২০২২–২৩ আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর

আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের এপ্রিল মাসে দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা সফর করে।[1][2][3] সিরিজের ম্যাচসমূহ গাল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।[4] প্রাথমিকভাবে সিরিজে শুধু একটি টেস্ট ম্যাচ ও দুটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল,[5] কিন্তু পরবর্তীতে ওডিআই ম্যাচগুলোর পরিবর্তে সিরিজে একটি অতিরিক্ত টেস্ট ম্যাচ অন্তর্ভুক্ত করা হয়।[6][7]

২০২২–২৩ আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
 
  শ্রীলঙ্কা আয়ারল্যান্ড
তারিখ ১৬ এপ্রিল ২০২৩ – ২৮ এপ্রিল ২০২৩
অধিনায়ক দিমুথ করুণারত্নে অ্যান্ড্রু ব্যালবার্নি
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান কুশল মেন্ডিস (৩৮৫) হ্যারি টেকটর (১৭৯)
সর্বাধিক উইকেট প্রভাত জয়সূর্য (১৭) কার্টিস ক্যাম্ফার (৩)
সিরিজ সেরা খেলোয়াড় কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)

সিরিজে ২–০ ব্যবধানে জয়লাভ করে শ্রীলঙ্কা।[8]

দলীয় সদস্য

 শ্রীলঙ্কা[9]  আয়ারল্যান্ড[10]

সিরিজ শুরুর আগে আয়ারল্যান্ড দলে মার্ক অ্যাডেয়ারকে অন্তর্ভুক্ত করা হয় এবং ব্যারি ম্যাকার্থি ও ম্যাথিউ ফস্টারকে অব্যাহতি দেয়া হয়।[11] দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য পল স্টার্লিংকে আয়ারল্যান্ড দলে যোগ করা হয়।[12][13]

টেস্ট সিরিজ

১ম টেস্ট

১৬–২০ এপ্রিল ২০২৩
স্কোরকার্ড
৫৯১/৬ঘো (১৩১ ওভার)
দিমুথ করুণারত্নে ১৭৯ (২৩৫)
কার্টিস ক্যাম্ফার ২/৮৪ (২১ ওভার)
১৪৩ (৫২.৩ ওভার)
লরকান টাকার ৪৫ (৭৩)
প্রভাত জয়সূর্য ৭/৫২ (২৩ ওভার)
১৬৮ (৫৪.১ ওভার) (ফলো-অন)
হ্যারি টেকটর ৪২ (৯৫)
রমেশ মেন্ডিস ৪/৭৬ (২০ ওভার)
শ্রীলঙ্কা ইনিংস ও ২৮০ রানে জয়ী
গাল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, গাল্লে
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: প্রভাত জয়সূর্য (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সদীর সমরবিক্রম (শ্রীলঙ্কা) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[14]

২য় টেস্ট

২৪–২৮ এপ্রিল ২০২৩
স্কোরকার্ড
৪৯২ (১৪৫.৩ ওভার)
কার্টিস ক্যাম্ফার ১১১ (২২৯)
প্রভাত জয়সূর্য ৫/১৭৪ (৫৮.৩ ওভার)
৭০৪/৩ঘো (১৫১ ওভার)
কুশল মেন্ডিস ২৪৫ (২৯১)
গ্রাহাম হিউম ১/৮৭ (২২ ওভার)
২০২ (৭৭.৩ ওভার)
হ্যারি টেকটর ৮৫ (১৮৯)
রমেশ মেন্ডিস ৫/৬৪ (২৭ ওভার)
শ্রীলঙ্কা ইনিংস ও ১০ রানে জয়ী
গাল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, গাল্লে
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও পল রাইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: প্রভাত জয়সূর্য (শ্রীলঙ্কা)
  • আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • দ্বিতীয় দিনে আলোকস্বল্পতার কারণে ১৩.৫ ওভার খেলা সম্ভব হয়নি।
  • তৃতীয় দিনে বৃষ্টির কারণে ৩১.১ ওভার খেলা সম্ভব হয়নি।
  • ম্যাথিউ হামফ্রেস (আয়ারল্যান্ড)-এর টেস্ট অভিষেক হয়।
  • পল স্টার্লিং, কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড) ও নিশান মদুশকা (শ্রীলঙ্কা) টেস্ট ক্রিকেটে নিজেদের প্রথম শতরানের ইনিংস খেলেন।[15][16][17]

তথ্যসূত্র

  1. "Bonus Test for Ireland in Sri Lanka"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৩
  2. "Test boost for Sri Lanka with Ireland visit increased to two matches"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২৩
  3. "Ireland expected to play two test matches in Sri Lanka"বেলফাস্ট টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২৩
  4. "SLC announces changes to Ireland tour of Sri Lanka 2023"দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২৩
  5. "ICC confirm Ireland's fixture list for next four years"বেলফাস্ট টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২২
  6. "Ireland to play two Tests in Sri Lanka in April"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২৩
  7. "Sri Lanka v Ireland: April tour format changed to two Tests as ODIs are dropped"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২৩
  8. "আইরিশদের হারিয়ে টেস্ট জয়ের সেঞ্চুরি শ্রীলঙ্কার"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২৩
  9. "Wicketkeeper returns after six-year hiatus as Sri Lanka name squad for Ireland Test"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২৩
  10. "Former Zimbabwe international Peter Moor named in Ireland's Test squads"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৩
  11. "Tweak to Sri Lanka tour schedule sees Ireland Men set to play two-match Test series"ক্রিকেট আয়ারল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৩
  12. "Stirling available for Ireland's second Test in Sri Lanka"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৩
  13. "Paul Stirling to join Test squad for Sri Lanka tour"ক্রিকেট আয়ারল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৩
  14. "Jayasuriya five-for stuns Ireland after SL post 591"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৩
  15. "Paul Stirling joins elite group after hitting century as Ireland impress on day two of Sri Lanka Test"বেলফাস্ট টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৩
  16. "Stirling and Campher post centuries in Galle run fest"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২৩
  17. "Rain interrupts Madushka & Mendis' promising stand"দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.