২০২১ ভাল্লেত্তা কাপ

২০২১ ভাল্লেত্তা কাপ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২১ সালের অক্টোবর মাসে মাল্টায় অনুষ্ঠিত হয়।[1] ম্যাচগুলো মার্সার মার্সা স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।[2] টুর্নামেন্টটিতে স্বাগতিক মাল্টার সঙ্গে অংশগ্রহণ করে জিব্রাল্টার, বুলগেরিয়াসুইজারল্যান্ড[1] টুর্নামেন্টটির পরে মাল্টা ও জিব্রাল্টার নিজেদের মধ্যে দুই ম্যাচের একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলে।[3]

ভাল্লেত্তা কাপের ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে বিজয়ী হয় মাল্টা।[4][5] টুর্নামেন্টের পরে খেলা দ্বিপাক্ষিক সিরিজের একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত ও অপর ম্যাচ ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে টাই হওয়ায় সিরিজটি ০-০ ব্যবধানে ড্র হয়।[6]

দলীয় সদস্য

 জিব্রাল্টার[7]  বুলগেরিয়া  মাল্টা   সুইজারল্যান্ড[1]
  • বালাজি অবিনাশ পাই (অধি.)
  • অ্যান্ড্রু রেয়েস
  • কিরন ফেরারি (উই.)
  • কেনরয় নেস্টর
  • ক্রিস ডেলানি
  • চার্লস হ্যারিসন
  • জেমস ফিৎসজেরাল্ড
  • জো উইলসন
  • জোসেফ মার্পলস (উই.)
  • ডেভিড রোবসন
  • নিখিল আদভানি
  • প্যাট্রিক হ্যাচম্যান
  • ফিলিপ রেইকস
  • মরগান পিটারস
  • রিচার্ড কানিংহাম
  • লুই ব্রুস
  • লুক কোলাডো (উই.)
  • প্রকাশ মিশ্র (অধি.)
  • হ্রিস্তো লাকোভ (সহ-অধি.)
  • অক্ষয় হরিকুমার
  • আতাগুল আহমধেল
  • আন্দ্রেই লিলোভ
  • আহসান খান
  • ইভায়লো কাতজারস্কি
  • ইশান অরবিন্দ দে সিলভা
  • ওমর রসুল (উই.)
  • কেভিন দ্‌'সুজা
  • ডেলরিক ভারগিজ
  • জেকব অ্যালবিন (উই.)
  • বখতিয়ার তাহিরি
  • রোহান ভবেশ প্যাটেল
  • সায়েম হোসেন (উই.)
  • সুলায়মান আলি
  • বিক্রম অরোরা (অধি.)
  • অমর শর্মা (সহ-অধি.)
  • আফতাব আলম খান (উই.)
  • ওয়াসিম আব্বাস
  • কল্কি কুমার
  • গোপাল চতুর্বেদি
  • জিশান খান
  • জোজো টমাস
  • জোহেব মালিক
  • ডিওন ফোসলো
  • নিরাজ খান্না
  • ফাজিল রহমান
  • বরুণ তমোতরম
  • বেসিল জর্জ
  • মুহাম্মদ বিলাল
  • স্যামুয়েল আকুইলিনা (উই.)
  • স্যামুয়েল স্তানিসলাউস
  • হাইনরিখ গেরিকে (উই.)
  • আনসার মাহমুদ (অধি.)
  • অনিশ কুমার
  • অর্জুন বিনোদ
  • অশ্বিন বিনোদ
  • অশ্বিন লাক্কারাজু
  • আলি নাইয়ার
  • আসাদ মাহমুদ
  • ইদরিস উল হক (উই.)
  • এইডান অ্যান্ড্রুস
  • ওসামা মাহমুদ
  • নিকোলাস হেন্ডারসন (উই.)
  • নুরখান আহমদি
  • ফাহিম নাজির
  • ম্যাথিউ মার্টিন
  • স্টেফান ফ্র্যাংকলিন

ভাল্লেত্তা কাপ

২০২১ ভাল্লেত্তা কাপ
তারিখ২১ অক্টোবর ২০২১ – ২৪ অক্টোবর ২০২১
তত্ত্বাবধায়কমাল্টা ক্রিকেট অ্যাসোসিয়েশন
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
আয়োজক মাল্টা
বিজয়ী মাল্টা
রানার-আপ  সুইজারল্যান্ড
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় বালাজি অবিনাশ পাই
সর্বাধিক রান সংগ্রহকারী লুই ব্রুস (২২২)
সর্বাধিক উইকেটধারী অশ্বিন বিনোদ (৯)

পয়েন্ট তালিকা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
  সুইজারল্যান্ড +৩.০৬৭
 মাল্টা (H) +১.৩৭৯
 জিব্রাল্টার −১.২৭৪
 বুলগেরিয়া −৩.৬৬২
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     ফাইনালে উত্তীর্ণ
     ৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ

সূচি

২১ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
মাল্টা 
২১৩/৫ (২০ ওভার)
 জিব্রাল্টার
১৫২/২ (২০ ওভার)
হাইনরিখ গেরিকে ৬৪ (২৫)
বালাজি অবিনাশ পাই ২/২৮ (৪ ওভার)
লুই ব্রুস ৫৭* (৫৫)
মুহাম্মদ বিলাল ১/২৪ (৪ ওভার)
মাল্টা ৬১ রানে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: অ্যান্ড্রু নাউদি (মাল্টা) ও টিম হুইলার (মাল্টা)
ম্যাচসেরা: হাইনরিখ গেরিকে (মাল্টা)
  • মাল্টা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আফতাব আলম খান, কল্কি কুমার (মাল্টা), অ্যান্ড্রু রেয়েস ও ফিলিপ রেইকস (জিব্রাল্টার)-এর টি২০আই অভিষেক হয়।

২২ অক্টোবর ২০২১
১০:০০
স্কোরকার্ড
জিব্রাল্টার 
১৩৩/৯ (২০ ওভার)
  সুইজারল্যান্ড
১৩৪/১ (১৪.৪ ওভার)
লুই ব্রুস ৩১ (২৭)
এইডান অ্যান্ড্রুস ৩/২১ (৪ ওভার)
ওসামা মাহমুদ ৫৮* (৪৬)
চার্লস হ্যারিসন ১/১৯ (২ ওভার)
সুইজারল্যান্ড ৯ উইকেটে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: টনি স্লেটার (মাল্টা) ও টিম হুইলার (মাল্টা)
ম্যাচসেরা: ওসামা মাহমুদ (সুইজারল্যান্ড)
  • জিব্রাল্টার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অর্জুন বিনোদ, অশ্বিন বিনোদ, আনসার মাহমুদ, আলি নাইয়ার, আসাদ মাহমুদ, ইদরিস উল হক, এইডান অ্যান্ড্রুস, ওসামা মাহমুদ, নিকোলাস হেন্ডারসন, নুরখান আহমদি ও স্টেফান ফ্র্যাংকলিন (সুইজারল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

২২ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
বুলগেরিয়া 
৮১ (১৯.৩ ওভার)
  সুইজারল্যান্ড
৮২/২ (৬ ওভার)
জেকব অ্যালবিন ১৯* (৩০)
অনিশ কুমার ৩/৩ (২.৩ ওভার)
অর্জুন বিনোদ ৪৩* (২০)
ডেলরিক ভারগিজ ১/২১ (১ ওভার)
সুইজারল্যান্ড ৮ উইকেটে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: জয়দীপ ঘোষ রায় (মাল্টা) ও টনি স্লেটার (মাল্টা)
ম্যাচসেরা: অনিশ কুমার (সুইজারল্যান্ড)
  • বুলগেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আন্দ্রেই লিলোভ, আহসান খান (বুলগেরিয়া) ও অনিশ কুমার (সুইজারল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

২৩ অক্টোবর ২০২১
০৮:৩০
স্কোরকার্ড
জিব্রাল্টার 
২১৭/৪ (২০ ওভার)
 বুলগেরিয়া
১৮০/৫ (২০ ওভার)
বালাজি অবিনাশ পাই ১০৭ (৫২)
সুলায়মান আলি ২/৩৮ (৪ ওভার)
হ্রিস্তো লাকোভ ৮০ (৬৩)
জেমস ফিৎসজেরাল্ড ২/৩৭ (৪ ওভার)
জিব্রাল্টার ৩৭ রানে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: অশোক বিষ্ণোই (মাল্টা) ও জন গ্রিমা (মাল্টা)
ম্যাচসেরা: বালাজি অবিনাশ পাই (জিব্রাল্টার)
  • বুলগেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ডেভিড রোবসন (জিব্রাল্টার)-এর টি২০আই অভিষেক হয়।
  • বালাজি অবিনাশ পাই প্রথম জিব্রাল্টারীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।

২৩ অক্টোবর ২০২১
১১:৪৫
স্কোরকার্ড
সুইজারল্যান্ড  
১৫০/৯ (২০ ওভার)
 মাল্টা
১৪২/৯ (২০ ওভার)
আসাদ মাহমুদ ৩৩ (২৫)
বিক্রম অরোরা ৩/২০ (৪ ওভার)
মুহাম্মদ বিলাল ৩৫* (১৭)
অশ্বিন বিনোদ ৩/৩০ (৪ ওভার)
সুইজারল্যান্ড ৮ রানে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: জন গ্রিমা (মাল্টা) ও জয়দীপ ঘোষ রায় (মাল্টা)
ম্যাচসেরা: ওসামা মাহমুদ (সুইজারল্যান্ড)
  • সুইজারল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ম্যাথিউ মার্টিন (সুইজারল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

২৩ অক্টোবর ২০২১
১৫:০০
স্কোরকার্ড
বুলগেরিয়া 
১৫০/৬ (২০ ওভার)
 মাল্টা
১৫৩/৪ (১৭ ওভার)
ওমর রসুল ৬৩* (৩৬)
বরুণ তমোতরম ২/৩০ (৪ ওভার)
বেসিল জর্জ ৪১ (২৭)
সুলায়মান আলি ২/২৬ (৩ ওভার)
মাল্টা ৬ উইকেটে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: জয়দীপ ঘোষ রায় (মাল্টা) ও জিতেশ প্যাটেল (মাল্টা)
ম্যাচসেরা: হাইনরিখ গেরিকে (মাল্টা)
  • বুলগেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জোহেব মালিক ও ডিওন ফোসলো (মাল্টা)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় স্থান নির্ধারণী

২৪ অক্টোবর ২০২১
১০:০০
স্কোরকার্ড
জিব্রাল্টার 
১৭৭/৯ (২০ ওভার)
 বুলগেরিয়া
১৭৮/৪ (২০ ওভার)
বালাজি অবিনাশ পাই ৭১ (৩৭)
প্রকাশ মিশ্র ৩/২২ (৪ ওভার)
ইশান অরবিন্দ দে সিলভা ৬২ (৪০)
চার্লস হ্যারিসন ২/৩১ (৪ ওভার)
বুলগেরিয়া ৬ উইকেটে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: জয়দীপ ঘোষ রায় (মাল্টা) ও জিতেশ প্যাটেল (মাল্টা)
ম্যাচসেরা: হ্রিস্তো লাকোভ (বুলগেরিয়া)
  • জিব্রাল্টার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ফাইনাল

২৪ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
মাল্টা 
১৭৬/৭ (২০ ওভার)
  সুইজারল্যান্ড
১৭০/৮ (২০ ওভার)
বিক্রম অরোরা ৪২ (৩৯)
অনিশ কুমার ২/২৬ (৪ ওভার)
ইদরিস উল হক ৪২ (২৩)
বরুণ তমোতরম ৩/২৫ (৪ ওভার)
মাল্টা ৬ রানে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: জন গ্রিমা (মাল্টা) ও জিতেশ প্যাটেল (মাল্টা)
ম্যাচসেরা: বরুণ তমোতরম (মাল্টা)
  • মাল্টা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

দ্বিপাক্ষিক সিরিজ

২০২১–২২ জিব্রাল্টার পুরুষ ক্রিকেট দলের মাল্টা সফর
 
  মাল্টা জিব্রাল্টার
তারিখ ২৫ অক্টোবর ২০২১
অধিনায়ক বিক্রম অরোরা বালাজি অবিনাশ পাই
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজ ০–০ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রান বরুণ তমোতরম (৫০) কিরন ফেরারি (৩৫)
সর্বাধিক উইকেট ওয়াসিম আব্বাস (১)
মুহাম্মদ বিলাল (১)
লুই ব্রুস (৪)

১ম টি২০আই

২৫ অক্টোবর ২০২১
১০:০০
স্কোরকার্ড
মাল্টা 
 জিব্রাল্টার
ম্যাচ পরিত্যক্ত
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: অ্যান্ড্রু নাউদি (মাল্টা) ও লেস হোয়াইট (মাল্টা)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

২য় টি২০আই

২৫ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
মাল্টা 
১৪৫ (১৯ ওভার)
 জিব্রাল্টার
৫৭/২ (৭.২ ওভার)
বরুণ তমোতরম ৫০ (২৭)
লুই ব্রুস ৪/১৩ (৩ ওভার)
কিরন ফেরারি ৩৫* (২৫)
ওয়াসিম আব্বাস ১/১৫ (২ ওভার)
ম্যাচ টাই (ডিএলএস পদ্ধতি)
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: অ্যান্ড্রু নাউদি (মাল্টা) ও লেস হোয়াইট (মাল্টা)
ম্যাচসেরা: লুই ব্রুস (জিব্রাল্টার)
  • জিব্রাল্টার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • জোজো টমাস (মাল্টা) ও কিরন ফেরারি (জিব্রাল্টার)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র

  1. "T20 international series in Malta"ক্রিকেট সুইজারল্যান্ড (ইংরেজি ভাষায়)। ১৯ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২১
  2. "Swiss men's team to make T20I debut in 4-nation quadrangular tournament in Malta"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২১
  3. @Gibraltar_Cricket (৪ অক্টোবর ২০২১)। "Is it too early to get excited for this?!" (টুইট) টুইটার-এর মাধ্যমে।
  4. "Malta crowned 2021 Valletta Cup champions"ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২১
  5. "Malta Cricket beat Switzerland to lift Valletta Cup at Marsa Oval"টাইমস অব মাল্টা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২১
  6. "Gibraltar cricket match against Malta ends in tie due to rain"জিব্রাল্টার ক্রনিকল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২১
  7. "SQUAD ANNOUNCEMENT ALERT!!! 🚨🇬🇮"জিব্রাল্টার ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২১ ফেসবুক-এর মাধ্যমে।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.