২০২১ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ
২০২১ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ (ইন্দোনেশীয়: Piala Dunia di Bawah Usia 20 Tahun FIFA 2021, ইংরেজি: 2021 FIFA U-20 World Cup) ফিফা দ্বারা আয়োজিত দ্বিবার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ২৩তম আসরের চূড়ান্ত পর্ব হওয়ার কথা ছিল, যেখানে বিশ্ব ফুটবল সংস্থা ফিফার অন্তর্ভুক্ত ২৪টি জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দল (পুরুষ) প্রতিযোগিতা করতো। এই আসরটি ২০২১ সালের ২০শে মে হতে ১২ই জুন তারিখ পর্যন্ত ইন্দোনেশিয়ার ৬টি শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল,[1] যা ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত প্রথম ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার আসর হতো।[2] ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের এই আসরটি ১৯৯৭ সালের পর দক্ষিণ-পূর্ব এশিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় অনুর্ধ-২০ বিশ্বকাপ এবং ২০১২ ফিফা ফুটসাল বিশ্বকাপের পর এই অঞ্চলে প্রথম ফিফা প্রতিযোগিতা হতো।
পিয়ালা দুনিয়া দি বাওয়াহ উসিয়া ২০ তাহুন ফিফা ২০২১ | |
---|---|
বিবরণ | |
স্বাগতিক দেশ | ইন্দোনেশিয়া |
তারিখ | বাতিল (মূলত ২০ মে – ১২ জুন)[1] |
দল | ২৪ |
মাঠ | ৬ (৬টি আয়োজক শহরে) |
করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে ফিফা ২০২১ সালে নির্ধারিত এই আসরটি বাতিল করেছিল; এর ফলে ২০২০ সালে ২৪শে ডিসেম্বর তারিখে ইন্দোনেশিয়াকে এই আসরটি আয়োজনের অধিকার প্রদান করা হয়েছে।[3]
ইউক্রেন অনূর্ধ্ব-২০ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ২০১৯ সালের ফাইনালে দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২০ দলকে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো শিরোপা জয়লাভ করেছে। তবে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে উয়েফা উত্তর আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ২০২০ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার ফলে ইউক্রেন এই আসরে অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হতে পারেনি। অতঃপর ২০১৯–২০ মৌসুমের জন্য উয়েফা বাছাইপর্বের গুণাঙ্কের উপর ভিত্তি করে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য পাঁচটি দেশকে মনোনীত করেছিল।[4] এর ফলে, ইউক্রেন টানা সপ্তমবারের মতো শিরোপাধারী দল হয়েও পরবর্তী আসরে অংশগ্রহণ করতে ব্যর্থ হতো।
তথ্যসূত্র
- "Workshop Virtual untuk Persiapan Piala Dunia U-20" [Virtual Workshop for U-20 World Cup Preparation]। pssi.org (ইন্দোনেশীয় ভাষায়)। Football Association of Indonesia। ১৭ জুন ২০২০। ২৭ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২০।
- "FIFA Council unanimously appoints China PR as hosts of new Club World Cup in 2021"। FIFA.com। Fédération Internationale de Football Association। ২৪ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৯।
- "Update on FIFA Women's World Cup and men's youth competitions"। FIFA.com। Fédération Internationale de Football Association। ২৪ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২০।
- "2020 Under-19 EURO cancelled"। UEFA.com। Union of European Football Associations। ২০ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২০।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইংরেজি)