returns to Australia ODI squad, multi-format quicks included"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২২
  7. "Aussies ring squad changes with World Cup in mind"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২২
  8. "Vince and Billings return to ODI squad for England's tour of Australia"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২২
  9. "England Men name squad for ICC Men's T20 World Cup"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২
  10. "England keep faith with old guard as Ben Stokes, Mark Wood, Chris Woakes return for T20 World Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২
  11. "'Freak' injury puts Bairstow out of third Test and T20 World Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২
  12. "Jonny Bairstow: England batter ruled out of third Test and T20 World Cup"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২
  13. "Alex Hales added to England Men's T20 World Cup squad"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২
  14. "T20 World Cup: Alex Hales gets first England call-up since 2019 as Jonny Bairstow replacement"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২
  15. "Maxwell out for extended period after breaking leg in 'freak accident'"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২২
  16. "Meredith called up as Starc is rested for final ODI"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২২
  17. "Head 152, Warner 106, England 142 all out"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.