২০২১ নামিবিয়া ত্রিদেশীয় সিরিজ
২০২১ নামিবিয়া ত্রিদেশীয় সিরিজ ছিল ২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ ক্রিকেট টুর্নামেন্টের ৮ম পর্ব যা ২০২১ সালের নভেম্বর মাসে নামিবিয়ায় অনুষ্ঠিত হয়।[1][2] সিরিজটি ছিল ওমান, নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাতের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজ, এবং সিরিজের ম্যাচগুলো খেলা হয় একদিনের আন্তর্জাতিক (ওডিআই) হিসেবে।[3] আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ টুর্নামেন্টটি ছিল ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপ।[4][5] ২০২০ সালের জানুয়ারি মাসে ৪র্থ পর্ব চলার সময় স্থগিত হওয়া দুটি ম্যাচ এ সিরিজের সূচিতে যোগ করা হয়।[6]
২০২১ নামিবিয়া ত্রিদেশীয় সিরিজ | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর অংশ | |||||||||||||||||||||||||||||
তারিখ | ২৬ নভেম্বর ২০২১ – ২৭ নভেম্বর ২০২১ | ||||||||||||||||||||||||||||
অবস্থান | নামিবিয়া | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হয় নামিবিয়া ও ওমানের মধ্যে, এবং দুই দল একটি করে ম্যাচে জয়লাভ করে।[7] কিন্তু নভেম্বর মাসের শেষে আফ্রিকার দক্ষিণাঞ্চলে নতুন করোনাভাইরাসের নতুন এক প্রজাতি সংক্রান্ত ঝুঁকি বেড়ে যাওয়ার কারণে সিরিজের বাকি ম্যাচগুলো বাতিল করা হয়।[8][9]
দলীয় সদস্য
ওমান[10] | নামিবিয়া[11] | সংযুক্ত আরব আমিরাত[12] |
---|---|---|
|
|
|
তাংগেনি লুংগামেনি ও শন ফুশেকে নামিবিয়া দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[11]
সূচি
১ম ওডিআই
ব |
||
- ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- মাইকেল ফন লিংএন, মিশাউ দু প্রে ও রুবেন ট্রুম্পেলমান (নামিবিয়া)-এর ওডিআই অভিষেক হয়।
২য় ওডিআই
ব |
||
আয়ান খান ৮৩ (৯৩) রুবেন ট্রুম্পেলমান ৫/৭৬ (১০ ওভার) |
- ওমান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ইয়ান নিকোল লফটি-ইটন (নামিবিয়া)-এর ওডিআই অভিষেক হয়।
- রুবেন ট্রুম্পেলমান (নামিবিয়া) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।
৩য় ওডিআই
ব |
||
- কোভিড-১৯ সংক্রান্ত ঝুঁকির কারণে ম্যাচটি বাতিল করা হয়।
৪র্থ ওডিআই
ব |
||
- কোভিড-১৯ সংক্রান্ত ঝুঁকির কারণে ম্যাচটি বাতিল করা হয়।
৫ম ওডিআই
ব |
||
- কোভিড-১৯ সংক্রান্ত ঝুঁকির কারণে ম্যাচটি বাতিল করা হয়।
৬ষ্ঠ ওডিআই
ব |
||
- কোভিড-১৯ সংক্রান্ত ঝুঁকির কারণে ম্যাচটি বাতিল করা হয়।
৭ম ওডিআই
ব |
||
- কোভিড-১৯ সংক্রান্ত ঝুঁকির কারণে ম্যাচটি বাতিল করা হয়।
৮ম ওডিআই
ব |
||
- কোভিড-১৯ সংক্রান্ত ঝুঁকির কারণে ম্যাচটি বাতিল করা হয়।
তথ্যসূত্র
- "Namibia to host Oman and UAE for CWC League 2 series in November/December 2021"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১।
- "Men's Cricket World Cup 2023 qualifying matches rescheduled"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২০।
- "ICC Men's Cricket World Cup League 2 series announced"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৯।
- "Namibia crowned ICC World Cricket League Division 2 champions with victory over Oman"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৯।
- "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮।
- "Oman cricket team leaves for Namibia tour"। টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২১।
- "Oman level series against Namibia"। দ্য নামিবিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২১।
- "Tri-Nations cancelled"। দ্য নামিবিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২১।
- "Tri-series in Namibia called off, Oman cricket team flying back"। টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২১।
- "Oman Cricket Announces Squad for CWC League 2 Series in Namibia"। ওমান ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২১।
- "Namibia Hosting Oman and UAE in Castle Lite Series"। ক্রিকেট নামিবিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২১।
- "Emirates Cricket Board announce team to compete in ICC Men's Cricket World Cup League 2 in Namibia"। আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২১।