২০২১ সুইডেন ক্রিকেট দলের ফিনল্যান্ড সফর
সুইডেন পুরুষ ক্রিকেট দল ২০২১ সালের আগস্ট মাসে চারটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ফিনল্যান্ড সফর করে।[1] ম্যাচগুলো কেরাভা শহরের কেরাভা জাতীয় ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[2] এর আগের সপ্তাহে সুইডেন দল ডেনমার্কের বিরুদ্ধে একটি সিরিজ খেলে ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়।[3] এ দুটি সিরিজ ছিল সুইডেন জাতীয় দলের প্রধান কোচ হিসেবে প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জন্টি রোডসের প্রথম আন্তর্জাতিক সফর।[4]
২০২১ সুইডেন পুরুষ ক্রিকেট দলের ফিনল্যান্ড সফর | |||
---|---|---|---|
ফিনল্যান্ড | সুইডেন | ||
তারিখ | ২১ আগস্ট ২০২১ – ২২ আগস্ট ২০২১ | ||
অধিনায়ক | নাথান কলিনস | অভিজিত ভেংকটেশ | |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৪ ম্যাচের সিরিজ ২–২ ব্যবধানে ড্র হয় | ||
সর্বাধিক রান | নাথান কলিনস (১১৪) | অভিজিত ভেংকটেশ (১১৫) | |
সর্বাধিক উইকেট | আমজাদ শের (৮) | অভিজিত ভেংকটেশ (৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | আমজাদ শের (ফিনল্যান্ড) |
টি২০আই সিরিজ
১ম টি২০আই
সুইডেন ১৩৫/৬ (১৯ ওভার) |
ব |
ফিনল্যান্ড ১৩৯/৬ (১৭.৫ ওভার) |
অভিজিত ভেংকটেশ ৫৪ (৪১) আমজাদ শের ২/১২ (৪ ওভার) |
নাথান কলিনস ৬৪* (৪৫) অভিজিত ভেংকটেশ ৩/১৩ (৩ ওভার) |
- সুইডেন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৯ ওভারে খেলা হয়।
- নাভিদ শহিদ, মহেশ তাম্বে ও রাজ মোহাম্মদ (ফিনল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
৩য় টি২০আই
ফিনল্যান্ড ১৪১/৭ (২০ ওভার) |
ব |
সুইডেন ১১৩/৭ (১৪ ওভার) |
অনিকেত পুস্তে ৫৬ (৫২) ওকতাই গোলামি ২/২৩ (৪ ওভার) |
খালিদ আহমেদ জাহিদ ৪৭* (২০) পিটার গ্যালাগার ৩/২৯ (৩ ওভার) |
- সুইডেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে সুইডেনের লক্ষ্য ১৫ ওভারে ১১০ নির্ধারণ করা হয়।
- আদনান সৈয়দ (ফিনল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
৪র্থ টি২০আই
ফিনল্যান্ড ১৪৫/৭ (২০ ওভার) |
ব |
সুইডেন ১৪৬/৪ (১৭.১ ওভার) |
আমজাদ শের ৩৪ (১৯) লিয়াম কার্লসন ৩/৩৮ (৪ ওভার) |
অভিজিত ভেংকটেশ ৪৩ (২৭) অনিকেত পুস্তে ১/৪ (১ ওভার) |
- সুইডেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
- "Swedish men's squad to tour Denmark, Finland and Spain in August/September 2021"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২১।
- "Finland v Sweden T20I Series August 20th to 22nd at the KNCG"। ক্রিকেট ফিনল্যান্ড (ইংরেজি ভাষায়)। ২৭ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২১।
- "High performance news, July 14 2021"। সুইডীয় ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। ১৬ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১।
- "Denmark ramp up qualifier preparation"। ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ১৮ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২১।
- "2-2 mot Finland" [ফিনল্যান্ডের বিপক্ষে ২-২]। সুইডীয় ক্রিকেট ফেডারেশন (সুইডীয় ভাষায়)। ২৫ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২১।
- "Finland and Sweden share T20I series"। ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২২ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২১।
- "The Finnish men's national cricket squads have been named for both the Finland-Sweden T20I series and the European Cricket Championships"। ক্রিকেট ফিনল্যান্ড (ইংরেজি ভাষায়)। ৮ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২১।
- "T20 men national squad is ready!"। সুইডীয় ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। ২৪ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২১।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.