২০২১ সাইপ্রাস টি২০আই কাপ
২০২১ সাইপ্রাস টি২০আই কাপ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট সিরিজ যা ২০২১ সালের অক্টোবর মাসে সাইপ্রাসে অনুষ্ঠিত হয়।[1] সিরিজে স্বাগতিক সাইপ্রাসের সাথে অংশগ্রহণ করে আইল অব ম্যান ও এস্তোনিয়া।[2] ৫ অক্টোবর সাইপ্রাস ও এস্তোনিয়া একটি দুই ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলে, যে ম্যাচগুলো ছিল উভয় দলের প্রথম আনুষ্ঠানিক টি২০ আন্তর্জাতিক ম্যাচ। এর পর ৬ অক্টোবর শুরু হয় সাইপ্রাস টি২০আই কাপ।[3] ম্যাচগুলো সাইপ্রাসের লেমেসোস জেলার সোতিরা এলাকার হ্যাপি ভ্যালি মাঠে অনুষ্ঠিত হয়।[4]
দ্বিপাক্ষিক সিরিজে ২–০ ব্যবধানে জয়ী হয় সাইপ্রাস।[5] ত্রিদেশীয় সিরিজে নিজেদের সব ম্যাচে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় আইল অব ম্যান।[5]
দলীয় সদস্য
আইল অব ম্যান[6] | এস্তোনিয়া[7] | সাইপ্রাস[8] |
---|---|---|
সাইপ্রাস মিখালিস কিরিয়াকোকে অধিনায়ক হিসেবে রেখে ২২ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করে, যেটিকে সিরিজের আগে ১৬ সদস্যে নামিয়ে আনা হয়।[9]
দ্বিপাক্ষিক সিরিজ
২০২১–২২ এস্তোনিয়া পুরুষ ক্রিকেট দলের সাইপ্রাস সফর | |||
---|---|---|---|
সাইপ্রাস | এস্তোনিয়া | ||
তারিখ | ৫ অক্টোবর ২০২১ | ||
অধিনায়ক | মিখালিস কিরিয়াকো | মার্কো ভাইক | |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে সাইপ্রাস ২–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | গুরপ্রতাপ সিং (৫৪) | হাবিব খান (৬২) | |
সর্বাধিক উইকেট | ইয়াসির মাহমুদ (৪) | আলি মাসুদ (৪) |
১ম টি২০আই
ব |
||
মাইদুল ইসলাম ৪৯ (৩৭) তেজবিন্দর সিং ৩/১১ (৪ ওভার) |
মিখালিস কিরিয়াকো ৪৪* (৪৭) হাবিব খান ৩/১৮ (৪ ওভার) |
- সাইপ্রাস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ইয়াসির মাহমুদ, ওয়াকার আলি, কাসেম আনোয়ার, গুরপ্রতাপ সিং, চামাল মহামালাগে সদুন, চামি কুমারা, তেজবিন্দর সিং, নিরাজ কুমার তিওয়ারি, মিখালিস কিরিয়াকো, রোমান মজুমদার, সচিত্র পতিরণ (সাইপ্রাস), আলি মাসুদ, আশীষ রানা, কাল্লে ভিসলাপু, টিম ক্রস, টিমোথি ফাইলার, মশিউর রহমান, মাইদুল ইসলাম, মার্কো ভাইক, মুরালি ওবিলি, স্টুয়ার্ট হুক ও হাবিব খান (এস্তোনিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
ব |
||
হাবিব খান ৬০ (৫৩) ইয়াসির মাহমুদ ৩/৩২ (৪ ওভার) |
গুরপ্রতাপ সিং ৫৪ (২৫) আলি মাসুদ ২/১৯ (৩ ওভার) |
- এস্তোনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ইফতেখার জামান, স্কট অস্টিন (সাইপ্রাস), আয়ুশ উম্মত, আলি রাজা, আশরাফুল ইসলাম শুভ, ম্যালকম সেজউইক ও সাকিব নাভিদ (এস্তোনিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ত্রিদেশীয় সিরিজ
২০২১ সাইপ্রাস টি২০আই কাপ | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | ৬ অক্টোবর ২০২১ – ৮ অক্টোবর ২০২১ | ||||||||||||||||||||||||||||
অবস্থান | সাইপ্রাস | ||||||||||||||||||||||||||||
ফলাফল | আইল অব ম্যান সিরিজে জয়ী | ||||||||||||||||||||||||||||
সিরিজ সেরা খেলোয়াড় | আলি মাসুদ | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
পয়েন্ট তালিকা
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | আইল অব ম্যান | ৪ | ৪ | ০ | ০ | ০ | ৮ | +২.৫৪১ |
২ | সাইপ্রাস | ৪ | ২ | ২ | ০ | ০ | ৪ | +০.৭১৯ |
৩ | এস্তোনিয়া | ৪ | ০ | ৪ | ০ | ০ | ০ | −৩.২২৮ |
চ্যাম্পিয়ন
সূচি
ব |
আইল অব ম্যান ৯৩/২ (১১.৫ ওভার) | |
নিরাজ কুমার তিওয়ারি ৩৩ (৩৭) জোসেফ বারোজ ৪/১০ (৪ ওভার) |
জর্জ বারোজ ৩৩ (২৭) তেজবিন্দর সিং ১/২১ (২.৫ ওভার) |
- সাইপ্রাস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- জিশান সারওয়ার (সাইপ্রাস), অ্যালেক্স স্টোকো, এডওয়ার্ড বিয়ার্ড ও কনর স্মিথ (আইল অব ম্যান)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
আইল অব ম্যান ১২২/৪ (১৫.৪ ওভার) | |
মাইদুল ইসলাম ৪৩ (৪৭) কনর স্মিথ ৩/১৫ (৪ ওভার) |
কার্ল হার্টমান ৩৪* (২৮) আশীষ রানা ৩/১৪ (৩ ওভার) |
- এস্তোনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ডলিন ইয়ানসেন (আইল অব ম্যান)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
আইল অব ম্যান ১৫১/৭ (১৯.৩ ওভার) | |
জিশান সারওয়ার ৪৬ (২৬) ম্যাথিউ অ্যানসেল ২/১৬ (৪ ওভার) |
অ্যাডাম ম্যাকঅলে ৪৫ (৩২) ওয়াকার আলি ৩/২২ (৪ ওভার) |
- আইল অব ম্যান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
রোমান মজুমদার ৫৩ (৩৮) আলি মাসুদ ৩/১৯ (৪ ওভার) |
টিমোথি ফাইলার ৩৮ (৩৮) ওয়াকার আলি ৪/১৪ (৩.৫ ওভার) |
- সাইপ্রাস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব |
||
জিশান সারওয়ার ৬১ (৩৯) টিমোথি ফাইলার ৩/১৮ (৪ ওভার) |
হাবিব খান ৫০ (৪০) তেজবিন্দর সিং ২/১৬ (৪ ওভার) |
- সাইপ্রাস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- মুর্তজা ইয়ামিন ও রাজবিন্দর সিং ব্রার (সাইপ্রাস)-এর টি২০আই অভিষেক হয়।
ব |
আইল অব ম্যান ৭২/২ (৮.২ ওভার) | |
স্টুয়ার্ট হুক ২৩ (২১) জেকব বাটলার ৪/১২ (৪ ওভার) |
জর্জ বারোজ ১৯* (১৫) আলি মাসুদ ১/২৫ (৩ ওভার) |
- আইল অব ম্যান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
- @CricketEstonian (১৩ সেপ্টেম্বর ২০২১)। "Estonia makes its long awaited return to official international cricket in October!" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- "International cricket and floodlit matches in Cyprus"। সাইপ্রাস মেইল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২১।
- "Cyprus to host Estonia and Isle of Man in T20 Tri-series in October 2021"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২১।
- "Moufflons win 40-over cup to secure first trophy"। সাইপ্রাস মেইল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২১।
- "Isle of Man win historic first T20 internationals in Cyprus"। সাইপ্রাস মেইল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২১।
- "Cricket: Men's Island Squad set for Cyprus"। ম্যান্ক্স রেডিও (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২১।
- @CricketEstonian (১৪ সেপ্টেম্বর ২০২১)। "We are excited to announce the squad for our first official t20i series in almost 10 years!" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- "Cyprus prepares for first home T20 cricket internationals"। সাইপ্রাস মেইল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২১।
- "Limassol Qalandars push for Cyprus cricket semi slot"। সাইপ্রাস মেইল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২১।